বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডে বিপ্লবের পক্ষে গনজোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান বিপ্লবের পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। জিয়াউর রহমান বিপ্লবের ঠেলাগাড়ি মার্কার সমর্থনে গতকাল ২০ নং ওয়ার্ডে বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়।গতকাল সকাল ১০টায় নগরীর কলেজ রোড এলাকা থেকে বিশাল মিছিল বের হয়ে বিএম কলেজ রোড,কলেজ রো,বগুরা রোড, গোরস্থান রোড, কলেজ এভিনিউ,সিএন্ডবি রোড,নথুল্লাবাদ বৈদ্যপাড়া হয়ে বিপ্লবের বাসায় এসে শেষ হয়। মিছিলে বিশিষ্ট ক্রীড়াবিদ গাজী শফিউর রহমান দুলাল, সাবেক কাউন্সিলর আবদুর রহমান আজিম, সাবেক ছাত্রনেতা মুকুল, আজিজুর রহমান এলাকার শতশত নারী পুরুষ অংশগ্রহন করেন। মিছিল শেষে পথসভায় জিয়াউর রহমান বিপ্লব বলেন আমি আপনাদের সন্তান, আমি জন্ম থেকে আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করব। তিনি এসময় নেতাকর্মীদের সজাগ থাকার অনুরোধ জানান। যাতে কালো টাকার বিনিময়ে কেউ ভোট না কিনতে পারে। বৃষ্টিভেজা মিছিলে নেতাকর্মীরা তার জয়ের ব্যাপারে শতভাগ আশা ব্যাক্ত করেন।

বরিশাল সিটি নির্বাচনে নৌকার সমর্থনে গণজোয়ার

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গতকাল প্রচার প্রচারনার শেষদিনে নগরীতে রাজনৈতিক কর্মকাণ্ডের মূল স্থান হিসেবে পরিচিত সদর রোডে নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে আওয়ামী লীগ ও সরকার সমর্থক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সদর রোড ছাড়াও নগরীর পুরো এলাকা জুড়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রচার রয়েছে চোখে পড়ার মত। এর আগে শেষমুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েন সরকার সমর্থক নেতাকর্মীরা। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নৌকার পক্ষে খণ্ড খণ্ড দলে বিভিক্ত হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এছাড়া রিকশা ও অটোরিকশায় মাইকিংও চলছে শহরজুড়ে। নগরীর প্রতিটি অলগলিতেও নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবদুল্লাহর পোস্টার ঝুলছে। তবে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাছ চৌধুরী দুলাল বলেন, “এই নির্বাচন ঘিরে নগরীতে উৎসব বিরাজ করছে। আমাদের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নৌকার পক্ষে ভোটের প্রচারে নেমেছেন। পুরো নগরীতে নৌকার জোয়ার বইছে।” এদিকে গতকাল ফজলুল হক এভিনিউর নগর ভবনের সামনে মুক্তাঙ্গনে পথসভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নারী পুরুষ,আবাল বৃদ্ধ বনিতা ও বিভিন্ন বয়সের শ্রেনী পেশার মানুষ উপস্থিত হয়। বিকাল ৪টার পর সভাস্থল জনসমূদ্রে পরিনত হয়। নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয় বরিশাল নগরী। বিকাল ৪টায় অনুষ্ঠিত পথসভায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এড আফজাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, এড. বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড আফজালুল করীম, সাধারন সম্পাদক এড একে এম জাহাঙ্গীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বরিশাল সিটি নির্বাচনে দক্ষিনাঞ্চলের আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বরিশালের নির্বাচনে প্রথমবারের মত তরুন নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। বরিশালের অলিগলিতে শুধু নৌকার স্লোগান। প্রচারনার শেষদিনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশালের উন্নয়ন ও সমৃদ্ধশালী নগরী গড়ার লক্ষ্যে নৌকায় ভোট প্রার্থনা করেন। নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট চান।

নানা সমস্যায় জর্জরিত বরিশালের জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদকঃ ঝুঁকিপূর্ণ ভবন এবং শ্রেনীকক্ষের সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫৬ নং পাতারহাট জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন এবং শিক্ষকদের সাথে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে,জানা গেছে, উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের সোনামুখি এলাকায় ৫৯ শতাংশ নিজস্ব জমির উপর ১৯৭০ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের দু’টি ভবন রয়েছে। এরমধ্যে ১৯৯৮ সালে দুই তলা বিশিষ্ট একটি এবং ২০০৫-৬ সালে একতলা ভবন নির্মাণ করা হয়। এছাড়া টিনশেটের একটি ঘর থাকলেও সেখানে পাঠদান করা সম্ভব না। দুইতলা বিশিষ্ট ভবনটিতে শিক্ষক মিলনায়তন এবং শিক্ষার্থীদের ক্লাশরুম রয়েছে। তবে এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এর প্রতিটি দরজা,জানালা, খাম্বাএবং ক্লাশরুমের পয়েস্তারা খসে পড়ছে। অপরদিকে ২০০৫-৬ সালে নির্মিত একতলা ভবনটির অবস্থাও ভাল না। বৃষ্টি নামলেই ছাদ দিয়ে পানি পড়ে। তখন শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন না শিক্ষকরা। জানা গেছে, প্রায় ৫ বছর পূর্বে এক ভূমিকম্পের কারনে বিদ্যালয়ের ভবনগুলো ক্ষতিগ্রস্থ হয়। এ জন্যই ভবনগুলো বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবনে পরিনত হয়েছে। এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ শ। শ্রেণী কক্ষের সংকটের কারনে ঠাসাটাসি করে পাঠদান দিতে হচ্ছে শিক্ষকদের। অপরদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৫-১৬ অর্থ বছরে টয়লেট নির্মাণ করা হয়। যা অসম্পন্ন না করেই ঠিকাদার চলে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে কিন্তু তারা আর কোন উদ্যোগ নেয়নি। এ সকল সমস্যার কথা জানিয়ে, পুরাতন ভবন সংস্কার এবং শিক্ষার্থী অনুপাতে একটি নতুন ভবন নির্মাণের দাবি করে উপজেলা শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করা হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ করা হয়নি। সর্বশেষ ২০১৬ সালের ২ ফেব্রুয়ারী স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ’র কাছেও লিখিত আবেদন করা হয়েছে। তাতেও কোন সাড়া মেলেনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হক সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে বলেন, যতোদ্রুত সম্ভব বিদ্যালয়ের পুরাতন ভবন সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণ এবং টয়লেটের বাকি সম্পন্ন করার জন্য। যাতে করে শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের শিক্ষা গ্রহন করতে পার

বরিশাল সিটি নির্বাচনে বিজিবির টহল শুরু

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশেন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। এরপাশাপাশি র‌্যাব-পুলিশের সদস্যরাও তাদের টহল অব্যাহত রাখার পাশাপশি তাদের যেসব ভোট কেন্দ্রে দায়ীত্ব পালন করার জন্য দেয়া হয়েছে তারা সেসব বুঝে নিতে শুরু করেছে বলে জানিয়েছেন বিসিসি রিটানিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান তালুকদার।
এছাড়া শনিবার শ্রাবনের বৃষ্টি মাথায় বহন করে নগরীর বিভিন্ন সড়কে বিজিবি ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব মোটর সাইকেল নিয়ে মহড়া প্রদর্শন করতে দেখা গেছে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৯ জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম ও ৫৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি নির্বাচনে অপ্রিতীকর যেকোন ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশালে ৪ শত সদস্যের ১৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। এরমধ্যে ১৫ প্লাটুন মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্ব প্লাটুন করবেন। পাশাপাশি ৪ প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হবে, যারা বিশেষ প্রয়োজনে বের হবেন। অপরদিকে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান,তাদের প্রায় ৩ শত সদস্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে কাজ করবেন। যার মধ্যে ৩০ টি টিম স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ৪ টি টিম রিজার্ভ রাখা হবে। এরইমধ্যে র‌্যাবের টহল নগরজুড়ে অব্যাহত রয়েছে পাশাপাশি নগরের প্রবেশদ্বারে ৩ টি চেকপোষ্ট বসানো হয়েছে। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানাগেছে, নির্বাচনে পুলিশের ২ হাজারের ওপর সদস্য দায়িত্ব পালন করবেন। মোট সদস্যের মধ্যে ২ হাজার ১৩ জন পুলিশ ও ১৫৬ জন আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্য রয়েছে। এছাড়াও আনসারের ২হাজার ১৫৯ সদস্য কাজ করবে। যাদের মধ্যে ৪৩৭ জন ব্যাটেলিয়ান আনসার রয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দুই লাখ ৪২ হাজার ১৬৬ ভোটার১২৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। যারমধ্যে ১১২টিকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ন) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে।

এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করলেন মনীষা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাসদের মই মার্কার মেয়র প্রাার্থী ডাঃ মনীষা চক্রবর্তী বলেছেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার একটি সুষ্ঠু সমান সুযোগের পরিবেশ। কিন্তু নির্বাচন কমিশন সে পরিবেশ এখনো পরিপূর্ণভাবে তৈরি করতে পারেনি। আজ শনিবার প্রচার প্রচারণার শেষ দিন সকালে নগরের ফকিরবাড়ি রোডস্থ বাসদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা মুখে আচরনবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঙ্কার দিলেও বাস্তবে শাসক দলের প্রার্থী প্রথম দিন থেকেই আচরন বিধি লঙ্ঘনের ঘটনা ঘটালেও কার্যকর কোন ব্যবস্থা নিতে পারেনি। অথচ অপরাপর প্রার্থীর বেলায় পান থেকে চুন খসলেই নানা হয়রানী করা হয়েছে। এক প্রার্থী সরাসরি ধর্মকে ব্যবহার করলেও তাকে শুধু সতর্ক করেই ক্ষান্ত দিয়েছে। মনীষা বলেন, বিভিন্ন এলাকার বস্তিবাসী, রিক্সাচালক আমার পক্ষে যারা প্রচার কাজ করছে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। অনেককেই মারধর করা হয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। সরকার দলীয় প্রার্থীর পক্ষে সরকারি কর্মকর্তা, এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়ররা প্রচার অভিযান চালাচ্ছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রথম নারী মেয়র প্রার্থী বলেন, আমরা প্রতিটি কেন্দ্রে আমাদের প্রতিনিধি নিশ্চিত করেছি। কক্ষ অনুযায়ী এজেন্টও দেয়ার প্রস্তুতি নিয়েছি, তবে যাদের এজেন্ট দেয়া হবে তাদের ভয়ভীতি দেখানোর কারণে শেষ পর্যন্ত কেন্দ্রে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। একটি মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়ে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোন ধরণের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমি নির্বাচনে দাড়িয়েছি বসে পড়ার জন্য নয়। আমি জয়লাভেবর জন্য নির্বাচন করছি কারণ আমার জয়লাভের ওপর বরিশালের শ্রমজীবী সাধারণ মানুষের ভবিষ্যত নির্ভর করছে। আমি কখনোই শ্রমজীবী গরীব মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমার ওপর বিশ্বাস রাখুন, আপনাদের ওপর আমার বিশ্বাস আছে, ভরসা আছে। আগামী ৩০ জুলাই মই মার্কায় ভোট দিয়ে আপনাদের সুনিশ্চিত রায় দিয়ে জয়যুক্ত করুন। মনীষা হিসেবে যোগ্য, শিক্ষিত, সৎ, দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করুন। যাতে আগামী দিনে বরিশাল সিটি করপোরশেন হতে পারে উন্নয়নে, সমৃদ্ধিদে আধুনিক বাসযোগ্য নগরী। সংবাদ সম্মেলনে জেলা বাসদের সভাপতি ইমরান হাবিব রুম্মনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি থেকে আ’লীগে যোগ দিলেন লুনা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত মহিলা কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ২৭ জুন শুক্রবার বরিশাল নগরীর কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে শতাধিক বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা বেগমের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি আডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক আডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যন্যরা। যোগদানকালে লুনা জয় বাংলা শ্লোগান দিয়ে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও নীতিতে বিশ্বস্থ হয়ে আমি আওয়ামী লীগে যোগ দিচ্ছি। যতদিন রাজনীতি করবো ততদিন বঙ্গবন্ধুর আদর্শে থেকে রাজনীতি করে মানুষের সেবা করে যাবো বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ওয়েবসাইট/নিউজ পোর্টাল তৈরি করুন মাত্র ৫০০০ টাকায়!

বিশ্বায়নের যুগে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অনেকেই চান তার নিজের একটি ওয়েবসাইট থাকুক। তাছাড়া একটি ওয়েবসাইট হতে পারে আপনার বাড়তি ইনকামের অন্যতম সোর্স। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা ও বড় বড় কোম্পানীর চড়া মূল্য আপনাকে নিরুতসাহিত করে দেয়। ফলে ব্যাক্তিগত ওয়েবসাইট আর করা হয়ে ওঠে না।
কিন্তু আমরা আপনাকে দিচ্ছি সবচেয়ে কমমূল্যে  ওয়েবসাইট/নিউজ পোর্টালের মালিক হবার সুযোগ। মাত্র ৫০০০টাকা থেকেই শুরু।
আকর্ষনীয় ডিজাইন, রেসপন্সিভ ওয়েব, সপ্তাহে সাতদিন, ২৪ঘন্টা ফোন সাপোর্ট পাবেন বিনামূল্যে।

আমাদের অফারে যা থাকছেঃ
০১. ফ্রি ডোমেইন
০২. ফ্রি লোগো
০৩. রেসপন্সিভ ওয়েব
০৪. আকর্ষনীয় ডিজাইন
০৫. ২৪/৭ ফোন সাপোর্ট
০৬. অর্ডার কনফার্ম করার পরে সর্বোচ্চ ৫ঘন্টায় ওয়েবসাইট ডেলিভারী

বিস্তারিত জানতে ও ওয়েবসাইট অর্ডার করতে এখনি যোগাযোগ করুন : ০১৭২৫৭৯২৯৭৯

বরিশালের পরিবেশ সুষ্ঠু রয়েছে- সাদিক

নিজস্ব প্রতিবেদকঃ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ভোটারদের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা ভোটকেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। সব প্রার্থীই চান এবং বলেন বিজয়ী হবেন কিন্তু কে বিজয়ী হবেন সে রায় জনগণই দেবেন। শুক্রবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মেয়র পদে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। সাদিক আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচনে অবশ্যই অভিযোগ থাকবে, তবে শঙ্কা থাকার মতো কোন ঘটনা বরিশালে এখনও ঘটেনি, বরিশালের পরিবেশ সুষ্ঠু রয়েছে। তারপরেও যারা শঙ্কার কথা বলছেন তারা যদি বলার জন্য বলেন, সেটা ভিন্ন কথা। তবে যেহেতু এটা প্রশাসনের বিষয় তাই তারাই এর উত্তর দেবেন। তিনি আরও বলেন, আমরা নয়টির মতো লিখিত অভিযোগ নির্বাচন কমিশনকে দিয়েছি। অভিযোগের মধ্যে বিএনপির প্রার্থী ও তার স্ত্রী আমাদের নেতাকর্মীদের যে হুমকি দিয়েছেন সে বিষয়টিও রয়েছে। অভিযোগের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

বরিশাল নগরীতে ফুটেছে সৌভাগ্যের ‘নাইট কুইন’

নিজস্ব প্রতিবেদকঃ নাইট কুইন নামেই বোঝা যায় এ ফুলটি রাতের রানী। রাতের সাথে রয়েছে নাইট কুইন ফুলের বিশেষ সম্পর্ক। সন্ধ্যা থেকেই একটু একটু করে ফোটার প্রস্তুতি নিতে নিতে মধ্যরাতে তার অপার সৌন্দর্য নিয়ে হাজির হয় ফুলটি এবং রাত শেষ হওয়ার সাথে সাথে ভোরের আলোয় মিলিয়ে যায় এর সৌন্দর্য।
রাতের রানী নাইট কুইন ফুলকে ধরা হয় সৌভাগ্য আর পবিত্রতার প্রতীক হিসেবে। বলা হয়, যার বাড়িতে নাইট কুইন ফোটে তার বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে ফুলটি! বরিশাল নগরীতে বৃহস্পতিবার রাতে প্রকৃতির অবদানস্বরূপ সৌভাগ্যের তিলক জুটছে মিতালী হালদারের ভাগ্যে। রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তার রোপিত গাছে ফুটেছে ‘নাইট কুইন’ ফুল।
নগরীর পশ্চিম বগুড়া রোডের অক্সফোর্ড মিশন স্কুল সংলগ্ন বাসিন্দা প্রকৃতপ্রেমী মিতালী হালদার মিষ্টি জানান, এক যুগ সাধনার পর তার স্বপ্ন পূরণ হয়েছে। ১২ বছর পূর্বে গাছটি লাগানোর পর থেকেই তিনি দিন গুণতে শুরু করেছেন ‘কবে দেখা মিলবে রাতের রাণীর’। অবশেষে বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো গাছটিতে দুটি নাইট কুইন ফুল ফুটেছে। বিস্মিত চোখে বিস্ময়কর রাতের রানীকে নিজের গাছে দেখে মিতালী বলেন, এটা তার বহু সাধনার ফুল। মিতালী আরও জানান, নাইট কুইন ফোটার খবর শুনে প্রতিবেশীরা একনজর রাতের রানীর জৌলুস দেখার জন্য তার বাড়িতে ভীড় করেছিলেন।

বরিশালে মিথ্যাচার করছে বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল ৩০ই জুলাই সিটি নির্বাচনে যে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বিএনপি তা নষ্ট করার জন্য মিথ্যাচার করছে।
বিএনপি একটি আগুন সন্ত্রসী দল ওদের ভিতর এখনো অনেক পলাতক আসামী রয়েছে তাই পুলিশ রুটিন মাফিক অভিযান করছে।
এখানে পুলিশের অভিযানের সাথে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা নোই।

আজ শুক্রবার বিকাল চারটায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ওনগর আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে নগর সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল একথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদক ইছাহাক আলি খান পান্না,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার,বরিশাল নগর সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গির ও নগর সহ-সভাপতি এ্যাড. আফজাল হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নগর সম্পাদক একেএম জাহাঙ্গির বলেন,বিএনপির ধানে শীষ প্রার্থী নির্বাচনে নয়টি আচরন বিধি কাজ করেছে যা আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পর এখন পর্যন্ত তাদের বিরুদ্বে কোন ব্যবস্থা গ্রহন করে নাই।
এছাড়া বিএনপির সমর্থক কর্মীরা ইতিমধ্যে নৌকার প্রার্থীর পোস্টার ছিঁড়েছে,প্রকাশ্য মিছিল,শো-ডাউন করেছে বৈঠকের নামে প্রকাশ্যে জনসভা করেছে।
এছাড়া তারা সরকারী অফিসের সামনে ও জনগনের চলাচলের বিঘ্ন ঘটিয়ে রাস্তার পাশে নির্বাচনী অফিস করেছে।
ধানের শীষ প্রাথীর সমর্থকরা বিভিন্ন অঞ্চলের চিহ্নিত খুনী ও সন্ত্রাসীদের সাথে নিয়ে কয়েকশ মোটর সাইকেল সহকারে নগরীর বিভিন্নস্থানে মহড়া দিয়েছে বলে তারা অভিযোগ করেন।
এরা আমাদের দলীয় প্রার্থী মহিলা কর্মীদের উপর হামলা করেছে,এমনকি ভয় ভীতি প্রদর্শন করছে।
ধানের শীষের প্রার্থীর স্ত্রী নাছিমা সরোয়ার সৈয়দ হাতেম আলী কলেজে প্রবেশ করে শিক্ষকদের সাথে নিয়ে সভা করেছে এবং ৩০ই জুলাইয়ের পর দেখিয়ে দেওয়া হবে বলে হুমকি প্রদর্শন করে বলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ আনেন।
তারা আরো বলেন, সিলেটে বিএনপির সন্ত্রসীরা আওয়ামীলীগ অফিস পুড়িয়ে দিয়েছে সেই ধরনের ঘটনা বরিশাল সিটিতে না ঘটে তার জন্য ইতি মধ্যে আমাদের পক্ষ থেকে পুলিশকে সতর্ক থাকার আহবান জানিয়েছি।

নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্বাচনী মূখপাত্র এ্যাড. গোলাম আব্বাস চৌধূরী দুলাল বলেন আসন্ন বরিশাল ৩০ই জুলাইয়ের নির্বাচন বরিশালের মানুষ স্বতঃস্ফুর্তভাবেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুলভাবে বিজয়ী করবে।