বরিশালে লঞ্চে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:

সদরঘাটে বরিশাল-ঢাকা নৌ রুটের একটি লঞ্চের ক্যান্টিন থেকে রুবেল (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালগামী কীর্তনখোলা-২ লঞ্চের ক্যান্টিন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ইমরান উকিল এতথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে শত্রুতার জেরে মাছ কাটার বটি দিয়ে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি এই লঞ্চেরই ক্যান্টিনে কাজ করতেন। তার ঘাড়ে দু’টি কোপের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ যুবককে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বরিশালে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

নিউজ ডেস্ক:

বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে।

এ উপলক্ষে আবৃত্তি ও শিশু চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০ টায় বরিশাল শিশু একাডেমির আয়োজনে নগরীর হাসপাতাল রোডের শিশু একাডেমি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বরিশালের স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।

অনুষ্ঠানে ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স (এনসিটিএফ) বরিশালের সদস্য এবং সুবিধা বঞ্চিত সহ শিশু একাডেমী শিশু, অভিভাবক এবং প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিদের অংশগ্রহণে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনায় তার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক।

এছাড়া আবৃত্তি ও শিশু চিত্রাংকন প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।

 

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে বরিশালে বর্ধিত সভা

শামীম আহমেদ ॥ আওয়ামীলীগের ২১তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সার্কিট হাউস সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন,‘আওয়ামীলীগ তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

 

এজন্য আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন। যেখানে জেলা ও উপজেলা পর্যয়ের নেতৃস্থানীয়রা তাদের মতামত জানাবেন আগামীতে দল ও নেতৃস্থানীয়রা কি ভাবে জনতার কল্যানে কাজ করবে। এছাড়াও আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে এমন সভা বেশ গুরুত্ব বহন করে।

 

সভার পর সন্ধ্যায় কেন্দ্রীয় নেতাদ্বয় পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ সহ অন্যান্য নেতারা অংশ নেন।

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ইয়াবাসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট:

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস হোস্টেলে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবাসহ এক বহিরাগতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসের এফএম নূর-উর রফি ইন্টার্ন ডক্টরস হোস্টেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহায়তার এই অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশ।

এ সময় ওই হোস্টেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে রিফাত খান রন্টি নামে এক বহিরাগতকে ৫২০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করে তারা। বহিরাগত রিফাত ওই কক্ষে অবৈধভাবে থাকতো বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে রিফাত উপস্থিত পুলিশকে জানিয়েছে তিনি ওই কক্ষে থাকতেন না। ওই কক্ষের এক আবাসিক ইন্টার্ন চিকিৎসকে ইয়াবা সরবরাহ করতে এসে ধরা পড়েন তিনি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্তৃপক্ষের সহায়তায় ইন্টার্ন ডক্টরস্ হোস্টেলের ৩০৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ৫২০পিস ইয়াবা সহ রিফাত খান রন্টি নামে এক বহিরাগতকে আটক করে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। মাদকসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, হাসপাতাল ক্যাম্পাসের সিমানা প্রাচীর সুরক্ষিত নয়। এ কারনে পাশের আলেকান্দা এলাকা থেকে মাদক সেবীরা ছাত্রদের ভয়-ভীতি দেখিয়ে হোস্টেলে মাদক গ্রহণ করে। এসব মাদক সেবনকারী কিংবা বিক্রেতাদের বিরুদ্ধে ছাত্র সমাজের সাহসী হয়ে প্রতিরোধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, মাদক সেবন কিংবা ব্যবসার সাথে হোস্টেলের ইন্টার্ন চিকিৎসকরা জড়িত কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ভিসি নিয়োগের দাবিতে ফের আন্দোলনে ববি’র শিক্ষার্থীরা

ববি প্রতিনিধি:

দীর্ঘ এক মাস আন্দোলন করে ভিসি তাড়িয়েছে শিক্ষার্থীরা। এরপর ৫ মাস কেটে গেছে, কিন্তু নতুন ভিসি নিয়োগ হয়নি। এ কারনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা এবং ফল প্রকাশ আটকে গেছে। স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক এবং উন্নয়নমূলক কাজ। তাই এবার ভিসি নিয়োগের দা্বিতে ফের আন্দোলনে নেমেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ন পদগুলোতে দ্রুত সময়ের মধ্যে যোগ্য কর্মকর্তা নিয়োগের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, মহিউদ্দিন আহমেদ শিফাত, লোকমান হোসেন, ইকবাল মাহমুদ এবং রাজু গাজী সহ অন্যান্যরা। এসময় বক্তারা দ্রত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একযোগ সৎ ও যোগ্য ভিসি নিয়োগের জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

ভিসি তাড়িয়ে আবার কেন ভিসি নিয়োগের আন্দোলন জানতে চাইলে শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ শিফাত বলেন, তৎকালীর ভিসি ছিলো স্বৈরাচার। তার অনিয়ম-দুর্নীতি শিক্ষার্থীরা মুখ বুজে সহ্য করতে পারে না। তাই তাকে তাড়ানোর আন্দোলন করেছেন। কিন্তু দীর্ঘ ৫ মাসেও নতুন ভিসি নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একামেডিক, প্রশাসনিক এবং উন্নয়ন কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখতে তিনি দ্রুত সময়ের মধ্যে একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভিসি নিয়োগের দাবী জানান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানান, দীর্ঘদিন ধরে ভিসি না থাকায় অনেক গুরুত্বপূর্ন সিদ্ধান্ত আটকে আছে। সিন্ডিকেট কমিটি এবং একাডেমিক কাউন্সিলের সভা হয় না দির্ঘদিন ধরে। এমনকি ১৭ ও ১৮ অক্টোবরের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বিভিন্ন বিভাগের ফল প্রকাশ করা যাচ্ছে না। প্রশাসনিক কার্যক্রমও স্থবির। এ অবস্থায় দ্রুত ভিসি নিয়োগ না হলে বিশ্ববিদ্যালয়ে দির্ঘ মেয়াদে অচলাবস্থার সৃস্টি হবে বলে আশঙ্কা তার।

বিশ্ববিদ্যালয়ের হিসেব শাখার সহকারী পরিচালক মো. আতিকুর রহমান জানান, ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে। এ ছাড়া সকল আর্থিক কার্যক্রম থমকে গেছে।

বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন বলেন, ভিসি না থাকার কারনে সকল উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে। ঠিকাদারদের কোটি কোটি টাকার বিল আটকে গেছে। নতুন ভিসি নিয়োগ ছাড়া এই সংকট উত্তরনের কোন পথ নেই।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া বলেন, ভিসি একটি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। তিনি না থানায় সকল কর্মকান্ডে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত সময়ের মধ্যে একজন ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল রাখার জন্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান শিক্ষক নেতা আবু জাফর মিয়া।

এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে করা মন্তব্যকে কেন্দ্র করে একমাসেরও বেশী সময় ধরে শিক্ষার্থী আন্দোলনের মুখে মেয়াদ শেষের আগেই দেড় মাসের ছুটিতে যেতে বাধ্য হন তৎকালীন ভিসি প্রফেস ড. এসএম ইমামুল হক। ছুটি কাটিয়ে গত ২৭ মে শেষ কার্যদিবস অতিবাহিত করেন তিনি। এরপর ট্রেজারার অধ্যাপক ড. মাহবুব হাসান ভিসির রুটিন দায়িত্বে থাকলেও গত ৭ অক্টোবর তার ৪ বছরের মেয়াদ শেষ হয়। এর আগে থেকেই রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকের পদ শূন্য রয়েছে। ২০১২ সালে শিক্ষা কার্যক্রম শুরুর পর আজ পর্যন্ত উপ-উপাচার্য নিয়োগ হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর হলেন এ্যাড. একেএম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। এ কে এম জাহাঙ্গীর ১৯৫৮ সালে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বনেদী মুসলিম কৃষক পরিবারের আট ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। ১৯৭৩ সালে ভাষানচর এস এম হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করে। স্কুল জীবনেরই তিনি রাজনীতিতে হাতেখড়ি নেন। ১৯৬৯ সালের গনঅভ্যুথ্থান ও ১৯৭০ সালের নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭৩ সালে মাধ্যমিক পাশ করে বরিশাল কলেজ ভর্তি হন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিব স্বপরিবারে নিহত হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সামরিক শাসক জিয়াউর রহমানের অত্যাচার নির্যাতন সহ্য করে ছাত্রলীগ পূনর্গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন এবং ১৯৭৯ ও ১৯৮০ সালে দুইবার বরিশাল কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি (ভি পি )নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের ২৪ মার্চ আওয়ামী লীগের ডাকে হরতাল পালন করার সময়ে সাবেক ছাত্রনেতা ও বাকসুর জিএস প্রয়াত শহীদ খান এবং এনামুল হক নকিবের সাথে গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং ১৯৮৫ সালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এরশাদ সরকারের সামরিক শাসন আমলে আবার গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরন করেন। ১৯৯২ সালে বরিশাল আইনজীবী সমিতিতে আইন পেশায় যোগদান করেন। ২০০৪ সালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ২০১৪ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর খালেদা নিজামী জোট সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে বরিশাল মহানগর আওয়ামী লীগে সক্রিয় ভুমিকা পালন করেন এবং ২০০৩ সালে নগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এবং ২০১৬ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে সৎ নির্লোভ রাজনীতিবীদ এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আইনজীবী, রাজনীতিবিদ সহ সমাজের সকল স্তরের নেতৃবৃন্দ।

বরিশালে চোরাই মোবাইলসহ আটক ২

অনলাইন ডেস্ক:

বরিশাল নগরীতে চোরাই মোবাইল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে নগরীর মুনসুর কোয়াটার এলাকা থেকে তাদের আটক করে কোতয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, স্থানীয় দৈনিক আলোকিত বরিশালের ব্যবস্থাপনা সম্পাদক ফরিদুল ইসলাম ও তার সহযোগী মনিরুল ইসলাম তপু।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল ইসলাম পিপিএম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং এদের বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মোবাইল চুরির অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বরিশালে বৃষ্টি থাকবে আরো দুই দিন

অনলাইন ডেস্ক:

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে গত সোমবার (১৪ অক্টোবর)। কিন্তু আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বুধবার দুপুর ১টার আগের ৬ ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজশাহীতে ১৫ মিলিমিটার বৃষ্টিসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে আজ।

আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এখন দেশে ট্রানজিশন পিরিয়ডের (বর্ষার বিদায় আর শুষ্ক মৌসুম বা শীতের আগমন) বৃষ্টি হচ্ছে। আর দু-একদিন হালকা বৃষ্টির পর তা বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘বাংলাদেশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে সত্য। এর মধ্য দিয়ে বর্ষারও বিদায় হলো। মৌসুমী বায়ু বিদায় নিলেও এখন ট্রানজিশন পিরিয়ড চলছে। এই সময় কোনো কারণে বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার (আর্দ্রতা) চলে আসে, তখন হালকা বৃষ্টি হয়। এ রকম মাঝে মাঝেই হয়।’

বিষয়টি আরও ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বঙ্গোপসাগর থেকে কোনো কারণে ময়েশ্চার (আর্দ্রতা) চলে আসা, এটা পূর্ব প্রবাহ। এর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রবাহ থাকলে ওই জায়গায় কনভার্ট হয়ে একটা মেঘমালার তৈরি হয় এবং স্থানীয়ভাবে বৃষ্টি হয়।’

বজলুর রশিদ বলেন, ‘এই বৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী হয় না। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তারপর এটা কমে যায়। আজ এবং আগামীকাল (বৃহস্পতিবার) অল্প বৃষ্টি হয়ে তা আর হবে না।’

রাজধানীর বাড্ডা এলাকায় টানা প্রায় ১ ঘণ্টা বৃষ্টি হয়েছে বুধবার। বিষয়টি নজরে আনলে তিনি বলেন, ‘আজ কিছু কিছু জায়গায় বেশি বৃষ্টি হয়েছে। অধিকাংশ জায়গাতে হালকা বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টি অনেক সময় দীর্ঘক্ষণ ধরে হয়। আজ সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাজশাহীতে, ১৫ মিলিমিটার।’

বুধবার সকালের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার ঢাকায় সূর্য উঠবে ৫টা ৫৬ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে।

২দিনের সফরে বরিশালে আসছেন আবুল হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার:

সরকারী ২ দিনের সফরে বরিশালে আসছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

জানা গেছে ১৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১ টায় সংসদ কমপ্লেক্স এর নিজ বাস ভবন থেকে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওই দিন দুপুর ১.৪০ মিনিটের ফ্লাইটে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হবে।

ওই দিন বিকেল ৩ টায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিবেন। ওই দিন সন্ধ্যা ৭ টায় বরিশাল সার্কিট হাউসে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার সভাপতি এবং সাধারন সম্পাদকদের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় যোগদান করবেন।

পরের দিন ১৮ অক্টোবর শুক্রবার দুপুর ২.৪০ মিনিটের সময় বরিশাল বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানিয়েছেন তার একান্ত সচিব মোঃ খায়রুল বশার।

বরিশালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি

মোঃ শাহাজাদা হীরা:

সকলের হাত পরিচ্ছন্ন থাক এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায় বরিশাল জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে বরিশালের বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায়, জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার হল চত্বর থেকে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার),জনস্বাস্থ্য প্রকৌশল তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস, এম, সহিদুর ইসলাম, সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, সেইন্ট বাংলাদেশ নির্বাহী পরিচালক , কাজী জাহাঙ্গীর কবির, বিভাগীয় সমন্বয়ক ইউনিসেফ বরিশাল, এ এইচ তৌফিক আহাম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর মোঃ মোশারেফ হোসেন, আভাসের নির্বাহী পরিচালক, রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।