আমতলীতে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি হাসপাতালে ওষুধ সংঙ্কট

তীব্র শীতের কারনে আমতলীতে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ৩০ জন ডায়েরিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অসময়ে ডায়রিয়া দেখা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সঙ্কট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পরেছে রোগীরা। হাসপাতালে ওষুধ সংঙ্কট থাকায় রোগীদেরর বাহির থেকে অধিকাংশ ঔষধ কিনতে হচ্ছে।

জানাগেছে, শীত বৃদ্ধির সাথে সাথে উপজেলার প্রত্যান্ত অঞ্চলে পানি বাহিত রোগের প্রার্দূভাব দেখা দিয়েছে। গ্রাম-গঞ্জে শিশু ও বৃদ্ধরা ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে।

গত এক সপ্তাহে ৩০ জন রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ। আমতলী ও তালতলী উপজেলার ৪৫ টি কমিউনিটি ক্লিনিক ও তিনটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন অন্তত দুই’ শতাধিক মানুষ পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

এর মধ্যে গুরুতর আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংঙ্কটের কারনে রোগীদের বাহির থেকে অধিকাংশ ঔষধ কিনতে হচ্ছে বলে জানান স্বজনরা।

মঙ্গলবার সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ছয়জন ডায়েরিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে চারজন শিশু। ডায়েরিয়ায় আক্রান্ত শিশু মাহিরার বাবা মো. মামুন মীর বলেন, হাসপাতালে ডায়রিয়ার ওষুধ নেই তাই বাহির থেকে কিনতে হচ্ছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী জানান, মহামারি করোনার কারনে শীত জনিত ডায়রিয়ায় আক্রান্তদের ওষুধ সংকট রয়েছে। এছাড়া করোনার কারনে স্বাস্থ্য কর্মীরা গ্রামে-গঞ্জে মানুষকে সচেতন করতে না পারায় ডায়েরিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে।

আমতলীতে ৪ দিন ধরে নিঁখোজ দুই ভাই

আমতলী প্রতিনিধি ॥ আমতলীর পশ্চিম চিলা গ্রামের কিশোর চন্দ্র বাইন (১৮) ও তার চাচাত ভাই আকাশ চন্দ্র বাইন (১৪) ৪ দিন ধরে নিঁখোজ রয়েছে। দিন রাত খোজা খুজির পরও অভিভাবকরা এখনো তাদের কোন সন্ধান পায়নি। নিঁখোজের এ ঘটনায় আমতলী থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

নিঁখোজের দ্বয়ের পরিবার সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের কালাচান বাইন এর ছেলে কিশোর চন্দ্র বাইন (১৮) ও ননী গোপাল বাইন ছেলে আকাশ চন্দ্র বাইন(১৪) সম্পর্কে তারা দুজন চাচাত ভাই। তারা দু’জন একই পরিবার ভূক্ত।

কিশোর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির ও আকাশ আমতলীর পশ্চিম চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তারা গত ২৬ ডিসেম্বর বিকেল ৩ টার সময় স্থানীয় বিশ্বাসের হাট থেকে ঘড়ের সওদা আনার জন্য বের হন।

এর পর থেকেই তারা দু’জন ২৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত নিঁখোজ রয়েছে। ৪ দিন ধরে নিঁখোজ দুই সহোদরের পরিবারের অভিভাবকরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও তাদের কোন সন্ধান পায়নি।

একই পরিবারের দুই ভাই নিঁখোজ থাকায় পরিবারে দেখা দিয়েছে হতাশা। দুই ভাই ৪ দিন ধরে নিঁখোজ থাকায় নিরুপায় হয়ে সোমবার সকালে কিশোরের পিতা কালাচান বাইন নিঁখোজের কথা জানিয়ে আমতলী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

আকাশের পিতা ননী গোপাল বাইন নিঁখোজ দুই ভাইয়ের কোন সন্ধান পাওয়া গেলে (০১৭৬২০৭১২৫৫) এই নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার জানান, থানায় জিডির পর আমরা দুই ভাইকে বের করার জন্য বিভিন্ন থানায় বর্তা পাঠিয়েছি। এবং আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় খোজ নিচ্ছি।

গভীর রাতে বরগুনায় ডাকাত সন্দেহে ২ জন আটক

বরগুনার বামনায় ডাকাত সন্দেহে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- বাগেরহাট জেলার মংলা উপজেলার রামপাল গ্রামের মো. হায়দার মোল্লার ছেলে মো. রফিক মোল্লা (২৩) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মো. মজিবর মৃধার ছেলে মো. মহিবুল্লাহ মৃধা (২৯)।

এ সময় তাদের কাছ থেকে চুরি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে টহল পুলিশ ডাকাত সন্দেহে দুজনকে আটক করেছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।

Set featured image

মেয়র যায় মেয়র আসে বেতাগীবাসী পানিতে ভাসে

আকাশে মেঘ আর বিষখালী নদীর পানি একটু ফুঁসলেই নির্ঘুম রাত কাটে নদী তীরবর্তী মানুষের। নদী সংলগ্ন হলেও ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য বরগুনার বেতাগী পৌরসভায় নেই কোন টেকসই শহররক্ষাবাঁধ। ফলে দীর্ঘদিন ধরেই ঝুঁকির মধ্যে বসবাস করছে পৌরসভাসহ আশেপাশের কয়েক গ্রামের বিপুল সংখ্যক মানুষ । পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। এসব এলাকার বেশিরভাগ মানুষকে বসবাস করতে হয় জোয়ার ভাটার নিয়ম মেনে। এ নদীর স্রোত আর ভাঙ্গন কেঁড়ে নিচ্ছে জনবসতি, মাথা গোজার ঠাঁই বসতভিটাও। জোয়ার-ভাটার হলি খেলায় সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য পরিবার। পৌরসভায় কত মেয়র আসে কত মেয়র যায়। কিন্তু ভাগ্য বদলায় না পৌরবাসীর।

জানা যায়, ১৯৯৯ সালে বেতাগী পৌরসভা গঠন করার পর এ পর্যন্ত ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবার পৌরসভায় নির্বাচনের সময় মেয়র প্রার্থীদের প্রধান প্রতিশ্রুতিই থাকে টেকসই শহররক্ষাবাঁধ নির্মাণ এবং শহরের জলাবদ্ধতা নিরসন। গত ২১ বছরে ভোটের মাধ্যমে বেতাগী পৌরসভায় মেয়র বদল হয়েছে চারবার। কিন্তু সমস্যার সমাধান হয়নি একটুও। ফলে মানুষের দুর্ভোগও কমেনি।

ঘুরে ফিরে পৌরবাসীর সামনে আবারও নির্বাচন। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেতাগী পৌরসভার পঞ্চম নির্বাচন। এতে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থীসহ তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া কাউন্সিলর পদে ২৬ জন এবং মহিলা কাউন্সিলর পদে আরও ৯ জনসহ মোট ৩৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন। প্রচার প্রচারণায় প্রার্থীরা পুরনো সেই প্রতিশ্রুতিই নতুনভাবে তুলে ধরে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। তবে নির্বাচনের পর প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হবে সেই প্রশ্ন এখন ভোটারদের মাঝে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস থেকে বেতাগী পৌরশহরকে রক্ষার জন্য ২০০১ সালে বিষখালী নদীতে ব্লক ফেলার কাজের উদ্ভধন করেন এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তারপর আর তেমন কোন কাজ হয়নি। এরপর ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ভেঙে যাওয়া শহররক্ষা বাঁধ স্থায়ীভাবে রক্ষার জন্য ২০১১ সালে পুনরায় উদ্যোগ নেয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান শুধু ব্লক তৈরি করে বাঁশ, বালি ও বস্তার চট রেখে লাপাত্তা হয়ে যায়।ভুক্তভোগীদের অভিযোগ বাঁধ মেরামতের নামে লাখ লাখ টাকা লুট হয়েছে। পরবর্তীতে ছয় বছর পর ২০১৭ সালের ২০ মে বিষখালী নদীর তীব্র ভাঙন থেকে বেতাগী উপজেলাকে রক্ষা করতে বেতাগী পৌর শহর রক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক একটি প্রকল্প অনুমোদন করে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একটানা ৩ বছর অতিক্রম হলেও প্রকল্পটি এখন কেবল শুধুই কাগজে-কলমে দেখা যায় এবং জনপ্রতিনিধিদের মুখে শোনা যায়। বাস্তবে এ প্রকল্পের কোনো দেখাই নেই। প্রকল্পের দৃশ্যমান যেটুকু ছিল তা শুধু শহর রক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর। এখন সেটিও ভাঙনের মুখে পড়ে বিষখালী নদীগর্ভে বিলীনের পথে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার ব্যাপী শহররক্ষা বাঁধ ভাঙনের কবলে পড়ায় পাল্টে যাচ্ছে বেতাগী পৌরসভার মানচিত্র। বেতাগীর বন্দর, ব্যবসা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী কাঠবাজার, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো কালীমন্দির ও শ্মশানঘাট, পুরাতন ডাকবাংলো,পুরনো থানাপাড়া, কেওড়াবুনিয়া,ছোট মোকামিয়া, ঝোপখালী গ্রামসহ বিষখালী নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে ১০ হাজার পরিবার।

এদিকে ঘূর্ণিঝড় আম্পানের পর বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পুরো বেতাগী বন্দরসহ বেতাগী বাজার পানিতে তলিয়ে যায়। এসময় পৌরসভার পার্শ্ববর্তী ঝোপখালী গ্রামের শতাধিক পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল । তাছাড়া বেতাগীর ঐতিহ্যবাহী একমাত্র কাঠবাজারের অর্ধেকের বেশি দোকান ও স’ মিল বিষখালী নদীর করাল গ্রাসে বিলীন হয়ে গেছে।এ অবস্থায় বিষখালী নদী তীরবর্তী পৌরবাসীসহ আশেপাশের এলাকার মানুষের দুঃখ দূর্দশার যেন শেষ নেই। প্রায় প্রতিবছরই উপকূলে আঘাত হানে কোনো না কোনো ঘূর্ণিঝড়। নড়বড়ে শহররক্ষা বাঁধ এবং বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় সহস্র একর ফসলি জমি। জলোচ্ছ্বাসের স্রোতে ভেসে যায় শত শত মাছের ঘের। মুখ থুবড়ে পড়ে উপজেলার কৃষি ও মৎস্য খাত। নিঃস্ব হয়ে পড়ে হাজার হাজার মানুষ। যুগ যুগ ধরে চলা প্রকৃতির এমন নিষ্ঠুরতার পরও মজবুত ও টেকসই শহররক্ষাবাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ এ জনপদের মানুষ।

কাঠবাজারের ব্যবসায়ীরা জানান, শিগগিরই পৌরশহররক্ষা তথা কাঠবাজার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া দরকার। তা না হলে বিষখালী নদীর অব্যাহত ভাঙনে কয়েক বছরের মধ্যে কাঠবাজারের অস্তিত্ব কিছুই থাকবে না।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র এবিএম গোলাম কবির বলেন, নানা জটিলতায় বেতাগী শহর রক্ষা বাঁধ প্রকল্পটি আটকে ছিল। ইতোমধ্যে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই তারা একটি প্রকল্প তৈরি করবেন। আমি পুনরায় নির্বাচিত হতে পারলে চেষ্টা করব শহর রক্ষা বাঁধের প্রকল্পটি বাস্তবায়ন করতে।

বেতাগী পৌরসভার শহররক্ষা বাঁধের বিষয়ে জানতে চাইলে বরগুনা পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী কায়সার আহমেদ বলেন, সদর উপজেলা এবং বেতাগী উপজেলার মোট চারটি ভ্রমণ স্থানের বাঁধ নির্মাণের জন্য আমরা একটি প্রকল্প মন্ত্রণালয় পাঠিয়েছি। ওই প্রকল্পে বেতাগী শহর রক্ষা বাঁধ রয়েছে। মন্ত্রণালয় থেকে এই প্রকল্প অনুমোদন করলে আমরা বেতাগী শহররক্ষা বাঁধের কাজ শুরু করবো। চারটি ভাঙ্গন কবলিত স্থানকে একটি প্রকল্প করার সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি গত জুন মাসে মন্ত্রনালয় পাঠানো হয়েছে।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় সোবাহান মোল্লা (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

জানাগেছে, উপজেলার ঘটখালী গ্রামের বৃদ্ধ সোবাহান মোল্লা ফজরের নামাজ শেষে পটুয়াখালী-আমতলী মহাসড়কের ডাক্তারবাড়ী নামক স্থানে হাঁটতেছিল। ঢাকা- কুয়াকাটাগামী একটি পরিবহন বাস বৃদ্ধ সোবাহান মোল্লা (৬৮) কে ধাক্কা দিলে সড়কে সিটকে পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।

বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় নাম শনাক্ত করা যায়নি। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্বজনদের দাবীর পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, স্বজনদের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তন্তর করা হয়েছে।

বেতাগীতে মহান বিজয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বেতাগীতে ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। করোনাকালের জন্য স্বাস্থ্যবিধি মেনে আজ বুধবার ( ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়।

‘দুর্জয় বেতাগী’ পুস্পস্তবক অপর্ণ করে শহীদদের প্রতি সম্মননা জানানো হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, বেতাগী পৌর সভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু, যুদ্ধকালীণ কমান্ডার আব্দুল মোতালেবসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংবাদকমিরা উপস্থিত ছিলেন।

এর পর উপজেলা পরিষদের সম্মুখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভার্চুয়াল
আলোচনাসভা ও মসজিদ, মন্দিরে গির্জায় বিশেষ প্রার্থনা এবং হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা

বেতাগীতে শহীদবুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথি বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক খান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু।

এছাড়া আরো বক্তব্য রাখেন, যুদ্ধকালীণ কমান্ডার আব্দুল মোতালেব সিকদার, প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা। এ সময় বক্তরা বলেন,‘ পাকিস্তানের সৈনিকেরা বাংলার শত্রু। তাঁরা নিরাপরাধ বাঙালীদের নির্বিচারে মেরে ফেলে।মেধা শূন্য করতে চেয়েছিলো। কিন্তু পারেনি।’ শহীদবুদ্ধিজীবী দিবসের আলোচনার এক পর্যায়ে মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার কান্নায় ভেঙ্গে পড়েন।

আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন, বেতাগী বন্দর জামে মসজিদের খতিব প্রভাষক মাওলানা জাকির হোসেন।

আমতলীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আমতলী উপজেলা আওয়ামী যুবলীগ। গতকাল রাতে পৌর শহরের আক্দুল্লাহ সুপার মার্কেট হতে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে আওয়ামী যুবলীগ। সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুবলীগের সিনিয়র নেতা মাহবুবুর রহমান, সৈয়দ মোঃ নাজমুল হক, মো. সাইফুল ইসলাম বাদল, মো. হবিবুর রহমান,মো. জুয়েল আকন, আবুল কালাম আজাদ, মো. আবু সাইদ খোকন, তাজুল ইসলাম তিঠু নিয়াজ মোর্শেদ ইমন, ছাত্রলীগ নেতা মো. মাহবুবুল আলম , অলি উল্লাহ অলিসহ দলীয় নেতাকর্মীরা ।

কিশোরদের নামাজ আদায় করতে সাইকেল পুরষ্কার

বরগুনার বেতাগীতে টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১২ জন কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। নাম প্রকাশে অনাগ্রহী অষ্টেলিয়া প্রবাসী এ পুরস্কার প্রদান করে।

জানা গেছে, পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে ১টি করে বাই সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়। এরা হলেন নাহিদুল ইসলাম, মো. ছফি উল্লাহ, মো. আব্দুল্লাহ, মো. ছিবগাতুল্লাহ, মো. বশির উদ্দিন, মো. আরাফাত, মো. ইমরান হোসেন, মো. আরাফাত ইসলাম, মেহেদী হক রাতুল, মো. মানসুর ও মো. মুনির ও কাইয়ূম।

গত ২৭ অক্টোবর থেকে কোমলমতি এ শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতেই এ সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। শুরুতে ১৭ জন কিশোর এ প্রতিযোগীতায় অংশ নেয়। এর মধ্যে টানা ৪১ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ে ১২ জন সক্ষম হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল এগারটায় সেইশিশু- কিশোরদের ১২ জন অনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা প্রভাষক ্আব্দুল হাই নেছারি, হাফেজ নুরুল আমিন ও মুসল্লী মো. কামাল হোসেনসহ গণ্যমান্য বাক্তিবর্গ।

এ বিষয় উপজেলা পরিষদ জামে মসজিদের মুসল্লী রুবেল মল্লিকসহ একাধিক মুসল্লীরা জানায়, শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ব করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এমন আয়োজন যেন সারা দেশের সকল মসজিদেই করা হয় এমনই আশা ব্যক্ত করেছেন তারা।

বরগুনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরগুনায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম।

নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে পুলিশ পরিদর্শক নুরুল আমিন, শিশু আইন নিয়ে উপ-পরিদর্শক শামসুন্নাহার, পিতামাতার ভরণপোষণ আইন নিয়ে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নিয়ে পুলিশ পরিদর্শক ফেরদৌস কর্মশালায় আলোচনা করেন।

এছাড়াও হেল্পলাইন নম্বর ও প্রচারণা বিষয়ে লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল, ডেস্কের উদ্দেশ্য, কার্যক্রম, ডকুমেন্টেশন ও রিপোর্টিং বিষয়ে কর্মশালায় আলোচনা করে উপ-পরিদর্শক জান্নাতুল ফেরদৌস।

বরগুনার ৬টি থানার কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন।