ভোলায় সুবিধা বঞ্চিতদের জন্য ৫ টাকার বাজার

ভোলায় মহামারিতে কর্মহীন ক্ষতিগ্রস্থ ও সুবিধা বঞ্চিত অসহায়দের জন্য ৫ টাকায় বাজার খুলেছে ‘মানবিক উদ্যোগ’ নামে একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (১১ মে) ভোলা প্রেসক্লাবের সামনে শতাধিক মানুষের হাতে মাত্র ৫ টাকার বিনিময়ে তুলে দেয়া হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ ও সাবান। অসহায় দরিদ্র মানুষরা এই খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে।

এ সময় মানবতার বাজার থেকে পণ্য কিনতে আসা ব্যক্তিরা জানান, ৫ টাকায় এতো বাজার তারা কখনো কল্পনাই করতে পারেনি। তারা আরও জানান, ৫ টাকায় বাজার করে এটাকে ত্রাণ মনে হচ্ছে না, মনে হচ্ছে বাজার করে খাচ্ছি। আগামী কয়েকদিন বাজার নিয়ে চিন্তা করতে হবে না বলেও জানান অসহায় ও কর্মহীন ব্যক্তিরা।

এ সময় সহায়তা প্রাপ্তরা আয়োজক সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান।

আয়োজকরা জানান, মানুষ যেন মনে না করেন তারা ত্রাণ নিচ্ছে, এমন কনসেপ্ট থেকে ৫ টাকার বাজার দেয়া হয়েছে। তাদের মাঝে কোন সংকোচ বোধ না থাকে। প্রত্যেকেই আনন্দের সাথে নিজের টাকায় বাজার নিয়ে যাচ্ছেন।

সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এমন ব্যক্তিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *