বরিশালে ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ

শামীম আহমেদ ॥
সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন। এতে করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জীবন যাপন করা কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়ে। পাশাপাশি চেয়ে খাওয়া মানুষের খাবারের কষ্টোটা বহুগুণে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বরিশাল শহরে স্বেচ্ছাসেবী সংগঠন আহার এর উদ্যোগে নগরীর পুলিশ লাইন রোড এলাকায় ক্ষুধার্ত মানুষের জন্য মেহমান খানা কার্যক্রম হাতে নিয়েছে। আজ ১৬ জুলাই শুক্রবার দুপুর ২ টায় পুলিশ লাইন রোডে মেহমান খানা এর শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি ২ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে উন্নতমানের খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার এনডিসি মোঃ নাজমূল হুদা, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হাসনাইন চৌধুরী, রোটারি ক্লাবের এডভাইজার এফএম আনোয়ারুল হক, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, ব্যবস্থাপনা পরিচালক আহার মফিজুল ইসলাম মিলন, আহার এর সভাপতি জেএইচ আল আমিন হাওলাদার, আহার সাধারণ সম্পাদক আকাশ কর্মকারসহ সংগঠনের সদস্যরা এবং বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। আহার প্রতি সপ্তাহের শুক্রবার রাতে নগরীর দরিদ্র অসহায় অভুক্ত মানুষের মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করবে। এছাড়া আহার সংগঠন এর পক্ষ থেকে নগরীর ভবঘুরে পাগলদের মাঝেও খাবার বিতরণ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *