কলাপাড়ায় ফসলী জমি অধিগ্রহন না করার দাবিতে মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় তিন ফসলী জমি অধিগ্রহন না করার দাবিতে সহা¯্রাধীক কৃষক পরিবারের সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোমবাড়িয়া বাজার সড়কে এই কর্মসূচিতে বিভিন্ন গ্রামের কৃষক নারী পুরুষ এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করে। এলাকাবাসীর দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে তিন ফসলী জমি অধিগ্রহন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সুপেয় পানির খাল ভরাট, তাপ বিদ্যূৎ কেন্দ্র নির্মানের বার কিরোমিটারের মধ্যে পুনরায় ভূমি অধিগ্রহন না করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহনকারীরা “রহিঙ্গারা ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে, ভিটেমাটি শূণ্য হলে আমরা যাবো কোন দেশে?, সেনা কল্যান ফিরে যাও, আশুগঞ্জ ফিরে যাও, আরপিসিএল ফিরে যাও, জীবন দেবো জমি দেবো না” স্লোগান দিয়ে প্রায় ২ ঘন্টা মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক মো. ফরিদ উদ্দিন তালুকদার, আতাউর রহমান উকিল, দলিল উদ্দিন মাতুব্বর, ছালাম মোল্লা, মিজানুর রহমান এবং সাহিদা বেগম উকিল প্রমূখ। এসময় বক্তারা বলেন, ‘প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, তিন ফসলী জমিতে কোন বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য অধিগ্রহন করা হবে না। তার পরও ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে তিন ফসলী জমিতে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য জমি অধিগ্রহন প্রক্রিয়া চলছে। জীবন দিবো, জমি দেবোনা। রক্ত দেবো জমি দেবো না; সেনা কল্যান সংস্থা ফিরে যাও, আরপিসিএল ফিরে যাও।’ উপস্থিত কৃষকরা লিখিত ভাবে জানায়, “আমরা পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া, ধানখালীর ছৈলাবুনিয়া, নিশানবাড়িয়া ও পার্শ¦বর্তী চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি সেনাকল্যাণ সংস্থা পাঁচজুনিয়া গ্রামের ২ নং ওয়ার্ডে তিনশ একর, ধানখালীর ছৈলাবুনিয়া গ্রামে চারশ একর, নিশানবাড়িয়া গ্রামে ২৯ একর ও চম্পাপুর ইউনিয়নাধীন দেবপুর গ্রামে ২৭০ একর সহ মোট ১ হাজার একর ভূমির সীমানা নির্ধারণ করে অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে সীমানা ম্যাপ ও কাগজ-পত্র দাখিল করেছে। সংস্থাটি স্থানীয় জনসাধারণের বেঁচে থাকার চিন্তা না করে, তাদের মতামত যাচাই না করে জীবিকার একমাত্র উৎস তিন ফসলী ভূমি অধিগ্রহণ করতে চায়। ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামটি শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো একটি ঐতিহ্যবাহী গ্রাম। লোকশ্রূতি আছে প্রায় ১ হাজার বছর আগে পাঁচ জন লোক কোন এক বন্যায় ভেসে এই এলাকায় এসে বসতি স্থাপন করেন। যে কারণে গ্রামটির নাম পাঁচজুনিয়া। গ্রামটির মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট দুইটি বড় খাল। এই খাল দুইটি বন্যা ও অতিবৃষ্টির পানি নিকাষ করে আবার প্রয়োজনে মিষ্টি পানির যোগান দিয়ে গ্রামটিকে সুজলা সুফলা, শস্যভান্ডারে পরিণত করেছে। একটি খালের তীর ঘেষে সারি সারি সাজানো বাড়ী এবং পাকা রাস্তা রয়েছে। রাস্তাটি কলাপাড়া উপজেলা, আমতলী উপজেলা এবং পটুয়াখালী জেলাসহ বাংলাদেশের সকল জেলার সাথে সংযোগ স্থাপন করেছে। গ্রামটিতে ৩ টি সাইক্লোন সেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাধ্যমিক বিদ্যালয়, ১ টি এবতেদায়ী ও দাখিল মহিলা মাদ্রাসা, ১ টি কওমী মাদ্রাসা ও লিল্লাহ্্ বোর্ডিং, ১ টি ডিগ্রী কলেজ, ১ টি টেকনিক্যাল কলেজ, ২ টি নূরানী মাদ্রাসা, ১ টি সাইক্লোন সেল্টার কাম সরকারী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ১টি সরকারী পরিবার পরিকল্পনা অফিস, ১ টি ভূমি অফিস, ১ টি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ১ টি সরকারী কমিউনিটি ক্লিনিক, ১টি সরকারী কৃষি গুদামঘর, ২ টি ৬০০ ফুট লম্বা সরকারী পাকা কৃষি ড্রেন, ৩ টি আইপিএম ক্লাব যাতে সরকার ২ মাসের কৃষি প্রশিক্ষণ, ট্রাক্টর, পাওয়ার থ্রেচার, সেচ পাম্প, কয়েক রকমের স্প্রে মেশিন এবং তথ্য প্রযুক্তির জন্য ল্যাপটপ, প্রিন্টার, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ প্রয়োজনীয় উপকরণ বিনা মূল্যে প্রদান করেছেন, এর মধ্যে একটি ক্লাব বিভাগ শ্রেষ্ঠ কারণ এখানে তথ্য-প্রযুক্তির মাধ্যমে খামার বাড়ী থেকে সরাসরি কৃষকদের পরামর্শ দেওয়া হয়, ব্রিটিশ আমলের ২ টি বিখ্যাত পুরানো বাজারসহ মোট ৩ টি বাজার, ১০ টি এনজিও অফিস, ১ টি এআইসিসি কেন্দ্র, ১৫ টি বড় মৎস খামার সহ ১৫০ টি ছোট-বড় পুকুর, প্রায় ২০ টি পোল্টি ফার্ম, ১ টি খানকা, ১ টি রহমত বাংলা, ১টি শেফা বাংলাÑ যেখানে গ্রামের মানুষদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়, ১৫ টি মসজিদ ও হযরত শাহ্্ সুফি কফিলউদ্দিন আহমেদ (রহ:) এর মাজার শরিফ অবস্থিত। মসজিদগুলোর একটি হচ্ছে মোঘল নক্সায় নির্মিত অতি সুরম্য তিন গম্বুজ পীরানে পীর গালিপুড়ী হযরত শাহ্্ সুফি আফাজ উদ্দিন শাহ্্ (রহ:) জামে মসজিদ। পীরসাহেব হযরত কফিলউদ্দিন আহমেদ (রহ:) নিজে তার যৌবনে মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীকালে পীর সাহেবের স্ত্রী মরহুম হাসিনা বানু ও তাঁর কন্যা মা-জী নাহার আল বোখারী মসজিদটিকে সংষ্কার ও আধুনিকায়ন করেন। পাঁচজুনিয়া ও দেবপুর মৌজার বেশ কয়েক একর জমি মসজিদটির নামে দান করা হয়েছে। এখানে বাংলাদেশে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি কোয়ান্টাম মেথডের জনক, গুরুজী শহীদ আল বোখারীর ০১ টি কোয়ান্টাম ফাউন্ডেশন অফিস ও ১ টি মেডিটেশন সেল রয়েছে। প্রতিদিন এখানে বহু লোক ইবাদত ও দর্শণের জন্যে আসে এবং আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের জন্যে কোয়ান্টাম সেলে মেডিটেশন করে। এছাড়া অতি গুরুত্বপূর্ণ ১ টি চারশত বছর পুরানো আমলের দীঘি আছে যা আধ্যাতিক পুরুষ হযরত কফিল উদ্দিন আহমেদ (রহ:) এর পূর্ব পুরুষেরা পবিত্রতা অর্জন ও সুপেয় মিষ্টি পানির জন্যে খনন করেছিলেন। জমিদার কন্যা, পীরসাহেবের মাতা ছিলেন শিক্ষিত ও পরম শ্রদ্ধেয়। এলাকার লোকজন তাকে আম্মাজান বলে ডাকেন। তাই পীরসাহেব মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দীঘিিটর নামকরণ করেন আম্মাজান দীঘ।ি সর্বশেষ ২০০৯ সালে পীরসাহেবের কন্যা ও গুরুজী শহীদ আল বোখারীর পরমা স্ত্রী মা-জী নাহার আল বোখারী দীঘিিটকে সংষ্কার করে সৌন্দর্য বর্ধন করেন। দীঘিিট আমাদের দেশের পুরানো ঐতিহ্য এবং গর্ব। দীঘিটি সহ সকল স্থাপনা ও অফিস এবং তিন ফসলী সরস জমি টিকিয়ে রাখার জন্য জোর অনুরোধ করছি। আমাদের দেবপুর গ্রামটি প্রাকৃতিক পরিবেশে ভরপুর অতি সুন্দর ছোট্ট একটি ঐতিহ্যপূর্ণ গ্রাম। এ গ্রামের সাথে প্রায় ১ হাজার বছর আগের স্মৃতিজড়িত। লোকশ্রূতি আছে ষোল দরুন এলাকার মধ্যে সবচেয়ে বেশি সনাতন ধর্মের পুজারী এই গ্রামে বাস করত। তৎকালীন সময় পূজা-আর্চনার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় গ্রামটির নামকরণ করা হয় দেবপুর। এখানে রাবনাবাদ নদীর তীর ঘেষে সনাতনধর্মীদের সারি সারি বাড়ী এবং বেশ কয়েকটি বিখ্যাত মন্দির ও উপাসনালয় ছিল যেগুলো আগুনমুখোর তান্ডবে নদীগর্ভে হারিয়ে গেছে। পরবর্তিতে গ্রামটি অধিক সুফসলা হওয়ায় ফরিদপুর থেকে আমাদের পূর্বপুরুষরা এখানে মাইগ্রেট করে দেবপুর খালটির তীরে বসতি স্থাপন করে এবং বর্তমান পর্যন্ত আমরা তাদের উত্তরসুরী সুখে শান্তিতে এ গ্রামে বসবাস করছি। গ্রামের পূর্বপাশে রয়েছে রাবনাবাদ নদী এবং পশ্চিম পাশে রয়েছে ফসলের মিষ্টি পানির উৎস ‘দেবপুর খাল’। খালটি দেবপুর গ্রাম থেকে ধানখালী ইউনিয়নাধীন পাঁচজুনিয়া গ্রামকে বিভাজিত করেছে। রাবনাবাদ নদী ও দেবপুর খাল দুটোই আমাদের গ্রামের জন্য আর্শি¦বাদ স্বরূপ। আউশ ও আমন মৌসুমে মাঝেমাঝে নদী থেকে পলিযুক্ত পানি গ্রামের মাঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে খাল দিয়ে নিকাষ হয়। এতে মাঠের ভূমি হয় উর্বর, সরস ও সুফসলা। আবার বোরো ও রবি মৌসুমে খালের মিষ্টি পানি ব্যবহার করে গ্রামের কৃষকরা লক্ষ লক্ষ টাকার বোরোধান, তরমুজ,বাদাম,মরিচ, বিভিন্ন প্রকার ডাল,তেলবীজ ও নানা রকমের শাক-সবজি উৎপাদন করে। আমাদের গ্রামের উৎপাদিত ফসল পটুয়াখালী জেলাসহ অনেক জেলার খাদ্য চাহিদা পূরণ করে আসছে। এছাড়া গ্রামটিতে রয়েছে প্রায় ৬০০(ছয়শত) কৃষি পরিবার, ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭ টি মসজিদ, ১০০টি এর অধিক মৎস খামার ও পুকুর, বেশ কয়েকটি পোল্ট্রি খামার, ২ টি আইপিএম ক্লাব। রাবনাবাদ নদীতে বড় আকারের ভেরীবাঁধ থাকায় গ্রামের সকল কৃষকরা গরু,মহিষ,ছাগল ও ভেরা পালন করে বেশ লাভবান হচ্ছেন।এমন ঐতিহ্যপূণর্, ৩ (তিন) ফসলা গ্রামটিকে কোম্পানীর অধিগ্রহণের হাত থেকে রক্ষা করার বিনীত অনুরোধ করছি। ধানখালীর ছৈলাবুনিয়া ও নিশানবাড়িয়া গ্রাম দুইটিও বেশ সুন্দর এবং ঐতিহ্যপূর্ণ। আশুগঞ্জ কোম্পানী পাঁচজুনিয়া ও দেবপুর গ্রামের উত্তর দিকের অর্ধেক অংশ অধিগ্রহণের জন্য ৩ ও ৬ ধারার নোটিশ করেছে যেটুকু বাকি আছে তাও যদি সেনাকল্যাণ সংস্থা অধিগ্রহণ করে,তাহলে আমাদের শেষ সম্বলটুকু শেষ হয়ে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের বুক থেকে গ্রাম দুটি মুছে যাবে। ইতিপূর্বে ধানখালী থেকে নর্থ-ওয়েস্ট-১৩২০ মেঘাওয়াট, আরপিসিএল-১৩২০ মেঘাওয়াট, আশুগঞ্জ-১৩২০ মেঘাওয়াট, সিমেন্স-৩৬০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৩ হাজার একর ভূমি অধিগ্রহণ করেছে। এখন যদি সেনাকল্যাণ সংস্থা আরো ১এক হাজার একর ভূমি অধিগ্রণ করে তাহলে ধানখালীতে তিন ফসলী জমির কোন চিহ্ন থাকবে না। তাছাড়া একটি ইউনিয়ন থেকে পাঁচ টি পাওয়ার প্লান্টের জন্য সকল তিন ফসলী জমি অধিগ্রহণ করা খুবই অমানবিক।
মননীয় প্রধানমন্ত্রী ১০নভেম্বর,২০১৬ তারিখ একনেকের এক বৈঠকে তিন ফসলী ধানী জমিতে বিদ্যুৎ কেন্দ্র না করার নির্দেশ দিয়েছেন। পাঁচজুনিয়া, ধানখালীর ছৈলাবুনিয়া, দেবপুর ও নিশানবাড়িয়া গ্রামের সকল জমি তিন ফসলী উর্বর, সরস। গ্রামগুলোর ৮০% লোক কৃষিজীবী। এখানে আউশ, আমন, বোরোসহ কোটি কোটি টাকার তরমুজ, বিভিন্ন প্রকার ডাল, তেলবীজ, মরিচ, বাদাম, পিঁয়াজ, রসুন ও বিভিন্ন প্রকার শাক-সবজি উৎপাদিত হয়। গ্রামগুলোর মাটি দো-আঁশ ও পলির মিশ্রণ হওয়ায় কৃষকরা ১২ মাসই কোন না কোন ফসল ঘরে তোলে। কৃষি কাজই গ্রামের জনসাধারণের জীবিকার একমাত্র উৎস, তাছাড়া জীবিকার জন্য অন্য কোন কাজ তাদের জানা নেই। তাই পূর্বপুরুষের রেখে যাওয়া ভিটে-মাটি, গোরস্থান এবং জীবিকার একমাত্র উৎস ত্রিফসলা উর্বর জমি অধিগ্রহণ না করার অনুরোধ করছি। জাতীয় ভূমি ব্যবহার নীতি ২০০১ এবং কৃষি জমি সুরক্ষা আইন ২০১৫-এ বলা হয়েছে যে, দুই বা তিন ফসলী জমিতে সরকারী/বেসরকারী কোন অবস্থাতেই ভূমি অধিগ্রহণ করা যাবে না। একই মৌজা থেকে দুইবার জমি অধিগ্রহণ করা যাবে না। এমনকি তিন ফসলী জমিতে বসতভিটা তৈরি করতে হলেও সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। শিল্পনীতি অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় কোন শিল্প, কলকারখানা, ইটের ভাটা নির্মান করা যাবে না। জনস্বাস্থ্যের ক্ষতি না হয়, এমন দূরত্ব বজায় রেখে জনশূন্য এলাকায় শিল্প-কারখানা স্থাপন করতে হবে। আন্তর্জাতিক পরিবেশ আইন অনুযায়ী দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে ১২ কিলোমিটারের অধিক হতে হবে। প্রাকৃতিকভাবে সৃষ্ট সকল প্রকার নদী, খাল ও সুপেয় পানির উৎস সংরক্ষণ করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ধানখালী ও চম্পাপুরে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যেসব কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা জাতীয় ভূমি ব্যবহার নীতি ২০০১ এবং কৃষি জমি সুরক্ষা আইন ২০১৫, আন্তর্জাতিক পরিবেশ আইন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ৩ (তিন) ফসলী জমি অধিগ্রহণ না করার নির্দেশনা ১০ নভেম্বর,২০১৬ (দৈনিক যুগান্তর) এসকল বিধি-বিধান ও নির্দেশনা উপেক্ষিত হচ্ছে। উপর্যুক্ত বিষয় বিবেচনা পূর্বক আমাদের পাঁচজুনিয়া, ধানখালী (ছৈলাবুনিয়া) ও দেবপুর গ্রামবাসীর বেঁচে থাকার শেষ সম্বল এই ৩ তিন ফসলী জমি রক্ষা করে সেনাকল্যাণ সংস্থাকে অন্য কোন এলাকার অনাবাদি বা পতিত জমিতে স্থানান্তর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শত শত নারী পুরুষ ও শিক্ষার্থীরা কর্মসূচি সফল করার জন্য সোমবাড়িয়া বাজারে অবস্থান করেন। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মাছুমুর রহমান বলেন, ‘ওই এলাকায় নানান ধরণের উন্নয়ন কাজের জন্য জমি অধিগ্রহন করা হচ্ছে। এখনও আমরা আগে পূনর্বাসন, তারপর অধিগ্রহনের কথা বলেছি। মানুষের অকল্যান হবে এমন কোনো কাজ সরকার করবেনা। তারপরেও কোনো মানুষ যদি ক্ষতির শিকার হয়, তাঁরা আমাদের কাছেইতো বলতে পারে। আমরা মানুষের স্বার্থের বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *