মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে মহিপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজের বিরুদ্ধে অপপ্রচার

মহিপুর প্রতিনিধি: মাদক সাম্রাজ্য টিকিয়ে রাখতে এবার মহিপুর থানা ছাত্রলীগে সাধারন সম্পাদক সাইদুর রহমান সবুজ ভুঁইয়ার বিরুদ্ধে সাইবার মিশনে নেমেছেন পটুয়াখালী জেলার মহিপুর থানা ও কুয়াকাটা আওয়ামী লীগের একাংশ। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানা ও কুয়াকাটা পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয় গত ১৯ সেপ্টেম্বর। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মোহাম্মদ ইকবাল হাসান ভুঁইয়া স্বাক্ষরিত মহিপুর থানা কমিটিতে মোঃ শোয়াইব খানকে সভাপতি ও সাইদুর রহমান সবুজ ভুঁইয়াকে সাধারণ সম্পাদক এবং মজিবুজুর্গ রহমানকে সভাপতি ও তাইফুর রহমান হাসান কে সাধারণ সম্পাদক করে কুয়াকাটা পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি ঘোষনার পরই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারে নামে একটি গ্রুপ। এমকি একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে তারা কিন্তু ভিডিওতে দেখা তাদের পক্ষে কমিটি দেয়ার জন্য ১০ লক্ষ টাকার প্রস্তাব জেলা নেতৃবৃন্দ ফেরত দিয়ে আওয়ামী পরিবারের সন্তান প্রকৃত ছাত্রলীগের কর্মিদের দিয়ে কমিটি গঠন করে। জেলা নেতৃবৃন্দের নামে অপপ্রচারে সুবিধা করতে না পেরে কুয়াকাটা পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক কুখ্যাত মাদক ব্যবসায়ী জলদস্যু মাসুদ মোল্লার নেতৃত্বে মিছিল সমাবেশ করে কমিটি বাতিল করার দাবী জানান। কিন্তু পটুয়াখালী ৪আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিপুর থানা আওয়ামী লীগ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, মহিপুর থানার ৪ইউপি চেয়ারম্যান সহ সর্বস্তরের আওয়ামী লীগ সমর্থকেরা কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিলে পিছু হটে ষড়যন্ত্রকারীরা। কিন্তু নতুন ষড়যন্ত্র শুরু করে কুয়াকাটার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান সবুজ ভুইয়াকে নিয়ে। কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, বৃহত্তর লতাচাপলী ইউনিয়নের দেড় যুগের আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মনির উদ্দীন ভুইয়ার সুযোগ্য সন্তান লন্ডনের ইউনিভার্সিটি অব লজের বার এট ল অধ্যায়নরত সুশিক্ষিত সাইদুর রহমান সবুজ ভুইয়াকে নিয়ে। বিএনপি জামায়াত চক্রের সমর্থক একটি পুরাতন ফেইসবুক আইডি এডিট করে সবুজ ভুইয়ার নাম দিয়ে তাকে বিএনপি সমর্থক হিসেবে দাড় করানোর চেষ্টা চালায়। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুর্দিনে উপকুলীয় এলাকায় হাজারো বাধা অতিক্রম করে বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থাকা কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের দাতা মনির উদ্দীন ভুইয়ার পরিবারকে বিএনপি প্রমাণ করতে উঠেপড়ে লাগে এই চক্র। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাদক ব্যবসা, চাদাবাজি, জমি দখল, জলদস্যুতা করে প্রতিদিন পত্রিকায় শিরোনাম হওয়া কুয়াকাটার দানবখ্যাত মোল্লা বাহিনী।যাদের বিরুদ্ধে হাজারও অভিযোগ তাদের সহযোগী একসময়ের ছাত্রদল কর্মী বিভিন্ন সময়ে ছাত্রলীগের বিভিন্ন পদে স্বঘোষিত নেতা মজিবুর রহমান। মোল্লা পরিবারের মাদক ব্যবসা দেখাশুনা কারী মজিবুর এসব অপপ্রচারে মুল হোতা। এব্যাপারে সবুজ ভুঁইয়া বলেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনসর্ট ইডিট করে আমার আইডিতে বিএনপির ছবি সেয়ার দিয়ে দেখানো হচ্ছে আমি এগুলো সেয়ার করছি! আসলে আদৌ কখনো আমি এগুলো সেয়ার তো দূরের কথা লাইকের ও প্রশ্ন ওঠেনা। আর আমার আইডিতে কখনোই এগুলো নেই এবং ছিলোনা! তবে কিছু দিন আগে আমার আইডি হ্যাগ হয়ে ছিল এবং অনেক কষ্ট করে আমি আইডিটিকে উদ্দার করেছি তখন হয়তো কেউ কিছু করতে পারে আমাকে এবং আমার পরিবারকে বিপদে ফেলার জন্য সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না। আমি আওয়ামী পরিবারের সন্তান এবং রক্তের সাথেও আওয়ামীলীগ মিশে আছে। তাই যতই ষড়যন্ত্র করা হোকনাকোন লাভ নাই। আমর জন্ম অাওয়ামী পরিবারে। তবে কেচো খুড়তে গিয়ে সাপ বেড় করে আনবেন না আমি মুজিবের আদর্শের সৈনিক ইনশাআল্লাহ। কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির উদ্দিন ভুঁইয়া বলেন ৫০ বছর আওয়ামী লীগ করি, শত শত বাধা অতিক্রম করে সংগঠনকে এপর্যন্ত নিয়ে এসেছি কোনদিন দলের কাছ থেকে কোন সুবিধা গ্রহন করিনি। বরং অন্যায় অবিচারের প্রতিবাদ করতে গিয়ে পঙ্গুত্ব বরন করেছি কিন্তু আজ বৃদ্ধ বয়সে আমার পরিবারকে জড়িয়ে যে অপ্রচার চালানো হচ্ছে তৃনমূল আওয়ামী লীগ এর জবাব দিবে। জননেত্রী শেখ হাসিনা আমার পরিবার সম্পর্কে অবগত আছেন কোন অপপ্রচার আমার পরিবারকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। মহিপুর থানা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আবদুল মালেক আকন বলেন নব্য আওয়ামী লীগ, যারা দলের নাম করে লুটপাটে জড়িত তারা প্রকৃত আওয়ামী লীগ কর্মিদের বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত। মনির ভুইয়ার রাজনীতি সম্পর্কে গোটা পটুয়াখালী জেলার আওয়ামী লীগ অবগত যারা অপ্রচার করছে তাদের ষড়যন্ত্র সফল হবেনা আমরা এর নিন্দা জানাই। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো বলেন সবুজ ভুঁইয়া আওয়ামী পরিবারের সন্তান, তার বাবা মনির ভুইয়া ৫০ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যারা অপপ্রচারে জড়িত তাদের এসব কর্মকান্ড থেকে তিনি বিরত থাকার জন্য অনুরোধ করেন। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র এস এম রাকিবুল ইসলাম বলেন প্রকৃত আওয়ামী পরিবারের সন্তানদের দিয়ে ছাত্রলীগের কমিটি করা হয়েছে যারা কমিটির বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে তারা শেখ হাসিনার শত্রু। এদের ষড়যন্ত্র সফল হবেনা। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মহিবুর রহমান বলেন ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবেনা। পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সসভাপতি মাহবুবুর রহমান তালুকদার বলেন মনির ভুইয়ার পরিবার সম্পকে যারে অপপ্রচারের লিপ্ত তারা ষড়যন্ত্রকারী এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি ষড়যন্ত্রকারীদের এসব অপকর্ম থেকে বিরত থাকার আহবান জানান।

কলাপাড়ার মহিপুর থানা ও কুয়াকাটা পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় মিষ্টি বিতরন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানা ও কুয়াকাটা পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান শিকদার ও সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক ভূইয়া স্বাক্ষরিত মহিপুর থানা ছাত্রলীগ ও কুয়াকাটা পৌর ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়। কুয়াকাটা পৌর ছাত্রলীগের কমিটিতে-সভাপতি মোঃ মুজিবুর রহমান সাধারণ-সম্পাদক তাইফুর রহমান হাসান এবং মহিপুর থানা ছাত্রলীগের কমিটিতে- সভাপতি মোঃ শোয়াইব খান ও সাধারন-সম্পাদক সাইদুর রহমান সবুজ ভূইয়ার নাম ঘোষনা করে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। ৬ মাস নানা কারণে কমিটি বিলুপ্ত থাকার পর আগামী ১ বছরের জন্য কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও মহিপুর থানা ছাত্রলীগের কমিটি পটুয়াখালী জেলা ছাত্রলীগে পক্ষ থেকে উপহার হিসাবে কমিটি পায় ছাত্রলীগ কর্মীরা। কমিটি ঘোষনার গত বুধবার রাত ৯ টায় এবং গতকাল সকাল। ১০ টায় মৎস্য বন্দর মহিপুর ও কুয়াকাটা পৌর আনন্দ মিছিল ও মিষ্টি বিতড়ন করে কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও মহিপুর থানা ছাত্রলীগের কর্মীরা।এসময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সাধারন-সম্পাদক তাইফুর রহমান হাসান , মহিপুর থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শোয়াইব খান ও মহিপুর থানা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক সাইদুর রহমান সবুজ ভুইয়া সহ শত শত ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলো। আনন্দ মিছিল শেষ মহিপুর থানা ছাত্রলীগের কুয়াকাটা পৌর ছাত্রলীগের পক্ষ থেকে বক্তব্যকালে কুয়াকাটা পৌর ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ-সম্পাদক মোঃ তাইফুর রহমান হাসান বলেন আজ থেকে কুয়াকাটা পৌর ছাত্রলীগের নাম বিক্রী করে কোনো প্রকার মাদক ব্যাবসা চলবে না। কুয়াকাটা পৌর ছাত্রলীগ মাদক ব্যবসার সাথে কোনো আপস করবে না বলে জানান তিনি। ও মহিপুর থানা ছাত্রলীগের পক্ষ থেকে মহিপুর থানা ছাত্রলীগের নব নির্বাচিত সাধারন-সম্পাদক মোঃসাইদুর রহমান সবুজ ভূইয়া বলেন, আজ থেকে মহিপুর থানা ছাত্রলীগ অন্যায়ের বিরুদ্ধ থাকবে।ছাত্রলীগের গ্রুপিং রাজনীতির নামে কোনো ফেস্টুন ছিরতে পারবে না। এসময় মহিপুর থানা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ শোয়াইব খান ছাত্রলীগ কর্মীদের সাথে মতবিনিময় করেন এছাড়া আজ সকালে মহিপুর ও কুয়াকাটা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় কুয়াকাটা ও মহিপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ, মহিপুর থানা এবং কুয়াকাটা পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম টিটো, মহিপুর থানা আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান আবদুল মালেক আকন, মহিপুর ইউপির চেয়ারম্যান আবদুস সালাম আকন, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুস সালাম শিকদার, ধুলাসার ইউপি চেয়ারম্যান আবদুল জলিল মাস্টার, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সুজন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সোহাগ, কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনির উদ্দীন ভুঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদ দেওয়ান সহ সকল স্তরের নেতৃবৃন্দ।

কলাপাড়ায় হত্যা ও গুমের ভয় ভীতি প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলাপাড়া প্রতিনিধিঃ দালাল কতৃক একাধিক মামলা দিয়ে হয়রানি করা ও ভূমি অধিগ্রহনে ক্ষতিপূরণ’র টাকা পেতে বাঁধা প্রদান করাসহ হত্যা, গুম, হুমকি ও ভয় ভীতি প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তোভোগি পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে মিলানায়তনে ওই স্ব-পরিবারের সদস্যদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন মোসাঃ হামিদা বেগম।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন চিহ্নিত দালাল শওকত সরদার একের পর এক হয়রানি মুলক মিথ্যে মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। ইতোমধ্যে ধানখালীতে সরকারের উন্নয়নের ব্যাপক কর্মকান্ড চলছে। এ ইউনিয়নের মধুপাড়া মৌজা ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র ভিত্তিক ভূমিঅধিগ্রহন করা হয়েছে। সেখানে আমার বাবার ১২কড়া জমির উপর বসত ভিটা রয়েছে। এছাড়া আরও ৩৫ কড়া অনাবাদি জমি আধিগ্রহন আওতায় চলে যায় । আমরা দু’বোন শশুর বাড়ীতে থাকায় ক্ষতি পুরনের টাকা উত্তোলনের জন্য স্থানীয় শাহ আলম সরদার’র পুত্র শওকত সরদারকে এল,এ অফিসের দায়িত্ব দেওয়া হয় । তিনি বলেন কাগজপত্র সংশোধন অফিসিয়াল কাগজসহ পার সষ্টিজের টাকা পরিশোধের জন্য সে নগদ এক লক্ষ টাকা ও আমাদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকার চেকের পাতা নিয়ে যায়। এক বছর পার হওয়ার পরও আমারা ক্ষতিপূরনের টাকা বুঝিয়া পাই নাই। উল্টো সে কিছুদিন পর আমার স্বামী বশির উদ্দিন রনির খাবার হোটেলে গিয়ে হামলা চালায়। এ নিয়ে কলাপাড়া থানায় অভিযোগও রয়েছে। যার সি,আর ১৬৪/১৮ নং মামলা চলমান আছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে দুইবার আটক করেছে। এবং প্রতিবার চেক ও টাকা ফেরত দেওয়ার মুচলেকা দিয়ে ছলচাতুরী করে ছার পেয়ে যাচ্ছে। এছাড়াও র‌্যাব-৮ পটুয়াখালীতে অভিযোগ দিলে তাকে আটক করা হলে পূনরায় চেক ও টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করে আদালতের মাধ্যমে মুচলেকা দিয়ে ছাড়া পায়। পরবর্তীতে আমাদের পাওনা বুঝিয়ে না দিয়ে একের পর এক নামে বেনামে মিথ্যা ও হয়রানি ও অপহরণ মামলা দায়ের করছে বলে তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।
এবিষয়ে শওকত সরদার’র সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়ায় চোলাইমদসহ আটক ২

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানা এলাকায় ৪৪২ লিটার চোলাই মদসহ ২ জন আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো মহিপুর থানাধীন আমখোলা রাখাইন পাড়া এলাকার উংথাছি এর ছেলে অংছান (৪৫) ও কুয়াকাটা পঞ্চায়েত পাড়ার চোম্যায়া রাখাইনের ছেলে মংচোমিন (২২)। রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের পটুয়াখালী ক্যাম্পের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রোববার সকালে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সোয়েব আহমেদ খানের (সিনিয়র এএসপি) নেতৃত্বে মহিপুর থানাধীন আমখোলা রাখাইনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অংছান ও মংচোমিনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মোতাবেক অংচানের বসতবাড়ি তল্লাশী করে ৪৪২ লিটার চোলাই মদ উদ্ধার করে । এ ব্যাপারে পটুয়াখালী জেলার মহিপুর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

কলাপাড়ায় বখাটের হামলার প্রতিবাদ

কলাপাড়া প্রতিনিধি: পরীক্ষা চলাকালে স্কুলের সামনে অপেক্ষমান নারী অভিভাবকের ওপর সন্ত্রাসী হামলা, গালাগাল, চেয়ার ভাংচুরের প্রতিবাদে এবং বখাটে প্রিন্স হাওলাদারের বিচারের দাবিতে শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা মানবন্ধন প্রতিবাদ করেছেন। রোববার দুপুরে ধানখালীর কলেজ বাজারের সড়কে মর্নিংস্টার প্রি-ক্যাডেট স্কুলের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা রোববার পরীক্ষা বর্জন করেছে। এসময় বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম মৃধা, বাজার ব্যবসায়ী মান্নান গাজী। বক্তারা বখাটে প্রিন্সকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, স্কুলের সামনে মাহেন্দ্র স্ট্যান্ড করে বখাটে মাদকসেবী প্রিন্স হাওলাদার বখাটেপনা করে বেড়াচ্ছে। রোববার বেলা ১১ টার দিকে পরীক্ষা চলাকালে মহিলা অভিভাবকরা স্কুলের সামনে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। এসময় প্রিন্স হাওলাদার গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। এর প্রতিবাদ করায় দুইটি চেয়ার ভাংচুর করে। তাৎক্ষণিক স্থানীয়রা প্রিন্সকে আটকে রাখে। কিছুক্ষণ পরে তার বাবা হাবিবুর রহমান এসে উদ্ধার করে নেয়। স্থানীয়রা জানায় প্রিন্স এলাকার চিহ্নিত বখাটে। তার নামে কলাপাড়া থানায় একাধিক জিডি রয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী আহম্মেদ জানান, খোঁজ নিয়ে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন। ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, তিনি পিন্সের ব্যাপারে অভিযোগ শুনেছেন। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলেছেন।

কলাপাড়ায় নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধিঃ নির্যাতন নিপীড়ন পাশবিকতা রুখে দাড়াও-বিবেক জাগ্রত করুন মানুষরুপী দানবদের প্রতিরোধ করুন- এই শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় নির্যাতন নিপীড়ন পাশবিক হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ইভাকে ধর্ষন শেষে হত্যা ও ধূলাসার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তুলিকে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কলাপাড়া মহিলা ক্লাব, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও প্রগতি পাঠাগার । এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। নাগরিক কমিটি কলাপাড়া শাখার আহবায়ক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলাপাড়া মহিলা ক্লাব সভাপতি নমিতা দত্ত, পৌর সভার কাউন্সিলর মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেট আকন, প্রভাষক নিজাম উদ্দিন, ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি নীল রতন কুন্ড প্রমূখ। সমাবেশে বক্তরা ইভা’র হত্যাকারীদের ও তুলিকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে মাদকসেবী বখাটে নাঈমের ছুরিকাঘাতে । অপরদিকে গত ১৪ আগস্ট মঙ্গলবার রাত ১০টায় মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামে মাকে ঘরে বেঁধে রেখে কাঠ মিস্ত্রি ইসমাইল হোসেনের মেয়ে ষষ্ঠ শ্রেণীতে ছাত্রী ইভাকে ধর্ষনের

কলাপাড়ায় ফসলী জমি অধিগ্রহন না করার দাবিতে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় তিন ফসলী জমি অধিগ্রহন না করার দাবিতে সহা¯্রাধীক কৃষক পরিবারের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোমবাড়িয়া বাজার সড়কে এই কর্মসূচিতে বিভিন্ন গ্রামের কৃষক নারী পুরুষ এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করে। এলাকাবাসীর দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে তিন ফসলী জমি অধিগ্রহন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সুপেয় পানির খাল ভরাট, তাপ বিদ্যূৎ কেন্দ্র নির্মানের বার কিরোমিটারের মধ্যে পুনরায় ভূমি অধিগ্রহন না করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহনকারীরা “রহিঙ্গারা ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে, ভিটেমাটি শূণ্য হলে আমরা যাবো কোন দেশে?, সেনা কল্যান ফিরে যাও, আশুগঞ্জ ফিরে যাও, আরপিসিএল ফিরে যাও, জীবন দেবো জমি দেবো না” স্লোগান দিয়ে প্রায় ২ ঘন্টা মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক মো. ফরিদ উদ্দিন তালুকদার, আতাউর রহমান উকিল, দলিল উদ্দিন মাতুব্বর, ছালাম মোল্লা, মিজানুর রহমান এবং সাহিদা বেগম উকিল প্রমূখ। এসময় বক্তারা বলেন, ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, তিন ফসলী জমিতে কোন বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য অধিগ্রহন করা হবে না। তার পরও ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে তিন ফসলী জমিতে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য জমি অধিগ্রহন প্রক্রিয়া চলছে। জীবন দিবো, জমি দেবোনা। রক্ত দেবো জমি দেবো না; সেনা কল্যান সংস্থা ফিরে যাও, আরপিসিএল ফিরে যাও।’ উপস্থিত কৃষকরা লিখিত ভাবে জানায়, “আমরা পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া, ধানখালীর ছৈলাবুনিয়া, নিশানবাড়িয়া ও পার্শ¦বর্তী চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেনাকল্যাণ সংস্থা পাঁচজুনিয়া গ্রামের ২ নং ওয়ার্ডে তিনশ একর, ধানখালীর ছৈলাবুনিয়া গ্রামে চারশ একর, নিশানবাড়িয়া গ্রামে ২৯ একর ও চম্পাপুর ইউনিয়নাধীন দেবপুর গ্রামে ২৭০ একর সহ মোট ১ হাজার একর ভূমির সীমানা নির্ধারণ করে অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে সীমানা ম্যাপ ও কাগজ-পত্র দাখিল করেছে। সংস্থাটি স্থানীয় জনসাধারণের বেঁচে থাকার চিন্তা না করে, তাদের মতামত যাচাই না করে জীবিকার একমাত্র উৎস তিন ফসলী ভূমি অধিগ্রহণ করতে চায়। ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামটি শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো একটি ঐতিহ্যবাহী গ্রাম। লোকশ্রূতি আছে প্রায় ১ হাজার বছর আগে পাঁচ জন লোক কোন এক বন্যায় ভেসে এই এলাকায় এসে বসতি স্থাপন করেন। যে কারণে গ্রামটির নাম পাঁচজুনিয়া। গ্রামটির মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট দুইটি বড় খাল। এই খাল দুইটি বন্যা ও অতিবৃষ্টির পানি নিকাষ করে আবার প্রয়োজনে মিষ্টি পানির যোগান দিয়ে গ্রামটিকে সুজলা সুফলা, শস্যভান্ডারে পরিণত করেছে। একটি খালের তীর ঘেষে সারি সারি সাজানো বাড়ী এবং পাকা রাস্তা রয়েছে। রাস্তাটি কলাপাড়া উপজেলা, আমতলী উপজেলা এবং পটুয়াখালী জেলাসহ বাংলাদেশের সকল জেলার সাথে সংযোগ স্থাপন করেছে। গ্রামটিতে ৩ টি সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি এবতেদায়ী ও দাখিল মহিলা মাদ্রাসা, ১ টি কওমী মাদ্রাসা ও লিল্লাহ্্ বোর্ডিং, ১ টি ডিগ্রী কলেজ, ১ টি টেকনিক্যাল কলেজ, ২ টি নূরানী মাদ্রাসা, ১ টি সাইক্লোন সেল্টার কাম সরকারী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি সরকারী পরিবার পরিকল্পনা অফিস, ১ টি ভূমি অফিস, ১ টি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ১ টি সরকারী কমিউনিটি ক্লিনিক, ১টি সরকারী কৃষি গুদামঘর, ২ টি ৬০০ ফুট লম্বা সরকারী পাকা কৃষি ড্রেন, ৩ টি আইপিএম ক্লাব যাতে সরকার ২ মাসের কৃষি প্রশিক্ষণ, ট্রাক্টর, পাওয়ার থ্রেচার, সেচ পাম্প, কয়েক রকমের স্প্রে মেশিন এবং তথ্য প্রযুক্তির জন্য ল্যাপটপ, প্রিন্টার, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় উপকরণ বিনা মূল্যে প্রদান করেছেন, এর মধ্যে একটি ক্লাব বিভাগ শ্রেষ্ঠ কারণ এখানে তথ্য-প্রযুক্তির মাধ্যমে খামার বাড়ী থেকে সরাসরি কৃষকদের পরামর্শ দেওয়া হয়, ব্রিটিশ আমলের ২ টি বিখ্যাত পুরানো বাজারসহ মোট ৩ টি বাজার, ১০ টি এনজিও অফিস, ১ টি এআইসিসি কেন্দ্র, ১৫ টি বড় মৎস খামার সহ ১৫০ টি ছোট-বড় পুকুর, প্রায় ২০ টি পোল্টি ফার্ম, ১ টি খানকা, ১ টি রহমত বাংলা, ১টি শেফা বাংলাÑ যেখানে গ্রামের মানুষদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়, ১৫ টি মসজিদ ও হযরত শাহ্্ সুফি কফিলউদ্দিন আহমেদ (রহ:) এর মাজার শরিফ অবস্থিত। মসজিদগুলোর একটি হচ্ছে মোঘল নক্সায় নির্মিত অতি সুরম্য তিন গম্বুজ পীরানে পীর গালিপুড়ী হযরত শাহ্্ সুফি আফাজ উদ্দিন শাহ্্ (রহ:) জামে মসজিদ। পীরসাহেব হযরত কফিলউদ্দিন আহমেদ (রহ:) নিজে তার যৌবনে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীকালে পীর সাহেবের স্ত্রী মরহুম হাসিনা বানু ও তাঁর কন্যা মা-জী নাহার আল বোখারী মসজিদটিকে সংষ্কার ও আধুনিকায়ন করেন। পাঁচজুনিয়া ও দেবপুর মৌজার বেশ কয়েক একর জমি মসজিদটির নামে দান করা হয়েছে। এখানে বাংলাদেশে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি কোয়ান্টাম মেথডের জনক, গুরুজী শহীদ আল বোখারীর ০১ টি কোয়ান্টাম ফাউন্ডেশন অফিস ও ১ টি মেডিটেশন সেল রয়েছে। প্রতিদিন এখানে বহু লোক ইবাদত ও দর্শণের জন্যে আসে এবং আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের জন্যে কোয়ান্টাম সেলে মেডিটেশন করে। এছাড়া অতি গুরুত্বপূর্ণ ১ টি চারশত বছর পুরানো আমলের দীঘি আছে যা আধ্যাতিক পুরুষ হযরত কফিল উদ্দিন আহমেদ (রহ:) এর পূর্ব পুরুষেরা পবিত্রতা অর্জন ও সুপেয় মিষ্টি পানির জন্যে খনন করেছিলেন। জমিদার কন্যা, পীরসাহেবের মাতা ছিলেন শিক্ষিত ও পরম শ্রদ্ধেয়। এলাকার লোকজন তাকে আম্মাজান বলে ডাকেন। তাই পীরসাহেব মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দীঘিিটর নামকরণ করেন আম্মাজান দীঘ।ি সর্বশেষ ২০০৯ সালে পীরসাহেবের কন্যা ও গুরুজী শহীদ আল বোখারীর পরমা স্ত্রী মা-জী নাহার আল বোখারী দীঘিিটকে সংষ্কার করে সৌন্দর্য বর্ধন করেন। দীঘিিট আমাদের দেশের পুরানো ঐতিহ্য এবং গর্ব। দীঘিটি সহ সকল স্থাপনা ও অফিস এবং তিন ফসলী সরস জমি টিকিয়ে রাখার জন্য জোর অনুরোধ করছি। আমাদের দেবপুর গ্রামটি প্রাকৃতিক পরিবেশে ভরপুর অতি সুন্দর ছোট্ট একটি ঐতিহ্যপূর্ণ গ্রাম। এ গ্রামের সাথে প্রায় ১ হাজার বছর আগের স্মৃতিজড়িত। লোকশ্রূতি আছে ষোল দরুন এলাকার মধ্যে সবচেয়ে বেশি সনাতন ধর্মের পুজারী এই গ্রামে বাস করত। তৎকালীন সময় পূজা-আর্চনার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় গ্রামটির নামকরণ করা হয় দেবপুর। এখানে রাবনাবাদ নদীর তীর ঘেষে সনাতনধর্মীদের সারি সারি বাড়ী এবং বেশ কয়েকটি বিখ্যাত মন্দির ও উপাসনালয় ছিল যেগুলো আগুনমুখোর তান্ডবে নদীগর্ভে হারিয়ে গেছে। পরবর্তিতে গ্রামটি অধিক সুফসলা হওয়ায় ফরিদপুর থেকে আমাদের পূর্বপুরুষরা এখানে মাইগ্রেট করে দেবপুর খালটির তীরে বসতি স্থাপন করে এবং বর্তমান পর্যন্ত আমরা তাদের উত্তরসুরী সুখে শান্তিতে এ গ্রামে বসবাস করছি। গ্রামের পূর্বপাশে রয়েছে রাবনাবাদ নদী এবং পশ্চিম পাশে রয়েছে ফসলের মিষ্টি পানির উৎস ‘দেবপুর খাল’। খালটি দেবপুর গ্রাম থেকে ধানখালী ইউনিয়নাধীন পাঁচজুনিয়া গ্রামকে বিভাজিত করেছে। রাবনাবাদ নদী ও দেবপুর খাল দুটোই আমাদের গ্রামের জন্য আর্শি¦বাদ স্বরূপ। আউশ ও আমন মৌসুমে মাঝেমাঝে নদী থেকে পলিযুক্ত পানি গ্রামের মাঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে খাল দিয়ে নিকাষ হয়। এতে মাঠের ভূমি হয় উর্বর, সরস ও সুফসলা। আবার বোরো ও রবি মৌসুমে খালের মিষ্টি পানি ব্যবহার করে গ্রামের কৃষকরা লক্ষ লক্ষ টাকার বোরোধান, তরমুজ,বাদাম,মরিচ, বিভিন্ন প্রকার ডাল,তেলবীজ ও নানা রকমের শাক-সবজি উৎপাদন করে। আমাদের গ্রামের উৎপাদিত ফসল পটুয়াখালী জেলাসহ অনেক জেলার খাদ্য চাহিদা পূরণ করে আসছে। এছাড়া গ্রামটিতে রয়েছে প্রায় ৬০০(ছয়শত) কৃষি পরিবার, ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭ টি মসজিদ, ১০০টি এর অধিক মৎস খামার ও পুকুর, বেশ কয়েকটি পোল্ট্রি খামার, ২ টি আইপিএম ক্লাব। রাবনাবাদ নদীতে বড় আকারের ভেরীবাঁধ থাকায় গ্রামের সকল কৃষকরা গরু,মহিষ,ছাগল ও ভেরা পালন করে বেশ লাভবান হচ্ছেন।এমন ঐতিহ্যপূণর্, ৩ (তিন) ফসলা গ্রামটিকে কোম্পানীর অধিগ্রহণের হাত থেকে রক্ষা করার বিনীত অনুরোধ করছি। ধানখালীর ছৈলাবুনিয়া ও নিশানবাড়িয়া গ্রাম দুইটিও বেশ সুন্দর এবং ঐতিহ্যপূর্ণ। আশুগঞ্জ কোম্পানী পাঁচজুনিয়া ও দেবপুর গ্রামের উত্তর দিকের অর্ধেক অংশ অধিগ্রহণের জন্য ৩ ও ৬ ধারার নোটিশ করেছে যেটুকু বাকি আছে তাও যদি সেনাকল্যাণ সংস্থা অধিগ্রহণ করে,তাহলে আমাদের শেষ সম্বলটুকু শেষ হয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের বুক থেকে গ্রাম দুটি মুছে যাবে। ইতিপূর্বে ধানখালী থেকে নর্থ-ওয়েস্ট-১৩২০ মেঘাওয়াট, আরপিসিএল-১৩২০ মেঘাওয়াট, আশুগঞ্জ-১৩২০ মেঘাওয়াট, সিমেন্স-৩৬০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৩ হাজার একর ভূমি অধিগ্রহণ করেছে। এখন যদি সেনাকল্যাণ সংস্থা আরো ১এক হাজার একর ভূমি অধিগ্রণ করে তাহলে ধানখালীতে তিন ফসলী জমির কোন চিহ্ন থাকবে না। তাছাড়া একটি ইউনিয়ন থেকে পাঁচ টি পাওয়ার প্লান্টের জন্য সকল তিন ফসলী জমি অধিগ্রহণ করা খুবই অমানবিক।
মননীয় প্রধানমন্ত্রী ১০নভেম্বর,২০১৬ তারিখ একনেকের এক বৈঠকে তিন ফসলী ধানী জমিতে বিদ্যুৎ কেন্দ্র না করার নির্দেশ দিয়েছেন। পাঁচজুনিয়া, ধানখালীর ছৈলাবুনিয়া, দেবপুর ও নিশানবাড়িয়া গ্রামের সকল জমি তিন ফসলী উর্বর, সরস। গ্রামগুলোর ৮০% লোক কৃষিজীবী। এখানে আউশ, আমন, বোরোসহ কোটি কোটি টাকার তরমুজ, বিভিন্ন প্রকার ডাল, তেলবীজ, মরিচ, বাদাম, পিঁয়াজ, রসুন ও বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদিত হয়। গ্রামগুলোর মাটি দো-আঁশ ও পলির মিশ্রণ হওয়ায় কৃষকরা ১২ মাসই কোন না কোন ফসল ঘরে তোলে। কৃষি কাজই গ্রামের জনসাধারণের জীবিকার একমাত্র উৎস, তাছাড়া জীবিকার জন্য অন্য কোন কাজ তাদের জানা নেই। তাই পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটে-মাটি, গোরস্থান এবং জীবিকার একমাত্র উৎস ত্রিফসলা উর্বর জমি অধিগ্রহণ না করার অনুরোধ করছি। জাতীয় ভূমি ব্যবহার নীতি ২০০১ এবং কৃষি জমি সুরক্ষা আইন ২০১৫-এ বলা হয়েছে যে, দুই বা তিন ফসলী জমিতে সরকারী/বেসরকারী কোন অবস্থাতেই ভূমি অধিগ্রহণ করা যাবে না। একই মৌজা থেকে দুইবার জমি অধিগ্রহণ করা যাবে না। এমনকি তিন ফসলী জমিতে বসতভিটা তৈরি করতে হলেও সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। শিল্পনীতি অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় কোন শিল্প, কলকারখানা, ইটের ভাটা নির্মান করা যাবে না। জনস্বাস্থ্যের ক্ষতি না হয়, এমন দূরত্ব বজায় রেখে জনশূন্য এলাকায় শিল্প-কারখানা স্থাপন করতে হবে। আন্তর্জাতিক পরিবেশ আইন অনুযায়ী দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে ১২ কিলোমিটারের অধিক হতে হবে। প্রাকৃতিকভাবে সৃষ্ট সকল প্রকার নদী, খাল ও সুপেয় পানির উৎস সংরক্ষণ করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ধানখালী ও চম্পাপুরে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যেসব কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা জাতীয় ভূমি ব্যবহার নীতি ২০০১ এবং কৃষি জমি সুরক্ষা আইন ২০১৫, আন্তর্জাতিক পরিবেশ আইন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ৩ (তিন) ফসলী জমি অধিগ্রহণ না করার নির্দেশনা ১০ নভেম্বর,২০১৬ (দৈনিক যুগান্তর) এসকল বিধি-বিধান ও নির্দেশনা উপেক্ষিত হচ্ছে। উপর্যুক্ত বিষয় বিবেচনা পূর্বক আমাদের পাঁচজুনিয়া, ধানখালী (ছৈলাবুনিয়া) ও দেবপুর গ্রামবাসীর বেঁচে থাকার শেষ সম্বল এই ৩ তিন ফসলী জমি রক্ষা করে সেনাকল্যাণ সংস্থাকে অন্য কোন এলাকার অনাবাদি বা পতিত জমিতে স্থানান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শত শত নারী পুরুষ ও শিক্ষার্থীরা কর্মসূচি সফল করার জন্য সোমবাড়িয়া বাজারে অবস্থান করেন। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মাছুমুর রহমান বলেন, ‘ওই এলাকায় নানান ধরণের উন্নয়ন কাজের জন্য জমি অধিগ্রহন করা হচ্ছে। এখনও আমরা আগে পূনর্বাসন, তারপর অধিগ্রহনের কথা বলেছি। মানুষের অকল্যান হবে এমন কোনো কাজ সরকার করবেনা। তারপরেও কোনো মানুষ যদি ক্ষতির শিকার হয়, তাঁরা আমাদের কাছেইতো বলতে পারে। আমরা মানুষের স্বার্থের বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।’

বরিশালের দুই জেলায় সহস্রাধিক কৃষকের সর্বনাশ

মো:মিজানুর রহমান, বরগুনাঃ কৃষকের বীজ ধান নিয়ে প্রতারনা করা ও বিএডিসির সুনাম ক্ষুন্নকারী সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা এখনও  প্রশাসনের  ধরা ছোয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে।  উপকূলীয় দু”জেলা বরগুনার তালতলী উপজেলায় ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এবং কুয়াকাটায় বীজ ধানের কৃত্রিম সঙ্কট তৈরি করে বিএডিসির দেয়া সঠিক বীজ না দিয়ে ভেজাল ও স্থানীয় বীজ প্যাকেট করে বরগুনা ও পটুয়াখালী দুই জেলার প্রায় সহশ্রাধিক কৃষকের সর্বনাশ করার ঘটনায় অভিযুক্ত ডিলার কচুপাত্রা বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আবু বাহিনীর প্রধান প্রতারক আবু মিয়া (৩৮) ও উক্ত সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্য আবুর ভাই জয়নাল (৪২), ভাতিজা কাইয়ুম (২২), মামা চান মিয়া (৪৩), মামাতো ভাই ইব্রাহিম (২৫), আবুর স্ব- স্ত্রী (৩০), ও তার মামী চান মিয়ার স্ত্রী খাদিজা বেগম (৩৯), মামাতো ভাই ইব্রাহিম মৃধার স্ত্রী ফতেমা বেগম (২২) ও  এর সাথে জরিত অসাধু কর্মচারীসহ প্রতারক চক্রের সদস্যরা  এখনও প্রশাসনের ধরা ছোয়ার বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

সরেজমিনে জানাগেছে, বরগুনার তালতলী উপজেলার  ৪নং শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা গ্রামের মৃতু সেকান্দার আলী হাং এর ছোট ছেলে আবু বাহিনীর প্রধান প্রতারক আবু মিয়া তার নিজের ক্ষেতে বিজ ধান শুকিয়ে পরিকল্পিত ভাবে গুদামে রেখে দিয়ে ও যশোর থেকে রাতের আধারে ট্রাক ভর্তি ধান এনে দোকানের পিছনে বসে আবুর স্ব-স্ত্রী ও তার মামী চান মিয়ার স্ত্রী দারা কুলা দিয়ে ঝেড়ে পরিস্কার করে প্যাকেট করে সরল মনা কৃষকদের মাঝে চরা মূল্যে বিক্রি করে এ ভাবে প্রতারনা করে বলে উপস্থিত স্থানীয়রা জানায়।

সরেজমিনে আরও জানাজায়, প্রতারক আবু মিয়া চলতি আমন মৌসুমে উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মচারীদের সহযোগীতায় ও বিএডিসির অসাধু কর্মচারীদের যোগসাযোসে বীজের বস্তা সেলাই করা মেশিনসহ ছিলমারা খালি বস্তা সংগ্রহ করে কচুপাত্রা বাজারে আবুল মার্কেট এর পিছনে ও দোতালায় বসে লোকাল ধান বস্তা ভরে মেশিন দিয়ে সেলাই করে প্যাকেট করে। কখনো কখনো আবার সুযোগ বুঝে কচুপাত্রা বটতলা সোনালী মসজিদের পাশে অবুর নিজ বাড়িতে বসে প্যাকেট করে এবং প্যাকেটের গায়ে ধানের জাতের নাম ওভার রাইটিং করে ব্রি ২৮ কেটে ব্রি ২৩ ধান লিখে, প্যাকিং এর তারিখ ২ অক্টোবর ২০১৬ কে ওভার রাইটিং করে ২ অক্টোবর ২০১৮ করে উপজেলার একমাত্র  ডিলার আবুল তার মামা চান মিয়ার টমটমে করে ও মামাতো ভাই ইব্রাহিম মৃধার অটোতে করে বহন করে তালতলী উপজেলার বিভিন্ন বাজারে ও পার্শবর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার বিভিন্ন স্থানে অন-অনুমোদিত খুচরা বীজ বিক্রেতা দ্বারা হাজারো কৃষকদের  মাঝে বিএডিসির সঠিক বীজ না দিয়ে আবু তার নিজের প্যাকেট করা বোর মৌসুমের স্থানীয় ও যশোরের খোলা বাজার থেকে আনা নিম্নমানের বীজ প্রতারোনার মাধ্যমে বিতরন করে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। যশোর থেকে আনা বীজগুলো যে সকল কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছিল অপরিপক্ক অবস্থায় সে সকল বীজে ফলন আসায় কৃষকদের মাঝে হৈচৈ শুরু হয়।

স্থানীয়রা  আরও জানান, বিএডিসির প্যাকেটজাত ধানের বীজের প্যাকেটে জাত পরিবর্তন করে, কাটা ছেড়া করে মেয়াদ উত্তীর্ণ, অন্যজাতের স্থানীয় বীজধান প্যাকেটে ভরে কৃষকের সর্বনাশ করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ চিহ্নিত হওয়া পরও প্রশাসন উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যাবস্থা না নিলে প্রকৃত কৃষকদের বিএডিসির প্রতি আস্থা কমে আসবে বলে অভিজ্ঞ মহলের ধারনা।

খোঁজ নিয়ে আরও জানাযায়, আবুর বিরুদ্ধে এলাকায় এধরনের অভিযোগের আর শেষ নেই। অন্যের অর্থ সম্পদ লুট-পাট, সরকারী জমি দখল, পাবলিক টয়লেট ভাংচুরসহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তালতলীতে আবু বাহিনী তান্ডব! শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তর সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে ইতি পূর্বে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। শুধু ভয়ে আবু বাহিনীর প্রধান আবু ও তার লোকদের বিরুদ্ধে স্থানীয় লোক মুখ খুলতে সাহস পায়না কারন উপকলীয় অঞ্চল জুড়ে এর রয়েছে বিশাল গ্যাং, যার ফলে এ চক্রের কাছে স্থানীয় লোক অসহায়।

তালতলীর স্থানীয় কচুপাত্রা বাজারে এভাবে একটি নকল বীজ কারখানার খবর সে সময় বীজ বহনকারী টমটম,অটো চালক ও কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের কাছ থেকে সর্ব প্রথম প্রকাশ পায়। ঘটনাটি তখন  লোকমুখে ব্যাপক জানাজানি হলে আবু বাজারে তার ঘর থেকে ধান সড়িয়ে তার বাড়ির পাশে মামাতো ভাই ইব্রাহিম মৃধার ঘরে লুকিয়ে রেখে সেখান থেকে বস্তা ভরে সেলাই করে প্যাকেট করে। ঐ সময়ে স্থানীয় কৃষি অফিসের লোকজন এসে বিষয়টির সত্যতা পেয়ে লাইসেন্স বাতিল করে দেওয়ার জন্য ব্যাপক  চাপ প্রয়োগ করে। তখন আপায় উপায় না পেয়ে মুচলেকার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তপক্ষের সাথে আবুর আপোশ হয়েছে বলে জানাগেলেও  সে সময় উদ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জোড়ালে ভাবে আমলে নেয়নি, যার ফলে আজ হাজারো কৃষকের সর্বনাশ। কয়েক একর কৃষি জমি অনাবাদী থাকার আশংঙ্কা।

এ ব্যাপারে দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতির শিকার কৃষকের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। সরেজমিনে যানাযায়, কোন কোন কৃষকের  ১০ থেকে ১৫ বিঘা পর্যন্ত কারও তার চেয়েও বেশি জমির বীজ অপ্রাপ্ত অবস্থায় ফলে গেছে। এমতবস্থায় কৃষি অফিস বীজের চারা দিচ্ছে ১ বিঘা জমির শেষ সময়ে বীজের চরম সংকট থাকার কারনে অনেক কৃষি জমি অনাবাদী থাকার আশংঙ্কা।

এতে আগামী আমন মৌসুমে বরগুনা ও পার্শবর্তী পটুয়াখালী জেলা সহ তালতলী উপজেলার প্রায় কয়েক হাজার একর জমিতে আমন ফসল না পাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা তাদের ক্ষতি পোশনোর জন্য সরকারের সার্বিক সহযোগীতাসহ উক্ত সঙ্গবদ্ধ প্রতারক চক্রকে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে এর সঠিক বিচারের দাবী জানান।

কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে

কলাপাড়া প্রতিনিধিঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে কলাপাড়ার রজপাড়া নামক স্থানে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে স্বর্ণা পরিবহন (ভোলা-জ-১০০-১১) নামের বাসটি নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনার শিকার হয়। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে আহত মিলাল রায়, আবুল বাসার, মনিরুল ইসলাম, জিয়াউল হাসান, জাহিদুল ইসলাম, খলিল, নূরু হক, হাসান, আকলিমা, লুৎফুর নাহার, রুপা, দিনা, ওসমান, গোলাম মোস্তফা ও সফিয়াকে স্থানীয়রা গুরুতর আবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা জানান, চালক বেপরোয়া গতিতে পটুয়াখলী থেকে আসছিল। রজপাড়া নামক স্থানে আসার পর অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনার কবলে পড়ে। বাসে থাকা সবাই কম বেশি আহত হয়েছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার মো. কামরুজ্জামান জানান, আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
কলাপাড়া থানার ওসি(তদন্ত)মো. আলী আহম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পটুয়াখালীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

কুয়াকাটা প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে নবম শ্রেণির ছাত্রী তুলি আক্তার। শনিবার সকাল সাড়ে নয়টায় স্কুল গেটে তুলিকে ছুরিবিদ্ধ করা হয়। শিক্ষকসহ স্থানীয়রা আহত তুলিকে গুরুতর অবস্থায় কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। স্থানীয়রা বখাটে নাঈমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সূত্র জানিয়েছে, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তুলি প্রতিদিনের মতো স্কুলে আসছিল। একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বখাটে নাঈম তাকে উত্যক্ত করত। তার কুপ্রস্তাবে সম্মতি না দেয়ায় পেটে ছুরি ঢুকিয়ে দেয়। বখাটে নাঈম ও ছাত্রী তুলির বাড়ি ধুলাসার গ্রামে। শ্রমজীবি সলেমানের ছেলে নাঈম গেল বছর এসএসসি পরীক্ষায় ফেল করে মাদকাসক্ত হয়ে পড়ে। বখাটেপনা করে বেড়াচ্ছিল।

কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, ছুরিটি পেটের গভীরে বিদ্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে ৫/৬ ইঞ্চি গভীর ক্ষত হতে পারে। নাড়িভুরিতে গুরুতর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, নাঈমকে আটক করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।