গণিত অলিম্পিয়াডে ববির সাফল্য

তানজুম তমা, বিশেষ প্রতিবেদক:  সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ গনিত সমিতী আয়োজিত, ১০ম জাতীয় স্নাতক গনিত আলিম্পিয়াড ২০১৮ তে বিজয়ী হয়েছেন ১০ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন,মোঃ সাইদুজ্জামান সায়েদ প্রথম,
হাসনাইন আহমেদ দ্বিতীয়, আবু উবায়দা তৃতীয়, চিন্ময় মন্ডল চতুর্থ, মোসাঃ সুমাইয়া আকতার পঞ্চম, রাজু গোস্বামী ষষ্ঠ, রেক্সোনা সপ্তম, মালিহা বাশার বুশরা অষ্টম, মোঃ মাহাবুবুর রহমান দশম।বরিশাল অঞ্চলের উক্ত অলিম্পিয়াডটির এই দশজনের ৯ জনই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।উক্ত বিজয়ে তারা আনন্দিত এবং উল্লাস প্রকাশ করেন। তারা আরো জানান এবার জাতীয় পর্যায়ের ৮ টি অঞ্চলের প্রতিযোগীর সাথে লড়াই করবেন।

উল্লেখ্য  এই প্রথম ১০ জন পাচ্ছেন ক্রেস্ট,সার্টিফিকেট এবং মেধার মূল্য।ববি শিক্ষার্থীদের এই লড়াইয়ে গনিত বিভাগের চেয়্যারম্যান ও সহকারী অধ্যাপক হেনা রানী বিশ্বাস খুবই আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *