রাজাপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ৫পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার গভীর রাতে এসআই শাহ্ আলম উপজেলার পিংড়ী এলাকায় অভিযান চালিয়ে বামনকাঠি ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কানুনিয়া সেলিম হাওলাদরের ছেলে সেহেল হাওলাদার (২৫) ও কেওতা গ্রামের মৃত সুলতান আহম্মেদ সরদারের ছেলে রোমান (২৬)। পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে তাদেরকে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়।

বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে- শ্রিংলা

ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশে-ভারতের মাধ্যে সুসম্পর্কের বীজ বপন করা হয়েছিলো। বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা আরও সুদৃঢ় হয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে। সুসময়-দু:সময় ভারত বাংলাদেশের পাশেই থাকবে। বাংলাদেশের উন্নয়নেও ভাতর সহযোগিতা করবে বলে উল্লেখ করেন ভারতের এ রাষ্ট্রদূত।আজ রোববার সকালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের কবিগুরু বরীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সংক্ষিপ্ত সূধি সমাবেশে ভারতের হাইকমিশনার এ সব কথা বলেন।এসয়ম ভারতীয় হাই কমিশনের ফ্রাস্ট সেক্রেটারী রাজেশ উকে এবং নবনিতা চক্রবর্তীও তার সাথে ছিলেন। পিরোজপুর জেলা প্রশাসনসহ স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।সূধি সমাবেশের আগে হাইকমিশনার হর্ষবর্ধন নৌযোগে কুড়িয়ানা ও ভিমরুলির ভাসমান বাজার পরিদর্শন করেন।

 

বরিশালে বিনোদনের নতুন রূপ ঘোড়ার গাড়ি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। যা প্রাচীনকালে টমটম নামে পরিচিত ছিল। যুগের আধূনিকতায় রাস্তাঘাট যতই আধূনিক হচ্ছে এই ঐতিহ্যবাহী টমটম গুলোর ততোই সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু‘ বরিশালের চিত্র ভিন্ন। বরিশালে টগবগিয়ে টমটম নিয়ে প্রিয় ঘোড়া ছুটে চলে একজন রুচিশীল মানুষের উদ্দীপনায়। তাই বিনোদন প্রেমিকদের জন্য এবার ভিন্ন মাত্রার স্বাদ দিতে ঢাকার আদলে বরিশালে ঘোড়ার গাড়ি আনা হয়েছে। এবার ঢাকার গুলিস্তানের ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ মিলবে বরিশালে । প্রতি দিন বিকাল েৈথকে রাত ৮টা পর্যন্ত রয়েছে ঘোড়ার গাড়িতে চড়ার সুযোগ। বরিশাল নগরের বেল্স পার্ক এলাকায় এই ঘোড়ার গাড়ি দেখা পাওয়া যাবে। বাহারী নকশার এই ঘোড়ার গাড়িতে দুটো মাঝারী সাইজের ঘোড়া রয়েছে। এর একটির নাম হলুদ চাঁন হাড্ডি আপরটির নাম লাল চাঁন। বেল্স্ পার্কে ঘুরতে আসা ফরজানা আক্তার বলেন,বরিশালে ঘোড়ার গাড়িতে ভ্রমন এটা বিনোদনের নতুন সংযোগ। আনেক ইচ্ছা ছিলো ঘোড়ার গাড়িতে চলবো। কিন্তু এতো দিন সেটা হয় নি। তবে আজ ইচ্ছটা পূরন হলো। তবে টাকাও নিচ্ছে কম। বরিশালে এই প্রথম বিনোদন হিসেবে চলছে ঘোড়ার গাড়ি। কথা হয় গাড়িটির পরিচালনার দ্বায়িত্বে থাকা মোঃ রাকিবের সাথে। তিনি জানান,গত ঈদুল ফিতরকে সামনে রেখে বিনোদন প্রেমিকদের ও শিশুদের জন্য আমরা বরিশালে ঘোড়ার গাড়ি এনেছি। শুরুতেই হোচট খেতে হয়েছে। অনুমতি না নেয়ায় মাঝখানে গাড়িটি কিছুদিন আটক হয়েছিল। প্রথমে আমরা জনপ্রতি ২০ টাকা করে নিয়েছি কিন্তু বর্তমানে খাবারের দাম বৃদ্ধির কারনে জনপ্রতি ৩০ টাকা করে নিচ্ছি। সদর রোড এবং হাইওয়ে সড়কে চলা নিষেধ রয়েছে। তাই আমরা কন্টাকে যাত্রী সেবা দিয়ে থাকি। ঘন্টা ১০০০ টাকা। এখন পর্যন্ত আমরা ব্যাপক সাড়া না পেলে ও হাল সারছিনা। ঘোড়া দু’টির পেছনে প্রতি দিন ৭০০ টাকার খাবার লাগে। অনান্য দিন বেশি যাত্রী না হলে ও ঈদুল আযহা উপলক্ষে প্রতিদিন ৪-৫ হাজার টাকা আয় হয়েছে। তাছারা ছুটির দিন গুলোতে মোটামোটি লোকজন হয়। গাড়িটির চালক মোঃবিজয় (১৯) এবং মোঃ শিপন(১৬) এরা জানায়,তারা মাসিক বেতনে কাজ করে। বিজয় ১৫ হাজার এবং শিপন কে মাসিক ১২ হাজার টাকা বেতনে রাখা হয়েছে। তাড়াই ঘোড়া দুটো লালন পালন করেন। গোড়া দুটিকে প্রতি দিন ভূসি,কুড়া,কাচাঁ ঘাস, ছোলার ভূসি খাওয়াতে হয়। অন্যদিকে ৯-১০ জন যাত্রী হলে তারা প্রতিটি ট্রিপ দিয়ে থাকেন। ঘোড়া দুটির নাম দেয়া হয়েছে। যে ঘোড়াটি রাগী তার নাম হলুদ চাঁন হাড্ডি আপরটির নাম লাল চাঁন। দুটোই পুরুষ ঘোড়া। তবে হলুদ চাঁন হাড্ডি ঘোড়াটি রাগী। বিরক্ত করলে কামড়ে দেয় কিংবা লাথি মারে। অপরটি অবশ্য শান্ত। এরইধারাবাহিকতায় ঘোড়ার গাড়িটির কর্নধার আকাশ শরীফ বলেন, বরিশালে বিনোদনের জন্য অনেক ব্যাবস্থা রয়েছে। তাই আমি শখের বসে এই ব্যতিক্রমি উদ্যোগটা নিয়েছি। ঢাকাএকটি ঐতিহ্যবাহী বরিশালে একটি ও নেই। সেই প্রেরনা থেকে কাজটা করা। প্রচারনার অভাবে হয়তো এখন পর্যন্ত আমরা ব্যাপক সাড়া পাচ্ছিনা। প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে শুধু বরিশালবাসীর জন্য আমার এই আয়োজন।

 

রাজাপুরে ১৫ ছাত্রী পেল সাইকেল

ঝালকাঠির রাজাপুরে মেধাবী ১৫ ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়েছে এবং ভিক্ষক মুক্তকরণ পুনর্বাসন কমূসচির আওতায় ২২ ভিক্ষুককে চায়ের দোকান ও মুরগি পালনের বিভিন্ন উপকরণসহ অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। ইউএনও আফরোজা বেগম পারুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। বক্তব্য রাখেন ওসি শামসুল আরেফিন, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংবাদিক এনামুল হক প্রমুখ। জানা গেছে, সদর, মঠবাড়ি ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের অর্থায়নে ১৫ মেধাবী শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান এবং ভিক্ষক মুক্তকরণ পুনর্বাসন কমূসচির আওতায় ৬ ভিক্ষুককে চায়ের দোকানের জন্য ১টি ফ্লাক্স, চা ১ কেজি. চিনি ২ কেজি, দুধ দুই প্যাকেট ও চাল ২০ কেজি ও ৬ হাজার টাকা এবং ১৬ ভিক্ষুককে ১০টি মুরগি, ১ মুরগির ঘর, চাল ২০ কেজি, গম ২০ কেজি ও ৬ হাজার প্রদান করা হয়েছে।

ঝালকাঠিতে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেপ্তার

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: প্রতারণার মাধ্যমে গ্রাহকদের পাঁচকোটি টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত পালাতক আসামী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্পের’ পরিচালক এস এম শহিদুল ইসলাম আজাদীকে (৫৭) আদালত জেলহাজতে প্রেরন করেছে। দীর্গ প্রচেষ্টার পর ঝালকাঠি থানা পুলিশ সোমবার পিরোজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করে। অন্যদিকে আদালতের একটি সূত্র জানায়, কুখ্যাত প্রতারক শহিদুল ইসলাম আজাদীর বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এরমধ্যে বরিশাল কোতয়ালী থানার একটি মামলার বিচারে দোষী সাব্যস্ত করে তাকে আদালত পাঁচ বছরের সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত পালাতক আসামী আজাদী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়ি গ্রামের হাকিম মুন্সির ছেলে।
পুলিশ জানায়, আল-মদিনা ইসলামী সঞ্চয় প্রকল্প নামে একটি এনজিও করে এস এম শহিদুল ইসলাম আজাদী দক্ষিণাঞ্চের বিভিন্ন জেলা ও উপজেলায় শাখা কার্যালয় চালু করে। এসব কার্যালয়ের মাধ্যমে সে গ্রাহকদের কাছ থেকে প্রায় পাঁচকোটি টাকা আতœসাত করে হঠাৎ করেই গাঢাকা দেয়। প্রতারণার মাধ্যমে এবিপুল পরিমানের অর্থ আতœসাতের ঘটনায় তাঁর বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি, বরিশাল কোতয়ালী থানায় পাঁচটি, ও নলছিটি থানায় তিনটি মামলা দায়ের সহ শত শত গ্রাহক তার বিরুদ্ধে অভিযোগ করেছে। এরমধ্যে বরিশালে দায়েরকৃত একটি মামলার বিচারে আদালত তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদন্ড প্রদান করেছে।
ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ঝালকাঠি থানায় গত বছরের ৪ নভেম্বর সদর উপজেলার রামানাথপুর গ্রামের আবদুস ছালাম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় আজাদীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দেশের আর কোন কোন থানায় মামলা রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি।

ঝালকাঠিতে বিএনপি বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা-আহত ৪

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়।সোমবার সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানায়, দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কিছুদূর গেলে পুলিশ এসে ধাওয়া করে। এর প্রতিবাদ করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিপেটা শুরু করে। এতে চার নেতাকর্মী আহত হয়। মিছিল থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করার চেষ্টা করলে, তারা দৌঁড়ে পালিয়ে যায়।ঝালকাঠি থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মিছিল করতে নিষেধ করা হয়। তার পরেও মিছিল বের করলে পুলিশ গিয়ে থামিয়ে দিয়েছে।

রাজাপুরের ইউপি সদস্য মুন্নীর ধর্ষন প্রচেষ্টার মামলা খারিজ

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: রাজাপুর সাবেক ওসি শেখ মুনীর উল গিয়াসের ইন্ধনে ইউপি সদস্য নাজমা আক্তার মুন্নীর দায়েরকৃত মিথ্যা নারী নির্যাতন মামলা খারিজ করে দিয়েছে আদালত। রবিবার মামলার চার্জ শুনানীকালে বাদী নাজমা আক্তার মুন্নী ও তার স্বামী জাকির হোসেনের জবানবন্দি প্রদানকালে স্বামী-স্ত্রী পরাষ্পর বিরোধী বক্তব্য প্রদান করলে থলের বেড়াল বেড়িয়ে পড়ে। এসময় সাংবাদিকসহ মামলায় ৪ আসামীর পক্ষে আইনজীবীরা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক নারী নির্যাতন মামলার চার্জ থেকে অব্যহতির আবেদন জানায়। ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক ইফতেখারুল আলম মল্লিক শুনানীঅন্তে এ আদেশ দেন বলে আইনজীবীরা জানায়। অন্যদিকে মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়ার পর আদানান ও মুরাদ জানায় তারা সাবেক ওসি মুনীর, ওসি তদন্ত হারুন, বাদী ইউপি সদস্য নাজমা আক্তার মুন্নী ও মামলার আইও এসআই ফিরোজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানাগেছে।
মামলার বিবরন ও আদালত সূত্র জানায়, রাজাপুর সদরের বাইপাস মোড সংলগ্ন এলাকার একটি জমির মালিকানা নিয়ে ইউপি সদস্য নাজমা আক্তার মুন্নীর পিতা ইনুচ ঢ়াড়ীর সাথে মুক্তিযোদ্ধা আ: খালেক ও তার ভাই জুলফিক্কারের সাথে বিরোধের একাধিক মামলা দায়ের ঘটনা ঘটে। এ অবস্থায় গত ২১ আগস্ট ইনুচ ঢ়াড়ী বিরোধীয় জমিতে নির্মান কাজ করাতে গেলে প্রতিপক্ষ জুলফিকার আলী ও তার বড়ভাই আ: খালেকের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় ইউপি সদস্য মুন্নী বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষন প্রচেষ্টার অভিযোগে কলেজ ছাত্র ইমরান হোসেন আদানান, তার ছোটভাই সাংবাদিক কামরুল হাসান মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুলফিকার আলী ও তার বড়ভাই মুক্তিযোদ্ধা আ: খালেকসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করে। ‘জমিজমা সংক্রান্ত বিরোধে ঘটনা এ কর্মকর্তাদ্বয়ের নোংরা খেলায় কিভাবে বানোয়াট নারী নির্যাতন মামলা রুপান্তরিত হয় এনিয়ে সাংবাদিকরা সরেজমিন তদন্তু পূর্বক সংবাদ প্রকাশ করলে জেলার সর্বমহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৎকালীন ওসি মুনির এএসপি সার্কেল মোজাম্মেল হোসেনকে এবং এএসপি সার্কেল মোজাম্মেল হোসেন ওসি শেখ মুনিরকে দায়ী করেন পাল্টাপাল্টি বক্তব্য দিলে পুলিশের উর্ধতন মহলেও আলোড়ন সৃষ্টি হয়।
স্থানীয় একটি সূত্র জানায়, জমিজমা নিয়ে ইউপি সদস্য মুন্নীর পরিবারের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুলফিকার আলী ও তার বড়ভাই মুক্তিযোদ্ধা আ: খালেকের পরিবারের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটলেও কলেজ ছাত্র ইমরান হোসেন আদানান ও তার ছোটভাই সাংবাদিক কামরুল হাসান মুরাদের সাথে তাদের কোন দ্বন্দ ছিলনা। তাই জমিজমা নিয়ে দু’পক্ষে সংঘর্ষ হলে সে জুলফিকার ও তার ভাইয়ের বিরুদ্ধে স্বর্নালংকার-টাকা ছিনতাই ও চাঁদাদাবীর অভিযোগ নিয়ে থানায় যায়। তখন সাবেক ওসি মুনীর উল ও ওসি তদন্ত হারুন অর রশিদ তাদের প্রতিহিংসার জের মেটাতে আদনান-মুরাদকে আসামী করলে সর্বরকম সহযোগীতার আশ্বাস দিয়ে বাদী মুন্নিকে রাজী করায়। সেঅনুযায়ী ওসি মুনীরের অনুরোধে ওসি তদন্ত হারুন অর রশিদ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০এর (ক) ধারায় অভিযোগ লিখে মুন্নীর স্বাক্ষর নিয়ে মামলার এজাহার রেকর্ড করায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজের উপর প্রভাব বিস্তার করে উক্ত কর্মকর্তাদ্বয় তড়িগড়ি করে সকল আসামীর বিরুদ্ধে মনগড়া অভিযোগপত্র প্রদান করায় বলে সূত্র জানায়।
এ ঘটনায় আদনান-মুরাদের মা তাসলিমা বেগম জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগে ও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে ‘বিএনপি-জামায়াতের মদদপুষ্ট ও শিষ্টের দমন, দুষ্টের পালনকারী’ রাজাপুরে থানার তৎকালীন ওসি শেখ মুনীর উল গিয়াস ও তার সকল অপকর্মের সহযোগী ওসি তদন্ত হারুন অর রশিদের আক্রোশ মূলক ভূমিকার তথ্য-প্রমান তুলে ধরেন। এঅবস্থায় ওসি শেখ মুনীর উল গিয়াস ও ওসি তদন্ত হারুন অর রশিদ নিজেদের দায় এড়াতে তদন্ত কর্মকর্তাকে দিয়ে মামলা সত্য মর্মে অভিযোগপত্র প্রদান করায়।
আদালতের রায়ের পর আদনান-মুরাদের মা তাসলিমা বেগম তার প্রতিক্রিয়ায় জানান, মিথ্যার পক্ষে যতো শক্তিশালী ব্যক্তিরাই থাকুক যেটা সত্যি তা একদিন প্রমান হবেই। আমার ছেলেরা যে কোন অন্যায় অপকর্মে জড়িত নয় বরং পুলিশ ক্ষমতার অপব্যাবহার ও মিথ্যামামলা দিয়ে হয়রানি করেছে তা প্রমান হয়েছে।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করেছে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা। শনিবার বিকেল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মফস্বল সাংবাদিক ফোরাম’র ঝালকাঠি জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা সম্পাদক ও সাংবাদিক সংস্থার জেলা সভাপতি জিয়াউল হাসান পলাশ, মফস্বল সাংবাদিক ফোরাম’র ঝালকাঠি জেলা সহসভাপতি শফিউল আজম টুটুল,প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কেএম. ছিদ্দিক ও রিপোটার্স ইউনিটির সভাপতি এইচ এম বাদল, বিএমএসএফ জেলা শাখার ক্রীড়া সম্পাদক মোঃ বাবুল মিনা,দৈনিক নবচেতনা প্রত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মো:দেলোয়ার হোসেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবী জানান। এ দিকে মফস্বল সাংবাদিক ফোরাম’র মানববন্ধনে ঝালকাঠি জেলা সাংবাদিক সংস্থা, টেলিভিশন সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটি মিডিয়া ক্লাব সংহতি প্রকাশ করেছে।

রাজাপুরে ঈদের বিশেষ বরাদ্ধের চাল লুটপাট

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ-দরিদ্র মানুষের মাঝে বিশেষ বরাদ্ধের চাল বিতরণ কার্যক্রম নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের মিলিত একটি চক্র বিশেষ অনিয়ম ও হরিলুট শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী এ বছর বরাদ্দকৃত চাল জনপ্রতি ১০ কেজি থেকে বাড়িয়ে ২০ কেজি করে বিতরনের সিদ্ধান্ত নেয়া হলেও দূর্নীতিবাজ এ চক্রটি অর্ধেকের বেশী চাল লুটে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এধরনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ০৯ আগষ্ট সকালে সরেজমিন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিরের নিজ এলাকা বড়ইয়া ইউনিয়নের দুস্থঃদের মাঝে বিশেষ বরাদ্ধের চাল বিতরণ কার্যক্রম প্রত্যক্ষকালে সত্যতা মিলেছে।
উপজেলা ত্রান অফিস সূত্রে জানাগেছে, ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার বড়ইয়া ইউনিয়নে কার্ডধারী ১ হাজার ৪শ ৪৫ জন দুস্থ-দরিদ্র মানুষকে ২০ কেজি হারে চাল বিতরণ করা জন্য ২৮.৯০০ মেঃটন চাল বরাদ্ধ করা হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে ২০ কেজির স্থলে প্রত্যেক কার্ডধারীকে সাড়ে ৯ থেকে ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে।
আর চাল বিতরনে স্বচ্ছতা ও অনিয়ম প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত ‘ট্যাগ অফিসার’ উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিরের চাচাতো ভাই বড়ইয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মন্টুকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নিজ কক্ষে বসে খোশ গল্পে ব্যাস্ত সময় কাটাতে দেখা যায়।
চাল বিতরন স্থলে গিয়ে দেখা যায়, সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি সদস্যরা এলাকার দুস্থঃ-দরিদ্র মানুষগুলোকে জনপ্রতি ২০ কেজির স্থালে সাড়ে ৯ /১০ কেজি করে চাল বিতরণ করছে। এসময় সরকারী ভাবে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরনের বিষয়টি জানাজানি হলে উপস্থিত কার্ডধারী দুস্থ মানুষগুলোর মাঝে ক্ষোভ ছড়িয়ে পরে। তারা সরকারী নিয়মানুযায়ী ২০ কেজি করে চালের দাবীতে বিক্ষুদ্ব হয়ে ওঠে এবং কার্ডধারী অনেকে ১০ কেজি চাল বিতরণ করায় চাল না নিয়েই বাড়ি ফিরে যেতে দেখা যায়।
সরেজমিন উপস্থিত সাংবাদিকরা বরাদ্ধের অর্ধেক পরিমান চাল দেয়ার কারন জানতে কয়েকজন ইউপি সদস্যের সাথে কথা বলার চেষ্টা করলে দায় এড়াতে তারাও সটকে পড়ে। এক পর্যায়ে উপস্থিত দুস্থঃদের মাঝে উত্তেজনা সৃষ্টি ও জনপ্রতি ২০ কেজি হারে চাল দাবীর মুখে ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মন্টু সাময়িক ভাবে চাল বিতরণ বন্ধ রাখেন।
এ ব্যাপারে বড়ইয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মন্টু জানায়, আমি প্রত্যেক ইউপি সদস্যকে খেয়ল রাখতে বলেছি যে প্রত্যেক কার্ডধারী যেন কমপক্ষে ১৭ কেজি চাল পায়। কিন্তু বিতরণের সময় ইউপি সদস্যরা যদি কোন কার্ডধারীকে চাল কম দেয় সে জন্য তারাই দায়ী।
এবিষয়ে ট্যাগ অফিসার মোঃ আসাদুজ্জামান জানায়, চেয়ারম্যন সাহেব চা খেতে ডেকায় তার কক্ষে এসেছি। তবে আমি উপস্থিত থাকা অবস্থায় ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমি চেয়ারম্যনের কক্ষে আসার পর ইউপি সদস্যরা কত কেজি হারে চাল বিতরণ করেছে তা আমি জানিনা।

ঝালকাঠি বিআরটিএ অফিসে উপচে পড়া ভীর

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: নিরাপদ সড়কের দাবীতে সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও জাতীয় ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে ঝালকাঠি বিআরটিএ অফিসে নতুন লাইসেন্সের আবেদন, নবায়ন, ফিটনেস নবায়নসহ বিভিন্ন আবেদনের সংখ্যা বহু গুন বৃদ্ধি পেয়েছে। সরকারের বিশেষ নির্দেশে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা থাকায় কার্যালয়ের সম্মুখে ড্রাইভারদের লাইন চেখে পরার মত।
চলমান নিরাপদ সড়কের দাবীতে ছাত্র আন্দোলনে রাজধানীর বাহিরে জেলা ও উপজেলায় সাড়া পরে এর সাথে একাত্মা জানায় সকল স্তরের মানুষজন। মটরযান ফিটনেস, নবায়ন ও লাইসেন্স ছাড়া গাড়ি চলাচলে বাধার মুখে পড়ায় হিমসিম খাচ্ছে মোটর চালকরা। ছাত্র আন্দোলন শেষ হতে না হতে ৫-১১ আগষ্ট পর্যন্ত জাতীয় ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ায় পুলিশী ধরপাকড়ে পরছে গাড়ি চালকরা।
জেলায় গত এক সপ্তাহে নানাধরনের গাড়ি জব্দ করে বিভিন্ন আইনে মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। পুলিশের এমন ধরপাকড়ে বাদ যাচ্ছেনা সরকারী প্রতিষ্ঠানের গাড়ি, পুলিশের গাড়ি, সাংবাদিকদের গাড়িও।পুলিশের এসব কাজে সহযোগীতা করছে বিভিন্ন কলেজের বিএনসিসি সদস্য ও স্কাউট সদস্যরা। তারা গাড়ি ধরে পুলিশের কাছে হস্থান্তর করছে, পুলিশ কাগজ পত্র পরীক্ষা করে মামলা দায়ের করছে। তাই পুলিশের ধর পাকড় এড়াতে নতুন লাইসেন্স, লক্কর ঝক্কর গাড়ির লাইসেন্স নবায়ন, ফিটনেস বিহীন গাড়ির নবায়নে তৎপরতা লক্ষ্য করা গেছে উল্লেখযোগ্য হারে।
ঝালকাঠি বিআরটিএ অফিসের উচ্চমান সহকারী মো. শাহ আলম হাওলাদার জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে তাদের কাজে দম ফিরানোর উপায়ও নেই। অনান্য দিনের তুলনায় কয়েকদিন ধরে বহু গুন বেশী ড্রাইভার ও গাড়ীর মালিকরা সেবা নিতে আসছেন।
ঝালকাঠি বিআরটিএ অফিসের পরিদর্শক মো. মাহফুজ হোসেন জানান, ড্রাইভার ও গাড়ীর মালিকদের সেবা দিতে শুক্রবার ছাড়া তারা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিস খোলা রেখে কাজ করে যাচ্ছেন।
ঝালকাঠি বিআরটিএ অফিসের এডি এসএম মাহবুবু রহমান জানান, কয়েক দিন ধরে লাইসেন্স প্রাপ্তির নতুন আবেদনই বেশী জমা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে কোন চালকই যেন সেবা বঞ্চিত না হয়। অন্য সময়ের চেয়ে অনেকটা নির্ভিঘেœ ও সহজে লাইসেন্স প্রার্থীরা আবেদন করছে।
এব্যাপারে ঝালকাঠি জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. মামুন জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে পুলিশের ৯টি টিম গাড়ির কাগজ, লাইসেন্স, ইন্সুরেন্স ও ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। এ ৪ দিনে জেলায় মোট প্রায় ৭ শতের বেশী মামলা দায়ের করা হয়েছে এবং ১০টির মত গাড়ি জব্দ করা হয়েছে।