শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাচ্ছেন দলের দুঃসময়ের সারথী সান্টু

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পাচ্ছেন দলটির দুঃসময়ের সারথী এস শরফুদ্দীন আহমেদ সান্টু। বরিশাল-২ আসনের হাল ধরে দীর্ঘ ১০ বছর পর্যন্ত দলটির কার্যক্রম পরিচালনা করা কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য,বরিশাল জেলা (দক্ষিণ)’র সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস শরফুদ্দীন আহমেদ সান্টুই শেষ পর্যন্ত পাচ্ছেন ধানের শীষ প্রতীক। এমনই তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় একটি সূত্রে। দীর্ঘ দিন পাশে থেকে দিক নির্দেশনা দেয়া নেতা মনোনয়ন পাচ্ছেন এমন সংবাদ শোনার পরে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের নেতা ও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দলের দুঃসময়ে দলীয় নেতা,কর্মী ও সমর্থকদের জাতীয়তাবাদী শক্তিতে একত্ববদ্ধ করে রাখা এস সরফুদ্দীন আহমেদ সান্টুকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আগেই দলীয় মনোনয়ন দেয়ার দাবী উঠেছিল দলটির তৃণমুল থেকে। ১/১১’র সময় যখন এখানকার অনেক নেতা বিএনপির রাজনীতি করতে পিছ’পা সহ গাঢাকা দিয়েছিলো তখন এই সান্টুই জাতীয়তাবাদী শক্তিকে এক করতে নিরলসভাবে কাজ করেছেন। তখন সে ব্যতিত দলটির হাল ধরতে কেউই এগিয়ে আসেনি। কেউ কেউ দলীয় চেয়ারপারসনকে মাইনাস করার ফর্মুলায় যুক্ত হয়েছিলো। সেই সব নেতারাই এখন আসনটির মূল জাতীয়তাবাদী শক্তিকে মাইানাস করার ষড়যন্ত্র’র মিশনে নেমে দলীয় মনোনয়ন চাচ্ছেন। তবে উভয় উপজেলার সকল পর্যায়ের ইউনিট’র নেতৃবৃন্দ মনোনয়নের বিষয়ে সান্টু বাদে অন্য কাউকে চুল পরিমান ছাড় না দেয়ার দৃঢ় শপথ নিয়ে নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে যারা ধানের শীষের বিরোধীতা করে বিএনপিকে হারিয়ে দিতে মরিয়া ছিল,শেষ পর্যন্ত হারিয়ে দিয়ে উল্লাসে মেতে উঠেছিল তাদেরকে রুখে দিতে এবার প্রস্তুতি নিয়েছে মূল ধারার র্তণমূল। সান্টুর কর্মকান্ডের চুলচেড়া বিশ্লেষন করে দলীয় হাই কমান্ড তার হাতেই তুলে দিচ্ছেন ধানের শীষ প্রতীক। এমনটাই জানিয়েছেন এস শরফুদ্দীন আহমেদ সান্টুর একটি বিশ্বস্ত সূত্র। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা জানান,সংস্কারপন্থী সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল’র হাতেগোনা কিছু সংখক সমর্থকরা তাকে দলে নেয়ার পরে এলাকায় গুঞ্জণ ছড়াচ্ছে তাকেই দলীয় মনোনয়ন দিচ্ছে হাই কমান্ড। এমন খবরের কোন ভিত্তি নেই বরিশাল-২ আসনে দলীয় মনোনয়ন দিলে দুঃসময়ের কান্ডারী এস শরফুদ্দীন আহমেদ সান্টুকে দিবে। তিনি আরও জানান তাদের (জামাল) সাথে বিএনপির কোন নেতা,কর্মী নেই,আছে যারা অতীতে দলের ক্ষতি করেছে তারা। তাই কোন গুঞ্জনে কান না দিয়ে বিএনপির মূল ধারার শক্তির নেতৃবৃন্দকে নির্বাচনের মাঠে সরব থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *