কলাপাড়ায় বখাটের হামলার প্রতিবাদ

কলাপাড়া প্রতিনিধি: পরীক্ষা চলাকালে স্কুলের সামনে অপেক্ষমান নারী অভিভাবকের ওপর সন্ত্রাসী হামলা, গালাগাল, চেয়ার ভাংচুরের প্রতিবাদে এবং বখাটে প্রিন্স হাওলাদারের বিচারের দাবিতে শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা মানবন্ধন প্রতিবাদ করেছেন। রোববার দুপুরে ধানখালীর কলেজ বাজারের সড়কে মর্নিংস্টার প্রি-ক্যাডেট স্কুলের সামনে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা রোববার পরীক্ষা বর্জন করেছে। এসময় বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি জসিম মৃধা, বাজার ব্যবসায়ী মান্নান গাজী। বক্তারা বখাটে প্রিন্সকে গ্রেফতারের দাবি জানান। ক্ষুদে শিক্ষার্থীরা জানায়, স্কুলের সামনে মাহেন্দ্র স্ট্যান্ড করে বখাটে মাদকসেবী প্রিন্স হাওলাদার বখাটেপনা করে বেড়াচ্ছে। রোববার বেলা ১১ টার দিকে পরীক্ষা চলাকালে মহিলা অভিভাবকরা স্কুলের সামনে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন। এসময় প্রিন্স হাওলাদার গিয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। এর প্রতিবাদ করায় দুইটি চেয়ার ভাংচুর করে। তাৎক্ষণিক স্থানীয়রা প্রিন্সকে আটকে রাখে। কিছুক্ষণ পরে তার বাবা হাবিবুর রহমান এসে উদ্ধার করে নেয়। স্থানীয়রা জানায় প্রিন্স এলাকার চিহ্নিত বখাটে। তার নামে কলাপাড়া থানায় একাধিক জিডি রয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী আহম্মেদ জানান, খোঁজ নিয়ে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন। ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, তিনি পিন্সের ব্যাপারে অভিযোগ শুনেছেন। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *