গৌরনদীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত

গৌরনদী (বরিশাল) সংবাদ দাতা:
বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গৌরনদী উপজেলা নির্বহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, মৎস কর্মকর্তা মোঃ আবুল বাসার, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা ডায়াগনস্টিক এ্যসোসিয়েশনের সভাপতি আঃ ওহাব শিকদার, সাধারন সম্পাদক আনিচুর রহমান, গৌরনদী সুইজ হাসপাতাল এর চেয়ারম্যান শেখ রুপা,তানভির আহম্মেদ সোহেল, নাজমুল আলম চঞ্চল, সজল ঘোষ, ঔষধ ব্যাবসায়ী জামাল হোসেন প্রমূখ।

উক্ত আলোচনা সভায় গৌরনদী উপজেলার ডায়াগনস্টিক সেন্টার, হোটেল, ফার্মেসি, দধি-মিষ্টির, মনিহারি দোকানের মালিক গন উপস্থিত ছিলেন। এসময় তারা বাজারে চাল, ডাল, তেল, আটা, ময়দা, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য কর্যকরী ব্যাবস্থা গ্রহনে পরামর্শ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *