৫২ জনের মৃত্যু: গ্রেফতার ৮ জনের ৪ দিন করে রিমান্ড

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতার আট জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার ৮ জনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে পুলিশ রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির জানান, হত্যা ও হত্যার অভিযোগে ৩০২, ৩২৬, ৩২৫, ৩২৩, ৩২৪, ৩০৭ ধারায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমসহ আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামিও করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেফতার আটজন হলেন- সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২ প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

বরিশাল সিটি মেয়রের শোক প্রকাশ

বরিশাল সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের বিল ক্লার্ক হিসেবে কর্রমরত জনাব মো: ইকবাল হোসেন আজ সকালে শের ই বাংলা মেডিকেল ও  কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেস নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত  কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।

মেয়রের হস্তক্ষেপে অবমুক্ত হল রাস্তা

দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোড) সড়কের সাহেবের গোরস্থান সংলগ্ন শাখা রোডটি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সরাসরি হস্তক্ষেপে অবশেষে জনসাধারণের  চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবের গোরস্থান সংলগ্ন শাখা রোডটি পূর্বে ব্রাউন কম্পাউন্ড ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোড) সড়কের মধ্যে সংযোগ  স্থাপন করেছিলো। কিন্তু বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার কারনে দীর্ঘদিন ধরে তা অবরুদ্ধ অবস্থায় ছিলো। এদিকে নগরবাসীর দূর্দশা লাঘবে নিয়মিত নগর পরিদর্শনে বের হওয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা পরিদর্শনের এক পর্যায়ে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ উক্ত জায়গাটি পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন সাহেবের গোরস্তান সংলগ্ন শাখা রোডটি অবরুদ্ধ থাকার কারনে তাদের নানাবিধ দূর্ভোগ পোহাতে হয়। মেয়র বিষয়টি অনুধাবন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
তাঁর নির্দেশনা অনুযায়ী শুক্রবার ওই শাখা সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ পদক্ষেপের কারনে স্থানীয় বাসিন্দারা মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর নেয়া সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের দূর্ভোগের অবসান হলো।

বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ১৪০ জন গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

বরিশাল অফিস:
দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় শনিবার দুপুর ২ টায় জেলা প্রশাসন বরিশালের এর পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ১৪০ জন গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মো. শহিদুল ইসলাম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সভাপতি ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদসহ সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা ১৪০ জন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন, ১ কেজি ডাল বিতরণ করেন।

বরিশালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে যাওয়া সহ সার্বিক বিষয় তদন্তে পৃথক ৩টি কমিটি গঠন

বরিশাল প্রতিনিধি:
বরিশালে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙ্গে যাওয়া সহ সার্বিক বিষয় তদন্তে পৃথক ৩টি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঘর নির্মানে গাফেলতিতে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে এই কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
তিনি বলেন, প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ৬ হাজার ৮৮টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪ হাজার ৪শ’ ৫৭টি ঘর এবং জমি দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এছাড়া আরও ২ হাজার ৬শ’ ৯০টি নির্মানাীধন রয়েছে। এর মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে ১৪টি এবং ভোলার দৌলতখানে ১২টি ঘর সাম্প্রতিক ইয়াসের পানির প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘরগুলো নির্মানে কোন ত্রুটি হয়েছে কিনা এবং ত্রুটি হয়ে থাকলে কে বা কারা দায়িত্বে অবহেলা করেছে সেগুলো অনুসন্ধান করার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ১টি এবং বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে পৃথক ২টি কমিটি গঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জে ঘর ভেঙ্গে যাওয়ার ঘটনা তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গত ৭ জুলাই তদন্ত কমিটি করেছেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
অপরদিকে বরিশাল জেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মান সহ সার্বিক বিষয় তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসকদের প্রধান করে গতকাল শনিবার ১০ উপজেলার প্রতিটিতে একটি করে কমিটি হয়েছে। এদিকে নির্মান ত্রুটি কিংবা অনিয়ম-দুর্নীতি তদন্তে একই দিন জেলায় ৩ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে। গঠিত এসব কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সভাপতির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, প্রথম পর্যায়ে এক লাখ ৭১ হাজার এবং দ্বিতীয় পর্যায়ে এক লাখ ৯০ হাজার টাকায় দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর নির্মাণ সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরো বরাদ্দ চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো উপজেলা নির্বাহী অফিসারের টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। তাছাড়া এ কার্যক্রমে গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সদস্য সচিব এবং উপজেলা ইঞ্জিনিয়ার ও ইউনিয়ন চেয়ারম্যান সদস্য হিসেবে রয়েছে। এছাড়াও এ প্রকল্পে কার্যক্রম স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নেও কিছু ভুল-ত্রুটি থাকতে পারে বলে সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান।
সভায় সাংবাদিকরা বলেন, ঘর নির্মানে কারিগরির দায়িত্বরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার সঠিক ভাবে দায়িত্ব পালন করলে এ অবস্থার সৃষ্টি হতো না। তাই সঠিক তদন্তের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার দাবী জানান। এছাড়াও এসব ঘর নির্মাণ স্থান যাচাই বাছাই, বরাদ্দকৃত টাকা বৃদ্ধি সহ প্রকৃত উপকারভোগীরা যেন ঘর পেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করেন বরিশালের সিনিয়র সাংবাদিকরা।
সভায় অন্যান্যের মধ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডঃ মানবেন্দ্র বটব্যাল, ফিরদাউস সোহাগ, রাহাত খান, শাহীন হাফিজ প্রমুখ বক্তৃতা করেন। এসময় বরিশাল মেট্রোপলিন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়চার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে করোনা সংক্রামন রোধে লকডাউন এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

লকডাউনের ১০ম দিনে বরিশালের রাস্তাঘাটে আবারও বেড়েছে যানবাহন ও মানুষ চলাচল

বরিশাল প্রতিনিধি:
লকডাউনের ১০ম দিনে বরিশালের রাস্তাঘাটে আবারও বেড়েছে যানবাহন এবং মানুষ চলাচল। প্রথম দিকে পুলিশের চেকপোস্টগুলোতে কড়াকড়ি থাকলেও এখন অনেকটা শিথিল। যদিও টহল অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি বাস্তবায়নে নগরীতে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অপরদিকে টিসিবি পন্য বিতরনে গ্রাহকদের সামাজিক দূরত্ব রক্ষার তাগিদ দিয়েছে ভ্রাম্যমান আদালত। লকডাউনের ৯ম দিন গত শুক্রবার বরিশালের রাস্তাঘাটে মানুষ ও যানবাহন চলাচল ছিলো একেবারে কম। তবে গতকাল শনিবার ১০ম দিনে পরিস্থিতি অনেকটা পাল্টে যায়। গতকাল সকাল থেকেই রাস্তাঘাটে অনেক মানুষ এবং যানবাহন দেখা গেছে। রিক্সা, ব্যাটারী চালিত রিক্সা, মোটর সাইকেল এবং ব্যক্তিগত ও পন্যবাহী যান চলাচল করছে কোন যাচাই ছাড়াই। সকালে দিকে নগরীর বাজারঘাটগুলোতে ব্যাপক ভীর দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে বাজারগুলো অনেকটা ফাঁকা হয়ে যায়। লকডাউন উপেক্ষা করে খুলছে এই মুহূর্তে অপ্রয়োজনীয় দোকানও। যদিও লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তাবয়নে গতকালও নগরীতে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অযথ কেউ রাস্তায় বের হলেই তাকে আইনের আওতায় আনছে তারা।
এদিকে লকডাউনের প্রথম দিকে নগরীর বিভিন্ন প্রবেশ পথ সহ ২০টি স্থানে পুলিশের কড়া চেকপোস্টে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রন করা হলেও গতকাল অনেক চেকপোস্টে পুলিশের উপস্থিতিই দেখা যায়নি। অন্যান্য চেকপোস্টগুলোও ছিলো অনেকটা শিথিল। যদিও সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশের কড়া টহল দেখা গেছে নগরীতে।

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে রেকর্ড ২৮৪ জন চিকিৎসাধীন সর্বাধিক ১৩ জনের মৃত্যু ॥ শনাক্তের হার ৬৫.৮২ ভাগ

বরিশাল প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৩জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন রেকর্ড সংখ্যক ২৮৪জন রোগী। অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছে ৬৫.৮২ ভাগ।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ওয়ার্ডে। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষ ২২জন রোগী। গতকাল শনিবার সকাল ১০টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের। বিগত ২৪ ঘন্টায় মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে ৪ জনের করোনা ছিলো পজেটিভ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে একজন পজেটিভ সহ মারা যায় ৮ জন রোগী।
এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯ জনের নমূনা পরীক্ষায় মধ্যে ১৩১ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫.৮২ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩.৯৫ ভাগ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সবার্ধিক ৭৩.৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।
গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিলো ২২৯ জনের।

সম্মেলনের দেড় বছর পর দুমকি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দুমকি (পটুয়াখালী )প্রতিনিধি: সম্মেলনের দেড় বছর পর দুমকির উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত জেলা আওয়ামীলীগের প্যাডে এ পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: মো. মিজানুর রহমান সিকদার, আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, এ্যাড. গাজী নজরুল ইসলাম, মজিবর রহমান , মাওলানা মো. আলমগীর হোসাইন,সুলতান আহম্মেদ মোল্লা,ফোরকান আলী মৃধা,অহিদুর রহমান শহীদ।যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, জাকারিয়া কাওসার বাবু গাজী, আনিচুর রহমান মিন্টু।সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ইউনুস আলী মৃধ্যা, হুমায়ুন কবির মৃধ্যা।আইন বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন মাষ্টার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- মো. কামরুজ্জামান সোহাগ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক-মো. ফোরকান আহম্মেদ মাষ্টার, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- মো. আবু ইউসুফ খান, দপ্তর সম্পাদক-মো. মাঈনুল ইসলাম প্যাদা, ধর্ম বিষয়ক সম্পাদক-আলহাজ্ব অলী আহাদ ভাষানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক-সৈয়দ ফরহাদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক-মো. হারুন অর-রশীদ মাষ্টার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মো. জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক-মোসা. নাসিমা বেগম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-কাজী আ. মোতালেব,যুব ও ক্রীড়া সম্পাদক- মো. নুরুজ্জামান মোল্লা, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক- গাজী খলিলুর রহমান, শ্রম সম্পাদক-মজিবর রহমান হাওলাদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-রেজাউল হক রাজন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক-ডা. আ. ছালাম, সহ-দপ্তর সম্পাদক-সৈয়দ জাকির হোসেন,সহ-প্রচার ও প্রকাশনাসম্পাদক-আনিচুজ্জামান সোহাগ,কোষাধ্যক্ষ-মোস্তাফিজুর রহমান লাবলু।কার্যনির্বাহী কমিটির ১নম্বর সদস্য দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ হাওলাদার সহ আরও ৩৪ জন।উল্লেখ্য দুমকি উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল গত ১৫ নভেম্বর ২০১৯ তারিখে দুমকি উপজেলা অডিটরিয়ামে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দদের উপ¯িহতিতে সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমকে ঘোষণা করেন এবং পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছিলেন। দীর্ঘ প্রতিক্ষার পর পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

আমতলীতে করোনায় আক্রান্তের ৭৫% গ্রামাঞ্চলের, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও বালাই নেই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মোরা গ্রামের মানু মোগো মুখোশ পড়া লাগে না। করোনা মরোনা মোরা ডরাই না। বেইন্ন্যাহালে খ্যাতে নামি আর সোন্দায় উডি। করোনায় মোগো কি হরবে? কাম হরতে হরতে দিশা পাইনা। আবার করোনা। করোনা মোগো কিছু হরতে পারবে না। এ কথা বলেছেন আমতলী উপজেলা হলদিয়া গ্রামের বৃদ্ধ দুলাল শরীফ। আমতলীতে করোনায় আক্রান্তদের ৭৫% মানুষ গ্রামের বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনায়েম সাদ। গ্রামাঞ্চলের মানুষ করোনায় আক্রান্ত হলেও তারা মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও মানছেন না। তাদের স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান সচেতন নাগরিকরা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, উপজেলার ৪৪ টি কমিউনিটি ক্লিনিকে গত চার মাসে ৭১ হাজার ২’শ ৫৭ রোগী ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই জ¦র, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ রয়েছে। গত বছর ২৪ মার্চ থেকে এ বছর পর্যন্ত ১০ জুলাই পর্যন্ত ৬ হাজার ৩’শ ৫০ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২’শ ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ২’শ ২১ জন। মারা গেছেন ৯ জন। বাকীরা হাসাপাতাল ও বাড়ীতে আইসোলশনে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্তের ৭৫% মানুষ গ্রামাঞ্চলের। গ্রামাঞ্চলের মানুষ আক্রান্ত হলেও তাদের মাঝে সচেতনতা নেই। তারা মাস্ক ব্যবহার করে না এবং স্বাস্থ্যবিধিও মেনে চলে না। করোনা বিস্তার রোধে গ্রামাঞ্চলের মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন সচেতন নাগরিকরা।
শনিবার তালুকদার বাজার, গাজীপুর বন্দর, সোনাখালী, চুনাখালী বাজার, মহিষকাটা, শাখারিয়া, কেওয়াবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, ঘোপখালী ও টেপুরা গ্রাম ঘুরে দেখাগেছে, মানুষ মাস্ক অহরহ চলাফেরা করছে। কিন্তু তারা কেউ মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানছেন না।
কাউনিয়া গ্রামের আলমগীর বলেন, মোরা গরিব মানুষ খেটে-খুটে খাই মোগো করোনার ভয় নেই। তাই আমি মাস্ক পড়ি না।
কুকুয়া গ্রামের বারেক বলেন, মাস্ক কিনেছি কিন্তু পড়িনা। কেননা গ্রামের মানুষের করোনা হয় না।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মুনায়েম সাদ বলেন, গ্রামের মানুষকে করোনার প্রভাব থেকে মুক্ত রাখতে কমিউনিটি ক্লিনিকে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য সচেতনতামুলক সভা করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনায় আক্রান্তের ৭৫% মানুষ গ্রামের।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা মতে সকল মানুষকে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারী নির্দেশনা উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

লকডাউনে আমতলীর ৫১ হাজার শ্রমজীবি মানুষের মানবেতর জীবন যাপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে আমতলী উপজেলায় ৫১ হাজার ৪’শ ৪৬ শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরেছে। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। দ্রুত সরকারীভাবে এদের সাহায্যের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রামণ বিস্তার রোধে গত ১ জুলাই থেকে সরকার বিধি নিষেধ আরোপ করেছে। ওই বিধি নিষেধে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। সরকার ঘোষিত লকডাউনের দশম দিন চলছে। সরকারের নির্দেশিত লকডাউন মানতে গিয়ে উপজেলার হতদরিদ্র, দরিদ্র ,রিক্সাচালক, ভ্যানচালক, মোটর সাইকেল চালক, দিনমজুরসহ শ্রমজীবি ৫১ হাজার ৪’শ ৪৬ মানুষ কর্মহীন হয়ে পরেছেন। কর্মহীন হয়ে পরায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

আমতলী উপজেলা পরিসখ্যাংন ব্যুরো অফিস সুত্রে জানাগেছে, উপজেলা জনসংখ্যা ২ লক্ষ ৫ হাজার ২’শ ১০ জন। এর মধ্যে উপজেলার ২৫.০৭ % মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। ওই হিসেবে উপজেলায় ৫১ হাজার ৪’শ ৪৬ জন মানুষ হতদরিদ্র শ্রমজীবি। তারা দিন আনে দিন খায়। কাজ না জুটলে তাদের খাবার জুটে না। লকডাউনের কারনে এদের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পরেছে। দ্রুত এ সকল শ্রমজীবি অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার আমতলী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলা প্রশাসন, নৌবাহিনী পুলিশ কঠোর ভাবেই লকডাউন পালনে কাজ করছে। সড়কে চলতে না যানবাহন। তারপর প্রশাসনের নজর এগিয়ে পরিবার পরিজনের মুখে দু’মুঠো ভাত তুলে দেয়ার জন্য অটোরিকসা ও ইজিবাইক চলাচল করছে। কিন্তু সড়কে কোন বড় ধরনের যানবাহন চলাচল করছে না।
শ্রমজীবি আল আমিন, শামিম ও জাকির বলেন, লকডাউনের পর থেকে কোন কাম কাজ নাই। পোলাপান লইয়্যা খুব কষ্টে হরি। ঘরে য্যা ছিল হ্যা খাওয়া শ্যাষ। এ্যাহন গুড়াগাড়া লইয়্যা কি খামু হেইয়্যা কইতে পারি না।
অটোচালক বাবুল বলেন, কোন মতে ফ্যান পানি খাইয়্যা গুড়াগাড়া লইয়্যা বাইচ্চা আছি।

কাউনিয়া গ্রামের শ্রমজীবি কামাল বলেন, কোন কাজ নেই। লকডাউনে বাড়ীতে বসে অলস সময় কাটাচ্ছি। কিন্তু পেটতো অলস না। সেতো যথা সময়ে খাবার চায়। কি হরবো ভেবে পাচ্ছি না।
আমতলী বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোঃ শাহাবুদ্দিন পান্না বলেন, লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ মানুষগুলোকে সরকারী, বে-সরকারী ও বিত্তবানদের সহযোগীতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে কর্মহীন মানুষের কাজের জন্য নির্ধারিত সময় দেয়া প্রয়োজন। যাতে তারা উপার্জন করে পরিবার পরিজনের ভরণ পোষণ চালাতে পারে। নইলে কর্মহীন মানুষগুলো অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতে হবে।

আমতলী উপজেলা পরিসখ্যান ব্যুরো অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, উপজেলায় ২৫.০৭% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে ওই মানুষগুলো কর্মহীন হয়ে পরেছে।
আমতলী উপজেলা নির্বাহী মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলার শ্রমজীবি ও অসহায় মানুষকে সহায়তায় বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। সহায়তার এখনো বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।