বরিশালে ইভটিজিং রুখতে অভিযান

ডেস্ক রিপোর্টঃ আজ সোমবার বরিশালের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ কগনিশনের উদ্যোগে ইভটিজিং বিরোধী অভিজান পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এবছরের মে মাসে প্রতিটি বিদ্যালয়ে ইভটিজিং বিরোধী ক্যাম্পেইন ও জরিপ কার্যক্রম পরিচালনা শুরু করে তরুন সংগঠন ইয়ুথ কগনিশন। ইভটিজিংয়ের শিকার হলে কি করণীয় তা জানানো হয় ছাত্রীদের এবং যেসমস্ত স্থানে স্কুল ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হতো, সেসব স্থানের নাম উল্লেখ করা হয়  জরিপে। পরবর্তীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে জমা দেওয়া হয় সেই প্রতিবেদন। পুলিশ কমিশনার নির্দেশে গতকাল দুপুর সাড়ে ১২ টায় আমতলার মোড় এ.আর.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকা ও স্বাধীনতা পার্কে ওসি কোতোয়ালি মডেল থানা এ অভিযান পরিচালনা করেন। এসময় ইয়ুথ কগনিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে এআরএস বালিকা বিদ্যালয় এলাকা থেকে দুই বখাটে যুবক কে মোটরসাইকেল সহ আটক করা হয়, এছাড়াও স্বাধীনতা পার্কে স্কুল ফাকি দিয়ে স্কুল ড্রেস পরিহিত প্রেমিক – প্রেমিকা জুটিদেরও জিজ্ঞাসাবাদ করে ভবিষ্যত এমন কাজ না করার কথা বলে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *