এখন থেকে যে কোনো ভিসায় ওমরাহ করা যাবে

ডেস্ক রিপোর্ট :
ওমরাহ করতে ইচ্ছুকদের জন্য সুখবর দিল সৌদি আরব। পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করেছে দেশটি। এখন থেকে যেকোনো ধরনের ভিসায় সৌদি আরব গেলেই বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন।। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যেকোনো দেশ থেকে এবং যেকোনো ভিসায় আগতরা (সৌদি আরবে) এখন থেকে স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম এবং ই-ভিসাসহ সব ভিসায় সৌদিতে প্রবেশ করে ইচ্ছা করলেই ওমরাহ করতে পারবেন। তারা বলছে, ‘আপনার ভিসার ধরন যাই হোক না কেন, আপনি ওমরাহ করতে পারবেন।

সৌদিতে আসার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমরাহ করার অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বরিশাল অবজারভার / হৃদয়

মায়ামির জার্সিতে অনিশ্চিত মেসি

স্পোর্টস ডেস্ক :
দীর্ঘ চোট কাটিয়ে সম্প্রতি ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপর দুটি ম্যাচ খেলেছেন। যার একটিতে জোড়া গোল ও এক অ্যাসিস্টে ম্যাচসেরা হন তিনি। ন্যাশভিলের বিপক্ষে মেজর লিগ সকারে (এমএলএস) এমন পারফরম্যান্সের পর মেসিকে নিয়ে শঙ্কা অনেকটাই কেটেছে। এরইমধ্যে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে তাকে নিয়ে।

লিগে মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ২৮ এপ্রিল। নিউ ইংল্যান্ড ক্লাবের মুখোমুখি হবে তারা। মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মূলত নিউ ইংল্যান্ডের মাঠের কারণে। ক্লাবটির মাঠ জিলেট স্টেডিয়ামের টার্ফ পুরোটাই কৃত্রিম। আর কৃত্রিম টার্ফে চোটের সম্ভাবনা বেশি থাকে।

মাত্রই চোট থেকে ফেরা মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চায় না মায়ামি কর্তৃপক্ষ। মেসির খেলা এখনও পুরোপুরি অনিশ্চিত নয়, তবে সম্ভাবনা বেশি। মায়ামি তারকা হুলিয়ান গ্রেসেলের বরাতে গোল ডটকম আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে গ্রেসেল বলেন, ‘আমরা ম্যাচের আগে নিশ্চিত করতে পারব। আমাদের ক্লাব (মায়ামি) চাচ্ছে না মেসি খেলুক। তিনি চোট কাটিয়ে ফিরেছেন যে বেশি দিন হয়নি। এক ম্যাচের জন্য তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না কর্তৃপক্ষ।

এদিকে, নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে তাদের মাঠে যাবেন মেসি—এমন খবরে এক মাস আগেই বিক্রি হয় জিলেট স্টেডিয়ামে ৬১ হাজার টিকিট। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্লাবটির মাঠ জিলেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৫ হাজার। মেসিদের বিপক্ষে খেলার সূচি চূড়ান্ত হওয়ার পর বিক্রির জন্য টিকিট ছাড়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ। টিকিট ছাড়ার পর বিক্রি হয়ে যায় প্রায় ৬১ হাজার টিকিট।

বরিশাল অবজারভার / হৃদয়

যার টোটকায় কাটার হয়ে যান মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের কাটার মাস্টার—পরিচয়টা খুব ভালোভাবেই রপ্ত করেছেন মুস্তাফিজুর রহমান। তার কাটারেই পরাস্থ হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। এমনকি এই কাটারের জন্যই দুনিয়া জোড়া খ্যাতি বাংলাদেশি পেসারের। কিন্তু কীভাবে মুস্তাফিজ কাটার মাস্টার হয়ে উঠেছিলেন? সেই গল্পই এবার বের করে আনল তার আইপিএলের দল চেন্নাই সুপার কিংস

মুস্তাফিজকে নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প থেকে শুরু করে নানান স্মৃতি শেয়ার করেন ফিজ। এক পর্যায়ে প্রশ্ন ওঠে কাটার নিয়েও।

চেন্নাইয়ের ভেরিফাইড ফেসবুকে পেইজে প্রকাশিত সেই ভিডিওতে মুস্তাফিজকে ‘বাংলা লায়ন’ আখ্যা দেওয়া হয়। ভিডিওতে নিজের কাটার হওয়ার গল্প নিয়ে মুস্তাফিজ বলেছেন, ‘এটা আসলে ন্যাচারাল বলা চলে। আমাকে এটা কেউ শেখায়নি, কাটারটা। এক সময় আমি জাতীয় দলের নেট বোলিং করছিলাম। তখন বিজয় ভাই বলছিল তুই কি স্লোয়ার মারিস না? তখন আমি খুব জোরে জোরে বোলিং করতাম। তিনি বলার পরে আমি নরম্যালি স্লোয়ার বল ট্রাই করতেছিলাম। তখন থেকে দেখলাম বল ভালোই ঘুরছিল। তখন অনেকেই স্লোয়ারে আউট হয়েছিল। সেখান থেকে কাটার বলটা শুরু হয় আমার।’

এ ছাড়া শৈশব স্মৃতিচারণ করে ফিজ বলেন, ‘আমার গ্রাম সাতক্ষীরা কালিগঞ্জ। আমরা চার ভাই। আমরা সবাই প্রায় ক্রিকেট পাগল। বড় ভাইয়েরা এলাকায় খেলা নিতো। সে সময় আমি ছোট ছিলাম। যারা বাইরে থেকে ভাড়ায় খেলতে আসতো তাদের আমরা বোলিং করতাম। একটা বড় ভাই ছিল। সে আমার ভাইকে বলেছে তোর ছোট ভাই তো ভালো বোলিং করে। সেখান থেকেই আস্তে আস্তে আমার ক্রিকেটে আসা।’

নিলামে চেন্নাই দলে ডাক পাওয়া নিয়েও স্মৃতিচারণ করেন ফিজ, ‘এটাই চেন্নাই দলে আমার প্রথম। ২০১৬ সালে আমি যখন আইপিএলে খেলা শুরু করেছিলাম, তখন থেকেই স্বপ্ন ছিল চেন্নাইতে খেলার। যখন আমি কল পাই, ওইরাতে আমার আর ঘুম আসতেছিল না। এরকম অবস্থা হয়েছিল। আমার পরেরদিন খেলা ছিল। আমি নিউজিল্যান্ডে ছিলাম। রাতে আমি ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। তখন দেখি শুধু ম্যাসেজ আসতেই আছে। নিউজিল্যান্ড টাইম রাত ১টার সময় অকশন শুরু হয়েছিল। দেখি মেসেজ আসতেই ছিল। সবাই বলছিল চেন্নাই টিমে সিলেক্ট হয়েছি। এই এক অন্যরকম অনুভূতি।’

ভিডিওতে আইপিএলের প্রশংসাও করেন বাংলাদেশি তারকা, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বেশি স্টাররা থাকেন, সব দেশের। এখানে যদি আমি সফল হই তাহলে অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে, আমার কাছে মনে হয়।’

গরমে চোখের যত্ন নেবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক :
চোখ মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই গুরুত্বপূর্ণ অঙ্গটি ক্ষতিগ্রস্ত হলে বেশ সমস্যায় পড়তে হয় আমাদের। গরমে আবহাওয়ার কারণে চোখ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই গরমে চোখের যত্নে প্রয়োজনীয় কিছু পরামর্শ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পরতে হবে কালো চশমা

আমরা জানি, সূর্যের অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি শরীরের ক্ষতি করে। এই রশ্মি চোখেরও বেশ ক্ষতি করতে পারে। এটি চোখের মণিকে ক্ষতিগ্রস্ত করতে পারে; পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যাও বৃদ্ধি করতে পারে অতিবেগুনি রশ্মি। তাই এ সময় রোদ চশমা বা কালো চশমা ব্যবহার করুন। ফ্রেমের চারপাশ পুরু হলে ভালো হয়, তাহলে এটি ধুলাও প্রতিরোধ করতে পারে।

সাঁতারের সময়

এ সময়ে অলসভাবে সাঁতার কাটতে অনেকেই ভালোবাসেন। কিন্তু পুলের পানিকে বিশুদ্ধ রাখতে যে রাসায়নিক দ্রব্য এবং ক্লোরিন ব্যবহার করা হয়, সেটি চোখকে নষ্ট করে দিতে পারে। তাই সাঁতারের সময় ব্যবহৃত বিশেষ চশমা ব্যবহার করুন এবং সাঁতার কাটার পর পরিষ্কার পানি দিয়ে চোখ ভালোভাবে পরিষ্কার করুন।

ভেজা ভাব বজায় থাকে এমন চোখের ড্রপ

গরমে অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়। তবে এ সময়টায় শুধু ত্বকই নয়, চোখও শুষ্ক হয়ে যায়। তাই ভেজা ভাব বজায় থাকে এমন চোখের ড্রপ ব্যবহার করতে পারেন। এসব ড্রপ সাধারণত প্রিজারভেটিভ মুক্ত হয়। তবে যেকোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এসির বাতাস সরাসরি লাগাবেন না

এয়ার কন্ডিশনারের (এসি) বাতাসে চোখ অনেক বেশি শুষ্ক ও স্পর্শকাতর হয়ে যেতে পারে। তাই এসিতে থাকলে এমন জায়গায় অবস্থান করুন যেখান থেকে বাতাস সরাসরি চোখে না লাগে।

প্রতিরক্ষামূলক চশমা পরুন

গরমের ছুটিতে অনেকেই ক্যামপেইনিং, বাইসাইকেলিং, ক্যাম্প ফায়ার এগুলোতে মেতে থাকেন। এসব করার সময় পরিষ্কার প্রতিরক্ষামূলক চশমা বা সাদা চশমা ব্যবহার করুন। এতে চোখ যত্নে থাকবে এবং সুরক্ষাও পাবে।

বরিশাল অবজারভার / হৃদয়

কমছেই না গরমের তীব্রতা

ডেস্ক রিপোর্ট :
সারাদেশে কমছেই না গরমের তীব্রতা। তাই তাপপ্রবাহের সতর্কবার্তার (হিট অ্যালার্ট) মেয়াদ আরও তিনদিন বাড়ালো বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার সকালে মেয়াদ বাড়িয়ে নতুন এই সতর্কবার্তা জারি করা হয়।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের নতুন সতর্কবার্তা জারি করেন।

এর আগে চলতি মাসে তিন দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদফতর।  দ্বিতীয় দফায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয় ১৯ এপ্রিল।

২৬ দিনের বন্ধ শেষে গত ২১ এপ্রিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এখন নতুন ঘোষণা অনুযায়ী, ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, “আগামী তিন দিন তাপপ্রবাহ আগের মতোই থাকতে পারে। এরপর বিরাজমান এই তাপপ্রবাহের তীব্রতা কমবে- এমন পূর্বাভাস এখনই দেওয়া যাচ্ছে না। আসলে এপ্রিল মাসজুড়েই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।”

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বরিশাল অবজারভার / হৃদয়

বোনের বৌভাতে গিয়ে ৩ ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
নাটোরের বড়াইগ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জাওহার আমিন (১৮) নামে আরও একজন  মারা গেছেন। নিহত জাওহার বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে। তিনি নাটোর জামহুরিয়া কামিল মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্র ছিল।

বুধবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে গত ১৫ এপ্রিল মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে বেড়ানোর সময় বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে তার মামাতো ভাই আকিব হাসান (১৫) ও খায়রুল বাশার ছাগির (১৭) হাসপাতালে চিকিৎসাধীন মারা যায়।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, গত ১৫ এপ্রিল ধামানিয়াপাড়া গ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে জাওহারসহ তিন মামাতো-ফুফাতো ভাই শখের বশে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন একে একে তিনজনই মারা যায়।

বরিশাল অবজারভার / হৃদয়

সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন, যুদ্ধকে ‘না’ বলুন : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের ‘শান্তির জন্য নতুন এজেন্ডা’ বাংলাদেশ সমর্থন করে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং যুদ্ধকে না বলতে হবে।’

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রের এসকাপ হলে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই সংলাপের মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিরসন করতে হবে। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের পারস্পরিক শ্রদ্ধা অবশ্যই সর্বাগ্রে থাকতে হবে।’

রোহিঙ্গা সংকট অবসানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে আসিয়ান দেশগুলোকে তাদের প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটি ছাড়া আঞ্চলিক যোগাযোগ, সংহতকরণ ও সমৃদ্ধির সব প্রচেষ্টা অমিমাংসিত ধাঁধা হয়ে থাকবে। এই সংকটের উৎপত্তিস্থল মিয়ানমার এবং এর সমাধানও মিয়ানমারেই রয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এর সমাধান নাগালের বাইরে থাকবে, ততক্ষণ আঞ্চলিক সংযোগ, সংহতি ও সমৃদ্ধির জন্য আমাদের সব প্রচেষ্টা একটি অমিমাংসিত ধাঁধা হয়ে থাকবে। আসুন আমরা সেই ধাঁধার সমাধানে আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করি।’

ছয় দিনের সরকারি সফরে গতকাল বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরিশাল অবজারভার / হৃদয়

তাপপ্রবাহের সতর্কতা বাড়ল আরও তিন দিন

ডেস্ক রিপোর্ট :
সারা দেশে চলছে তাপপ্রবাহ। এর মধ্যে ১৬ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। এর মাঝেই আরও তাপপ্রবাহের সতর্কতার মেয়াদ আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো এপ্রিল মাসজুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহ নিয়ে জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপপ্রবাহে গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে দুপুরের পর থেকে তাপমাত্রা আরও বাড়বে।

এতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় শুধু সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের দুই-এক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, খুলনা বিভাগের ১০ জেলাসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও জানান, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

বরিশাল অবজারভার / হৃদয়

সাজেকে ড্রাম ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।

ইউএনও বলেন, ‘সাজেক ইউনিয়নের উদয়পুর এর নব্বই ডিগ্রি এলাকায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ছয় শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও আটজন আহত হয়। পরে আহতদের মধ্য থেকে আরও তিনজন মারা যায়। হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাটি ভীষণ দুর্গম এবং সেখানে নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক তথ্য জানা যাচ্ছে না। বিস্তারিত জানতে সময় লাগবে।’

ইউএনও আরও বলেন, ‘সন্ধ্যার আগে ঘটনাটি ঘটেছে। এখনও বিস্তারিত জানতে পারছি না। সম্ভবত হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক।’

সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন জানান, ‘নব্বই ডিগ্রি এলাকায় দুর্ঘটনায় একটি ড্রাক ট্রাক উল্টে বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার খবর জেনেছি। তবে কোনো তথ্যই নিশ্চিত হতে পারছি না। কারণ ওই এলাকাটি বেশ দুর্গম।’

ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট :
ঝিনাইদহে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেছে এলাকাবাসী। জেলা ইমাম পরিষদের উদ্যোগে আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করা হয়

আজ সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকে সব শ্রেণি, বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়।

নামাজে অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ সারা দেশে বৃষ্টি নেই। তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন—এটাই প্রার্থনা।

ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকা বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

বরিশাল অবজারভার / হৃদয়