বরিশাল মহানগর ওয়ার্ড কমিটিগুলো আগামী আন্দোলন-সংগ্রামকারী একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই – মনিরুজ্জামান খান ফারুক

শামীম আহমেদ ॥

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক বলেছেন, আমরা বিগত দিনে দলের ভিতর থাকা সকল অনিয়ম বাতিল করে দলে অনেক পরিবর্তন এনেছি।

আমরা এখানে কেহ স্থায়ীভাবে থাকতে আসি নাই দল আবার নতুন নেতৃত্ব পেলে আমরাও নতুন নেতৃত্বকারীর হাতে ক্ষমতা তুলে দিয়ে যাব।
তার আগে এই বরিশাল মহানগর ওয়ার্ড কমিটিগুলো আগামী আন্দোলন-সংগ্রামকারী একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই।

তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাড়ে ৮ হাজার দুরে বসে দলের হেভিওয়েট নেতাদের সরিয়ে আমাদের মত নগন্য দলীয় কর্মীদের হাতে মহানগর বিএনপিকে ঢেলে সাজানোর সুযোগ দিয়েছে। তাই আমরা সকলকে সাথে নিয়ে কাজ করব এখানে কোন মতভেদাভেদ রাখতে চাইনা।

এর পূর্বে মহানগর বিএনপি ডায়নামিক সদস্য সচিব ও বিসিসি কাউন্সিলর এ্যাড, মীর জাহিদুল কবির জাদি বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দায়ীত্ব দেওয়ার পর আমরা দলের অনেককে ডেকেছি, কল করেছি তারপরেও তারা আমাদের অনেক সমলোচনা করে দলে আসেন নাই।

তাই আমি বলছি আমাদের প্রথম দিক থেকে দলে ছিলেন তাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে।আর যারা আসেন নাই তারাও আমাদের লোক।

তিনি বলেন আমাদের মধ্যে অনেক নেতাই আছেন কর্মী মাঠে নামিয়ে দিয়ে নেতা হয়ে ঘড়ে বসে ঘুমান আমরা তাদের হাতে দলের নেতৃত্ব দেব না।

আমাদের ও দলের মধ্যে স্বচ্ছতা আছে আমরা সেই লক্ষে আপনাদের ঐক্যতা ধরে রেখে কাজ করব। দলের হয়ে কাজ করেন পদের পিছনে যেতে হবে না পদই আপনার কাছে ছুটে যাবে।

আজ রোববার সন্ধা নগরীর স্বরোডস্থ মোহনা ক্লাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে মহানগর বিএনপি’র সাংগঠনিক টিম (৬) এর আয়োজনে ৫নং ওয়ার্ড বিএনপি কর্মী সভায় প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে উপরোক্ত কথা বলেন।

মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও মহানগর সদস্য এ্যাড, আজাদ হোসাইনের সঞ্চলনায় কর্মী সভায় আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হালিম মৃধা,আমন্ত্রিত অতিথি বিসিসি সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম, সাবেক কাউন্সিলর মোঃ মাইনুল হক চিসতি।

এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জু।

এর আগে মহানগর বিএনপি নেতৃবৃন্দ সাংগঠনিক টিম লিডারের উপস্থিতিতে ৫নং ওয়ার্ড বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন দলীয় নেতা কর্মীদের বিভিন্ন কথা শোনেন।

বরিশালে ১৪ নং ওয়ার্ড বিএনপি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

শামীম আহমেদ ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বরিশাল মহানগর বিএনপি (সাংগঠনিক টিম)- ৪ এর আয়োজনে নগরীর ১৪ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক কমিটি গঠন করা উপলক্ষে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০) জুলাই বিকালে নগরীর সিএন্ডবি রোডস্থ হোটেল তাওয়ার কমিনিটি হল রুমে অনুষ্ঠিত হয়।

১৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আমিনুর রহমান মামুনের সভাপতিত্বে ও মহানগর বিএনপি সদস্য এ্যাড, ইমন চাকলাদারের সঞ্চলনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক বিসিসি প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহীদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য আরিফুর রহমান বাবু, মহানগর বিএনপি সদস্য ইয়াসিন আরাফাত,মহানগর বিএনপি সদস্য ও বিসিসি সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম ও মহানগর শ্রমিকদল আহবায়ক ফয়েজ আহমেদ খান।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড নতুন কমিটির সভাপতি প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মঈন, আবুল কালাম রিপন, আবু নওসাদ নিসাদ, এ্যাড, মঈনুল আবেদিন তুহিন, মোসারেফ হোসেন,এ্যাড, নজরুল ইসলাম, কামরুন্নাহার,রেজা ও রিয়াজ প্রমুখ।

এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সহযোগী সদস্যরা মোঃ রফিকুল ইসলাম মঈনকে ১৪ ওয়ার্ড বিএনপির দল ও নেতা কর্মীদের কান্ডারী হিসেবে দেখতে চায়।

বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত।

শামীম আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বরিশাল মহানগর ওয়ার্ড বিএনপিকে নতুন ভাবে ফারুক-জাহিদের নেতৃত্বে ঢেলে সাজাবার লক্ষে সাংগঠনিক (টিম-৩) আয়োজনে নগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭) জুলাই বিকালে নগরীর ২৭ নং ওয়ার্ডস্থ কুদঘাটা বাজার সংলগ্ম স্থানে ঝাক ঝোমক পূর্ণ ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন সদস্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক প্রানবন্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম সদস্য ও সাবেক বিসিসি কাউডিন্সলর হাবিবুর রহমান টিপুর সভাপতিত্বে ও মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আল আমিনের সঞ্চলনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মোঃ মরিুজ্জামান খান ফারুক।

কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব একাধিকবার নির্বাচিত বিসিসি কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ।

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান জাহিদ, মহানগর বিএনপি সদস্য সাইফুল আনাম বিুপু, মহানগর বিএনপি সদস্য এ্যাড, হুমাউন কবীর বাপ্পি,মোঃ জসিম উদ্দিন,জহিরুল ইসলাম লিটু, মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক সাবেক ছাত্র নেতা মশিউর রহমান মঞ্জু।

এখানে ২৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন,ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দিন.বাচ্চু তালুকদার, স্বপন চৌধুরী, সাইফুল ইসলাম, আজিজ গাজী, মামুন তালুকদার, লিটন বাবু জমাদ্দার,ইকবাল তালুকদার,শহিদুল ইসলাম শাহিন,আবুল হোসেন,শহিদুল ইসলাম শহিদপাভেল, তারেক তালুকদার,মোসাঃ রবি বেগম,তসলিম গাজী ও সবুজ তালুকদার প্রমুখ।

এসময় প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, বরিশাল মহানগরীতে বিগত দিনের ব্যাক্তিগত শ্লোগান উঠিয়ে দেওয়া হয়েছে এখানে শুধু দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশ নায়েক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য কোন ব্যাক্তিবিশেষ শ্লোগান কারো মন জয় করার কিছুই নাই।

তারা বলেন দলের ভিতর কোন বিদ্বেশ ও হিংসা- প্রতিহিংসা বাদ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বরিশাল মহানগর বিএনপিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজাবার জন্য আমাদের কাজ করতে পাঠিয়েছে।

আমরাও এখন থেকে সকলকে নিয়ে বরিশাল মহানগর বিএনপিকে একটি শাক্তিশালি দল চেয়ারম্যানকে উপহার দিতে চাই তার জন্য আপনারা আমাদের সাথে আছেন আমরাও আপনাদের সকলকে নিয়ে যেকোন স্বৈরাচারি অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

ইভিএম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়া সেই আ’লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

রইসুল ইমন :

‘ভোট হবে ইভিএম-এ, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই।’
এমন বক্তব্য প্রদান করার কারণে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ জুলাই) জেলা আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে এই নোটিশ দেয়া হয়।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আপনি নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত থাকিয়া জনসম্মুখে ইভিএম-এ ভোট প্রদান সম্পর্কিত অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্ত মূলক বক্তব্য উপস্থাপন করেছেন। যাহা নিম্ন স্বাক্ষরকারীসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। আপনার এরূপ মনগড়া ও ব্যক্তিগত বক্তব্য সারাদেশে গণমাধ্যমে প্রচার হয় ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ইহাতে আপনি সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্নসহ দলীয় শৃঙখলা ভঙ্গ করেছেন। এমতাবস্থায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও দলীয় শৃঙখলা ভঙ্গের দায়ে আপনার বিরুদ্ধে কেন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে না সেজন্য অত্র নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হইলো।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই নাজিরপুর তাঁতেরকাঠী ইউপির উপনির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুকের পক্ষে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে জোবায়দুল হক রাসেল এই বক্তব্য দেয়। যার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মুহূর্তে ভাইরাল হয়। এবিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। অন্যদিকে সোমবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমের এসব খবর নজরে নিয়ে ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত প্রতিবেদন না পাওয়ায় এই ইউপির চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করেছেন নির্বাচন কমিশন।

পদ্মা সেতুতে ছাত্রলীগ সভাপতি জয়ের সেলফি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ডেস্ক রিপোর্ট:

পদ্মা সেতুতে গাড়ি থেকে নেমে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তবে এই নিয়ম উপক্ষো করে সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়৷ এ সময় তার সঙ্গে ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন।

শনিবার (৯ জুলাই) ঈদ উদযাপন করতে নিজ বাড়ি বরিশালে যাচ্ছিলেন ছাত্রলীগ সভাপতি জয়। পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে নিয়ম ভঙ্গ করে তিনি ও তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীরা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলেন।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্য শেয়ার করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।  এইসব ছবিতে দেখা যায়, আল নাহিয়ান খান জয় নিজেই পদ্মা সেতুর ওপরে নেতা-কর্মীদের নিয়ে সেলফি তুলছেন৷

এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। নিয়ম না মেনে সেতুর ওপর ছবি তুলে ফেসবুকে শেয়ার করে জনগণকে নিয়ম ভাঙতে উৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ।

নিলয় রহমান সফিক নামে একজন নেটিজেন লিখেছেন, ‘যেখানে পদ্মা সেতুতে সাধারণ মানুষের  ছবি তোলা নিষেধ। সেখানে ছাত্রলীগের কর্মীরা কিভাবে ছবি তুলে..? তাহলে কি। আওয়ামী লীগ বিধি-নিষেধের বাইরে সমালোচনা করেছেন ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা৷’


সেতুতে সেলফি তোলার সময় জয়ের সঙ্গে ছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিব হোসেন, তিলোত্তমা সিকদার, উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আমানুল্লাহ আমান সাগরসহ আরও কয়েকজন নেতা৷

পদ্মা সেতু উদ্বোধনের আগে গত ২৩ জুন গণবিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে তারা জানায়, পদ্মা সেতুতে যানবাহন দাঁড় করানো, সেতুর ওপর হাঁটাচলা করা বা ছবি তোলা যাবে না।

উদ্বোধনের পরের দিন ২৬ জুন সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় পদ্মা সেতু। ওইদিন অনেকে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি-ভিডিও করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর সেতু কর্তৃপক্ষ পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে ওই নিয়মকানুনের কথা মনে করিয়ে দেয়। সেতুর ওপর যাতে কেউ দাঁড়াতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিতে শুরু করে। সেতুর ওপর হাঁটাচলা করার কারণে ২৭ জুন কয়েকজনকে জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।

এমন প্রেক্ষাপটে ছাত্রলীগ সভাপতি আইন ভঙ্গ করে পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুললেন। স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠেছে।

মহান আল্লাহর প্রতি আনুগত্য, পাপমুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় হজ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

মহান আল্লাহর প্রতি আনুগত্য, পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় শুক্রবার ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ অনুষ্ঠিত হলো। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনীতে মুখরিত হয় এদিন।

হজ পালনে শুক্রবার ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত মুসলমানরা ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হন।

৯ জিলহজ মূল হজের দিন। এদিন হাজিরা আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত থাকেন। তাঁদের কণ্ঠে ছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)।

দুপুর সাড়ে তিনটায় শুরু হয় হজের খুতবা। শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা খুতবা পাঠ করেন। বাংলাসহ ১৪টি ভাষায় হজের খুতবা অনুবাদ করে শোনানো হয়।

খুতবায় শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল ইসা বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যে কল্যাণের পথে চলে। উম্মাহর উচিত একে অপরের প্রতি সহানুভূতির আচরণ করা। আল্লাহর রহমত সহানুভূতিশীলদের একেবারে কাছে।

আরাফার ময়দানে মসজিদে নামিরাতে হজের খুতবা দেয়ার সময় তিনি আরও বলেন, আল্লাহ ছাড়া মুসলমানদের আর কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। আল্লাহ তায়ালা বলেছেন, তার সাথে অন্য কাউকে শরিক না করতে এবং তিনি ছাড়া অন্য কারো কাছে না চাইতে। আল্লাহ তায়লা অত্যন্ত দয়াশীল।

খুতবায় তিনি আর বলেন, আল্লাহ তায়ালা মানুষকে নিজের ইবাদতের জন্য তৈরি করেছেন। আল্লাহ মানুষকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে বলেছেন এবং তাকওয়া অবলম্বন করতে বলেছেন।

মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া হজের অন্যতম ফরজ। এদিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশে রওনা দেন হাজিরা। আরাফাত থেকে মুজদালিফা যাওয়ার পথে মাগরিবের নামাজের সময় হলেও নামাজ পড়া নিষিদ্ধ। সেখানে পৌঁছার পর মাগরিব ও এশার নামাজ একসঙ্গে পড়েন হাজিরা। মুজদালিফার খোলা প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়। কারণ, এই মুজদালিফার খোলা প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটান আদি পিতা হজরত আদম (আ.) ও আদি মাতা হজরত হাওয়া (আ.)। এ মাঠেও কিছুদূর পরপর শৌচাগার রয়েছে।

শয়তানের উদ্দেশে পরপর তিন দিন ছুড়তে ৭০টি পাথর সংগ্রহ করতে মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। ফজরের নামাজ পড়ে দোয়া–দরুদ পড়ে সূর্যোদয়ের কিছু আগে মিনার উদ্দেশে রওনা দেওয়া ও পরে মিনা ময়দানে অবস্থিত তিনটি স্তম্ভ— জামারায় গিয়ে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করা হাজিদের পরবর্তী কাজ।

পাথর নিক্ষেপ–পরবর্তী কাজ হলো দমে শোকর বা কোরবানি করা। হাজিরা কোরবানির টাকা নির্ধারিত ব্যাংকে আগেই জমা দেওয়ায় কোরবানির জন্য নির্ধারিত স্থানে যেতে হবে না। জামারা থেকে বেরিয়ে পুরুষ হাজিদের মাথা মুণ্ডন করতে হয়।

হাজিরা মিনার কাজ শেষে আবার পবিত্র মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক প্রতিবেদন:

বরিস জনসন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিন বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। তবে তার কনজারভেটিভ পার্টি যত দিন না নতুন নেতা নির্বাচিত করছে, তত দিন তিনিই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবেই থাকতে চান বলেও জানিয়েছেন বরিস।

বৃহস্পতিবার (৭ জুলাই) ডাউনিং স্ট্রিট থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় বরিস জনসন নির্বাচনে যারা কনজার্ভেটিভ পার্টিকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান।

দীর্ঘ সময় ক্ষমতা থাকার জন্য লড়াই করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এতদিন আমি ভেবেছি এটি আমার কাজ, আমার কর্তব্য এবং আপনার প্রতি আমার বাধ্যবাধকতা। তাই লড়াই করেছি।

বরিস জনসন বলেন, আমি মন্ত্রিসভাকে বোঝানোর চেষ্টা করেছিলাম প্রধানমন্ত্রী পরিবর্তন করা ‘খামখেয়ালিপনা’ হবে। তবে আমি তার পক্ষে যুক্তি দেখিয়ে সফল হতে পারিনি। এর জন্য আমি দুঃখিত।

এ সময় তিনি ‘রাজনীতিতে কেউই অপরিহার্য নয়’ বলেও মন্তব্য করেন। বরিস জনসন বলেন, আমাদের উজ্জ্বল এবং ডারউইনিয় ব্যবস্থা অন্য নেতা তৈরি করবে।

প্রসঙ্গত, বরিস জনসনকে পদত্যাগ করতে হবে তা স্পষ্ট হয় তার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করার পর। এমন পরিস্থিতি সৃষ্টি হয় অর্থমন্ত্রী ঋষি সুনকের পদত্যাগের পর যাকে সেই পদে বসানো হয়, তিনি-ও বরিসের ইস্তফার দাবি করতে থাকেন। সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ প্রায় ৫০ জনের পদত্যাগের পর শেষ পর্যন্ত সরে দাঁড়াতে রাজি হন বরিস জনসন।

২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে চার জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে দুই হাজার ১৮৩ জন। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭০ শতাংশে। গতকাল করোনায় শনাক্তের সংখ্যা ছিল দুই হাজার ২১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৯ জনের। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ সাত হাজার ৫০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা।

বিরোধীদলীয় নেত্রীর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন পর সুস্থ হয়ে আজ বুধবার সংসদে ফিরেছেন বিরোধী দলীয় নেত্রী জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন এরশাদ। রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চলে যান বিরোধী দলীয় এই নেত্রীর কাছে৷ এসময় প্রধানমন্ত্রীর সহমর্মিতা ও সম্মানবোধ দেখে অভিভূত হন রওশন এরশাদ।

প্রধানমন্ত্রীর পাশে এসময় আরও দেখা যায় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন ও মতিয়া চৌধুরীকে।

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ ইস্যুতে যা বললেন নৌ-প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত সাময়িক। সেতুতে স্পিডগান মেশিন ও সিসি ক্যামেরা বসানোর পরই মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তবে প্রতিমন্ত্রী বলেন, কবে থেকে মোটরসাইকেল চলবে, তা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

মাওয়া প্রান্তে শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল নিয়ে এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ার মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। যানবাহনের চাহিদা যদি থাকে ফেরি চলাচল অব্যাহত থাকবে। শিমুলিয়া ঘাটে এখন ছয়টি ফেরি আছে। যদি চাহিদা না থাকে কোনো ফেরি থাকবে না।

পদ্মা সেতুতে নাট খুলে নেওয়ার বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অসচেতন ও দেশবিরোধী নেতৃত্বের কারণে খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। এ সেতু ভেঙে পড়বে। ওই বক্তব্যের ফলে তাঁর কিছু অনুসারী এ নাট খুলে ফেলে।

২০১৮ সালে এক বক্তব্যে খালেদা জিয়া বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে। সে সেতুতে যেন কেউ না ওঠে। সে প্রসঙ্গের উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অনুসারীরা তাঁর সে বক্তব্য বাস্তবায়নের চেষ্টা করেছেন।

পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোর ভবিষ্যৎ কী জানতে চাইলে তিনি বলেন, লঞ্চ চলাচলে কোনো সমস্যা হবে না। বরং লঞ্চ চলাচল আরও বেশি উপভোগ্য হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু হলেও দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে লঞ্চ চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। লঞ্চমালিকেরা আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে লঞ্চ চালাবেন।