প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবছর স্বাস্থ্যখাতে প্রচুর বরাদ্দ দিয়ে যাচ্ছেন – এমপি শাওন

লালমোহন (ভোলা)প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা প্রসাশন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত কৃমি নিয়ন্ত্রন সাপ্তাহ-২০২১ (১৬ থেকে ২০ মে) কোভিড-১৯ টিকাদান  কার্যক্রম পর্যবেক্ষণ ও জনসচেতনতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  (২০মে ২০২১ ইং)  রোজ  ববৃহস্পতিবার সকালে উপজেলা কমপ্লেক্সে হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবছর স্বাস্থ্যখাতে প্রচুর বরাদ্দ দিয়ে যাচ্ছেন। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান শেখহাসিনা সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়েছে।
তীব্র গরমে লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, সরকার  প্রতিবছর স্বাস্থ্যখাতে প্রচুর বরাদ্দ বাড়াচ্ছেন।বর্তমান সরকার স্বাস্থ্য সেবা মানুষের দারপ্রান্তে পৌঁছে দিচ্ছেন। উপজেলা পর্যায়ে জনবলের অভাব থাকলেও চিকিৎসার কোন ঘাটটি নেই।।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খান সহ সকল চেয়ারম্যান বৃন্দ ।

ভোলায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট হ‌য়ে বৃদ্ধের মৃত্যু

ভোলার চরফ্যাশনে গা‌ছে কাট‌তে গি‌য়ে বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট হ‌য়ে মো. অজিউল্লাহ মা‌ঝি (৬০) না‌মে এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে।

আজ বৃহস্প‌তিবার (২০ মে ) দুপুরে উপ‌জেলার শশীভূষণ থানার হাজা‌রীগঞ্জ ইউ‌নিয়‌নের ৬নং ওয়া‌র্ডের চর ফ‌কিরা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে‌ছে।

মৃত অজিউল্লাহ মা‌ঝি একই এলাকার হা‌নিফ মিয়ার ছে‌লে ও পেশায় একজন জেলে।

হাজারীগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মো. সে‌লিম হাওলাদার জানান, জেলে অজিউল্লাহ মা‌ঝি নদী ও সাগ‌রে মাছ শিকার ক‌রে জী‌র্বিকা নির্বাহ করেন। দুপুরে অজিউল্লা বা‌ড়ির পা‌শের বাগা‌নের উচুঁ একটি রেইনট্রি গা‌ছে ডাল কাটার জন্য উঠেন। এসময় ওই গাছের ডা‌লের সাথে থাকা বিদ‌্যু‌তের তা‌রের সাথে বিদ্যুতায়িত হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যান।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. র‌ফিকুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, কোন অভিযোগ না থাকায় অজিউল্লার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়নে কৃষককে উদ্বুদ্বকরণ ও সবজি বীজ বিতরণ করেন- এমপি শাওন

লালমোহন  (ভোলা) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়নে
চলোমান করোনা কালীন সময়ে খাদ্য নিরাপত্তা জোরদার করনের লক্ষ্যে  কৃষক উদ্বুদ্বকরণ ও সবজি বীজ বিতরণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।( ১৯ মে রোজ বুধবার) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন কর্তৃক আয়োজিত উপজেলার চরভুতা ইউনিয়নের কৃষকদের বাড়ীতে বাড়িতে  প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক এই বীজ বিতরণ করেন এমপি শাওন ।
এসময় এমপি শাওন বলেন, আপনাদের যে কোন কৃষি বিষয়ে সমস্যা সমাধনের জন্য কৃষি অফিস ও ব্লক সুপারভাইজারের সাথে যোগাযোগ করবেন।
প্রত্যেকটি বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ করতে হবে। সবজি চাষে লালমোহনে চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি রপ্তানির ব্যবস্থা করতে হবে । বাড়ীর আঙ্গিনায় কোন যায়গা খালি রাখা যাবে না। বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ করলে নিজেদের চাহিদা পুরন করে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে পরিবারের আয় বাড়ানো সম্ভব।
এরপূর্বে কৃষি সম্প্রসারন অধিদপ্তর লালমোহন, ভোলা কর্তৃক আয়োজিত ভার্মি কম্পোষ্ট উৎপাদন (জৈব সার উৎপাদন) কর্মসূচিতে অংশগ্রহণ করেন এমপি শাওন । পড়ে লালমোহন সদর ইউনিয়ানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন সম্প্রসারন কাজের শুভ উদ্বোধন করেন এমপি শাওন।
বীজ বিতরনে কালে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এ এফ এম শাহাবুদ্দিন মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি  তোফাজ্জল উকিল, আবদুল মালেক মিয়া, সদস্য ও আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, মোস্তফা হাওলাদার প্রমূখ।
তাছাড়া দুপুরে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে ২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সকল প্রজাতির মাছ এবং চিংড়ি আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষ্যে কয়েকশত জেলেদের সাথে জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন  বলেন, বর্তমান ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অবরোধের সময় জেলেরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য বর্তমান সরকার জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে। প্রকৃত জেলেরা যাতে চাল পায় তার জন্য মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনকে কঠোর নজরদারী করার জন্য বলেন এমপি শাওন। বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপের কারনে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাশাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযোগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লোভী লোক চুরি করে ঝাটকাসহ ছোট মাছ স্বীকার করছে। এদের বিরুদ্বে সকলকে ঐক্যবদ্ব হয়ে শতর্ক থাকতে হবে।
এসময়  উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, ইউপি সদস্যসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এরপূর্বে একই স্থানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, জেলে, মৎস্য আড়তদার, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে-এমপি শাওন

লালমোহন ভোলা প্রতিনিধি:
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ, চাঁদাবাজের রাজত্ব ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দেশ নিরাপদ, দেশের মানুষ নিরাপদ।জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের  মানুষ আজ নিরাপদে রয়েছে। লালমোহন বাজারের নানাবিধ অপরাধ রোধে সিসি ক্যামেরার আওতায় আনার প্রয়াসে ১৮ মে মঙ্গলবার বাদ আসর লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধনকালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
এমপি শাওন আরও বলেন,আমি লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত  হওয়ার পর লালমোহন  বাজারের শান্তি -শৃঙ্খলা,অপরাধরোধ এবং
 সৌন্দর্য রক্ষার্থে কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন। বিগত বিএনপি-জামায়াতের সরকারের  আমলে ব্যবসায়ীরা বিএনপির নেতাদের চাঁদা দিতে হতো।লালমোহন  বাজারে নারী ক্রেতারা কিনা কাটা করতে  আসতে ভয় পেতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে
নারী ক্রেতারা লালমোহন  বাজারে রাত ১২ পর্যন্ত কিনা কাটা করতে  আর ভয় পেতে হয়না।
ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আল- নোমান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী,বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, মঞ্জু তালুকদার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল, বাজার ব্যবসায়ী সমিতির
যুগ্ম সম্পাদক হাসনাতুজ্জামান সোহাগ, মিজানুর রহমান কামরুল প্রমূখ।

আব্দুল্লাহপুর বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি


মোঃ বাপ্পি, চরফ্যাশন (ভোলা)।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগ সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির মাননীয় সভাপতি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি মহোদয় ও আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে আব্দুল্লাহপুর ইউনিয়নের সকল জনগনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ ইলিয়াস মাস্টার।

ইলিয়াস মাস্টার বলেন চরফ্যাশন উপজেলার সর্বস্তরের মুসলিমদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি চরফয়াশন উপজেলাসহ সর্বস্তরের মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তিনি আরো বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে ঈদুল ফিতরে আসে আনন্দঘন একটি মুহূর্ত।

দেশের চলমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর আঘাতে এবছর হয়তো পূর্বের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ ও উৎসব করা সম্ভব হবে না, তবুও আমরা যে যেখানেই যে ভাবেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ, স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।

করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ, ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি।

ইলিয়াস মাস্টার আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরে চরফ্যাশন উপজেলাসহ সারা বিশ্বের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, আমি এই কামনা করে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক।

ভোলায় সুবিধা বঞ্চিতদের জন্য ৫ টাকার বাজার

ভোলায় মহামারিতে কর্মহীন ক্ষতিগ্রস্থ ও সুবিধা বঞ্চিত অসহায়দের জন্য ৫ টাকায় বাজার খুলেছে ‘মানবিক উদ্যোগ’ নামে একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (১১ মে) ভোলা প্রেসক্লাবের সামনে শতাধিক মানুষের হাতে মাত্র ৫ টাকার বিনিময়ে তুলে দেয়া হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান। অসহায় দরিদ্র মানুষরা এই খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে।

এ সময় মানবতার বাজার থেকে পণ্য কিনতে আসা ব্যক্তিরা জানান, ৫ টাকায় এতো বাজার তারা কখনো কল্পনাই করতে পারেনি। তারা আরও জানান, ৫ টাকায় বাজার করে এটাকে ত্রাণ মনে হচ্ছে না, মনে হচ্ছে বাজার করে খাচ্ছি। আগামী কয়েকদিন বাজার নিয়ে চিন্তা করতে হবে না বলেও জানান অসহায় ও কর্মহীন ব্যক্তিরা।

এ সময় সহায়তা প্রাপ্তরা আয়োজক সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান।

আয়োজকরা জানান, মানুষ যেন মনে না করেন তারা ত্রাণ নিচ্ছে, এমন কনসেপ্ট থেকে ৫ টাকার বাজার দেয়া হয়েছে। তাদের মাঝে কোন সংকোচ বোধ না থাকে। প্রত্যেকেই আনন্দের সাথে নিজের টাকায় বাজার নিয়ে যাচ্ছেন।

সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এমন ব্যক্তিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

ভোলার চরফ্যাশনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশন বজ্রপাতে আ. হালিম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হালিম ওই এলাকার রুস্তম আলীর ছেলে। মঙ্গলবার (৩ মে) দুপুরে  উপজেলার রসুলপুর ইউনিয়নের কলেরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হালিম জমিতে ধান কাটার সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ করেই বজ্রপাত আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বজ্রপাতে কৃষক নিহতের খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেখ হাসিনা সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে-এমপি শাওন

 

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

বর্তমান শেখহাসিনা সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। সকলকে সরকারের প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। তাই আমাদের সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না আসার জন্য সকলের প্রতি অনুরোধ। এবছর ভোলাতে কিছুদিন আগেও করোনার সনাক্তের হার ছিল প্রায় ৪২ ভাগ। রাজধানী ঢাকার চেয়েও ভোলাতে করোনা সনাক্তের হার অত্যন্ত বেশি। যা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। এবছর সারা পৃথিবীতে করোনার অবস্থা ভয়াবহ পরিস্থিতি রুপ নিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সঠিক ভাবে সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিতরন করতে হবে। বিশেষ করে সরকারের ত্রান যারা পাওয়া যাহারা যোগ্য তাদেরকে দিতে হবে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মে ২০২১ ইং শনিবার দুপুরে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে- করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ৫শ হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল ও নিজস্ব তহবিল হতে মানবিক সহায়তা বিতরনের আলোচনায় প্রধান অতিথি হিসাবে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
তিনি আরও বলেন গত বছর ২০২০ সালের মার্চ মাসে প্রথম বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার এলাকায় লালমোহন তজুমদ্দিনে অবস্থান করে লকডাউন সফল করা, করোনা ভাইরাস যেন আমাদের এলাকার তথা দ্বীপজেলা ভোলার মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে দিন রাত কাজ করেছি। লকডাউনের কারনে অসহায় পরিবারগুলো অনাহারে অর্ধাহরে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল। তখন আমার ব্যক্তিগত অর্থায়নে এবং সরকারের প্রদত্ত ত্রানসামগ্রী মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিতরন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দফায় দফায় দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। আমরা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউপিসহ পৌরসভার কাউন্সিলরদেরকে সাথে নিয়ে সকলকে সমন্বয় করে কাজ করেছি। সমন্বয়ের কারনে আমরা গত বছর অত্যন্ত সুন্দর ভাবে করোনাকে মোকাবেলা করেছি। যার কারনে আমাদের এলাকায় আমরা লালমোহন তজুমদ্দিনকে করোনায় অত্যন্ত সহনীয় রাখতে পেরেছি। তখন দ্বীপজেলা ভোলায় ও করোনা পরিস্থিতি অত্যন্ত সহনীয় পর্যায়ে ছিল।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ, তোফাজ্জল উকিল, লম্বা মালেক, মোকলেছুর, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল,যুগ্ন-সম্পাদক মঞ্জু তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহাজান, হেদায়েতুল ইসলাম মিন্টু , আক্তার হোসেন, গোলাম মোস্তফা, ফরহাদ হোসেন মুরাদ, শ্রমিকলীগ সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েত, সেচ্ছাসেবকলীগের আহবায়ক তানজিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম ফরাজী, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মুর্তেজা সজিব, শেখ রাসেলের সভাপতি জালাল উদ্দিন বেলাল প্রমূখ।

ফেসবুকে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইলিয়াস মাস্টার।

চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের তিন তিনবারের সফল সভাপতি ইলিয়াস মাষ্টারেরব নামে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে কুচক্রী মহল, তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক ফেসবুক আইডি থেকে বলা হয় তিনি জুয়ারিদের কে প্রশ্রয় দেয়। কিন্তু বাস্তবে তার কোনো সত্যতা নাই।

ইলিয়াস মাস্টার বলেন আমি আব্দুল্লাহপুর ইউনিয়ন সৃষ্টির লগ্ন থেকে এখন পর্যন্ত সফলতার সাথে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। সবসময় মাদক, সন্ত্রাস, জুয়া ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। অন্যায়ের সাথে কখনো আপোষ করি নাই।

আমার প্রতি আব্দুল্লাহপুরের মানুষের আস্থা ও ভালোবাসা আছে। মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার করে
জনগণের ভালোবাসা কমানো সম্ভব নয়। আমার বিরুদ্ধে আর কোনো মিথ্যা অপপ্রচার ছড়ালে আমি আইনি ব্যবস্থা নিবো।

জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি মহোদয়ের স্নেহ ভালোবাসা নিয়ে সবসময় জনগণের জন্য কাজ করে আসছি এবং ভবিষ্যতে ও করতে চাই।

ভোলায় পানিতে মিলেছে ডায়রিয়ার জীবাণু, এক মাসে ৫ হাজারের অধিক আক্রান্ত

ভোলা: হঠাৎ করে ভোলায় বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। এর কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ একটি পুকুরের পানি পরীক্ষা করে ডায়রিয়ার জীবাণুর সন্ধান পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের একটি দল ডায়রিয়ায় আক্রান্ত এক ব্যক্তির বাড়ির পুকুরের পানির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর-এ পাঠায়। ওই নমুনা পরীক্ষার রিপোর্টে পুকুরটির পানিতে ডায়রিয়ার জীবাণু পাওয়া যায়।

তিনি বলেন, নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়া, বৃষ্টি না হওয়া এবং গরমের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়ার সংক্রমণ বেড়েছে। এছাড়া গ্রাম অঞ্চলে গৃহস্থালীর কাজে বিশুদ্ধ পানির ব্যবহার না করা এবং হাইজিং মেনটেন না করার কারণেও ডায়রিয়া প্রকোপ বাড়ছে। ইতোমধ্যে ডায়রিয়া মোকাবিলায় জেলায় জরুরি ভিত্তিতে ৭৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

এদিকে, জেলায় প্রতিদিন গড়ে ২০০-৩০০ জন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। শয্য সংকটে রোগীদের বাধ্য হয়েই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীদের চিকিৎসা দিতে গিয়েও হিমশিম খাচ্ছেন রোগীরা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরো ৩৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন। এছাড়া গত এক সপ্তাহে পুরো জেলায় দুই হাজার ৪৭৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। অন্যদিকে, এক মাসে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৮৯ জনে।

এক সপ্তাহে আক্রান্তদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ৯৩৩ জন,  দৌলতখানে ২৪১ জন, বোরহানউদ্দিনে ৩৭৬ জন, লালমোহনে ২৪২ জন, চরফ্যাশনে ৩৯২ জন, তজুমদ্দিনে ১৫৭ জন ও মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩৭ জন।

সরেজমিনে ভোলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বেড সংকট থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। আক্রান্তদের মধ্যে নারী-শিশুর সংখ্যাই বেশি। ডায়রিয়ায় আক্রান্ত বেড়ে যাওয়ায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইন সঙ্কট। কোনো কোনো উপজেলায় আবার রোগীদের বাইরে থেকে চড়াও মূল্যে স্যালাইন কিনতে হচ্ছে।

ভোলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে আক্রান্ত রোগীর স্বজনরা বাংলানিউজকে জানান, হাসপাতালে বেড না থাকায় মেঝেতে বসে চিকিৎসা নিতে হচ্ছে।

ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স জাকিনুর বাংলানিউজকে জানান, ভোলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন গড়ে ৯০-১০০ জন বা তার চেয়েও বেশি রোগী ভর্তি হচ্ছে। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করিছ পর্যাপ্ত সেবা দিতে।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ডায়রিয়া মোকাবিলায় আমরা মেডিক্যাল টিম গঠন করেছি। তারা মাঠ পর্যায়ে কাজ করছে। দুই একটি হাসপাতাল ছাড়া সব হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সরবরাহ রয়েছে। যা দিয়ে আরো ১০ দিন চালানো সম্ভব। আমাদের ডাক্তার ও নার্স রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।