বরিশালে দুই ওষুধ চোর আটক

শামীম আহমেদ ॥ গভীর রাতে ওষুধের দোকানের টিনের চালা কেটে প্রবেশ করে ওষুধ চুরি করে পালানোর সময় চোরাইকৃত বিপুল পরিমান ওষুধসহ দুই চোরকে আটক করেছে রাত্রীকালিন টহলে থাকা পুলিশ সদস্যরা।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানা এলাকার তৈয়ব আলী কাজীর পুত্র খোকন কাজী ও ভোলার দৌলতখান এলাকার সিদ্দিক মাঝির পুত্র রুবেল মাঝি।
ওসি আরও জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে গৌরনদী বন্দরের খান ও মদিনা ফার্মেসীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরাইকৃত বিপুল পরিমান ওষুধ নিয়ে আটককৃতরা পালানোর সময় টহল পুলিশের সদস্যরা চোরাইকৃত ওষুধসহ ওই দুই ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল পেল আমতলী পৌরসভার ৪৬২১ পরিবার

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ চাল পেল আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবার। শনিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এ ঈদ উপহার চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান।
জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের হতদরিদ্র মানুষের ঈদুল আজহার উৎসবের কথা বিবেচনা করে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন। ওই উদ্যোগের ধারাবাহিকতায় আমতলী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে এ উপহারের আওতায় আনা হয়। শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ঈদ উপহার চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম কাওসার, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম মৃধা প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভায় ৩৫ হাজার ৫’শ ৮৬ হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল দিয়েছেন।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মনের কষ্টের কথা বিবেচনা করে ঈদ উপহারের উদ্যোগ নিয়েছেন। আমতলী পৌরসভার ৪ হাজার ৬’শ ২১ পরিবারকে ঈদ উপহার হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। তিনি আরো বলেন, তালিকাভুক্ত হতদরিদ্র পরিবারের বাহিরে আরো হতদরিদ্র পরিবার থাকলে তাদেরকেও চাল দেয়া হবে।

বাকেরগঞ্জের কবাই ইউপি চেয়ারম্যান জহিরুল হক তালুকদার’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জহিরুল হক তালুকদার (বাদল) এর বিরুদ্ধে সংবাদ মাধ্যমে একটি মহল সুপরিকল্পিতভাবে অপপ্রচার ছড়াচ্ছে। এনিয়ে ওই ইউপির সুশীল সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সূত্র জানায় চেয়ারম্যান জহিরুল হক তালুকদারের বিরুদ্ধে করোনা ভাইরাসে আক্রান্তের খবর গোপন রেখে গত১৩ জুলাই শপথ গ্রহণ করেছে বলে কিছু সংবাদ মাধ্যম অপপ্রচার করে। কিন্তু দেখাগেছে নির্বাচন পরবর্তী জহিরুল হক তালুকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করেন।

পরবর্তীতে নিজে সম্পূর্ণ সুস্থতা অনুভব করে শপথ অনুষ্ঠানের পূর্বে ১১ জুলাই চেয়ারম্যান জহিরুল হক তালুকদার বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার পরীক্ষা করান এবং তাতে নেগেটিভ রিপোর্ট অাসে। ওই রিপোর্টের বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় কে অবহিত করে শপথ অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি গ্রহণ করেন। সেই আলোকে চেয়ারম্যান জহিরুল হক তালুকদার ১৩ জুলাই সম্পূর্ণ সুস্থ শরীরে বরিশাল সার্কিটহাউজের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন। তবুও একটি মহল অতি উৎসাহী হয়ে এ বিষয়ে বিভ্রান্তিমূলক নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে কিছু সংবাদ মাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।

এ ধরনের মিথ্যা সংবাদ নিয়ে কবাই ইউপির সুশীল সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অনেকেই বলেন(নাম সংরক্ষিত)  শপথ গ্রহণের পূর্বে সম্পূর্ণ সুস্থ অবস্থায় চেয়ারম্যান জহিরুল হক তালুকদারকে অামরা তার নিয়ম তান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে দেখেছি। অথচ তাকে হেয় প্রতিপন্ন এবং হয়রানী করতে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। তারা প্রতিবেদকের কাছে এ ঘটনার তীব্র নিন্দা জানান। চেয়ারম্যান জহিরুল হক তালুকদার জানান আমি একজন সচেতন নাগরিক হিসেবে করোণা পজিটিভ নিয়ে শপথ অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই ওঠেনা। আমি শতভাগ করোনা নেগেটিভ নিশ্চিত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করি। একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

বরিশালে একদিনে শনাক্ত ১৫৬, মৃত্যু ১৩

শামীম আহমেদ ॥

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১শ ৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২শ ৮৭ জনে।

একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জন এবং করোনা ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশালে একজন, বরগুনায় একজন এবং ঝালকাঠিতে দু’জনসহ মোট ৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩শ ৭৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস। তিনি জানান, মোট আক্রান্ত ২৫ হাজার ২শ ৮৭ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭শ ৫০ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১শ ৪ জন নিয়ে মোট ১০ হাজার ৭শ ৮৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০ জন নিয়ে মোট ৩ হাজার ১শ ৩৭ জন, ভোলা জেলায় নতুন ৩৮ জনসহ মোট ২ হাজার ৫শ ২৫ জন, পিরোজপুর জেলায় নতুন শনাক্ত না থাকায় মোট ৩ হাজার ৪শ ৬৮ জন, বরগুনা জেলায় নতুন ১ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ১শ ৫৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৩ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২শ ১৩ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে নয় জনের এবং করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬শ ৫৩ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৪৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬শ ৫৩ জনের মধ্যে ১৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্তশেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৩০ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৫৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৮৪ জন করোনা ওয়ার্ডে এবং ১৬৯ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ২শ ১৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬৪.৩৮ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করলেন বিএমপি কমিশনার

বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করেছেন মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

শনিবার সকাল ১১ টায় জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং বিএমপি’র তত্ত্বাবধায়নে নগরীর কাকলীর মোড় পুলিশ বক্সের সামনে এই করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করা হয়।

এ সময় পুলিশ কমিশনার বলেন, নগরীর ব্যস্ততম সদর রোডের কাকলীর মোড়ে করোনা প্রতিরোধ বুথে জনসাধারনের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রয়েছে। এই বুথ সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক নিতে পারবেন।

এ সময় পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (কোতয়ালী) শারমিন সুলতানা রাখী এবং ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি মেয়রের শোক প্রকাশ

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব জাবির আহমেদ এর পিতা প্রাক্তন পিটিআই এর সুপারিন্টেনডেন্ট জনাব আব্দুর রব হাওলাদার আজ বিকালে নিজ বাসভবনে বার্ধক্যজণিত কারনে শেষ নিশ্বাঃস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত  কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।

বরিশাল-ঢাকা নৌ-রুটে নতুন সাজে ফিরছে এমভি কীর্তন খোলা ২

শামীম আহগমেদ ॥

প্রায় দেড় বছর পরে নতুন সাজে যাত্রী পরিবহনে ফিরছে বরিশাল-ঢাকা রুটের বিলাশ বহুল এমভি কীর্তনখোলা-২ লঞ্চ। ঢাকা বরিশাল নৌ পথের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিলাশবহুল এ লঞ্চ আগামী কাল শনিবার থেকে যাত্রা শুরু করবে। এর আগে দীর্ঘ ৭ বছর ধরে এ রুটে যাত্রী পরিবহন করেছিল লঞ্চটি। গত দেড় বছর ধরে লঞ্চটির সংস্কার ও আধুনিকায়ন করে আবারো ঢাকা-বরিশাল রুটে ফিরছে বলে জানিয়েছে নির্মানকারী প্রতিষ্ঠান মেসার্স সালমা শিপিং লাইন্সের পরিচালক মঞ্জুরুল আহসান ফেরদৌস। তিনি জানান, যাত্রী সেবার সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করবে এই লঞ্চটি। যাত্রীর ভ্রমন স্মরনীয় রাখতে যে সকল সুযোগ সুবিধা প্রয়োজন তার সিংহভাগ পুরন করা হয়েছে।

মঞ্জুরুল আহসান ফেরদৌস বলেন, বরিশাল-ঢাকা রুটে ২০১২ সালে যাত্রী পরিবহন শুরু করে কীর্তনখোলা-২। ওই সময়ে দেশের মধ্যে সবচেয়ে আধুনিক ও বিলাশবহুল নৌ-যান ছিল এটি। নৌ-পথে যাত্রায় সুরক্ষিত ও নির্ভরযোগ্য ছিল কীর্তনখোলা-২। শুরুর পর থেকে ২০২০ সাল পর্যন্ত চলাচলের পর লঞ্চটিকে আরো আধুনিকায়নের সিদ্বান্ত নেয়া হয়। এছাড়া দীর্ঘ সময় চলাচলের কারনে কিছু সংস্কারেরও প্রয়োজন হয়। তাই ২০২০ সালের ৪ মার্চ লঞ্চটি সংস্কার ও আধুনিক সাজ সজ্জায় সজ্জিত করতে ডক ইয়ার্ডে আনা হয়। নগরীর চর আবদানী এলাকার নিজস্ব ডক ইয়ার্ডে লঞ্চটির মেরামত ও আধুনিকায়ন কাজ করা হয়েছে। লঞ্চের প্রায় প্রতিটি ¯’ানে নতুনভাবে সাজ-সজ্জা করা হয়েছে। কাঠ, টাইলস, উন্নতমানের কাচ, ইস্পাতের সমন্বয়ে দৃষ্টিনন্দিত কারুকার্যে করা হয়েছে উপরে ওঠার জন্য প্রশস্ত সিড়ি। সিড়িতে ব্যবহার করা টাইলস স্পেন থেকে আনা হয়েছে। দোতলা ও তিনতলার প্রথম শ্রেনীতে স্থাপন করা হয়েছে সম্পূর্ন নতুন শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র। বিজনেস ক্লাস, ভিআইপি, ফ্যামিলি ভিআইপি ও ডিলাক্স কেবিনের জন্য ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ন আলাদা শীতাতপ নিয়ন্ত্রন যন্ত্র। ভিআইপি জোনের পরিধি বড় করা হয়েছে । এছাড়াও বড় করা হয়েছে ভিআইপি জোনের ডাইনিংয়ের স্থান। সেখানে ব্যবহার করা হয়েছে বিশ্বমানের আসবাবপত্র। লঞ্চে ব্যবহৃত দরজা চায়না থেকে আনা হয়েছে। আকর্ষনীয় ডিজাইনের এসব দরজা বেশ মজবুত। লঞ্চের পুরনো সাজ সজ্জা পরিবর্তন করে আধুনিক করা হয়েছে। লঞ্চ পুরনো হলেও যাত্রীরা কোনভাবেই অনুভব করতে পারবে না। লঞ্চের যাত্রীদের কাছে সুক্ষ্ম বিষয় পরিবর্তন করে দেয়া হয়েছে নতুনত্ব। পুরো লঞ্চ এখন পরিবর্তিত হয়েছে ওয়াইফাই জোনে। কেবিনে থাকছে স্মার্ট টেলিভিশন। যা যাত্রীরা উপভোগ করতে পারবেন তাদের মনের মতো করে। এগুলো প্রথম শ্রেনীর সুবিধা, ডেকের যাত্রীদের জন্য উন্নত করা হয়েছে নিচতলার কেন্টিন, ডেকে বাড়ানো হয়েছে টেলিভিশন এর সংখ্যা। ঢাকা বরিশাল রুটে কীর্তনখোলা-২ লঞ্চটি অত্যন্ত টেকসই এবং সুরক্ষিত একটি লঞ্চ বলে জানান মঞ্জুরুল আহসান ফেরদৌস। তিনি বলেন, এই লঞ্চের ব্যবহৃত প্রতিটি ইস্পাত অন্যান্য লঞ্চের তুলনায় কয়েকগুন পুরু। যা এই লঞ্চটিকে আরও সুরক্ষিত করেছে। এই লঞ্চ চলাচলের সময় যাত্রীরা কম্পন অনুভব করবে না। লঞ্চের আগের শক্তিশালী ইঞ্জিনটিকে আরও উন্নত করা হয়েছে। যাত্রীদের সুবিধার ও সুরক্ষার কথা মাথায় রেখে নতুনভাবে যাত্রা করবে লঞ্চটি। লঞ্চে রয়েছে ৬২ টি সিঙ্গেল কেবিন, ৭০ টি ডাবল কেবিন, ৬ টি বিজনেস ক্লাস, ৬ টি ভিআইপি, ফ্যামিলি ভিআইপি ৪ টি এবং ২ টি ডিলাক্স কেবিন। দক্ষিনাঞ্চলের নৌ-পথে যাত্রী পরিবহনে আবারো অন্য মাত্রা আনবে কীর্তনখোলা-২ লঞ্চটি বলে আশাবাদ ব্যাক্ত করেন মঞ্জুরুল আহসাম ফেরদৌস। আজ থেকে সম্পূর্ন স্বাস্থ্যবিধি মেনে লঞ্চটি যাত্রা শুরু করছে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ববিতে ভার্চুয়াল আলোচনা সভা

বরিশাল অফিস:
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য সুভাষ সিংহ রায় বলেছেন, বাংলাদেশের ইতিহাস জানতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে। এই ইতিহাসের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি আজকের প্রজন্মের কাছে উন্মুক্ত করে দিয়েছেন কোনটি সঠিক এবং কোনটি বেঠিক ইতিহাস। গতকাল শুক্রবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের আয়োজনে ‘কারাগারে রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ’ বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা এবং সিক্রেট ডক্যুমেন্টস যার ইতোমধ্যে সাতটি পর্ব প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি ঘটনার সিকুয়েন্স এ হুবহু মিল রয়েছে। এসময় তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও জীবনদর্শন নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা ও বঙ্গবন্ধুর জীবনাচরণ জানতে তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাঙ্গালী জাতির জন্য গর্বের। আর বর্তমান সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে উন্নয়ন ও নেতৃত্বের রোল মডেল হিসেবে পরিচিত; যা আমাদের জন্য গর্বের।
ভার্চুয়াল এই সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি আহ্বায়ক সুপ্রভাত হালদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টিএসসির পরিচালক ড. খোরশেদ আলম।

বরিশালে ২শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল অফিস:
বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকার ২শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বরিশাল সিটি করপোরেশন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বরিশাল সিটি করপোরেশরেন জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় সরকারি জায়গা দখল করে কয়েকশ দোকান অবৈধ ভাবে গড়ে তোলা হয়েছে। শুক্রবার সেই স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রমে সিটি করপোরেশনের শতাধিক কর্মী ও বুলডোজার ব্যবহার করা হয়।

বরিশালে ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ

শামীম আহমেদ ॥
সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন। এতে করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপন করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। পাশাপাশি চেয়ে খাওয়া মানুষের খাবারের কষ্টোটা বহুগুণে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বরিশাল শহরে স্বেচ্ছাসেবী সংগঠন আহার এর উদ্যোগে নগরীর পুলিশ লাইন রোড এলাকায় ক্ষুধার্ত মানুষের জন্য মেহমান খানা কার্যক্রম হাতে নিয়েছে। আজ ১৬ জুলাই শুক্রবার দুপুর ২ টায় পুলিশ লাইন রোডে মেহমান খানা এর শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে উন্নতমানের খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার এনডিসি মোঃ নাজমূল হুদা, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী, রোটারি ক্লাবের এডভাইজার এফএম আনোয়ারুল হক, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক আহার মফিজুল ইসলাম মিলন, আহার এর সভাপতি জেএইচ আল আমিন হাওলাদার, আহার সাধারণ সম্পাদক আকাশ কর্মকারসহ সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। আহার প্রতি সপ্তাহের শুক্রবার রাতে নগরীর দরিদ্র অসহায় অভুক্ত মানুষের মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করবে। এছাড়া আহার সংগঠন এর পক্ষ থেকে নগরীর ভবঘুরে পাগলদের মাঝেও খাবার বিতরণ করে আসছে।