বাউফলে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন কর্তৃক স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খাদ্যদ্রব্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আহ্বায়ক জাকির হোসেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার পঞ্চাশজন স্বল্প আয়ের মানুষের মাঝে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি পেয়াজ, এক কেজি সয়াবিন ও অধা কেজি করে ডাল বিতরণ করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন- ‘করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে বাউফলের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষের আয় কমে গেছে। তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল প্রেস ক্লাব সভাপপতি হারুন অর রশিদ খাঁন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *