বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগে নেই সেশনজট

তানজুম তমা, বিশেষ প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজবিজ্ঞান বিভাগে কোন সেশনজট নেই।গতকিছুদিন ধরে একটি ফেক আইডির মাধ্যমে গুজব ছড়িয়েছিলো সামাজবিজ্ঞান বিভাগের সেশনজটের ব্যাপারে কিন্তু সরেজমিনে তদন্ত করে দেখা গেছে যে আইডি থেকে পোস্টটি সাংবাদিকদের কাছে এসেছিলো সেটি একটি ফেক আইডি। এবং অনেকেই সেটিকে না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বরিশাল অবজারভার এর অনুসন্ধানে জানা যায় গত ভাইস চ্যান্সেলর থাকা পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগের দুটি ব্যাচের সেশনজট ছিলো যা বর্তমানে বিভাগটির চেয়ারম্যান এবং সহকারী অধ্যক্ষের আপ্রান প্রচেষ্টায় মীমাংসিত অবস্থায় আছে। এ বিষয়ে বিভাগের চেয়্যারম্যান অসীম কুমার নন্দী দু:খ প্রকাশ করে বলেন , আমার বিভাগে শিক্ষক সংকটের পরও আপ্রান চেষ্টায় আমি চারটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেশনজট মুক্ত রেখেছি। তিনি আরো বলেন UGC এবং পরীক্ষা নিয়ন্ত্রকের অবহেলার কারনে শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।এটা সামাজবিজ্ঞান বিভাগের এখতিয়ারের বাইরে।” বরিশাল অবজারভার এর অনুসন্ধানে আরো জানা যায় বর্তমানে স্নাতক অধ্যয়নরত সমাজবিজ্ঞান বিভাগে কোন ব্যাচেই সেশন জট নেই।২০১৪-১৫->৪র্থ বর্ষে, ২০১৫-১৬->তৃতীয় বর্ষে ২০১৬-২০১৭->২য় বর্ষে এবং ২০১৭-১৮-> বছর শেষ করবার আগেই তাদের ১ম বর্ষ শেষ করে ক্লাস পার্টি সম্পন্ন করেছে। তাই শিক্ষার্থীরা মনে করেন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সামাজবিজ্ঞান অনুষদের অন্যান্য বিভাগের কাছে আইডল হয়ে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *