বরিশালে বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের উদ্যোক্তা তৈরি বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ বরিশাল বিভাগের উদ্যোগে ২১ নভেম্বর বরিশাল মহিলা ক্লাব মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন। ব্যবসায় পরিবর্তন ও ইনোভেশন নিয়ে যেসব তরুণ ও তরুণী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, নতুন কিছু করার এবং স্বপ্রতিষ্ঠিত হওয়ার সেসব তরুণ ও তরুণ উদ্যোক্তাদের জন্য এ সম্মেলন আয়োজন করা হয়েছে। অনলাইনে প্রতি ৯০ দিনে নির্দিষ্ট বিষয়ে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ১১টি ব্যাচে চার লাখ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ প্ল্যাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। দেশের ৬৪টি জেলার পাশাপাশি পৃথিবীর ৫০টি দেশের প্রবাসী উদ্যোক্তারা সম্পৃক্ত রয়েছেন গ্রুপে।

অনুষ্ঠানে কোর-ভলান্টিয়ার ও বরিশাল বিভাগের সমন্বয়কারী রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর শাহ সাজেদা, সভাপতি সনাক বরিশাল, চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, সিইও স্কিল আপ বাংলাদেশ, ফারাবী হাফিজ নিউজ প্রেজেন্টেটর নিউজ ২৪, তৌহিদ, প্রেসিডেন্ট বাক্য, মাহমুদুল হাসান সজীব, পরিচালক মহনী অর্গানী ফুড , কোর- ভলান্টিয়ার এম হুসাইন, ইউএসবি এক্সপ্রেসের ম্যানেজার ইব্রাহিম সিকদার, কৃষি পল্লী, পরিচালক, আসাদুজ্জামান স্বাধীন, সিইও ফর প্ল্যান্ট লাইফসহ নানা পর্যায়ের গুণীজনেরা।

এছাড়া বরিশাল বিভাগীয় সম্মেলন কে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন সংগঠনের কোর-ভলান্টিয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের কর্মী, সাংবাদিক, বরিশাল বিভাগের ভলান্টিয়ার টিমসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে বরিশালের ৬ জেলা থেকে ১৪ জন তরুণ উদ্যোক্তাকে উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির সংবাদ তথ্য বিবরণীতে জানা যায়, চার লাখ তরুণকে ফ্রি প্রশিক্ষণ কর্মশালার টানা ১০০০ দিনের ইতিহাস গড়েছেন “নিজের বলার মত একটা গল্প” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কেউ কোন দিন টানা ১০০০ দিন প্রতিদিন নির্দিষ্ট কন্টেন্ট দিয়ে কোনো ট্রেনিং কর্মশালা ফ্রিতে করেনি।

“নিজের বলার মতো একটা গল্প” উদ্যোক্তা হবার প্রশিক্ষণ, ১০টি বিষয়ে স্কিলস শেখানো ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ কর্মশালার প্ল্যাটফর্ম। মাত্র ১৬৪ জন তরুণকে নিয়ে এই সামাজিক ও শিক্ষামূলক কাজের উদ্যোগ ২ বছর ৯ মাস আগে শুরু হলেও তারা সাত হাজারের বেশি মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে। একটি দিনের জন্যেও বন্ধ ছিলোনা তাদের এই প্রশিক্ষণ।
ইকবাল বাহার জাহিদ বলেন, বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট চার লাখ তরুণ-তরুণীদেরকে ১১টি ব্যাচের মাধ্যমে ৩৬০টি কন্টেন্ট দিয়ে টানা ৯০ দিন করে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক, মূল্য বোধ, ভলান্টিয়ারিং ও ১০টি স্কিলস নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে।

নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও। অসহায় গৃহহীনকে ঘর বানিয়ে দেয়া, কিছু গরীব তরুণদের আর্থিক মূলধন দিয়ে সহায়তা করা, ৩৫০০ বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়ানো, করোনা কালে ৮০০০ অসহায় মানুষের পাশে থাকা, ২০ হাজার ব্যাগ রক্ত প্রদান করা, সারা দেশে ৩৫ হাজার বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা, ১৫ হাজার এতিম-অসহায় শিশু ও বৃদ্ধকে ১ বেলা খাবারের ব্যবস্থা করা, চার হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করাসহ নানান উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে।

বরিশালে মিশ্র খামারে সাম্মাম ফলের চাষে সফলতা

শামীম আহমেদ ॥ মিশ্র খামারে তরমুজ, সাম্মাম চাষাবাদ ও মৎস্য চাষ করে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের সৌখিন মজিবর রহমান বিপ্লব। তার দীর্ঘ প্রচেষ্টায় খামারে এখন শোভা পাচ্ছে পরিপক্ক তরমুজ ও বাহারী রংয়ের বিদেশী ফল সাম্মাম।

কৃষক মজিবর রহমান বিপ্লব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা দেশের এক ইঞ্চি কৃষি জমিও যেন পতিত না থাকে। এ বিষয়টি বুকে ধারন করে অবসরপ্রাপ্ত কৃষি উপসহকারী সিরাজুল ইসলামের দিক নির্দেশনায় তিনি (বিপ্লব) ৪০ শতক জমির উপর তরমুজ ও বিদেশী ফল সাম্মামের চাষাবাদ শুরু করেন।

দেশের বিভিন্ন জেলা থেকে বীজ সংগ্রহ করে গত এক বছরের প্রচেষ্টায় বর্তমানে শীতকালীণ তরমুজ, দুই প্রকারের সাম্মাম ও মৎস্য চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন।

তিনি আরও জানান, বৈরি আবহাওয়ার কারনে প্রাথমিক পর্যায়ে খামারে কিছুটা লোকসান হলেও এবছর পাঁচ লক্ষাধিক টাকার ফসল বিক্রির আশা করছেন তিনি।

অবসর প্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, পূর্ব পরিচিত কৃষক মজিবর রহমান বিপ্লব তার কাছে কৃষিকাজ করে লাভবান হওয়ার পরামর্শ চাইলে তিনি শীতকালীণ তরমুজ ও সাম্মাম চাষের পরামর্শ প্রদান করেন। সেই পরামর্শ অনুযায়ী আজ কৃষক বিপ্লব তার কৃষি খামারে বিপ্লব ঘটিয়েছেন।

এবিষয়ে গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, কৃষক মজিবর রহমান বিপ্লবের কৃষি খামারে যাবতীয় পরামর্শ সহায়তা প্রদান করা হয়েছে। যার ফলে মিশ্র ফলের চাষ করে সফল হয়েছেন কৃষক বিপ্লব।

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ হারালো মোটরসাইকেল আরোহী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নে পারশিবপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মাসুদ খান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ খান পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর মোশারেফ খানের ছেলে। আহত একজনের নাম সাইফুল ইসলাম রুবেল। অপরজনের নাম তাৎক্ষণিক পুলিশ জানাতে পারেনি।

বাকেরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বশির জানান, মাসুদ খানসহ তিন যুবক লেবুখালী থেকে একটি মোটরসাইকেলে করে বাকেরগঞ্জের রঘুনাথপুরে যাচ্ছিলেন।

দুপুর সোয়া ১টার দিকে বাকেরগঞ্জ-বরগুনা সড়কের পারশিবপুর এলাকায় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ খানের মৃত্যু হয়। অপর দুইজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসসহ চালক ও হেলপারকে আটক করেছে।

বাবুগঞ্জ প্রেসক্লাবের দাতা সদস্য শিল্পপতি এম এ কালামের দাফন সম্পন্ন

হাজার হাজার মানুষের শেষ শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন বরিশালের বাবুগঞ্জের কৃতী সন্তান শিল্পপতি দানবীর এম এ কালাম (৭৬)। বৃহস্পতিবার বাদ যোহর ঢাকার সেগুনবাগিচা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুমা বরিশালের বাবুগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিকেলে নিজ গ্রাম রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে মা, বাবার কবরের পাশে দাফন করা হয়।

বিশিষ্ট শিল্পপতি এম এ কালাম’র জানাজা পূর্বক বক্তব্য দেন সাবেক সচিব ও জেলা আ’লীগের উপদেষ্টা সিরাজউদ্দিন আহম্মেদ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, অধ্যক্ষ আ,ক,ম মিজানুর রহমান, প্রবীন শিক্ষক নুরমোহাম্মদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান, ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যাপক শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল আলম ফকির প্রমুখ।

শিল্পপতি এমএ কালামের মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার রাত ১ টা ৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।

বরিশালে এক বছরে ৪১৫ অগ্নিকাণ্ড

বরিশাল বিভাগের ছয় জেলায় ৪১৫টি অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৭ কোটি ২১ লাখ ৮২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদ।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন করে আহত ও নিহত হয়েছেন। এছাড়াও এ সময়ের মধ্যে বিভাগে সড়ক-নৌসহ অন্যান্য দুর্ঘটনা ঘটেছে ২৩৬টি। এতে আহত হয়েছেন ৪০১ জন আর মৃত্যু হয়েছে ৭৮ জনের।

আরও জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলায় ৩৮টি চালুকৃত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং দুইটি নদী ফায়ার স্টেশন রয়েছে। এর মধ্যে এ-গ্রেডের ৩টি, বি-গ্রেডের ২৩টি ও ১০টি সি-গ্রেডের স্টেশন রয়েছে।

শুক্রবার সকালে এসব পরিসংখ্যানের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বেশকিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর বেশির ভাগই চলমান অবস্থায় রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশে ফায়ার স্টেশনের মোট সংখ্যা হবে সাত শতাধিক। এতে সেবার মান আরও বাড়বে।

তিনি আরও বলেন, বরিশাল বিভাগে অগ্নিনির্বাপণ, আহতদের সেবা প্রদান, মুমূর্ষু রোগী পরিবহন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবসৃষ্ট দুর্যোগে নিরলসভাবে দ্রুত সময়ের মধ্যে সেবা করে যাচ্ছে সংস্থাটি।

অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তরফ থেকে মানুষকে আরও সচেতন করা হচ্ছে।

এসব অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সঠিক তথ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের উদ্ধার কাজে জনগণকে সচেতন থেকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান এই উপ-পরিচালক।

বরিশালে এক বছরে ৪১৫ অগ্নিকাণ্ড

বরিশাল বিভাগের ছয় জেলায় ৪১৫টি অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৭ কোটি ২১ লাখ ৮২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদ।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুরু করে ৩১ অক্টোবর পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৪১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন করে আহত ও নিহত হয়েছেন। এছাড়াও এ সময়ের মধ্যে বিভাগে সড়ক-নৌসহ অন্যান্য দুর্ঘটনা ঘটেছে ২৩৬টি। এতে আহত হয়েছেন ৪০১ জন আর মৃত্যু হয়েছে ৭৮ জনের।

আরও জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলায় ৩৮টি চালুকৃত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং দুইটি নদী ফায়ার স্টেশন রয়েছে। এর মধ্যে এ-গ্রেডের ৩টি, বি-গ্রেডের ২৩টি ও ১০টি সি-গ্রেডের স্টেশন রয়েছে।

শুক্রবার সকালে এসব পরিসংখ্যানের তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বেশকিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর বেশির ভাগই চলমান অবস্থায় রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশে ফায়ার স্টেশনের মোট সংখ্যা হবে সাত শতাধিক। এতে সেবার মান আরও বাড়বে।

তিনি আরও বলেন, বরিশাল বিভাগে অগ্নিনির্বাপণ, আহতদের সেবা প্রদান, মুমূর্ষু রোগী পরিবহন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবসৃষ্ট দুর্যোগে নিরলসভাবে দ্রুত সময়ের মধ্যে সেবা করে যাচ্ছে সংস্থাটি।

অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তরফ থেকে মানুষকে আরও সচেতন করা হচ্ছে।

এসব অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সঠিক তথ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের উদ্ধার কাজে জনগণকে সচেতন থেকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান এই উপ-পরিচালক।

বরিশাল জেলা ৩য় শ্রেনী কর্মচারী সমিতি কনভেনশন অনুষ্ঠিত

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কর্মচারীদের দাবী আদায় করা হবে। দেশ বিরোধী কাউকে এ আন্দোলনে প্রশ্রয় দেয়া হবে না। অচিরেই আমাদের দাবী বর্তমান সরকার মেনে নিবে।

এ নিয়ে কোন ষড়যন্ত বরদাস্ত করা হবে না। ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ তৃতীয় শ্রেনী কর্মচারী সমিতি বরিশাল জেলা নির্বাহী পরিষদের ২১ তম প্রতিষ্টা বার্ষিকী ও জেলা কনভেনশন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহফুজুর রহমান।

আজ শুক্রবার সকাল ১০ টায় বরিশাল ব্রাউন্ড কম্পাউন্ডস্থ স্বাস্থ্য বিভাগীয় মিলেনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি আরো বলেন, বেতন বৈষম্যের আবসান করতে হবে। দীর্ঘ সময় আন্দোলন করলেও অদ্যবধি সচিবলায়ের ন্যায় পদবী বাস্তবায়ন হয় নি।

এ পদোন্নতি নিয়ে চলছে ষড়যন্ত। দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারনে কার্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। সভায় সভাপতি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ ভিশন ২০২১: ডিজিটাল বাংলাদেশ এর মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ উন্নীতকরণ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ রূপান্তিরত করার যে ভিশন ও মিশন এর কর্মসূচি হাতে নিয়েছেন প্রজাতন্ত্রের ৩য় শ্রেণীর কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা প্রতিপালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি এসময় তিনি বেতন বৈষম্যের আবসান, সচিবলয়ের ন্যায় পদবী বাস্তবায়ন, ১০০ ভাগ পেনশন প্রথা চালু, ৪০% মহার্ঘ ভাতা প্রদান ও কমপক্ষে ৩,০০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান এবং পূর্বের ন্যায়ে টাইমস্কেল ও সিলেকসন গ্রেড প্রদানসহ ৬ দফা দাবী জানান।

বরিশাল জেলা নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সিকদারের সার্বিক তত্তবধায়নে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কার্যকারী সভাপতি মোঃ ছালজার রহমান ও ঢাকা মহানগর কমিরি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা নির্বাহী পরিষদের নেতা মোঃ মানিক মৃধা, মোঃ সহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ বাবুল আক্তারসহ নেতৃবৃন্দ।

কনভেশন শেষে কাউন্সিলারদের প্রত্যাক্ষ ভোটে বাংলাদেশ তৃতীয় শ্রেনী কর্মচারী সমিতি বরিশাল জেলা নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হন মোঃ মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আলমগীর সিকদার। এছাড়া সাংগঠনিক সম্পাদক হন মোঃ বশীর আহম্মেদ। মোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বরিশালের চরামদ্দী ইউনিয়নে মসজিদে আর্থিক অনুদান দিলেন যুবলীগ নেতা নাজমুল মঈন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিমতলা সিকদার বাড়ি জামে মসজিদে নগদ ৫ হাজার টাকা অনুদান দিলেন চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী বরিশাল মহানগরের সাবেক ছাত্রলীগ নেতা, বরিশাল মহানগ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১নং সাংগঠনিক সম্পাাদক ও বরিশাল মহানগর যুব লীগ নেতা এবং চরামদ্দী ইউনিয়ন আওয়ামী লীগে ১নং সিনিয়র সদস্য মোঃ নাজমুল হাসান মঈন।

আজ শুক্রবার (২০ নভেম্বর) নিমতলা সিকদার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মসজিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত মুছল্লিসহ মসজিদ কমিটির সদস্যদের সাথে মতবিনীময়ের সময় মসজিদের উন্নয়ন কাজের জন্য মসজিদ কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রাজা মেম্বারের হাতে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও তিনি ভবিষ্যতে এই মসজিদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির হাওলাদার,৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাব্বির হোসেন সবুরসহ স্থানীয় সুধিজন ও মুছল্লীরা।

 

জানা গেছে,এলাকার মানুষের কাছে জনপ্রিয়তা এবং পরিবারের ক্লিন ইমেজের পরিচ্ছন্ন যুবলীগ নেতা ও সমাজ সেবক নাজমুল হাসান মঈন বরিশালের রাজনীতির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সুনজের থাকায় আগামী ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করছেন অনেকেই।

 

আ’লীগের দলীয় নেতা-কর্মি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র অনুসারী হিসেবেই রাজনীতি করে চলছেন যুবলীগ নেতা মঈন। নাজমুল হাসান মঈন বিগত দিনেও চরামদ্দী ইউনয়ন পরিষদের বিভিন্ন এলাকার মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে দান অনুদান প্রদানসহ বিভিন্ন পাড়া মহল্লায় জনসাধারনের সাথে প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে মতবিনীময় করছেন।এছাড়াও তিনি করোনাকালীন সময়ে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত পর্যায়ে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে একজন করোনা যোদ্ধা হিসেবে নিজেকে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন । একই সঙ্গে খাদ্য সহায়তা হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত লোকজনকেজ সচেতন, জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

 

চরামদ্দী ইউনয়ন আ’লীগের প্রবীণ এক নেতা বলেন,অবহেলীত চরামদ্দী ইউনয়ন পরিষদের উন্নয়নের জন্য উদীয়মান তরুণ সমাজ সেবক নাজমুল হাসান মঈনের বিকল্প নেই। তিনি বলেন, সম্ভ্রান্ত পরিবারের নিষ্ঠাবাদ সৎ ব্যক্তি হিসেবে অনেক আগেই তিনি ইউনিয়নবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন, ইউনিয়ন পরিষদকে উন্নীত করে নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ ব্যাপক উন্নয়নের মধ্যে দিয়ে সকলের হৃদয়ে অমর হয়ে থাকার প্রত্যয় নিয়েই তিনি ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছেন।

 

 

উল্যেখ্য,নাজমুল হাসান মঈন চরামদ্দী ইউনিয়নের মরহুম মজিবুর রহমান (জমাদ্দার) এর বড় ছেলে।১৯৯৬ সাল হতে ছাত্র রাজনীতিতে পা রাখেন। সেখান থেকেই ছাত্রলীগের বিভিন্ন মিছিল, মিটিং ও আন্দোলন সংগ্রামের সাথে নিজেকে যুক্ত রাখেন। ২০০১ সালে বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ছাত্রদলের ক্যাডার বাহিনী তাকে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।এমনকি সেই সময় হামলার শিকার হয়েও বিএনপির করা তিনটি মিথ্যে মামলার আসামী হতে হয় তাকে।এছাড়াও সেরনিয়াবাত পরিবারের রাজনীতি করার অপরাধে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ও বরিশাল মহানগর আ’লীগের কন্দলের শিকার হয়ে মামলার আসামী হতে হয়েছিল।

বরিশালে ১২ ফার্মেসিকে লক্ষাধিক টাকা জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় ১২টি ফার্মেসি থেকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ ও মো. আলী সুজার নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাশীপুর, নথুল্লাবাদ ও বটতলা বাজার এলাকায় এই পৃথক অভিযান পরিচালিত হয়।

মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা ও নথুল্লাবাদ এলাকায় ৮টি ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় ৮টি ফার্মেসি থেকে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে নগরীর কাশীপুর এলাকায় একই অপরাধে ৪টি ফার্মেসি থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত। দু’টি ভ্রাম্যমাণ আদালত ১২টি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ন ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংস করে বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

বরিশালে বিশ্ব পুরুষ দিবস পালিত

‘পুরুষ নির্যাতন দমন আইন চাই, পুরুষ বিষয়ক মন্ত্রণালয় চাই’ প্রতিপাদ্যকে ধারণ করে বরিশালে বিশ্ব পুরুষ নির্যাতন দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় শাখা সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ২১ দফা দাবীতে তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

পুরুষ নির্যাতন দমন আইন বাস্তবায়ন, নারী নির্যাতন ও যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হলে মামলার বাদীর কঠিন শাস্তি নিশ্চিতকরণ, বিশেষ ট্রাইব্যুনালে নারী নির্যাতন, যৌতুক মামলার দ্রুত বিচার ব্যবস্থা এবং মামলার সুষ্ঠু তদন্ত ছাড়া আসামীকে গ্রেফতার না করার দাবী সহ ২১ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সংগঠনের আহবায়ক মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব সৈয়দ হৃদয়, অ্যাড. শহজাদা পলাশ, যুগ্ম আহবায়ক আল আমিন, মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া সদ্য স্ত্রী কর্তৃক যৌতুক ও নারী নির্যাতন মামলায় জামিন প্রাপ্ত নৌ বাহিনীর (অবঃ) পেটি অফিসার এম এ কাসেম নামের এক ব্যক্তি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।