এখনো লেভেল প্লেয়িং হয়নি নির্বাচনী মাঠ- সরোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের বিএনপি সহ ঐক্যফ্রন্ট্রের মনোনিত প্রার্থী বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার বলেন, এখনো বরিশালে নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং সৃষ্টি হয়নি।
তিনি বলেন পুলিশ আমাদের প্রচার-প্রচারনা সহ নির্বাচনী কাজে ব্যবহত অফিস নির্মান কাজে বাধা প্রধান করছে।
অপরদিকে সরকারী দলের নেতা-কর্মীরা নির্বাচনী আচরন বিধি লংগন করে প্রচার প্রচারনা করে যাচ্ছে সেখানে কোন পুলিশী বাধা নেই।
সরোয়ার আরো বলেন বরিশালে ভোটারদের মাঝে সিটি নির্বাচনের সেই ভয়ের আতংক এখনো কাটেনি ভোটারদের প্রশ্ন রয়েছে আদো আমরা এবার ভোট দিতে পারব কিনা?
ভোটারদের সেই শংসয় প্রশাসনদের দুর করতে হবে।
তিনি বলেন সিটি নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের চেয়ে পুলিশ প্রশাসন ভোটারদের আতংক নগরীর ভোটাদের মাঝে বিরাজ করছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মজিবর রহমান সরোয়ার নগরীর পুরানপাড়া,মোতাসার,আমিরগঞ্জ এলাকায় ধানে শীর্ষ প্রতিক ও নিজের জন্য ভোটারদের কাছে প্রার্থনা করেন।
এসময় উক্ত এলাকার দলীয় নেতা-কমীরা গন সংযোগে অংশ নেয়।
এছাড়া বিকালে সরোয়র নগরীর কলিজিরা গন সংযোগ ও উঠান বৈঠক কর্মসূচি রয়েছে ঐক্যফ্রন্ট পার্থী মজিবর রহমান সরোয়ারের।
এছাড়া অন্যদিকে আওয়ামীলীগ মহাজোটের নৌকা প্রতিকের প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সকাল সাড়ে ১১টায় নগরীর জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাশীদের নিয়ে এক উঠান বৈঠক করেন।
এছাড়া নৌকার সমর্থনে ও ভোপ প্রার্থনা করে বরিশাল বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আইনজীবীরা নগরীতে প্রচার-প্রচারনা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *