সাড়ে ৩ হাজারের বেশি রাশিয়ান সেনা হত্যা করেছে ইরান!

ডেস্ক রিপোর্ট:

শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভে উভয় পক্ষের সেনাদের সংঘর্ষের মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যা করেছে তারা। ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে দাবি করে, তারা আগ্রাসনে জড়িত ৩ হাজার ৫০০ রুশ সেনাকে হত্যা ও প্রায় ২০০ জনকে বন্দী করেছে। আরও দাবি করা হয়েছে, এখন পর্যন্ত রাশিয়া ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক হারিয়েছে। এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে, সে সম্পর্কে রাশিয়া এখনো কিছুই জানায়নি। এদিকে আজ কৃষ্ণসাগর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ ছাড়া ইউক্রেনের একাধিক অঞ্চলে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এতে যুদ্ধ–সহিংসতার বিস্তৃতি ছড়াচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। আজ ভোর থেকেই কিয়েভে একাধিক বিস্ফোরণ ও উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হচ্ছে। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল রাশিয়ার সেনাবাহিনী। তারা ওই হামলা প্রতিহত করেছে।

ভিসা ছাড়াই বাংলাদেশিদের জন্য উন্মুক্ত পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত

ডেস্ক রিপোর্ট:

ইউক্রেনে চলমান পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের জন্য পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত ভিসা ছাড়াই উন্মুক্ত করে দেয়া হয়েছে । পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

ওয়ারশ বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশীদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন। এছাড়া যাদের পাসপোর্ট নেই, তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশীকে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা যাচ্ছে। ওয়ারশস্থ বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশীদের তারা সহায়তা প্রদান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ , পেট্রোল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহুর্তে উক্ত বর্ডার এর দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করা যাচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৫০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনে রুশ হামলার ৪০ ইউক্রেনীয় সেনা ও  ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করাছে কিয়েভ।

এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।

এছাড়া রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেন, ‘শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরও একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।’

এ নিয়ে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে টুইটারে দাবি করা হয়েছে। এদিকে, ইউক্রেনের বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্ভুল অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অপরদিকে ইউক্রেনের দাবি, দেশটির পূর্বাঞ্চলে অর্ধশত রুশ সেনা নিহত হওয়ার পাশাপাশি আক্রমণকারীদের চারটি ট্যাংক ও ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দও শোনা গেছে।

এদিকে, অর্ধশত রুশ সেনা নিহত হওয়ার পাশাপাশি আক্রমণকারীদের চারটি ট্যাংক ও ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অবশ্য রাশিয়া এই দাবি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। রাশিয়া, বেলারুশ ও ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে প্রবেশে করেছে রুশ সেনারা।

কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

৩০ লাখ নাগরিককে দ্রুত রাশিয়া ত্যাগের অনুরোধ ইউক্রেনের

সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় রাশিয়ায় অবস্থানরত প্রায় ৩০ লাখ নাগরিককে দ্রুত রাশিয়া ত্যাগের অনুরোধ করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ জানান।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের নাগরিকরা রাশিয়ায় যেকোন ভ্রমণ থেকে বিরত থাকুন এবং যারা ইতিমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন, তারা যেন অবিলম্বে দেশটি ত্যাগ করেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান নাগরিকের ওপর ইউক্রেন ত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। এগুলো হলো স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং লুহানস্ক পিপলস রিপাবলিক।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্র রাশিয়া ও রুশ সমর্থিত ইউক্রেনের অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

রাশিয়ার রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রমসভিয়াজ ব্যাংক ও ব্ল্যাক সি ব্যাংককের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনব লেছেন, এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ। রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আসছে।

করোনায় আক্রান্ত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জাতিক প্রতিবেদক:

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ৯৫ বছর বয়সী রানীর হালকা ঠান্ডার মতো উপসর্গ দেখা দিয়েছে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, রানি বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলছেন। এর আগে, রানির বড় ছেলে প্রিন্স অব ওয়েলস দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হন। সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন রানি।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

আসছে নতুন মহামারী

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসের মতো আরেকটি মহামারি শিগগিরই বিশ্বে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

পোলিও নির্মূলে সহায়তা করতে চলতি সপ্তাহে পাকিস্তানে সফরে গিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি।

মানুষ ভাইরাসপ্রতিরোধী হয়ে ওঠায় কোভিড-১৯ এর গুরুতর অসুস্থতার ঝুঁকি ‘নাটকীয়ভাবে হ্রাস’ পেয়েছে বলে স্বীকার করেছেন দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনাভাইরাস পরিবারের একটি ভিন্ন ভাইরাস থেকে সম্ভাব্য নতুন মহামারি উদ্ভূত হতে পারে। তবে যদি এখনই বিনিয়োগ করা হয়, তাহলে সেটি চিকিৎসা প্রযুক্তির উন্নতির সুবাদে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।

তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরে করোনাভাইরাস মহামারি চলছে এবং বিশ্বজুড়ে জনসংখ্যার বিশাল অংশের মাঝে কিছু ইমিউনিটি গড়ে উঠেছে। যার ফলে মহামারির সবচেয়ে খারাপ প্রভাব ম্লান হয়ে যেতে শুরু করেছে। এছাড়া করোনাভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের তীব্রতাও হ্রাস পেয়েছে।

মহামারি নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রচেষ্টার প্রতি কৃতিত্ব দেওয়ার পরিবর্তে বিল গেটস বলেন, ভাইরাসটি ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের শরীরে এর প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়ে যায়। ভ্যাকসিনের চেয়ে ভাইরাসের এই প্রবণতা ‌বিশ্বের জনসংখ্যার মাঝে ভালোভাবে পৌঁছেছে।

তিনি বলেন, গুরুতর রোগের সম্ভাবনা— যা মূলত বয়স্ক এবং স্থূলতা অথবা ডায়াবেটিসের সাথে জড়িত এবং সংক্রমণের কারণে এই ঝুঁকিও এখন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বলেন, ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) লক্ষ্যে পৌঁছাতেও অনেক দেরী হয়ে গেছে। বর্তমানে বিশ্বের প্রায় ৬১ দশমিক ৯ শতাংশ জনসংখ্যাকে করোনাভাইরাসের টিকার মাত্র এক ডোজ দেওয়া হয়েছে।

পরবর্তী মহামারি বিশ্বে আঘাত হানার আগে স্বাস্থ্য পেশাদার এবং কর্তৃপক্ষকে দ্রুত টিকা উদ্ভাবন ও বিতরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বিল গেটস বলেন, পরবর্তী সময়ে দুই বছরের পরিবর্তে আমাদের ছয় মাসের মতো সময়ে টিকা তৈরি এবং বিতরণ নিশ্চিত করতে হবে। আর এক্ষেত্রে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি-সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলো এটি সম্ভব করে তুলতে পারে।

তিনি বলেন, ভবিষ্যতের মহামারির জন্য প্রস্তুত হওয়ার ব্যয় বেশি হবে না। এটি জলবায়ু পরিবর্তনের মতো নয়। আমরা যদি যুক্তি দিয়ে বিশ্লেষণ করি, তাহলে পরবর্তী মহামারিকে আমরা আগেভাগেই ধরে ফেলতে পারবো।

ভারতে ছড়িয়ে পরছে বার্ড ফ্লু

ভারতে ফের বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার মহারাষ্ট্রের থানেতেও হানা দিলো এই ভয়ঙ্কর ভাইরাস। যার জেরে ২৫ হাজার মুরগিকে নিধনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে বিহারে অত্যন্ত ছোঁয়াচে এ ভাইরাসটির দেখা মিলে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, থানের শাহপুর তহসিলের অন্তর্গত ভেহলি গ্রামে হঠাৎ একসঙ্গে ১০০টি মুরগির মৃত্যু হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।

সংবাদমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, থানের জেলাশাসক রাজেশ জে নার্ভেকর এরপরই জেলার পশুপালন বিভাগকে নির্দেশ দেন সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য। মৃত মুরগির নমুনা পরীক্ষা করে পুনের ল্যাবরেটরি জানায়, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা গেছে।

সে রিপোর্ট আসার পর ওই পোলট্রি ফার্মের এক কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ২৫ হাজার মুরগিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিহারেও একটি পোলট্রি ফার্মের মুরগি বার্ড ফ্লুতে সংক্রমিত হয়েছিল। পাটনার ওই পোলট্রিতে তিন হাজার ৮৫৯টি মুরগির মধ্যে ৭৮৭টি মুরগি মারা যায় এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে।

এইচ৫এন১ ভাইরাসটি পাখি থেকে পাখির শরীরে সহজেই ছড়িয়ে পড়ে। বার্ড ফ্লুর মধ্যে এটিই সবচেয়ে পরিচিত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তবে সাধারণত এই ভাইরাস মানুষের শরীরে ছড়ায় না। যদিও ২০১৪ সালে মানুষ থেকে মানুষের শরীরেও এই ভাইরাস ছড়ানোর ঘটনা নজরে আসে।

সৌদির পতাকায় কোন পরিবর্তন হবেনা; কালেমা সরানোর খবর ‘গুজব’

সৌদি আরবের জাতীয় পতাকা ও জাতীয় সংগীতে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না। সৌদি আরবের শুরা কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে বলে গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের সদ্য অনুমোদিত খসড়া সংশোধনীতে জাতীয় পতাকায় কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে সৌদি আরবের পতাকা এবং জাতীয় সংগীতে কিছু পরিবর্তনের গুজব ওঠে।

চলতি সপ্তাহের শুরুতে উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিক্রমে খসড়া সংশোধনী অনুমোদন করে বলে গালফ নিউজ জানায়।

সংশোধনীর খসড়া প্রস্তাবে অংশ নেওয়া শুরা কাউন্সিলের সদস্য সাদ আল ওতাইবি জানান,  জাতীয় পতাকায় পরিবর্তন না আনলেও সংশোধনীতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা রোধে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি মালিকানাধীন টেলিভিশন আল আরাবিয়াকে তিনি বলেন, প্রস্তাবিত বিধিমালায় পতাকা উত্তোলনের স্থান ও সময় নির্ধারণ করা রয়েছে।

এছাড়া ইসলামের আঁতুরঘর সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জাতীয় পতাকা বা অন্য কোনো সৌদি প্রতীকের অবমাননা করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা তিন হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখেছে সংশোধনীতে।

সৌদি আরবের পতাকায় আল্লাহর একত্ববাদের ঘোষণা করে কালেমা খোদাই করা আছে। পতাকাটি রঙ সবুজ, যা মহানবি হযরত মুহাম্মদ  (স.)  এর প্রিয় রঙ। এছাড়া পতাকাটিতে আছে তলোয়ারের ছবি।

গত সপ্তাহেই সৌদি পুলিশ পতাকা অবমাননার দায়ে বন্দরনগরী জেদ্দা থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে একজন ব্যক্তিকে সৌদি পতাকা আবর্জনা থেকে সংগ্রহ করতে দেখা যাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ওই চারজন আবর্জনার ভেতর সৌদি পতাকা ফেলেছিলেন বলে অভিযোগ আছে।

যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম মৃত্যু

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন । বিবিসি’র প্রতিবেদনে এমনটি বলা হয়।

ওমিক্রনের দ্রুত ছড়িয়ে পরার বিষয়ে সতর্ক করে দেশটির স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ বলেন, আমরা এর আগে এমনভাবে করোনার সংক্রমণ দেখিনি।

ওমিক্রনের প্রভাবে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড নতুন করে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। চলতি মাসের মধ্যেই প্রাপ্ত বয়ষ্কদের এই ডোজের আওতায় আনা হবে।

এদিকে, রবিবার দেশটিতে নতুন ৪৮ হাজার ৮৫৩ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৫২ জন মারা গেছেন।

কিছুদিন আগেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে উদ্বেগের কারণ হিসেবে ব্যাখ্যা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের যে সব দেশে এখনও পর্যন্ত ওমিক্রনের সন্ধান পাওয়া গিয়েছে, সেই দেশগুলিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।

এদিকে, শনিবার বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রণালয়। আক্রান্ত দুইজন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য।

এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাই শহরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে তিনজন আক্রান্ত হওয়ায় সংক্রমণ ঠেকাতে দুইদিনের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। এখন পর্যন্ত ভারতের পাঁচটি রাজ্যে ৩২ জন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এরমধ্যে ১৭ জনই মহারাষ্ট্রের। এছাড়াও যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ অঙ্গরাজ্যে মিলেছে ওমিক্রন। এখন পর্যন্ত ১৬টি অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরনটি।

প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ নিহত ১৩

ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকাও রয়েছেন।

বুধবার দুপুরে তামিলনাড়ুর কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৩ জনই মারা গেছেন। শুধু একজন পুরুষ আরোহী জীবিত আছেন। তিনি গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার তামিলনাড়ুর সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করে ভারতীয় বিমানবাহিনীর এম আই-সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারটি। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কুনুর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত এবং অন্যান্য সামরিক কর্মকর্তাসহ মোট ১৪ আরোহী ছিলেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এর আগে দেশটির সেনা প্রধান ছিলেন। এর আগে ২০১৫ সালেও ভারতীয় বিমানবাহিনীর একটি চিতা হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন তিনি।