বাউফলে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন কর্তৃক স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্যদ্রব্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক জাকির হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পঞ্চাশজন স্বল্প আয়ের মানুষের মাঝে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি সয়াবিন ও অধা কেজি করে ডাল বিতরণ করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন- ‘করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বাউফলের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষের আয় কমে গেছে। তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল প্রেস ক্লাব সভাপপতি হারুন অর রশিদ খাঁন।

 

রাঙ্গাবালীতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট:
পরিস্কার-পরিচ্ছন্নসহ সচেতন থাকতে পটুয়াখালীর রাঙ্গাবালীত উপজেলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

 

আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের বাহেরচর বাজার ও পার্শ্ববর্তী রাঙ্গাবালি সদর ইউনিয়ন, ছোট বাইশদিয়া ইউনিয়ন এলাকায় উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শিবলীর উদ্যোগে সাধারণ লোকজন ও মটর সাইকেল চালকদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

 

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগে সভাপতি কামরুজ্জামান শিবলী বলেন, বর্তমানে করোনা ভাইরাস দেশে ভয়াবহ রুপ নিতে যাচ্ছে। এ কারনে সবাইকে পরিস্কার-পরিচ্ছন্নসহ সচেতন হতে হবে। নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে। আর গ্রামঞ্চলের লোকজন সব সময় জীবিকার প্রয়োজনে রাস্তাসহ মাঠঘাটে থাকে বেশির ভাগ সময়।

 

আমরা বুঝে না বুঝে তাদের গাড়িতে উঠি। কিন্তু তারা করোনা ভাইরাস নিয়ে সচেতন না। তাদের কে সচেতন করতেই মঙ্গলবার আমরা (ছাত্রলীগ) রাস্তায় ঘুরে ঘুরে ১ হাজার সাবান ও ১ শত মাস্ক বিতরণ করেছি।

বাউফলে প্রধানমন্ত্রী’র শুভেচ্ছা পোষ্ট কার্ড বিলি

বাউফল প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উপলক্ষে প্রত্যেক পরিবার প্রধানের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা পোষ্ট কার্ড বিলি করা হচ্ছে। সোমবার (২৩মার্) সকাল সাড়ে ১১টার দিকে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন, বাউফল থানা অফিসার ইনচার্জ  (ওসি) মো: মোস্তাফিজুর রহমান এবং সহকারি কমিশনার (ভূমি) মো: আনিছুর রহমান বালি’র দাপ্তরিক কার্ালয়ে আনুষ্ঠানিকভাবে এ পোষ্ট কার্ড পৌছে দেন উপজেলা পোষ্ট মাস্টার মো: ইব্রাহীম খান। এ সময় উপজেলা পোস্ট উদ্যোক্তা এনামূল হক, ডাক পিয়ন মন্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাউফল উপজেলা ডাকঘর কর্মকর্তা মো: ইব্রাহীম সাংবাদিকদের জানান, মুজিব শত বর্ষ উপলক্ষে সারাদেশের পরিবার প্রধানের নিকট শুভেচ্ছা পোস্ট কার্ড বিল কার্যক্রম চলছে। বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের পরিবার প্রধানের তালিকা প্রনয়ন করা হয়েছে। বাউফলে ৩৬০ পরিবার নিকট শুভেচ্ছা পোস্ট কার্ড বিলি করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক পরিবার প্রধানের নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড পৌছে দেওয়া হবে।

 

বাউফলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত’দের সহায়তার ঘোষনা

বাউফল প্রতিনিধি:

বাউফলের  বাণিজ্যিক  কেন্দ্র কালাইয়া বন্দরের ফলপট্টি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে সরকারি হিসাব অনুযায়ী ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৬ টি বসতঘর পুড়ে গছে বলে গনমাধ্যমকর্মীদের জানিয়েছে উপজেলা প্রশাসন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাময়িক সহায়তা দেওয়ার ঘোষষা দিয়েছে উপজেলা প্রশাসন। গত রবিবার সন্ধায় এই অগ্নিকান্ড স্থলে শুধুই হাহাকার লক্ষ্য করা গেছে।

ইউএনও মো. জাকির হোসনে জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাসের  নেতৃত্বে একটি টীম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করেছেন। তালিকা প্রস্তুতে উপজলো পরষিদরে ভাইস চয়োরম্যান মোসারফে হোসনে খান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সহায়তা করছেন। স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ ও জেলা প্রশাসনরে সাথে পরার্মশ করে আপাতত: প্রত্যকে ক্ষতিগ্রস্তদের তিন ব্যান্ডলে ঢেউটিন এবং নয় হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, মালামালরে পাশাপাশি তাদরে ক্যাশবক্সে থাকা কয়েক লাখ টাকা, হিসাবের খাতা পুড়ে গেছে।

সরেজমিনে,  এক ব্যবসায়ীকে পুড়ে ও ভিজে যাওয়া টাকা রোদে শুকানোর চেষ্টা করতে দেখা গেছে।

কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা ঢাকা অবস্থান করায় মুঠোফোনে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে সাবির্ক সহায়তা করার আশ্বাস দেয়।

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা করা নিয়ে স্থানীয় এমপি আ. স.ম. ফিরোজের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করা হচ্ছে। তিনি  ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে যাচ্ছনে। আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের  সকল ধরণরে সহায়তা দেওয়া হবে।

বাউফলে ভয়াবহ অগ্নিকান্ড

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল সোয়া ৫টার দিকে বন্দরের ফলপট্রি এলাকা ওই ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের সূত্রপাতের নিদিষ্ট তথ্য পাওয়া যায়নি। ধারনা করা হয় রান্না ঘর থেকে আগুন ছড়ায়।
সূত্র জানায়, আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে দোকানগুলোতে।
বাউফল  ও দশমিনার তিনটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিক ভাবে ধারনা করা হয় এতে প্রায় ১৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ছে।
সবুজ নামের এক ফল ব্যবসায়ী বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। টাকা পয়সা, হিসাবপত্রের খাতা ও ফলমূল সব শেষ। পথে বসা ছাড়া উপয় নেই।
এছাড়াও মোদী ব্যবসায়ী শ্যামল, ফল ব্যবসায়ী স্বপন ফার্মেসী ফরাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়।
 ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাউফলে বিদেশ ফেরতদের নজরদারীতে আনছেন পুলিশ

বাউফল প্রতিনিধি:
করোনাভাইরাস প্রতিরোধে পটুয়াখালীর বাউফলে আসা বিদেশ ফেরতদের থানা পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। তালিকা অনুযায়ী বাউফল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বিদেশ ফেরতদের খোঁজখবর নিচ্ছেন এবং হোম কোয়ারেন্টামে অবস্থান করাসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। এনিয়ে সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসলেও তাদের মধ্যে আতংক বিরাজ করছে।
বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার মোস্তাফিজুর রহমান জানান, ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ি চলতি বছরের ১ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত ২৫৮জন মানুষ বিভিন্ন দেশ থেকে বাউফলে এসেছেন। এদের মধ্যে কেউ কেউ বাউফলে এসে দু’একদিন অবস্থান করে অন্যত্র চলে গেছেন। তাদেরকে না পেয়ে তাদের পরিবারকে করোনার ভাইরাস সম্পর্কে অবহিত করেন এবং আগতকে ফোনে কোয়ারেন্টাম বিধি মেনে চলার নির্দেশনা দেন। বিদেশ থেকে আসার পর যাদের ১৫ দিন অতিবাহিত হয়েছে তাদেরকেও জনসমাগমে না যাওয়া এবং সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হচ্ছে। শনিবার বাউফলের কালাইয়া, দাশপাড়া, বাউফল সদরসহ বেশ কয়েকটি ইউনিয়নে এই অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ভারত, সৌদী আরব, আরব আমিরাত, কুয়েত, ইটালি, যুক্তরাজ্য, ব্রনাই, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাউফলে প্রায় তিনশত মানুষ এসেছেন। তারা কোনভাবেই হোম কোয়ারেন্টাম পদ্ধতি মানছেন না। এর প্রেক্ষিতে বাউফল থানা পুলিশ কঠোর অবস্থানে নেমেছেন।

পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

সমুদ্র সৈকত কুয়াকাটা ১৮কিলোমিটার দীর্ঘ সৈকতের বেলাভূমে দুই চারজন স্থানীয় মানুষ ছাড়া কোন পর্যটকের পদচারনা নেই। সাগরের মৃদু ঢেউ শো শো শব্দে কিনারে আছড়ে পড়ছে। অনবরত নিঃসঙ্গ ঢেউয়ের সেই শব্দ এখন কানে ষ্পষ্ট ভেসে আসছে। কারণ বীচে নেই কোন কোলাহল। নেই ভাড়াটে মোটরসাইকেল চালকদের যাতনা। নেই বাণিজ্যিক ফটোগ্রাফারদের উপদ্রব।

অটো বাইক কিংবা ব্যাটারিচালিত রিক্সার ভিড়ও নেই। যতদুর চোখ যায় ততদুর শুধু প্রকৃতির এই লীলাভূমির দেখা মিলছে। ৯০ ভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আবাসিক হোটেল-মোটেলগুলো। একই স্পটে দাড়িয়ে সুর্যোদয়-সুর্যাস্তের মতো বিরল প্রাকৃতিক দৃশ্য অবলোকনের সৈকত কুয়াকাটার দৃশ্য এটি।

সন্ধ্যার পরে মানুষ শুন্য কুয়াকাটায় রাস্তাঘাটে নামলে গা ছম ছম করে। মরণব্যাধি, ঘাতক করোনা প্রতিরোধে সরকারের সর্বোচ্চ সতর্কতার কারণে বৃহস্পতিবার রাত থেকে কুয়াকাটার এমন দৃশ্য বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্যে ধস নামায় পর্যটন নির্ভর হাজার হাজার ব্যসায়ীসহ সাধারণ মানুষ হতাশা ব্যক্ত করেছেন। তারপরও করোনা থেকে যদি মুক্তি পাওয়া যায়।

পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে ৭৭

করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কঠোর অবস্থানে পটুয়াখালী জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৮ প্রবাসীকে। এ নিয়ে ১১শ’ বিদেশফেরত ভ্রমণকারী ও প্রবাসীর মধ্যে ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

পটুয়াখালী সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবেল বলেন, ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৮ জনকে নেয়া হয়েছে। এনিয়ে পটুয়াখালীতে ৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। ছাড়পত্র পেয়েছেন আটজন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা ইউনিয়ন-ওয়ার্ডপর্যায়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে তালিকা নিয়ে প্রত্যন্ত এলাকায় অভিযান চালাচ্ছেন। পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে সাধারণ মানুষদের সচেতন করতে জেলাব্যাপী মাইকিংসহ নানা বিষয় নিয়ে কাজ করছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে চলা যুদ্ধে জয়ী হতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, কেউ হোম কোয়ারেন্টানের ব্যত্যয় ঘটালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা মোকাবিলায় পটুয়াখালীতে র‌্যাবের হাত ধোয়ার প্রশিক্ষণ

পটুয়াখালী ॥ পটুয়াখালী র‌্যাব-৮ এবং পটুয়াখালী ইয়ুথ পাওয়ারের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, হাত ধোয়ার প্রশিক্ষন এবং বিনামুল্যে স্যাভলন/ডেটল সাবান বিতরন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (২০মার্চ) সকালে পটুয়াখালী পিটিআই স্কুল প্রাঙ্গনে পথশিশু এবং দুস্থ্যদের নিয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

“করোনায় ভয়, হাত ধুয়ে করবো জয়” প্রতিপাদ্য বিষয়ে উক্ত সচেতনমূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন।

 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী ইয়ুথ পাওয়ার সংগঠনের সভাপতি জাহিদ হোসেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ আল আমিন, পটুয়াখালী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি আবুল বাশার আরজু এবং অসহায় পথশিশুরা।

ক্যাম্পেইনে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হাত ধোয়ার কৌশল এবং আক্রান্ত পরবর্তী ব্যবস্থা সম্পর্কে পথশিশুদের সচিত্র লিফলেটের মাধ্যমে বুঝানো হয়েছে। র‌্যাব-৮ কোম্পানী অধিনায়ক রইছ উদ্দিন বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। গুজবে বিশ্বাস না করে সবাইকে সচেতন হতে হবে। অসহায় এবং পথশিশুরা করোনা ভাইরাস সম্পর্কে অবহিত হলে এবং ভালো ভাবে হাত পরিষ্কার রাখলে আক্রান্তের সংখ্যা কম হবে।

 

জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আরিফ আল আমিন এ ব্যাপারে বলেন, পটুয়াখালী জেলা ছাত্রলীগ বর্তমানে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে পথশিশু এবং সাধারন মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা যায়। ক্যাম্পেইন পরবর্তীতে সকল দুস্থ্য এবং অসহায় পথশিশুদের মাঝে বিনামুল্যে সাবান এবং করোনা মোকাবিলায় করনীয় সম্পর্কে লিফলেট বিতরন করা হয়েছে।

বাউফলে মৎস্য অভয়াশ্রমে অভিযান

বাউফল:
পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্ট থেকে বগী পর্যন্ত মৎস্য অভয়াশ্রমে মোবাইল কোর্ট অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে তিনটি বেহুন্দী জাল, ৬টি চরঘেরা জাল, প্রায় ২০হাজার কিলোমিটার কারেন্ট জাল ও জাটকা মাছসহ তিনজনকে আটক করা হয়।

অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক দুজনকে ৫শ’ টাকা ও একজনকে ১হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

বরিশাল বিভাগীয় মৎস্য বিভাগের উপ-পরিচালক আজিজুল হক, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসেম মোহাম্মাদ শোয়াইব।
অভিযানে আরো উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওহেদুজ্জামান, সহকারি মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
এছাড়াও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্য মুসা, মিঠুন ও জালাল উপস্থিত ছিলেন।