বিদ্যালয়ে ক্লাশ নিলেন ওসি

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলের পূর্ব-কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাশ নিলেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান। শিখালেন, কেনো ভালো মানুষ হতে হবে! কিভাবে ভালো মানুষ হওয়া যায়! সুন্দর সমাজ গড়তে তাদের ভূমিকা কি!
মঙ্গলবার (১১জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু করে ১ঘন্টা যাবৎ ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা’ ও শিক্ষামুলক ক্লাশ নেয় তিনি। এসময় তাকে শ্রেণী কক্ষের ব্লাকবোর্ডে চক হাতে লিখতে দেখা যায়।
বিদ্যালয় সূত্র জানায়, অফিসার ইনচার্জ এর আগেও তাদের বিদ্যালয়ে গুজব বিরোধী ও সচেতনতা মুলক সভা করেছেন। আজ তিনি শ্রেণী কক্ষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামুলক আলোচনা করেন।
শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে নিজেদের ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তাগিদ দেয়। মাদক ইভটেজিং বাল্যবিয়ে-সহ সকল ধরনের সামাজিক অরপাধ মুক্ত থাকতে বলেন।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বাংলাদেশের কর্নধার। তারা দিবেন আগমীর নেতৃত্ব। তাদের ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। তাদের পড়াশুনা করে নিজেদের প্রকৃত জ্ঞানী হিসাবে গড়তে হবে।

বাউফলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ক্ষমতার প্রভাব ঘাটিয়ে জোরপূর্বক এওয়াজ বদলকৃত জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কনকদিয়া ইউনিয়নের কলতা গ্রামে ওই ঘটনা ঘটে।
আিভযোগ সূত্রে, উপজেলাধীন কলতা মৌজার এস.এ ৯৯নং খতিয়ান ও ঝিলনা মৌজার এস.এ ৯৬নং খতিয়ানে চাঁনভানু বিবি এবং একই মৌজার এস.এ ১১০/১৯১/১৩৩ নং খতিয়ানে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও নিজ রেকর্ড সূত্রে মালিক জেন্নাত আলী খাঁন। উভয়ের ভোগ দখলের সুবিধার্থে পারস্পারিক সম্মতিতে ১৯৯৩ সালে বাউফল সাব-রেজিন্ট্রী অফিসে এওয়াজ বদল/ বিনিময়পত্র রেজিষ্ট্রী করেন। উভয় পক্ষের ওয়ারিশগণ এওয়াজ বদলকৃত জমি ভোগ দখল করে।

চান ভানুর পূত্র মৃত. মো. শামসুদ্দীন সিকদার, মৃত. মো. মাহতাব উদ্দীন সিকদার ও দুই কণ্যা মাহমুদা ও কহিনুর বেগমের ওয়ারিশগণ উক্ত কৃষি জমির উন্নয়ন করে গাছপালা লাগিয়ে বসতযোগ্য গড়ে তোলেন অপর পক্ষ কৃষি জমি হিসাবে ভোগ করে।
এওয়াজ বদল মিথ্যা দাবী করে প্রায় ২৩বছর পর জেন্নাত আলী খাঁনের ওয়ারিশ মজিবর, মালেক ও খসরু গণেরা সম্প্রীতি জোর পূর্বক ক্ষমতার প্রভাব ঘাটিয়ে চাঁন ভানুর ওয়ারিশ মাহবুব সিকদার, জামাল সিকদার গণের ভোগদখলকৃত জমি দখল করে ঘর নির্মাণ করে এবং গাছপালা বিক্রি করে টাকা আত্মসাৎ করে।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় যুবলীগ নেতা খসরু খাঁন বলেন, তাদের কোন জমি নাই। আমরা কোর্ট থেকে রায় আনছি।
রায়ের প্রসঙ্গে মাহবুব সিকদার বলেন, তারা ৯৩ সাল এওয়াজ বদলকৃত জমি ভোগ দখলে আসছেন। তারপরও গোপনে ০৬’সালে একতরফা রায় করিয়েছেন। রায়ের বিরুদ্ধে আমরা আপিল করায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। আদালত কমিশন রিপোর্টের জন্য ইউএনও মহদোয়কে নির্দেশ দিয়েছে।

এব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বাউফলে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

পটুয়াখালীর বাউফলে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষায় মনোযোগী করতে ব্যতিক্রমী উদ্দ্যোগ নিয়েছে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন । তিনি গত ৭জানুয়ারি বাউফলে যোগদানের এক সপ্তাহের মাথায় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন করেন। পরির্দশনকালে শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে কিছু প্রশ্ন করেন। যারা তাৎক্ষনিক সকল প্রশ্নোত্তরে বিজয়ী হয়েছেন তাদের জন্য পুরস্কারের ঘোষনা করেন।
পূর্ব ঘোষনানুযায়ী সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের হাতে উৎসাহ ও প্রেরণা হিসাবে মূল্যবান পুরস্কার ‘শিক্ষানীয় বই’ তুলে দেন ইউএনও জাকির হোসেন।
সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান জানায়, ৭ম শ্রেণীর শিক্ষার্থী মো. সফিউল সানি, মো. আহসাব ও মো. সিমান্ত ইউএনও মহোদয়ের তাৎক্ষনিক প্রশ্নোত্তরে বিজয়ী হওয়ায় বই পুরস্কার দিয়ে সম্মানিত করেন।
এপ্রসঙ্গে আলাপকালে ইউএনও জাকির হোসেন স্বদেশ প্রতিদিনকে বলেন, ‘এখন যারা শিক্ষার্থী ৪১’শে তাঁরা উন্নত বাংলাদেশের নেতৃত্ব দিবে। তাদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হওয়া প্রয়োজন। যাতে করে তাঁরা শিক্ষায় মনোনিবেশ করে নিজেদের সমৃদ্ধ করতে পারে এজন্য’ই এই উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ॥পটুয়াখালীর নিয়োগবঞ্চিতদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি:

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষা-২০১৮তে লিখিত পরিক্ষায় উত্তীর্ন এবং মৌখিক পরিক্ষায় অংশগ্রহনকারী সবাইকে প্যানেল করে সরাসরি নিয়োগ প্রদানের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে একত্রিত হয়েছে হাজার হাজার চাকুরী প্রার্থী।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকুরী প্রার্থীরা জানান, ২০১৪-১৮ পর্যন্ত প্রাইমেরী নিয়োগে কোন সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকুরীর বয়সসীমা শেষ হওয়ায় এটাই ছিল তাদের শেষ সুযোগ। প্রাথমিক বিদ্যালয়ের আসন শূন্যের ভিত্তিতে নিয়োগ বঞ্চিত ৩৭১৪৮ জনকে সুপারিশ করতে জোর দাবি জানান তারা। মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল চাই কমিটির ব্যানারে।

৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় উক্ত কমিটির সভাপতি আব্দুল বাতেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল কাদের এর সঞ্চালনায় আজকের মানবন্ধনে পটুয়াখালীর চাকুরী বঞ্চিতদের লক্ষ করা গেছে।

পটুয়াখালী জেলার ব্যানারে প্যানেল নিয়োগের দাবিতে মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন সোহাগ খলিফা, মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ হাসান এবং শ্যামল চন্দ্র।

পটুয়াখালী নিয়োগবঞ্চিতদের আহ্ববায়ক সোহাগ খলিফা জানান, পটুয়াখালীর মেধাবীরা উক্ত নিয়োগ পরিক্ষায় সুযোগ পেয়ে ভাইবায় উর্ত্তীন হয়েছে। পটুয়াখালীর অধিকাংশ উত্তীর্ন প্রার্থীদের চাকুরির বয়সসীমা শেষ হওয়ায় এই বছর তারা নিয়োগ প্রত্যাশী ছিল।

কিন্তু রিট জটিলতার কারনে পটুয়াখালীর এসকল চাকুরিপ্রার্থীরা নিয়োগবঞ্চিত হয়েছে। তাই পটুয়াখালী থেকে ঢাকায় এসে মুজিববর্ষকে সামনে রেখে ভাষার মাসে মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

পটুয়াখালীতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বশিরুল আলমের কাছে চাঁদা দাবি ও তার ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ-মিছিল এবং সমাবেশ করেছেন আইনজীবী সমিতির সদস্যরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ লাইনের সামনে দিয়ে সোনালী ব্যাংক মোড় হয়ে পুনরায় আইনজীবী সমিতির ভবনের হল রুমে সমাবেশ করে আইনজীবীরা।

বিক্ষোভ-মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম আহাদ দুলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশীদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশীদ, অ্যাডভোকেট আবুল কাসেম, অ্যাডভোকেট ওহিদ সরোয়ার কালাম প্রমুখ। এসময় আইনজীবী সমিতির সব সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, অ্যাডভোকেট বশিরুল আলমের কাছে চাঁদা দাবি ও হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

হামলার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন আইনজীবীরা।

সিগারেটের আগুনে দুই বসত ঘর পুড়ে ছাই

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে শহরের শান্তিবাগ এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হঠাৎ বালির মাঠ সংলগ্ন ১টি বসতঘরে তারা আগুন দেখতে পায়।

মুহুর্তে ৩টি বসতঘরে আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা চেষ্টার পর পটুয়াখালী ফায়ার সার্ভিস অফিসে আগুনের খবর জানালে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

সিগারেটের আগুন থেকে উক্ত অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ আহমেদ বলেন, ভোর ৫ টায় শহরের শান্তিবাগ বালুর মাঠ এলাকায় আগুন লাগে। আড়াই ঘন্টার চেষ্টার পরে বসত ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ২টি বসত বাড়ি পুড়ে ছাই হয় ও একটি বাসার আংশিক ক্ষতি হয়েছে।

কুয়াকাটায় তিন ভূয়া এসএসসি পরিক্ষার্থীর ১বছরের জেল

 

কুয়াকাটা প্রতিনিধি:

বডি পরিবর্তন করে এসএসসি পরিক্ষা দেওয়ার অপরাধে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৩ ভূয়া পরিক্ষার্থীকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ উম্মুক্ত বিদ্যালয়ের অধীনে এসএসসি (গনিত) পরিক্ষা দেয়ার সময় ৭ ফের্রুয়ারী (শুক্রবার) দুপুর বারোটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা অনুপ দাস এ সাজা প্রদান করেন।
আটককৃতরা হলেন,মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামের নুর দারাজ ভূঁইয়ার মেয়ে ফাহিমা (১৯), একই গ্রামের মোঃ ফজলুল হক এর ছেলে মোঃ ফারুক (২৩) ও পটুয়াখালীর বড় বিগাই ইউনিয়নের টিট পাড়া গ্রামের মোঃ ফেরদৌস মোল্লার পুত্র ওয়ালি উল্লাহ (৩২)।
জানাগেছে, উম্মুক্ত বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী মামাতো বোন নুরুন্নাহারের পরিবর্তে ফাহিমা, আবুল বাসারের পরিবর্তে ফারুক এবং সাইফুদ্দিন আল মামুনের পরিবর্তে ওয়ালি উল্লাহ পরিক্ষা দিয়ে আসছিলো। আটককৃত ফাহিমা ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসির পরিক্ষার্থী। ৫মাস আগে তার বিবাহ হয়েছে। অন্যদিকে এসএসসি পরিক্ষার্থী আবুল বাসার বিদেশে থাকায় তার পরিবর্তে ফারুক পরিক্ষা দিয়ে আসছিল। ফারুক কলাপাড়া যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরী করে বলে জানা যায়। ফারুক জানান, শুক্রবার রাতে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কথা ছিল।
কলাপাড়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস, জানান, বডি পরিবর্তন করে এরা ৩জন পরিক্ষা দিয়ে আসছিলো। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ এর খ ধারা অনুযায়ী সর্বনিন্ম ১বছরের সাজা দেয়া হয়েছে।

পর্যটকদের বিনদনে কুয়াকাটায় চালু হলো মেরিন মিউজিয়াম

এস এম আলমাস:
কুয়াকাটা প্রতিনিধি সমুদ্র ও সমুদ্র উপকূলীয় ইতিহাস ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতে প্রথম বারের মত পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় নির্মান করা হয়েছে মেরিন মিউজিয়াম। লাইফ একুরিয়াম, ফিস মিউজিয়ামসহ সমুদ্র ভিত্তিক নানা উপকরনে সজ্জিত এ সামুদ্রিক জাদুঘরটি আজ বৃহস্পতিবার দুপুরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান।

 

যাদুঘরের উদ্যোক্তা রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আ. বারেক মোল্লা, উপকূল বন্ধৃ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননুসহ পর্যটক, সরকারী বে-সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়াকাটা পৌর শহরের বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে কিছুটা সামনে এগিয়ে বঙ্গবন্ধু সড়কের পাশে ত্রিশ শতাংশ জমির উপড় তিনটি টিনশেড ঘরে এ মিউজিয়ামটি অবস্থিত।

 

মিউজিয়ামে রয়েছে বঙ্গোপসাগরের উপকূলীয় ইতিহাস-ঐতিহ্য সম্বলিত ফটো গ্যালারী, সমুদ্রের নানা উপকরন, মেরিন একাডেমীক তথ্য, ফিস মিউজিয়াম। এছাড়াও এ মিউজিয়াম থেকে পর্যটকরা জানতে পারবে কুয়াকাটার ইতিহাস ঐতিহ্যসহ সাগর কেন্দ্রিক মানুষের জীবনাচারন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, নিদৃস্ট ফি’য়ের বিনিময়ে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মেরিন মিউজিয়ামটি সকল শ্রেনীর পর্যটক, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মনিবুর রহমান বলেন, কুয়াকাটা পর্যটন শিল্পের বিকাশে মেরিন মিউজিয়াম একটি নতুন মাত্রা যোগ করবে।

পটুয়াখালীতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক ৩

পটুয়াখালীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা সদর উপজেলার হাজিখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে পটুয়াখালী সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।

আটকরা হলেন- রুহুল আমিন (২১), রুবেল (৩৭) ও হামিদুর রহমান (১৯)। এদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকায়।

শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাজিখালী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৪০ বোতল ফেনসিডিল।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটক তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঢাকা সিটি নির্বাচনে ভোট দিলেন পটুয়াখালীর মেয়র! (ভিডিও)

ঢাকা দক্ষিণ সিটিতে ভোট দিয়েছেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ! তার গলায় দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছবি সম্বলিত কার্ড ঝুলতে দেখা গেছে।

ইভিএমে ১ মিনিটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি।

ভোট দেয়ার বিষয়টি প্রথমে আর্ন্তজাতিক বার্তাসংস্থা ভয়েস অব মেরিকার সাংবাদিকের কাছে স্বীকার করলেও যমুনা টিভির সাংবাদিকদের সামনে অস্বীকার করেন এই মেয়র। শুধু কৌতূহলবশত ঢাকায় ভোটগ্রহণ দেখতে এসেছেন বলে জানান তিনি।

শনিবার সকালে ভোটকেন্দ্রে ভয়েস অব মেরিকার সাংবাদিকদের মুখোমুখি হন পটুয়াখালীর পৌরমেয়র মহিউদ্দিন আহমেদ।

ভোট দিয়েছেন বলে সহজ স্বীকারোক্তি দিয়ে তিনি বলেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। বিএনপি গুজব ছড়িয়েছে। আমি ১ মিনিট থেকে সোয়া মিনিটের মধ্যে ভোট দেয়া কমপ্লিট করেছি।

মহিউদ্দিন আহমেদ বলেন, এটা সত্য যে, সকালবেলা ভোটার উপস্থিতি কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখছি। দেখুন লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে।

ভয়েজ অব আমেরিকার সঙ্গে এমন বক্তব্য দেয়ার পর পরই বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন।

এ সময় ভোট দেয়ার কথাটি অস্বীকার করেন তিনি।

ভয়েস অব আমেরিকাকে দেয়া তার বক্তব্য উল্লেখ করে ভোট দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আসলে আমি পটুয়াখালীর মেয়র, আমি এখানে ভোট দেই কীভাবে? আমি জাস্ট দেখতে এসেছি।

ভোটকেন্দ্রের কাছাকাছি না ঘুরতে ডিএমপি কমিশনারের নির্দেশনার বিষয়টি উল্লেখ করলে মেয়র জানান, আমরা কেন্দ্রের পাশে ছিলাম না। কেন্দ্র থেকে মিনিমাম ১০০ গজ দূরে অবস্থান করেছি আমরা।

ভয়েজ অব আমেরিকার সঙ্গে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের কথপোকথনের ভিডিওটি দেখুন –