বরগুনা সদর হাসপাতালে দুজন করোনা শনাক্ত

বরগুনা সদর হাসপাতালবরগুনা সদর হাসপাতালে সদ্য ঢাকা ফেরত ৬০ বছর বয়সী এবং নারায়ণগঞ্জ ফেরত ৩৫ বছর বয়সী দুজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন।

তিনি জানান, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাদের দুজনেরই টিপোর্ট আসে। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তিদের একজনের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ খাকবুনিয়া গ্রামে এবং অন্যজন আঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা। দুই জনকেই গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে ঢাকা ফেরত ব্যক্তি তাবলিগ জামায়াতে অংশ নিয়েছিলেন। তিনি বরগুনায় আসার পর স্থানীয়রা বৃহস্পতিবার তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যজন নারায়ণগঞ্জের কাচপুর এলাকা থেকে বরগুনায় এসেছিলেন।

সোহরাব হোসেন বলেন, ‘বরগুনা সদর হাসপাতালে দুজন রোগী কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে তাদের বাড়ির সদস্যদের নমুনা নিয়ে টেস্ট করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *