বরিশাল আদালতের পাবলিক প্রসিকিউটর হলেন এ্যাড. একেএম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। এ কে এম জাহাঙ্গীর ১৯৫৮ সালে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বনেদী মুসলিম কৃষক পরিবারের আট ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। ১৯৭৩ সালে ভাষানচর এস এম হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করে। স্কুল জীবনেরই তিনি রাজনীতিতে হাতেখড়ি নেন। ১৯৬৯ সালের গনঅভ্যুথ্থান ও ১৯৭০ সালের নির্বাচনী প্রচারে অংশ গ্রহন করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭৩ সালে মাধ্যমিক পাশ করে বরিশাল কলেজ ভর্তি হন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিব স্বপরিবারে নিহত হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর সামরিক শাসক জিয়াউর রহমানের অত্যাচার নির্যাতন সহ্য করে ছাত্রলীগ পূনর্গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন এবং ১৯৭৯ ও ১৯৮০ সালে দুইবার বরিশাল কলেজ ছাত্র সংসদের সহ সভাপতি (ভি পি )নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের ২৪ মার্চ আওয়ামী লীগের ডাকে হরতাল পালন করার সময়ে সাবেক ছাত্রনেতা ও বাকসুর জিএস প্রয়াত শহীদ খান এবং এনামুল হক নকিবের সাথে গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং ১৯৮৫ সালে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এরশাদ সরকারের সামরিক শাসন আমলে আবার গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবরন করেন। ১৯৯২ সালে বরিশাল আইনজীবী সমিতিতে আইন পেশায় যোগদান করেন। ২০০৪ সালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ২০১৪ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর খালেদা নিজামী জোট সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে বরিশাল মহানগর আওয়ামী লীগে সক্রিয় ভুমিকা পালন করেন এবং ২০০৩ সালে নগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এবং ২০১৬ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি জীবনে সৎ নির্লোভ রাজনীতিবীদ এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আইনজীবী, রাজনীতিবিদ সহ সমাজের সকল স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *