বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ১৪০ জন গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ

বরিশাল অফিস:
দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় শনিবার দুপুর ২ টায় জেলা প্রশাসন বরিশালের এর পক্ষ থেকে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ১৪০ জন গণমাধ্যম কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মো. শহিদুল ইসলাম, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সভাপতি ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদসহ সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা ১৪০ জন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন, ১ কেজি ডাল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *