ধোনির সঙ্গে সম্পর্কটা কেমন জানালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
আইপিএলে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘদিন ধরে যে দলের সদস্য ভারতের কিংবদন্তি তারকা মহেন্দ্র সিং ধোনি। ধোনি-মুস্তাফিজ জুটি এবার বারবার ধরা দিচ্ছে ক্রিকেট ভক্তদের চোখে। কখনো ধোনির বাহবা পাচ্ছেন মুস্তাফিজ, কখনো ধোনির পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করছেন। কিন্তু দুজনের এই রসায়ন মাঠেই সীমাবদ্ধ, মাঠের বাইরে তেমন কথাই হয়না ধোনি-মুস্তাফিজের।

সম্প্রতি চেন্নাই সুপার কিংস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। যেখানে নানা বিষয়ে কথা বলেন এই বাংলাদেশি তারকা। এ সময় মাহির সঙ্গে কি ধরনের কথা হয়, এমন প্রশ্নে মুস্তাফিজের জবাব, ‘মাহি ভাইয়ের সঙ্গে বোলিং নিয়েই বেশি কথা হয়। এর বাইরে তেমন একটা কথা হয় না। মাঠেই টুকটাক কথা হয়। কোনটা কিভাবে করলে ভালো হয় এগুলো মাহি ভাই এসে আমাকে বলে দেয়। আমি সেভাবেই করার চেষ্টা করি।’

মুস্তাফিজ আরও বলেন, ‘জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানেও তেমনটাই। এখানে আসার পর আমার একটুও অস্বস্তিবোধ হয়নি। এটা বড় একটা ব্যাপার। মাহি ভাইয়ের ফিল্ডিং সেটআপ, ডেথ ওভারে ব্রাভোর ফিল্ডিং সেটআপ—এইসব ছোট ছোট জিনিস খুব কাজে লেগেছে। অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে তারকা বেশি। সব দেশের খেলোয়াড়রা এখানে আছে। তাই এখানে ভালো করলেও অন্য জায়গায় সাফল্য পাওয়া সহজ হবে।’

এদিকে, মুস্তাফিজের বাজে পারফরম্যান্সে সমালোচনা যেমন হচ্ছে, নতুন চিন্তা বাড়ছে চেন্নাইয়ের। কারণ জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে আর দুই ম্যাচ পরই দেশে ফিরছেন মুস্তাফিজ। তাই তার পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার চেষ্টায় দলটি।

বরিশাল অবজারভার / হৃদয়

মায়ামির জার্সিতে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক :
দীর্ঘ চোট কাটিয়ে সম্প্রতি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপর দুটি ম্যাচ খেলেছেন। যার একটিতে জোড়া গোল ও এক অ্যাসিস্টে ম্যাচসেরা হন তিনি। ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে (এমএলএস) এমন পারফরম্যান্সের পর মেসিকে নিয়ে শঙ্কা অনেকটাই কেটেছে। এরইমধ্যে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে তাকে নিয়ে।

লিগে মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ২৮ এপ্রিল। নিউ ইংল্যান্ড ক্লাবের মুখোমুখি হবে তারা। মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মূলত নিউ ইংল্যান্ডের মাঠের কারণে। ক্লাবটির মাঠ জিলেট স্টেডিয়ামের টার্ফ পুরোটাই কৃত্রিম। আর কৃত্রিম টার্ফে চোটের সম্ভাবনা বেশি থাকে।

মাত্রই চোট থেকে ফেরা মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চায় না মায়ামি কর্তৃপক্ষ। মেসির খেলা এখনও পুরোপুরি অনিশ্চিত নয়, তবে সম্ভাবনা বেশি। মায়ামি তারকা হুলিয়ান গ্রেসেলের বরাতে গোল ডটকম আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গ্রেসেল বলেন, ‘আমরা ম্যাচের আগে নিশ্চিত করতে পারব। আমাদের ক্লাব (মায়ামি) চাচ্ছে না মেসি খেলুক। তিনি চোট কাটিয়ে ফিরেছেন যে বেশি দিন হয়নি। এক ম্যাচের জন্য তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ।

এদিকে, নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে তাদের মাঠে যাবেন মেসি—এমন খবরে এক মাস আগেই বিক্রি হয় জিলেট স্টেডিয়ামে ৬১ হাজার টিকিট। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্লাবটির মাঠ জিলেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার। মেসিদের বিপক্ষে খেলার সূচি চূড়ান্ত হওয়ার পর বিক্রির জন্য টিকিট ছাড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ। টিকিট ছাড়ার পর বিক্রি হয়ে যায় প্রায় ৬১ হাজার টিকিট।

বরিশাল অবজারভার / হৃদয়

যার টোটকায় কাটার হয়ে যান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের কাটার মাস্টার—পরিচয়টা খুব ভালোভাবেই রপ্ত করেছেন মুস্তাফিজুর রহমান। তার কাটারেই পরাস্থ হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। এমনকি এই কাটারের জন্যই দুনিয়া জোড়া খ্যাতি বাংলাদেশি পেসারের। কিন্তু কীভাবে মুস্তাফিজ কাটার মাস্টার হয়ে উঠেছিলেন? সেই গল্পই এবার বের করে আনল তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংস

মুস্তাফিজকে নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প থেকে শুরু করে নানান স্মৃতি শেয়ার করেন ফিজ। এক পর্যায়ে প্রশ্ন ওঠে কাটার নিয়েও।

চেন্নাইয়ের ভেরিফাইড ফেসবুকে পেইজে প্রকাশিত সেই ভিডিওতে মুস্তাফিজকে ‘বাংলা লায়ন’ আখ্যা দেওয়া হয়। ভিডিওতে নিজের কাটার হওয়ার গল্প নিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘এটা আসলে ন্যাচারাল বলা চলে। আমাকে এটা কেউ শেখায়নি, কাটারটা। এক সময় আমি জাতীয় দলের নেট বোলিং করছিলাম। তখন বিজয় ভাই বলছিল তুই কি স্লোয়ার মারিস না? তখন আমি খুব জোরে জোরে বোলিং করতাম। তিনি বলার পরে আমি নরম্যালি স্লোয়ার বল ট্রাই করতেছিলাম। তখন থেকে দেখলাম বল ভালোই ঘুরছিল। তখন অনেকেই স্লোয়ারে আউট হয়েছিল। সেখান থেকে কাটার বলটা শুরু হয় আমার।’

এ ছাড়া শৈশব স্মৃতিচারণ করে ফিজ বলেন, ‘আমার গ্রাম সাতক্ষীরা কালিগঞ্জ। আমরা চার ভাই। আমরা সবাই প্রায় ক্রিকেট পাগল। বড় ভাইয়েরা এলাকায় খেলা নিতো। সে সময় আমি ছোট ছিলাম। যারা বাইরে থেকে ভাড়ায় খেলতে আসতো তাদের আমরা বোলিং করতাম। একটা বড় ভাই ছিল। সে আমার ভাইকে বলেছে তোর ছোট ভাই তো ভালো বোলিং করে। সেখান থেকেই আস্তে আস্তে আমার ক্রিকেটে আসা।’

নিলামে চেন্নাই দলে ডাক পাওয়া নিয়েও স্মৃতিচারণ করেন ফিজ, ‘এটাই চেন্নাই দলে আমার প্রথম। ২০১৬ সালে আমি যখন আইপিএলে খেলা শুরু করেছিলাম, তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাইতে খেলার। যখন আমি কল পাই, ওইরাতে আমার আর ঘুম আসতেছিল না। এরকম অবস্থা হয়েছিল। আমার পরেরদিন খেলা ছিল। আমি নিউজিল্যান্ডে ছিলাম। রাতে আমি ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। তখন দেখি শুধু ম্যাসেজ আসতেই আছে। নিউজিল্যান্ড টাইম রাত ১টার সময় অকশন শুরু হয়েছিল। দেখি মেসেজ আসতেই ছিল। সবাই বলছিল চেন্নাই টিমে সিলেক্ট হয়েছি। এই এক অন্যরকম অনুভূতি।’

ভিডিওতে আইপিএলের প্রশংসাও করেন বাংলাদেশি তারকা, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বেশি স্টাররা থাকেন, সব দেশের। এখানে যদি আমি সফল হই তাহলে অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে, আমার কাছে মনে হয়।’

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেলেন যারা

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ঘোষিত হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি পর্বের স্কোয়াড। ১৭ জন ক্রিকেটারকে নিয়ে চট্টগ্রামে তিনব্যাপী অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগামী ২৬ এপ্রিল শুরু হবে অনুশীলন। চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।

খুব একটা চমক রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকরা চেনা দলটাকেই রেখেছেন প্রস্তুতি পর্বে। তবে, একেবারেই চমক নেই তা নয়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ খেলা পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন এই স্কোয়াডে। আছেন সাইফ উদ্দিন, তানভীর ইসলাম। সাকিব আল হাসান দেশে ফিরলেও ক্যাম্পে থাকছেন না।

এর আগে বেশ ভিন্ন কায়দায় এবারের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গত ২০ এপ্রিল থেকে শুরু হয়েছে শান্ত-শরিফুলদের প্রস্তুতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেদিন সকালে ক্রিকেটারদের দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়। ২০, ৪০ ও ১৬০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা।

প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, শেখ মেহেদি, সাইফউদ্দিন, সৌম্য সরকার, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।

বরিশাল অবজারভার / হৃদয়

অবশেষে সুস্থ মেসিকে পাচ্ছে মায়ামি

স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসি দীর্ঘদিন ধরেই লড়ছিলেন চোটের সঙ্গে। পেশির চোটে এতই ভুগছিলেন, টানা ৯০ মিনিট খেলার সামর্থ্য ছিল না। মাঝে জাতীয় দলের হয়ে মিস করেছিলেন একাধিক ম্যাচ। তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্লাব ইন্টার মায়ামিও।

মায়ামি অবশ্য জানিয়েছে, মেসি এখন সম্পূর্ণ সুস্থ। মেজর লিগ সকারে (এমএলএস) আগামীকাল ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচের আগে মেসিকে শতভাগ ফিট বলে ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এমনটিই জানিয়েছে গোল ডটকম।

গোলে প্রকাশিত প্রতিবেদন মতে মায়ামি জানিয়েছে, ’মেসি ফিরছেন। তিনি এখন শতভাগ ফিট। খেলার জন্য প্রস্তুত। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। ন্যাশভিল ম্যাচে আমরা মেসিকে পুরো সময় পাবার আশা করছি।’

মেসি সুস্থ হয়ে ফিরলেও মায়ামি পাচ্ছে না জর্দি আলবা ও সার্গেই ক্রিভৎসবকে। চোটের কারণে দুজনকেই প্রায় সপ্তাহখানেক মাঠের বাইরে থাকতে হবে।

গত ১৪ এপ্রিল অবশ্য মেসির দল মায়ামি ৩-২ গোলে হারিয়েছিল কানসাস সিটিকে। সে ম্যাচে গোলও করেছিলেন মায়ামি অধিনায়ক। তবে, চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন মেসি, এটিই যেন স্বস্তির খবর

বরিশাল অবজারভার / হৃদয়

রোনালদোকে ৯.৭ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিচ্ছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়েছেন তিন বছর আগে। সে সময় তার কিছু বেতন বাকি ছিল। সময়মতো ক্লাব সেটি পরিশোধ না করায় সিআরসেভেন দ্বারস্থ হন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। এসেছে আদালতের রায়। জুভেন্টাস কর্তৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে, রোনালদোকে তার বকেয়া বাবদ ৮.৩ মিলিয়ন ইউরো ফিরিয়ে দিতে।

বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়, রোনালদো মোট ১৭ মিলিয়ন ইউরো দাবি করেছিলেন। তবে, আদালত বিভিন্ন বিষয় বিবেচনায় অর্ধেক অঙ্ক পরিশোধের রায় দেয়। এর সঙ্গে অবশ্য রোনালদোকে কিছু ক্ষতিপূরণ ও বিচারিক কার্যক্রমের খরচ বাবদ আর ১.৪ মিলিয়ন ইউরো দিতে হবে জুভেন্টাসকে।

সবমিলিয়ে অর্থের অঙ্কটা ৯.৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১৪ কোটি টাকার মতো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেন রোনালদো। পর্তুগিজ সুপারস্টার ২০২১ পর্যন্ত ইতালির ক্লাবটিতে ছিলেন।

জুভেন্টাস থেকে দ্বিতীয় দফায় সিআরসেভেন যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। যদিও, সেবারের ফেরাটা সুখকর ছিল না তার জন্য। পরবর্তীতে তিনি যোগ দেন সৌদি ক্লাব আল-নাসেরে। এখন তিনি সেখানেই আছেন। তার অধীনে ক্লাবটি জিতেছে শিরোপাও। এমনকি রোনালদোর প্রভাবে বদলে গেছে সৌদি ফুটবলের সার্বিক চিত্র। বড় বড় তারকারাও এখন পাড়ি জমাচ্ছেন মরুর দেশে।

বরিশাল অবজারভার / হৃদয়

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক :
আইপিএলের ইতিহাসে আবারও সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো সানরাইজার্স হায়দরাবাদ
এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে আইপিএলে দলীয় সর্বোচ্চ সংগ্রহ গড়েছিল ছিল হায়দরাবাদ। এতে ভেঙেছিল ১১ বছর ধরে টিকে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রেকর্ড। এবার ১৯ দিনের ব্যবধানে নিজেদের রেকর্ডই ভেঙে আরও উচ্চতায় হায়দরাবাদ।

সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে ২৮৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। ফলে জয়ের জন্য বেঙ্গালুরুরকে করতে হবে রেকর্ড ২৮৮ রান।

এর আগে চলতি আইপিএলে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। এটিই ছিল আইপিএলের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ রানের ইনিংস।আজ হায়দরাবাদের এই বিশাল রানের পেছনে সবচেয়ে বড় অবদান দলটির অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডের। অভিষেক শর্মাকে সঙ্গে করে ১০৮ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি।

অভিষেক ৩৪ রানে ফিরে গেলেও তাণ্ডব চালাতেই থাকেন হেড। মাত্র ৩৯ বলে স্পর্শ করেন সেঞ্চুরি। যা আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম। সেঞ্চুরির পর অবশ্য এই অজি ওপেনার মাত্র দুই বলই টেকেন। তবে বাকি ব্যাটারদের জন্য বিধ্বংসী শুরুর সুর বেঁধে দিয়েছেন। ৪১ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০২ রানে সাজঘরে ফেরেন তিনি।

হায়দরাবাদের ঝড় তখনো থামার নাম নেই। হেডের জায়গায় বসে বেঙ্গালুরুর বোলারদের কচুকাটা করতে থাকেন হাইনরিখ ক্লাসেন। মুম্বাইয়ের বিপক্ষে সেদিন ভয়ানক রূপে থাকা এই প্রোটিয়া ব্যাটার আজও ছক্কার বৃষ্টি বইয়ে দেন। খেলেন ৩১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস।

ক্লাসেন যখন আউট হন তখনো ইনিংস শেষ হতে তিন ওভার বাকি ছিল। সেই তিন ওভারে ৫৬ রান তোলেন এইডেন মারক্রাম ও আব্দুল সামাদ। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় মারক্রাম ৩২ ও সামাদ ১০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে অপরাজিত থাকেন।

সব মিলিয়ে এই ইনিংসে ২২টি ছক্কা মেরেছে হায়দরাবাদের ব্যাটার। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে একই মাঠে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে ২১টি ছক্কা মেরেছিল বেঙ্গালুরু।

হায়দরাবাদের ইনিংসটি টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ইতিহাস গড়ে নেপাল।

বরিশাল অবজারভার / হৃদয়

মুস্তাফিজকে আইপিএলে দেখতে চান আকরাম

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আইপিএল মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে তার সময়টাও কাটছে দারুণ। তবে, পুরো টুর্নামেন্ট জুড়ে খেলার অনুমতি পাননি বাংলাদেশি পেসার। তাকে বিসিবি অনাপত্র দিয়েছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। যদিও সেটা বাড়িয়ে ১ মে পর্যন্ত করার কথা শোনা যাচ্ছে।

কিন্তু অনেকেই চান, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে না খেলে মুস্তাফিজ আইপিএলেই খেলুক। এমনটা চান বিসিবির পরিচালক ও সাবেক ক্রিকেটার আকরাম খানও। তিনি মনে করেন, মুস্তাফিজ আইপিএল খেললে বিশ্বকাপের আগে লাভ হবে বাংলাদেশেরই।

মূলত আইপিএলের মাঝপথে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে ফিরতে হবে মুস্তাফিজের। কারণ ঘরের মাঠে ৩ মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আকরাম খান চান, এই সিরিজে মুস্তাফিজ দেশের হয়ে না খেলে বরং আইপিএলেই থাকুক। আজ সোমবার (১৫ এপ্রিল) সংবাদমাধ্যমে এ বিষয়ে আকরাম বলেছেন, ‘জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে আমার মনে হয় ওখানে খেললে সে অনেক কিছু শিখতে পারবে। আপনার ড্রেসিং রুম আছে, বড় ক্রিকেটারদের সঙ্গে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো, বিভিন্ন উইকেটে খেলতেছে, বিভিন্ন ধরনের ক্রিকেটারদের সঙ্গে খেলছে, আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত।’

আইপিএলে মুস্তাফিজের ফর্ম নিয়ে আকরাম বলেন, ‘মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। গত এক বছর ধরে সে সংগ্রাম করছে। এখন আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্স ভালোর দিকে যাচ্ছে। একদম যে ভালো হচ্ছে তা না, যেহেতু টেস্ট ক্রিকেট সে খেলে না, ও যদি আইপিএলে এরকম ভালো খেলতে থাকে তাহলে বিশ্বকাপে বাংলাদেশ বেশি  উপকৃত হবে।’

সাবেক এই ক্রিকেটার আরও বলেছেন, ‘মুস্তাফিজ যে ধরনের খেলোয়াড় ওকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি শতভাগ উপকৃত হবেন। যেটা আপনার ধোনির টিম করছে। আপনি দেখেন কলকাতার বিপক্ষে যেভাবে বল করেছে, যেভাবে পরিকল্পনা করেছে, সত্যি কথা বলতে চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে ব্যক্তিগতভাবে উপকৃত হবে তার সঙ্গে বাংলাদেশও উপকৃত হবে।’

বরিশাল অবজারভার / হৃদয়

মুস্তাফিজকে নিয়ে মিলল সুখবর

ডেস্ক রিপোর্ট :
আইপিএলে প্রথম তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানা। তবে, জরুরি প্রয়োজনে দেশে আসায় হায়দরাবাদের বিপক্ষে চতুর্থ ম্যাচে খেলা হয়নি তার। সেই ম্যাচে বাঁহাতি এই পেসাররের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই দ্রুতই তাকে ফিরে পেতে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে আগামীকাল সোমবার (৮ এপ্রিল) নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরী দ্য ফিজ।

জানা গেছে, আজ রোববার (৭ এপ্রিল) চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই মুস্তাফিজকে মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হুট করেই বাংলাদেশে আসেন মুস্তাফিজ। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই দেশে আসেন এই পেসার। যার ফলে খেলতে পারেননি হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ।

বরিশাল অবজারভার / হৃদয়

উপভোগ না করলে আর খেলব না : মেসি

ডেস্ক রিপোর্ট :
লিওনেল মেসি—নামটা শুনলে সবার আগে চোখে ভাসে মাঠজুড়ে ছুটছেন এক মহামানব। ফুটবল মাঠে তার জাদু দেখে তাকে মানুষ নয়, লোকে এলিয়েন বলে ডাকা শুরু করেছে বহুকাল ধরে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার যে রক্তমাংসের মানুষ, সাম্প্রতিক চোট সেটিই বোঝাচ্ছে। মেসি নিজেও যেন ক্লান্ত হচ্ছেন দিন দিন।

বয়স হচ্ছে মেসির, ৩৬ চলছে। ফুটবল ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আর কিছুই বাকি নেই আর্জেন্টাইন মহাতারকার। বেলাশেষের প্রহরে মার্কিন অপেরায় হারিয়ে যেতে যেতে নিজের পায়ে তোলা অর্কেস্ট্রার সুরে সবাইতে মুগ্ধ করতে চান। নিজে উপভোগ করতে চান খেলাটাকে। তাই, যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া। তুলনামূলক কম প্রতিযোগিতার মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে খেলছেন এখন।

খেলাটাকে উপভোগ করতে চাওয়া মেসি, মেসিকে দেখ মুগ্ধ হতে চাওয়া ভক্তরা হতাশ হচ্ছে সময়ের পালাবদলে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের পুরোনো চোটের সঙ্গে মানিয়ে উঠতে পারছেন না ক্ষুদে জাদুকর। প্রায়ই থাকতে হচ্ছে মাঠের বাইরে। মাঠে নামলেও খেলেন না পুরোটা সময়।

নিজের চোট নিয়ে এতদিন কথা বলেননি মেসি। সম্প্রতি একটি পডকাস্টে সেই প্রসঙ্গে কথা বলেন তিনি। যা প্রকাশ করেছে গোল ডটকম। তাদের প্রতিবেদনে মেসিকে বলতে দেখা যায়, যত বয়স হচ্ছে সব তত কঠিন হচ্ছে। বিশ্রামের প্রয়োজন আছে।

মেসি বলেন, ‘বর্তমানে আমার জন্য বিশ্রাম খুব গুরুত্বপূর্ণ। যত বয়স হচ্ছে, তত কঠিন হচ্ছে সবকিছু। জানি, খুব বেশিদিন নেই হয়তো যখন আমি আর আগের মতো পারফর্ম করতে পারব না। সতীর্থদের সাহায্য করতে পারব না। খেলাটাকে আর আগের মতো উপভোগ করব না। তখন আমাকে থামতে হবে। তবে, যতদিন মনে হবে একটু হলেও ভালো আছি, কিছুটা হলেও দিতে পারব, ততদিন চালিয়ে যাব।’

বরিশাল অবজারভার /হৃদয়