বানারীপাড়ায় নাইস সঞ্চয় সমিতির গ্রাহকদের সঞ্চিত অর্থ আত্মস্বাৎের অভিযোগ

স্টাফ রিপোর্টার: বানারীপাড়ায় নাইস সঞ্চয় সমিতির গ্রাহকদের সঞ্চিত অর্থ আত্মস্বাতের অভিযোগ পাওয়া যায়। গ্রাহকদের অভিযোগ পেয়ে বানারীপাড়ার সাংবাদিকগণ ওই সমিতির খোঁজ নেয়। যে ঠিকানায় সমিতির অবস্থান সেখানে খুজে না পেয়ে বিভিন্ন কৌশলে জানা যায়, বানারীপাড়া সদর রোডে অবস্থিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে গিয়ে সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমানকে পাওয়া যায়। ইতিপূর্বে ওই সমিতির গ্রাহকদের কাছ থেকে সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মোটা অংকের লাভ দেখিয়ে অর্থ আদায় করে। গ্রাহকদের কাছ থেকে আদয়কৃত অর্থ বিভিন্ন মেয়াদে লাভ সহ আসল টাকা ফেরত দেয়া হবে এ মর্মে মেয়াদী সঞ্চয় আমানত (এফডিআর) চুক্তিপত্র করা হয়। গ্রাহকদের চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ উত্তীর্ন হলেও সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান টাকা ফেরৎ দিতে টালবাহানা শুরু করেন। তার অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি একটি রেজিস্টার খাতা দেখিয়ে বলেন,আমরা অনেকের টাকা ফেরত দিয়েছি। বাকী কয়েক জনের টাকা শীঘ্রই ফেরৎ দেব বলে জানান। তিনি বলেন, সমিতির কার্যক্রম গুটানোর চেস্টা করছি। যে কারনে সাইন বোর্ড দেয়া হয়নি। রূপালী লাইফ ইন্স্যুরেন্স অফিসে অন্য ভিন্ন ধর্মী নাইস সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড এর কার্যক্রম করতে কোন বাধা আছে কিনা জানতে চাইলে মোঃ মিজানুর রহমান জানান, আমি রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর বিভাগীয় সহকারী উপ-পরিচালক (বানারীপাড়ার ইনচার্জ) সে হিসেবে আমার কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ করছি এবং নাইস সঞ্চয় সমিতির অনেক সদস্যকে দিয়ে বীমা করিয়েছি। এ ব্যাপারে টাকা না পেয়ে নাইস সঞ্চয় সমিতির কয়েকজন গ্রাহক ১৫ নভেম্বর থানায় অভিযোগ করলে থানার মাধ্যমে গত ২৫ নভেম্বর তাদের টাকা ফেরত দেয়। বিষয়টি জানতে চাইলে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কিবরিয়া জানান, রূপালী লাইফ ইন্স্যুরেন্স একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে অন্য কোন প্রতিষ্ঠানকে কাজ করার কোন অনুমতি কাউকে দেয়া হয়নি। ঘটনাটি আমার দৃষ্টি গোচর হওয়ায় বিষয়টি আমি দেখছি। নাইস সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড এর রেজিস্ট্রশন কর্তৃপক্ষ বানারীপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি জানান, ওই সমিতির রেজিস্ট্রশন বাতিল হয়েছে। এ ধরনের সমিতি দীর্ঘ মেয়দী এফডিআর করার কোন সুযোগ নেই। এ বিষয়টি দেখব।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *