পিঁয়াজে ঝাঁঝ: কেজি ৮০ থেকে ১২০ টাকা

ডেস্ক রিপোর্ট: “কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংগঠন আভাস বাস্তবায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে বরিশালে কন্যা শিশু দিবস ৩০ সেপ্টেম্বর ২০১৯ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আভাস এর ডাইরেক্টর প্রোগ্রাম এস.এম. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রতিনিধি এবং আনন্দ স্কুলের উপদেষ্টা মোঃ হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সিটিকর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলন অফিস সচিব মোঃ লিটন মিয়া, আনন্দ স্কুল সভাপতি জনাব পারভিন বেগম, কন্যা শিশু জুই মনি এবং নদী। র‌্যালি ও সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটিকর্পোরেশনের ৫নং ওয়ার্ড আনন্দ স্কুলের ২৫০জন ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। র‌্যালি ও সভায় আরো উপস্থিত ছিলেন আভাস গার্লস এ্যাডভোকেসি এলান্সে (জিএএ) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আলি আহসান এবং নাসরিন খানম। এছাড়াও আভাস এর প্রকল্প কর্মকর্তা মোঃ জাকির হোসেন, লাইজু আক্তার এবং মোঃ খাইরুল ইসলাম।
সভায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর কার্যকর বাস্তবায়ন এর মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের জন্য সরকারের সকল স্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এছাড়া কন্যা শিশুদের বোঝা মনে না করে পরিবারে সম্পদ হিসাবে দেখতে অভিভাবকদের প্রতি আহবান জানান সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *