রাজাপুরে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী শিক্ষার্থীরা

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ফুল দিয়ে বরণ করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নতুন বই দেয়া হয়েছে। নতুন বই পেয়ে প্রতিবন্ধী শিশুরা খুশিতে আত্মহারা। নতুন বই পেয়ে কেহ বা পাতা উল্টিয়ে দেখছে, কেউ বা আবার বুকে জড়িয়ে ধরে রেখেছে। বৃহস্পতিবার দুপুরে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেণির ১শ’ ৩০ জন শিক্ষার্থীদের এ বই দেয়া হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক স্বপন কুমার মুখার্জি প্রধান অতিথি থেকে এ বই তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল। অনুষ্ঠানে রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উপদেষ্টা আবুল হোসেন ফরাজির সভাপতিত্বে বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ খানসহ সুধীজন বক্তব্য রাখেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, সরকার তাদের প্রতি বিশেষভাবে নজর দিয়ে সম্পদে পরিনত করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তাদের শিক্ষার ক্ষেত্রেও গুরুত দিয়ে এগিয়ে নেয়ার লক্ষে কাজ করছে।

ঝালকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নিকান্ড হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার নতুনহাট বাজারের সিকদার স্টোরে এ দূর্ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী দোকান মালিকদের। দোকন মালিক আবুয়াল হাসান সিকদার জানান, প্রতিদিনের ন্যায় আমি রাতে বিদ্যুতের লাইন ও দোকান বন্ধ করে বাড়ীতে যাই। রাত আনুমানিক ১২ টায় অগ্নিকান্ডের খবর পেয়ে দোকানে ছুটে যাই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়লে রাজাপুরের ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা আসার অগেই পুড়ে ছাই হয়ে যায় সব। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝালকাঠি-২ আসনে আমির হোসেন আমু হ্যাটট্রিক বিজয়ী

আরিফ সরদার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২আসনের নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।ঝালকাঠি নলছিটি আসনে আওয়ামীলীগের প্রার্থী আমির হোসেন আমু,বিএনপির প্রার্থী জীবা খান আমিনা ইসলামি আন্দোলন হাতপাখার প্রার্থী ফয়জুল করীম, এবং ন্যাশলান পিপলস পার্টির আম মার্কার এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান বাদশা প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন।ঝালকাঠি -২আসনে মোট ভোটার সংখ্যা ২,৯০,৩৩০জন মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৭টি। আলহাজ্ব আমির হোসেন আমু নৌকা প্রতীকে ২,১৪,৯৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন ফয়জুল করীম পেয়েছেন ৯৮১২ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী জীবা আমিনা খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫,৯৮২ ভোট।

ঝালকাঠি-১ আসনে ‍বিপুল ভোটে বিজয়ী বিএইচ হারুন

আকিব মাহমুদ,বরিশাল: ঝালকাঠি-১ ‍আসনে বিপুল ভোটে ‍বিজয়ী হয়েছেন ‍আওয়ামীলীগের প্রার্থী বজলুল হক হারুন। তার ধারে কাছে নেই ধানের শীষ বা হাতপাখার প্রার্থী। ঝালকাঠি-১ ‍আসনে মোট-৯০ টি কেন্দ্রে ১৭৮৭৮৫ ভোট। ‍এর মধ্যে

বজলুল হক হারুন – বাংলাদেশ আওয়ামী লীগ ১,৩১,৫২৫

শাহজাহান ওমর – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬,১৫১

রাজাকারের কন্যা জীবার নানা কেলেংকারী ‘টক অব দ্যা টাউন’

ঝালকাঠি প্রতিনিধি: স্বামীর অর্থ-সম্পদ নিয়ে বিরোধের জের ৪ বছর থেকে পৃথকবাস ও একবছর পূর্বে তালাকপ্রাপ্ত ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খান তার হলফনামায় স্বামীর নাম-বাসার ঠিকানা সম্পর্কে মিথ্যা-বানোয়াট তথ্য উল্লেখ করার অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঝালকাঠির রাজনীতিতে নবাগত এ নারী নেত্রীর পিতা পাকিস্তান সরকারের মন্ত্রী ব্যারি: আখতার উদ্দিনের স্বাধীনতা বিরোধী ভূমিকা, ব্যক্তিগত কেলেংকারী ও ব্যবসায়ীক প্রতারনাসহ একের পর এক কাহিনী ছড়িয়ে পরলে এলাকাবাসী সর্বমহলে ব্যাপক তোলপাড় চলছে। বিএনপির মনোনয়নপ্রাপ্ত জীবা আমিনা সম্পর্কে ঝালকাঠি-২ (সদর-নলছিটি)নির্বাচনী এলাকার বাসিন্দা বা জেলা বিএনপির নেতাকর্মীরা তেমনটা অবগত না থাকায় হঠাৎ করে সংসদ নির্বাচনের প্রার্থীর হলফনামায় স্বামীর নাম-ঠিকানা ভূয়া উল্লেখ নিয়ে এলাকার সর্বত্র আলোচনা-সমালোচনায় বিষয়টি ‘টক অব দ্যা টাউনে’ পরিনত হয়েছে
জীবা আমিনা খানের হলফনামার তথ্যে স্বামীর নামের ঘরে মোকাররম হোসেন খান লিখলেও স্বামীর সাথে ব্যবসায়িক ও অর্থিক বিরোধের জের ধরে জীবা আমিনা গত ২০১৪ সাল থেকে পৃথক ভাবে বসবাস করে আসছে তার ঘনিষ্ট সূত্রে জানাগেছে। আর মোকাররম হোসেন খানের বিগত ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তাকে আইনগত ভাবে প্রথম তালাকনামা প্রেরন করেন ও গত ১০ মার্চ’ ২০১৮ তারিখ জীবা আমিনা খানের তালাক (ভলিউম নং-৬ / পেইজ-২) কার্যকর হয় বলে তার আইনজীবী এ্যাডভোকেট হোসনে আরা দাবী করেন। অথচ এরপরেও জীবা আমিনার হলফনামায় তার মক্কেল মোকাররম হোসেন খানের নাম ব্যবহার করলে সেটা সম্পূর্ন বেআইনী ও প্রতারনার সামিল। গত দুই/তিন দিন পূর্বে এ বিষয়ে সাংবাদিকরা তথ্য পাওয়ার পর সাবেক স্বামী মোকাররম হোসেন খান ও তার আইনজীবী এ্যাডভোকেট হোসনে আরা সহ সংম্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জীবা আমিনা খানের হলফনামায় তার বর্তমান ঠিকানার ঘরেও সাবেক স্বামী মোকাররম হোসেন খানের মালিকানাধীন বাড়ীর ঠিকানা বাড়ী নং-১৬,এপিটি-৫০১, রাস্তা নং-৫৯ গুলশান, ঢাকা উল্লেখ করেন। অথচ কয়েক বছর ধরেই তিনি সেই বাড়ী ছেড়ে বর্তমানে ইউএন রোড, বারিধারার একটি বাসায় বসবাস করছেন বলে একটি সূত্রে জানাগেছে। এ ব্যাপারে এ্যাডভোকেট হোসনে আরা দাবী করেন, জীবা তার হলফনামায় বর্তমান ঠিকানার ঘরটিতে যে বাড়ীর নাম্বার-নাম উল্লেখ করেছে সেই বাড়ীর মালিক আমার মক্কেল মোকাররম হোসেন খান। তার এধরনের মিথ্যা তথ্য দানের বিষয় আমার মক্কেল মোকাররম হোসেন খানের সাথে আলোচনা করেছি। তার সাথে পরামর্শ করার পর এবিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এ বিষয়ে ব্যবসায়ী মোকাররম হোসেন খান কোন প্রতিক্রিয়া না জানলেও তাদের ঘনিষ্ট একটি সূত্র ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনার বেপরোয়া জীবন-যাপন, ২৩টি বিয়ে ও বিয়েন পূর্ব পরকীয়া সম্পর্ক ও জানায়, বিগত ২০০৩-৪সালের দিকে ব্যবসায়ী মোকাররম হোসেন খান তার ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডন যায়। সেখানে জীবার চাচাতো ভাই তথা স্বামী ডাঃ নিয়াজ করিমের মাধ্যমে মোকাররম হোসেন খানের সাথে জীবার পরিচয় হওয়ার এক পর্যায়ে দুজনের মধ্যে পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে। প্রথম স্ত্রী ক্যান্সার আক্রন্ত হলে ভালো হওয়ার সম্ভাবনা না থাকায় মানসিক ভাবে একাকীত্বের সময়কালে লন্ডনে বিজনেস ম্যানেজমেন্টে মাষ্টার ডিগ্রীধারী উচ্চ শিক্ষিতা ও এক সময় অবিভক্ত পাকিস্থানের মন্ত্রী ব্যারিষ্টার আক্তার উদ্দিনের কন্যা জীবা আমিনাকে ভালোবেসে বিয়ে করে ব্যবসায়ী মোকাররম হোসেন খান। এক পর্যায়ে নিয়াজ করিম ও তাদের সংসারে জন্মনেয়া ৩ সন্তানকে ফেলে জীবা আমিনা পরকিয়া প্রেমের টানে মোকাররম হোসেন খানের হাত ধরে পাড়ি জমায় বাংলাদেশে।
সূত্রটি আরো জানায়, দেশে ফিরে জীবা আমিনা লন্ডনে ফেলে আসা স্বামী-সন্তানের কথা গোপন করে ও পূর্বের স্বামীকে ডিভোর্স না দিয়েই মুকাররাম হোসেনের সাথে সংসার শুরু করে। পরে সামাজিক ও ধর্মীয় কারনে লন্ডনের স্বামীকে ডিভোর্স দিয়ে আইনী প্রক্রিয়ায় মুকাররাম হোসেনকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করে। স্বামী-স্ত্রী ৫/৬বছর ভালোই কাটালে সংসারে একটি সন্তান জন্ম হয় এবং মুকাররাম হোসেন তার রিয়াল ষ্টেট ব্যবসা ক্যাপিটাল গ্রুপ, ক্যাপিটাল ফুড এন্ড ভেবারেজ, গুলশানে ক্যানি রোজার হোটেল এন্ড রেষ্টুরেন্টসহ সকল ব্যবসায় স্ত্রী জীবাকে পাটনার অন্তর্ভূক্ত করে। ইতিমধ্যে ২০০৯-১০সালের দিকে জীবা আমিনা বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে মাত্রাতিরিক্ত ব্যায় শুরু করলে ২০১১-১২সালের দিকে অর্থ-সম্পদের হিসাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত হয় এবং ২০১৪ সাল থেকে স্বামী-স্ত্রী আলাদা ভাবে বসবাস করে। তাছাড়া বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক টিমিরে সদস্য অন্তর্ভূক্ত হয়ে সে নানা চক্রান্ত ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডেও জড়িয়ে পরে বলে সূত্র জানায়।
হলফনামায় ডিভোর্স হয়ে যাওয়া স্বামীর নাম ব্যবহার করা প্রসঙ্গে জানতে চাইলে জীবা আমিনা খান বলেন, তালাকের কোন কাগজপত্র আমি হাতে পাইনি। পরে আবার তিনি বলেন হলফনামায় ডিভোর্সের কথা উল্লেখ রয়েছে। মোকাররম হোসেনের ঠিকানা ব্যবহার করা প্রসঙ্গে বলেন, ওখানে আমি এখন থাকিনা, আগে থাকতাম। তৃতীয় স্বামী মুকাররাম হোসেন খানকে বিয়ে করার পূর্বে তার সাথে সাহাদাৎ হোসেন মিয়ার সাথে প্রথম ও তাকে ছেড়ে আপন চাচাতো ভাই ডাঃ নিয়াজ করিমের সাথে দ্বিতীয় বিয়ে ও ৩ সন্তান থাকার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী জীবার নির্বাচনী কর্মকান্ডে জগাখিচুরী

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের নির্বাচন কর্মকান্ড পরিচালনায় জগাখিচুরী অবস্থা বিরাজ হয়েছে। মাঠে নির্বাচনী লড়াই ফেলে দলীয় প্রার্থী জীবা খানও গত কয়েকদিন দিন ধরে ঝালকাঠির বাইরে থাকায় জেলা নেতৃবৃন্দ দিকভ্রান্ত হয়ে পরেছে। এনিয়ে তৃনমূল নেতাকর্মীদের সামনে জেলা বিএনপির শীর্ষ এক নেতা ফোন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ’র কাছে সরাসরি প্রার্থী জীবার বিরুদ্ধে অভিযোগ করেছে। এমন কি ঝালকাঠি-২ নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী জীবা আমিনা খানকে নিয়ে জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা মাঠেই নামতে পারছেনা বলে ক্ষুদ্বু নেতাকর্মীরা জানিয়েছে।
সরেজমিন ঝালকাঠি-২ আসনের বিএনপির তুনমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মনোনয়ন দাখিলের পর থেকে বিএনপির প্রার্থী জীবা আমিনা খান জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে ও নলছিটি শহরে কয়েক দফা হামলার শিকার হলে তার সাথে থাকা নেতাকর্মীদের গাড়ী ভাংচুর ও মারধরের শিকার হয়। তার জন্য কাজ করতে গিয়ে উক্ত হামলায় আহত নেতাকর্মীদের চিকিৎসার করানো তো দূরের কথা একটু মৌখিক সহানূভূতিও জানায়নি। প্রার্থী হয়েই যে এধরনের আচরন করে এমপি হয়ে সে দলের জন্য কি করবে ইতিমধ্যেই তা বুঝে গেছে মন্তব্য করেছে ক্ষুদ্বু নেতাকর্মীরা।
নির্বাচন পরিচালনায় জড়িত এক বিএনপি নেতা জানায়, প্রার্থী হিসাবে জীবা খানের এ পর্যন্ত প্রচার-প্রচারনা কাজেকোন অর্থের যোগান দেয়নি। তাছাড়া জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ সদর ও নলছিটি উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথেও কোন সমান্বয়ের উদ্দোগ নেয়নি। একই ধরনের অভিযোগ করেছে সয়ং প্রার্থী জীবা খানের গ্রামের বাড়ী নবগ্রাম ইউনিয়নের নেতা কর্মীরাদের কাছ থেকেও। তুনমূলে রাজনীতির অভিজ্ঞতা না থাকা ও নির্বাচন পরিচালনার বাস্তব জ্ঞানহীনতার কারনে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী কর্মকান্ড থেকে নীরবে সরে যাচ্ছে বলে জানাগেছে।
অন্যদিকে নলছিটি থেকে আসা ছাত্রদলের কিছু নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের কাছে তাদের ক্ষোভের কথা জানান। বলেন, আমাদের উপজেলা ধানের শীষের ঘাটি। কিন্তু কর্মীদের সাথে দলের প্রার্থী যে ধরনের আচরন করছে তাতে তারা এ নির্বাচনে কোন ভূমীকা রাখতে পারবো কিনা সন্দেহ রয়েছে। বিষয়টি জানতে জীবা আমিনা খানাকে মুঠো ফোনে একাধিক বার কল করা হলে তিনি ফোন ধরেনি।
উল্লেখ্য, ঝালকাঠি-২ আসনে প্রথমে বিকল্প প্রার্থী হিসেবে জীবা আমিনা খানকে দলের মনোনয়ন দেয়া হয়েছিলো। মূল মনোনয়ন দেয়া হয়েছিলো ইসরাত সুলতানা ইলেন ভূট্ট্রোকে। কিন্তু ইলেন তখন মনোনয়নপত্র জমাদান ও বাছাইয়ের সময় এলাকায় না আসায় বিকল্প প্রার্থী জীবা আমিনা খানকে দলের মনোনয়ন দেয়া হয়। বিগত নির্বাচনী পরিসংখ্যানে ঝালকাঠি জেলায় বিএনপির বড় ধরনের ভোট ব্যাংক থাকলেও এই আসনের বর্তমান এমপি, আ’লীগের কেন্দ্রীয় নেতা ও মাঠ পর্যায়ের পোড় খাওয়া রাজনীতিবীদ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর সাথে নির্বাচনী লড়ায়ে বিএনপির প্রার্থী জীবা আমিনা আদৌ কোন প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারবে কিনা তাই নিয়েই হিসাব চলছে।

ঝালকাঠি নলছিটি দুই আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী জীবা আমিনা খান

আরিফ সরদারঃ আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি- ২   আসন  থেকে    দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন বিএনপির ৮নেতা, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদল সভাপতি জি এম সবুর কামরুল ও কেন্দ্রীয় বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল ইসলাম বাদল। ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর পক্ষে স্থানীয় কয়েকজন নেতাকর্মী এবং মাহাবুবুল হক নান্নু কারাগারে থাকায় তাঁর পক্ষে স্ত্রী মনোনয়ন ফরম ক্রয় করেন। এছাড়া অন্যরা নিজে উপস্থিত থেকে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন।বিএনপি মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। গত ২৮ নভেম্বর  বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী রিটার্নিং কর্মকতা আশ্রাফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সহকর্মীরা।এদিকে ৭ই ডিসেম্বর বিএনপির চূড়ান্ত ভাবে প্রার্থী ঘোষনা করা হয়।ঝালকাঠি নলছিটি -২ আসনে চূড়ান্ত প্রার্থী হিসাবে জীবা আমিনা খান নির্বাচিত হয়।

নলছিটিতে ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর মনোনয়ন পত্র দাখিল

আরিফ সরদার: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসন থেকে ঐক্যফন্টের মনোনয়ন পান সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।২৮ নভেম্বর  বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকতা ও সহকারী রিটার্নিং কর্মকতা আশ্রাফুল ইসলামের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা।

নলছিটিতে আমির হোসেন আমুর মনোনয়ন পত্র দাখিল

আরিফ সরদার: আগামী ৩০ডিসেম্বর জাতীয় একাদশ  সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু। ২৮ নভেম্বর বুধবার বিকাল ৩টায় ঝালকাঠি-২ আসনের
বর্তমান সাংসদ আমির হোসেন আমু
সহকারি রিটার্নিং অফিসার ও
উপজেলা নির্বাহী অফিসার মোঃ
আশ্রাফুল ইসলাম’র কাছে আওয়ামী
লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র
দাখিল করেন। এ সময় তার সাথে
ছিলেন জেলা আওয়ামীলীগের
সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ সিদ্দিকুর
রহমান ,জেলা আ”লীগের সাধারন
সম্পাদক খান সাইফুল্লাহ পনির,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা
তছলিম উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যডভোকেট ইউনুস লস্কর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সেকান্দার আলী।

ঝালকাঠির রাজাপুরে ৮দিন ধরে ইউপি সদস্য সোনিয়া লপাত্তা

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠি রাজাপুরে ৮ দিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি তিন সন্তানের জননী ইউপি সদস্য সোনিয়া বেগমের (২৯)। সোনিয়া বেগম উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১,২,৩ নং মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও ঘিগড়া গ্রামের আবুবকর এর স্ত্রী। এ বিষয়ে সোনিয়ার স্বামী রাজাপুর থানায় ২ নভেম্বর একটি সাধারন ডায়েরি করেন। যাহার ডায়েরি নং ৪৫।
ডায়েরি সুত্রে জানায়ায়, সোনিয়া ২৮ অক্টোবর সকালে নিজ বাড়ী থেকে তার সম্মানি ভাতা উত্তোলন করতে উপজেলায় আসার কথা বলে পরে আর বাড়িতে ফিরে আসেনি। এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, ইউপি সদস্য সোনিয়ার স্বামী একটি সাধারন ডায়েড়ি করেন, যাহার প্রেক্ষিতে আমরা সকল পুলিশ ষ্টেশনে বেতার বার্তা দিয়ে রাখছি।
স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য সোনিয়া বেগম একই ইউনিয়নের এক ব্যক্তির সাথে অবৈধ পরকিয়ার সম্পর্কে জড়িত রয়েছে। ঘটনার দিন তার পরকিয়ার প্রেমিকের সাথে নিরুদ্ধেশে পারি জমিয়েছে বলে গুঞ্জন রয়েছে।