সম্রাটের সঙ্গে কে এই নারী?

নিউজ ডেস্ক:

ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সঙ্গে একজন বিদেশি নারীর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু প্রশ্ন উঠেছে কে এই নারী?

এই বিষয়ে কথা বলেছেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন। আজ রবিবার মহাখালীর নিজ বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ওই নারীর পরিচয় জানান।

সম্রাটের স্ত্রী শারমিন বলেন, দোকান, গাড়ি, ফ্ল্যাট-এগুলো তার (সম্রাট) নেশা নয়, জুয়া খেলা তার নেশা। ও জুয়া খেলতে সিঙ্গাপুরে যেত।

‘অনুসন্ধানে বিভিন্ন নারীর সম্রাটের ছবি পাওয়া যাচ্ছে’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন নারীর সাথে না। দুই বছর ধরে আমাকে সে সিঙ্গাপুর নেয় না। ওখানে বোধ হয় একটা চায়না প্লাস মালয়েশিয়া ব্রোন মিক্সড- ওর সাথে সম্পর্ক হয়েছে। ওখানে গেলে তার সাথে সময় কাটায় আর কি।’

আরেক প্রশ্নের জবাবে শারমিন বলেন, ‘আমি সম্রাটের দ্বিতীয় স্ত্রী। আমার আগে সে একটা বিয়ে করেছিল ওটা ডিভোর্স হয়ে গেছে। সে বাড্ডাতে থাকত।’

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর সঙ্গে সম্রাটের আরেকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সম্রাটের পাশে একজন নারী বসা। উপরে জমকালো ভাবে লেখা ‘হ্যাপি বার্থডে সিন্ড লিম’।

ধারণা করা হচ্ছে, সম্রাটের সঙ্গে এককভাবে ছড়িয়ে পড়া ছবিটির নারীই ওই সিন্ড লিম, যিনি সম্রাটের তৃতীয় স্ত্রী বলে গুঞ্জন উঠেছে।

ঠাকুর পিস অ্যাওয়ার্ড পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক:

দুর্নীতি ও দারিদ্র্য দূরীকরণে অবদান রাখায় ঠাকুর পিস অ্যাওয়ার্ড-২০১৮ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ঠাকুর পিস অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।

ভারত সরকার ২০১২ সালে এই পুরস্কার প্রবর্তন করে। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।

ঠাকুর পিস পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে সাধারণত পূর্ববর্তী ১০ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়। ২০১২ সালে প্রথম ঠাকুর পিস পুরস্কার প্রদান করা হয়েছিল।

প্রথম ঠাকুর পিস পুরস্কার পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। দ্বিতীয়বার ২০১৩ সালে এই পুরস্কার পান ভারতের জুবিন মেহতা। এবার পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সফরে ভারত যান।

মার্কিন যুক্তরাষ্ট্রে বরিশালের গালিবের ঈর্ষনীয় সাফল্য

অনলাইন ডেস্ক:

আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রকল্পে একজন তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। শুধু নিজে কাজ করেই ক্ষান্ত হননি। সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে বাংলাদেশের ৩০-৪০ জন আইটি বিশেষজ্ঞদের কাজ করার সুযোগ করে দিয়েছেন সহকারী হিসেবে নিযুক্ত করে। বিশ্বের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান কেপিজিমিনির সঙ্গে কাজ করেছেন যেমন, তেমনি কাজ করছেন বিভিন্ন

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তথ্যপ্রযুক্তির শিক্ষাকে ছড়িয়ে দিতে কাজ করছেন বহুমাত্রিকভাবে। তিনি শেখ গালিব রহমান। একজন গর্বিত বাংলাদেশি, যার জীবনের লক্ষ্যই দেশের জন্য কিছু করা।

নিজের মেধা দিয়ে দেশ ও দশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান শেখ গালিব রহমান। ডিএইচএসের সাবেক এ কর্মকর্তা ও আইটি উদ্যোক্তা কাজ করেছেন বিখ্যাত আইটি প্রতিষ্ঠান কেপজিমিনির সঙ্গে। এই সূত্রেই তিনি কাজ করেন মার্কিন ফেডারেল সরকারের প্রকল্পে। সে অভিজ্ঞতা তাঁকে অনেকটাই এগিয়ে দেয়। শুধু নিজে কাজ করেই সন্তুষ্ট হননি তিনি। আমেরিকার সরকারি প্রকল্পে নিজের টিম মেম্বার হিসেবে ৩৫ থেকে ৪০ জন বাংলাদেশিকে নিয়োগ দিয়ে দেশের প্রতি মমত্ব দেখিয়েছেন গালিব।
২০০৬ সালে গালিব রহমান উচ্চশিক্ষার লক্ষ্যে আসেন আমেরিকায়। এখানে এসে কম্পিউটার সায়েন্সে সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রোগ্রাম উদ্যোক্তা হিসেবে ডিপ্লোমা করেন। বরিশাল শহরে বেড়ে ওঠা জনতা ব্যাংক কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমানের বড় ছেলে গালিব। শিক্ষক মা মাহিনুর ইয়াসমিনের উৎসাহে আইটি ক্ষেত্রে দক্ষতা অর্জনের পথে হাঁটেন তিনি। আমেরিকার ওহাইওতে থাকাকালে অধ্যয়নের পাশাপাশি কিউ এনালিস্ট হিসেবে আইবিএমে প্রথম চাকরি শুরু করেন। এরপর আইটি কর্মকর্তা হিসেবে চাকরি নেন চেজ ব্যাংক, ক্যাপিটাল ওয়ান ও ডিজনি ওয়ার্ল্ডে।

সরকারি কাজের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে গালিব রহমান প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘আমি যখন চেজ ব্যাংকে আইটি কর্মকর্তা হিসেবে কাজ করছি, তখন খ্যাতিমান আইটি উদ্যোক্তা কেপজিমিনি থেকে আমার কাছে একটি ই-মেইল আসে ডিএইচএসের অধীনস্থ ইমিগ্রেশন সার্ভিসের (ইউএন্ডডিএনটুএন্ড) প্রকল্পে কাজ করার জন্য। তখন আমি তাদের ডাকে সাড়া দিই। কাজটি কীভাবে করতে হবে, তার একটি নমুনা হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের কাছে আমি ও আমার টিম উপস্থাপন করি। ১০৪টি কোম্পানি এ কাজ পাওয়ার জন্য প্রকল্প প্রস্তাব উপস্থাপন করেছিল। অবশেষে হোমল্যান্ড সিকিউরিটি কাজটি কেপজিমিনিকে দেয়। কেপজিমিনি কাজটি সম্পন্ন করার জন্য প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব আমার ওপর ন্যস্ত করে। আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করি। কাজ করতে গিয়ে ফেডারেল সরকারের কাজের ধরন ও সংস্কৃতি সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করি।’
এই অভিজ্ঞতাই তাঁকে অনেকটা এগিয়ে দেয়। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিজিটাল সার্ভিস (ইউএসডিএস) প্রকল্পে আইটি কনসালটিং ডাইরেক্টর হিসেবে যোগ দেন গালিব। ওয়াশিংটন ডিসিতে রিজার্ভ ব্যাংক অব রিচমন্ডে আইটি কনসালটিং ডাইরেক্টর হিসেবে কাজ করেন।
গালিব রহমান বলেন, ‘পৃথিবীতে খ্যাতিমান ১০টি আইটি উদ্যোক্তা কোম্পানি রয়েছে। এ সব প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি পর্যায়ের আইটির কাজ করে। সারা পৃথিবীতে প্রতি বছর ৩ লাখ ৭০ হাজার ডলার ব্যয় হয় আইটি খাতে। এর ৬২ শতাংশই হয় আমেরিকায়। বাকিটা করে বাকি বিশ্ব।’


আইটি খাতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে গালিব রহমান বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আইটি খাত থেকে আয় করে বছরে ১৭৪ বিলিয়ন ডলার। ভারত ১৯৯৫ সালে আইটি ডেভেলপমেন্টের কাজ শুরু করেছিল। মাত্র ২০ বছরে তারা এতখানি এগিয়ে গেছে। অথচ বাংলাদেশ এ ক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে। আমরা যদি খ্যাতিমান আইটি উদ্যোক্তাদের আমাদের দেশে আমন্ত্রণ জানাতে পারি, তাহলে আমাদের দেশের দক্ষ ও অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞদের কাজে লাগতে পারব। প্রশিক্ষণের মাধ্যমে নতুন আইটি বিশেষজ্ঞ তৈরি করা যাবে। এই কাজটি কেউ করছে না। পৃথিবীজুড়ে খ্যাতিমান আইটি কোম্পানিগুলোর কয়েক মিলিয়ন সহায়তাকারী রয়েছে। তার মধ্যে ভারতে রয়েছে কয়েক লাখ। আমাদের দেশেও তা সম্ভব। এসব আইটি প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস করলে বাংলাদেশের কয়েক লাখ আইটি খাতের লোক চাকরি পাবেন। আইটি খাতে বিনিয়োগ ও খ্যাতিমান আইটি পরামর্শক কোম্পানি এক্সেন্টার কর্তৃক বিনিময় কর্মসূচি চালু করতে পারলে বাংলাদেশের কয়েক লাখ লোকের কর্মসংস্থান হবে।’
ছয় বছর আগে গালিব রহমান ট্রান্সফোটেক নামে একটি আইটি প্রশিক্ষণ কেন্দ্র খোলেন। তথ্যপ্রযুক্তি নিয়ে ছয়টি বিষয়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আইটি প্রশিক্ষণ দেওয়ার সুবিধার কথা উল্লেখ করেন তিনি, যাতে করে শিক্ষার্থীরা যুগোপযোগী আইটি বিশেষজ্ঞ হতে পারে। দেশের একাধিক আইসিটি কর্মকর্তার সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন তিনি। ২০ অক্টোবর এমনই আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। মূল লক্ষ্য দেশের আইটি খাতে নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানো। বর্তমানে গালিব রহমান আইটি এক্সচেঞ্জার টপ লিডারদের সঙ্গে কাজ করছেন। ভারতের ব্যাঙ্গালোরে তাঁর অধীনে তিন শতাধিক তথ্যপ্রযুক্তির লোক কাজ করছেন।

 


এ ছাড়া লিড মাই ওয়ার্ল্ডের (এলএমডব্লিও) মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা সহায়তা নিয়ে কাজ করছেন গালিব রহমান। পৃথিবীর বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিমধ্যে সহায়তা চুক্তি সম্পন্ন হয়েছে। জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি ভেলডুস্টার, চীনের সিসিওয়ান ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলোজিসহ (এসআইআইটি) বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ বিনিময় কর্মসূচি বিদ্যমান। বাংলাদেশ থেকে জর্জিয়ার স্টেট ইউনিভার্সিটি ভেলডুস্টার বিশ্ববিদ্যালয়ে ২০০ শিক্ষার্থী নেওয়ার অনুমোদন পেয়েছেন বলেও জানালেন তিনি। এসআইআইটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সম্প্রতি বাংলাদেশে নিয়ে গেছেন।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি নিয়ে একটি ক্যাম্পাস ও যৌথ উচ্চশিক্ষা কর্মসূচি চালুর চেষ্টা করছেন তিনি। এ চেষ্টা সফল হলে বাংলাদেশের তরুণদের সামনে নিঃসন্দেহে খুলে যাবে সম্ভাবনার দুয়ার। স্বপ্নবান তরুণ গালিবের লক্ষ্যও তা-ই। ‘দেশের উন্নয়নে কাজ করতে পারা এবং মানুষের উপকার করতে পারাটাকেই সর্বশ্রেষ্ঠ কাজ’ বলে মনে করেন স্বপ্নচারী গালিব রহমান।

বরিশালে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:

বেতন-ভাতা বাড়ানোর দাবি পূরণে মালিকপক্ষের প্রতিশ্রুতি পাওয়ায় কর্মবিরতি থেকে সরে গিয়ে আবারও কাজে যোগ দিয়েছে বরিশালে কর্মরত দূরপাল্লার বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠানের ৩ শতাধিক শ্রমিক-কর্মচারী।

বুধবার (০২ অক্টোবর) সকাল ৬টা থেকে বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে পূর্ব-ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নও এতে একাত্মতা জানায়। পরবর্তীতে কর্মবিরতির ৪ ঘণ্টার মাথায় শ্রমিক-কর্মচারীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেয় পরিবহন প্রতিষ্ঠানগুলো।

বিষয়টি নিশ্চিত করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিক-কর্মচারীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবহন কোম্পনিগুলো। এর ফলে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

এ প্রসঙ্গেই শ্রমিক নেতা বলেন, এর আগেও মালিকদের কাছে শ্রমিকদের মানবেতর জীবনের কথা বলে বেতন বাড়ানোর আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সে সময় দুয়েকজন বাদে কেউ বেতন বাড়ায়নি। পরে নিরুপায় হয়ে বুধবার সকাল থেকে কাউন্টার শ্রমিকরা কর্মবিরতি করবে বলে শ্রমিক ইউনিয়নকে জানায়।

বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহনের স্থানীয় কাউন্টার ম্যানেজার মতিউর রমান বলেন, কলারম্যানদের মাধ্যমেই যাত্রীরা আসে। অথচ তাদের দৈনিক বেতন ১৬০ থেকে ২শ’ টাকা মাত্র। এ টাকায় তাদের সংসার চলে না। বেতন বাড়ানোর জন্য এর আগেও শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো সুরাহা হয়নি। অবশেষে আমরা বুধবার সকাল থেকে আন্দোলন শুরু করলে কোম্পানির মালিকরা আমাদের দাবি মেনে নেওয়ার সিধান্ত নিয়েছে। তাই আমরা আন্দোলন থেকে সরে গেছি।

এদিকে ভোর থেকে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারণে আজ সকালে দূরপাল্লার বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে করে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ শাহাজাদা হীরা:
বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা এই স্লোগান নিয়ে আজ বুধবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন (এনপিও) শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর সার্কিট হাউজ চত্বরে প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন। সেখান থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল, ডঃ মোঃ নুরুল আলম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল, হরিদাস শিকারী, জেনারেল ম্যানেজার কেমিস্ট ল্যাবরেটরিজ লিঃ বরিশাল, কাজল ঘোষ, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা করেন।

বরিশালে পেঁয়াজের বাজার মনিটরিং, ১২ হাজার টাকা জরিমানা

মোঃ শাহাজাদা হীরা:

আজ ২ অক্টোবর সকাল ১১ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় বরিশাল নগরীর চকবাজার সংলোগ্ন পেঁয়াজ পট্টিতে এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পৃথক দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আসমা জাহান সরকার ও মনীষা আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনার সময় পেঁয়াজ পট্টিতে পেঁয়াজের আরত গুলোতে মূল্য তালিকার সাথে বিক্রয়ের গড়মিল পাওয়া যায় এবং সরকারি মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। এসময় পেঁয়াজ পট্টির ১২ টি আরদ মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি আরতে সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জরিমানা করা হয়। বরিশাল বাংলা আড়ৎ হাটখোলার, নান্নু হোসেন কে ৫ হাজার টাকা, রিয়াদ এন্টারপ্রাইজ হাটখোলা লিটন মৃধা কে ৫ হাজার টাকা এবং শিকদার বানিজ্যালয়ের রাম প্রসাদ কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আড়ৎদারদের বাজারে স্থিতিশীল রাখার পাশাপাশি ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির জন্য বলেন, অন্যথায় এর সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সচেতন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসমা জাহান সরকার বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ কোর্সের উদ্বোধন

মোঃ শাহাজাদা হীরা:
আজ ১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যালয় বরিশাল এর আয়োজনে, আঞ্চলিক কার্যালয় হলরুমে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্পিউটার এবং অ্যাপ্লিকেশন প্যাকেজ পরিচয় কোর্সের ৮ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক বিসিসি বরিশাল, মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বরিশাল সদর, মোঃ মোশারেফ হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, প্রশিক্ষক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল, মোঃ ইমরান হোসেনসহ অন্ধ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ চাহিদা সম্পন্ন অন্ধ শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম নিয়ে আলোচনা করেন, পরে প্রধান অতিথি কম্পিউটার কোর্সের শুভ উদ্বোধন করেন। পরে তিনি প্রতিষ্ঠান বিভিন্ন ল্যাব প্রদর্শন করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৫ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৫ জন শিক্ষার্থী।

এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।

তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে। এ বছর ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদে) ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী, ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬ জন শিক্ষার্থী এবং ‘গ’ ইউনিটে ৬ হাজার ১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর পাশাপাশি বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন ১৩ হাজার ২৭১ শিক্ষার্থী।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটে আসন সংখ্যা ৫৮০টি, ‘খ’ ইউনিটে আসন সংখ্যা ৫৬০টি ও ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ৩০০টি। সর্বমোট তিনটি ইউনিটে ১৪৪০ জন শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন করার শেষ সময় ছিল। পরীক্ষার্থীরা ১ অক্টোবর থেকে প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ অক্টোবর।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.bu.ac.bd) পাওয়া যাবে।

বরিশাল জেলা পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত বরিশাল জেলা পরিষদের সভা কক্ষে গতকাল সোমবার আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে। শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এসব কিছুই তার নেতৃত্বে হয়েছে। আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান মো: মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলার পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহকালী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম আকন, প্রধান সহকারী আসম মনিরুজ্জামান নাসির, সাটলিপিকার ফারুক হোসেন, হিসাব রক্ষক নাসরিন আখতার, উচ্চমান সহকারী মোজাহিদুল ইসলাম, ছরোয়ার হোসেন, অফিস সহকারী আজমিরী নাহার, অফিস সহকারী মোঃ সাইফুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পিঁয়াজে ঝাঁঝ: কেজি ৮০ থেকে ১২০ টাকা

ডেস্ক রিপোর্ট: “কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংগঠন আভাস বাস্তবায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে বরিশালে কন্যা শিশু দিবস ৩০ সেপ্টেম্বর ২০১৯ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আভাস এর ডাইরেক্টর প্রোগ্রাম এস.এম. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রতিনিধি এবং আনন্দ স্কুলের উপদেষ্টা মোঃ হানিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সিটিকর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলন অফিস সচিব মোঃ লিটন মিয়া, আনন্দ স্কুল সভাপতি জনাব পারভিন বেগম, কন্যা শিশু জুই মনি এবং নদী। র‌্যালি ও সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সিটিকর্পোরেশনের ৫নং ওয়ার্ড আনন্দ স্কুলের ২৫০জন ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। র‌্যালি ও সভায় আরো উপস্থিত ছিলেন আভাস গার্লস এ্যাডভোকেসি এলান্সে (জিএএ) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আলি আহসান এবং নাসরিন খানম। এছাড়াও আভাস এর প্রকল্প কর্মকর্তা মোঃ জাকির হোসেন, লাইজু আক্তার এবং মোঃ খাইরুল ইসলাম।
সভায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর কার্যকর বাস্তবায়ন এর মাধ্যমে বাল্যবিবাহ বন্ধের জন্য সরকারের সকল স্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এছাড়া কন্যা শিশুদের বোঝা মনে না করে পরিবারে সম্পদ হিসাবে দেখতে অভিভাবকদের প্রতি আহবান জানান সকলে।