বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৫ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৫ জন শিক্ষার্থী।

এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছেন ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।

তিনি জানান, বিগত বছরগুলোর তুলনায় এ বছর রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে। এ বছর ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদে) ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী, ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬ জন শিক্ষার্থী এবং ‘গ’ ইউনিটে ৬ হাজার ১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর পাশাপাশি বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করেছেন ১৩ হাজার ২৭১ শিক্ষার্থী।

উল্লেখ্য, ‘ক’ ইউনিটে আসন সংখ্যা ৫৮০টি, ‘খ’ ইউনিটে আসন সংখ্যা ৫৬০টি ও ‘গ’ ইউনিটে আসন সংখ্যা ৩০০টি। সর্বমোট তিনটি ইউনিটে ১৪৪০ জন শিক্ষার্থী এবার ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন করার শেষ সময় ছিল। পরীক্ষার্থীরা ১ অক্টোবর থেকে প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ অক্টোবর।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.eis.bu.ac.bd) পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *