বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পার্থর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা -প্রেসক্লাবের তীব্র নিন্দা

বিশেষ প্রতিনিধি:
বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পার্থ প্রতীম চন্দ বহুল প্রচারিত দৈনিক সাহসী বার্তার বানারীপাড়া উপজেলা প্রতিনিধি ও নতুন বাজার অনলাইন পত্রিকার নির্বাহী  সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করেছে একটি কুচক্রী মহল।জানা যায় গত শুক্রবার পাশের  ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করলে পার্থ টের পেয়ে ডাক চিৎকার দিলে সে পালিয়ে যাবার চেষ্টা করে, দৌড়ে পালিয়ে যাবার সময় একটি ওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং তার মাথা কেটে যায়।তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই নিজেকে একজন ফেরিওয়ালা বলে জানায় ও তার নাম আবুল কালাম আজাদ বলে জানায়। সে বানারীপাড়ার স্থানীয় কোন লোক নয় এবং তার কাছে ফেরি করার কিছু  ছিল না। এই ঘটনাকে পুজি করে একটি স্বার্থান্বেষী মহল পার্থ এর বিরুদ্ধে ঐ ফেরিওয়ালা’কে জোর করে থানায় এজাহার দেয়ায় এবং থানা পুলিশ নিয়মিত মামলা নেয়।উল্লেখ যে পার্থ ইতিমধ্যে ঐ মহলের বিরুদ্ধে  একাধিকবার নিউজ করায় তারা পার্থর উপর বিরাগভাজন হন।তারা সুচুরভাবে ফেরিওয়ালা  নামধারী চোরের পক্ষ অবলম্বন করে তাকে দিয়ে একপ্রকার জোরকরে মামলায় সই নেয়। যা বানারিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতির সাথে অকপটে স্বীকার করেছে  ফেরিওয়ালা আজাদ।তিনি বলেন যে আমি হলাম দাবার গুটি।উল্লেখ বানারীপাড়ায় এই হকার বা ফেরিওয়ালা নামধারীরা বিভিন্ন সময়ে বড় ধরনের চুরি ও ডাকাতি সংগঠিত করেছে।এ কারনে থানা পুলিশ প্রশাসন এদের দিকে সর্তক দৃস্টি রাখতে বলেছিল।বানারীপাড়ার সচেতন মহলের প্রশ্ন এই নামধারী হকার বা ফেরিওয়ালা বা চোর এর পক্ষ অবলম্বন করে কিভাবে স্বার্থান্বেষী মহল মামলা করে বানারীপাড়া প্রেস ক্লাব এর সাধারন সম্পাদকের বিরুদ্ধে। এদিকে প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাকের বানারিপাড়া প্রতিনিধি এস মিজানুল ইসলামের সভাপতিত্বে সভায় পার্থর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করায় সভায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় আরো জানানো হয় অনতিবিলম্বে এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে প্রেসক্লাব আরো কঠোর থেকে কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে। সভায় বক্তব্য দেন সহসভাপতি জহিরুল ইসলাম বিপুল দৈনিক  দিনকাল, ইলিয়াস শেখ বিজয় টিভি, সহসভাপতি আনোয়ার হোসেন তারা টিভি, সাইফুল ইসলাম রাসেল দক্ষিনাঞ্চল, সুমন খান বাংলাদেশ বানী, টিপু সুলতান দৈনিক খোঁজখবর,যুগ্মসম্পাদক আব্দুল আউয়াল বিপ্লবী বাংলাদেশ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান পলাশ নতুনবাজার ২৪ডট কম, নির্বাহী সদস্য এড.তারিকুল ইসলাম, নির্বাহী সদস্য নজরুল ইসলাম সমকাল, নির্বাহী সদস্য গোলাম মাহমুদ রিপন যুগান্তর, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জিয়া দৈনিক বঙ্গজননী,নির্বাহী সদস্য মাসুম বিল্লাহ দৈনিক নওরোজ,সফিকুল ইসলাম একাত্তর টিভি সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *