প্রাথমিক শিক্ষক নিয়োগ॥পটুয়াখালীর নিয়োগবঞ্চিতদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি:

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষা-২০১৮তে লিখিত পরিক্ষায় উত্তীর্ন এবং মৌখিক পরিক্ষায় অংশগ্রহনকারী সবাইকে প্যানেল করে সরাসরি নিয়োগ প্রদানের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে একত্রিত হয়েছে হাজার হাজার চাকুরী প্রার্থী।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকুরী প্রার্থীরা জানান, ২০১৪-১৮ পর্যন্ত প্রাইমেরী নিয়োগে কোন সার্কুলার হয়নি। এর মধ্যে অনেকের সরকারি চাকুরীর বয়সসীমা শেষ হওয়ায় এটাই ছিল তাদের শেষ সুযোগ। প্রাথমিক বিদ্যালয়ের আসন শূন্যের ভিত্তিতে নিয়োগ বঞ্চিত ৩৭১৪৮ জনকে সুপারিশ করতে জোর দাবি জানান তারা। মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্যানেল চাই কমিটির ব্যানারে।

৯ ফেব্রুয়ারী সকাল ১০টায় উক্ত কমিটির সভাপতি আব্দুল বাতেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুল কাদের এর সঞ্চালনায় আজকের মানবন্ধনে পটুয়াখালীর চাকুরী বঞ্চিতদের লক্ষ করা গেছে।

পটুয়াখালী জেলার ব্যানারে প্যানেল নিয়োগের দাবিতে মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন সোহাগ খলিফা, মোঃ তারিকুল ইসলাম তারেক, মোঃ হাসান এবং শ্যামল চন্দ্র।

পটুয়াখালী নিয়োগবঞ্চিতদের আহ্ববায়ক সোহাগ খলিফা জানান, পটুয়াখালীর মেধাবীরা উক্ত নিয়োগ পরিক্ষায় সুযোগ পেয়ে ভাইবায় উর্ত্তীন হয়েছে। পটুয়াখালীর অধিকাংশ উত্তীর্ন প্রার্থীদের চাকুরির বয়সসীমা শেষ হওয়ায় এই বছর তারা নিয়োগ প্রত্যাশী ছিল।

কিন্তু রিট জটিলতার কারনে পটুয়াখালীর এসকল চাকুরিপ্রার্থীরা নিয়োগবঞ্চিত হয়েছে। তাই পটুয়াখালী থেকে ঢাকায় এসে মুজিববর্ষকে সামনে রেখে ভাষার মাসে মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *