আমতলীতে করোনায় আক্রান্তের ৭৫% গ্রামাঞ্চলের, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও বালাই নেই

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
মোরা গ্রামের মানু মোগো মুখোশ পড়া লাগে না। করোনা মরোনা মোরা ডরাই না। বেইন্ন্যাহালে খ্যাতে নামি আর সোন্দায় উডি। করোনায় মোগো কি হরবে? কাম হরতে হরতে দিশা পাইনা। আবার করোনা। করোনা মোগো কিছু হরতে পারবে না। এ কথা বলেছেন আমতলী উপজেলা হলদিয়া গ্রামের বৃদ্ধ দুলাল শরীফ। আমতলীতে করোনায় আক্রান্তদের ৭৫% মানুষ গ্রামের বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনায়েম সাদ। গ্রামাঞ্চলের মানুষ করোনায় আক্রান্ত হলেও তারা মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধিরও মানছেন না। তাদের স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান সচেতন নাগরিকরা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে, উপজেলার ৪৪ টি কমিউনিটি ক্লিনিকে গত চার মাসে ৭১ হাজার ২’শ ৫৭ রোগী ক্লিনিকে চিকিৎসা সেবা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই জ¦র, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ রয়েছে। গত বছর ২৪ মার্চ থেকে এ বছর পর্যন্ত ১০ জুলাই পর্যন্ত ৬ হাজার ৩’শ ৫০ জনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ২’শ ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ্য হয়েছেন ২’শ ২১ জন। মারা গেছেন ৯ জন। বাকীরা হাসাপাতাল ও বাড়ীতে আইসোলশনে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্তের ৭৫% মানুষ গ্রামাঞ্চলের। গ্রামাঞ্চলের মানুষ আক্রান্ত হলেও তাদের মাঝে সচেতনতা নেই। তারা মাস্ক ব্যবহার করে না এবং স্বাস্থ্যবিধিও মেনে চলে না। করোনা বিস্তার রোধে গ্রামাঞ্চলের মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন সচেতন নাগরিকরা।
শনিবার তালুকদার বাজার, গাজীপুর বন্দর, সোনাখালী, চুনাখালী বাজার, মহিষকাটা, শাখারিয়া, কেওয়াবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, ঘোপখালী ও টেপুরা গ্রাম ঘুরে দেখাগেছে, মানুষ মাস্ক অহরহ চলাফেরা করছে। কিন্তু তারা কেউ মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মানছেন না।
কাউনিয়া গ্রামের আলমগীর বলেন, মোরা গরিব মানুষ খেটে-খুটে খাই মোগো করোনার ভয় নেই। তাই আমি মাস্ক পড়ি না।
কুকুয়া গ্রামের বারেক বলেন, মাস্ক কিনেছি কিন্তু পড়িনা। কেননা গ্রামের মানুষের করোনা হয় না।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মুনায়েম সাদ বলেন, গ্রামের মানুষকে করোনার প্রভাব থেকে মুক্ত রাখতে কমিউনিটি ক্লিনিকে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য সচেতনতামুলক সভা করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রাণঘাতী করোনায় আক্রান্তের ৭৫% মানুষ গ্রামের।
আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল ইসলাম বলেন, সরকারী নির্দেশনা মতে সকল মানুষকে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মানতে হবে। সরকারী নির্দেশনা উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *