বাবুগঞ্জ প্রেসক্লাবের দাতা সদস্য শিল্পপতি এম এ কালামের দাফন সম্পন্ন

হাজার হাজার মানুষের শেষ শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন বরিশালের বাবুগঞ্জের কৃতী সন্তান শিল্পপতি দানবীর এম এ কালাম (৭৬)। বৃহস্পতিবার বাদ যোহর ঢাকার সেগুনবাগিচা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুমা বরিশালের বাবুগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিকেলে নিজ গ্রাম রহমতপুর ইউনিয়নের সিংহেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে মা, বাবার কবরের পাশে দাফন করা হয়।

বিশিষ্ট শিল্পপতি এম এ কালাম’র জানাজা পূর্বক বক্তব্য দেন সাবেক সচিব ও জেলা আ’লীগের উপদেষ্টা সিরাজউদ্দিন আহম্মেদ, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, অধ্যক্ষ আ,ক,ম মিজানুর রহমান, প্রবীন শিক্ষক নুরমোহাম্মদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান, ঢাকাস্থ বাবুগঞ্জ থানা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যাপক শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল আলম ফকির প্রমুখ।

শিল্পপতি এমএ কালামের মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। গত বুধবার রাত ১ টা ৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *