কুয়াকাটায় সড়কজুড়ে পরিবহন পার্কিং, যানজটে বিড়ম্বনা

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নেই নির্দিষ্ট বাস টার্মিনাল। মূল সড়কে যত্রতত্র রাখা হচ্ছে পর্যটকবাহী বাস ও দূরপাল্লার পরিবহন। আর সৈকতে নামার সড়কে দু’পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে একাধিক পরিবহন কাউন্টার। এসব টিকিট কাউন্টার থেকে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য হাক-ডাক, অনাবরত হর্ন আর যান্ত্রিক শব্দ দূষণে চরম বিরক্তিতে ফেলেছে পর্যটকদের।

এছাড়া এলোমেলোভাবে বাস পার্কিং করে রাখার কারণে সৈকতে যাওয়ার একমাত্র সড়কের প্রশস্ততা কমে গেছে। ফলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কায় রয়েছে পর্যটকসহ পথচারীরা।

সরেজমিন দেখা যায়, কুয়াকাটা টিঅ্যান্ডটি রেস্ট হাউজ পার হয়ে মোড় ঘুরলেই সড়কের দুইপাশে দূরপাল্লার পরিবহন ও বিআরটিসির বাসগুলো যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া বেড়িবাঁধের চৌরাস্তায় গিয়ে সৈকতের দিকে তাকালে হাতের ডানে (পশ্চিম দিকে) দেখা যাবে পটুয়াখালীর আন্তঃজেলা ও বরিশাল বাস কাউন্টার। এসব বাসের কারণে সরু হয়েছে রাস্তা। পর্যটক ও স্থানীদের হোটেল ও জেলে পল্লিতে অনেক কষ্ট করে আসা-যাওয়া করতে হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সারা দেশের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় শুধু পর্যটন মৌসুম নয়। সারা বছরই পর্যকদের পদভারে মুখরিত থাকে কুয়াকাটা সৈকত। এরই সাথে আরও বেড়েছে পরিবহনের সংখ্যা। এ সমস্যা নিরসনের জন্য দ্রুত বাস টার্মিনাল নির্মাণের দাবি তাদের।

পর্যটক ইমরান হাসান লিমন ও মুনিরা নুসরাত মুনা দম্পতি বলেন, সড়কের উপরেই আমাদের বাস থামলো। ওখান থেকে ছেলেমেয়ে নিয়ে হোটেলে যেতে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অপর পর্যটক আহসান জানান, এভাবে সড়কের উপর পরিবহন থামানো খুবই বিপদজ্জনক। এতে অনেক ঝুঁকি থাকে। তবে এখানে নির্দিষ্ট একটি বাসস্ট্যান্ড দরকার বলে তিনি মনে করেছেন।

কুয়াকাটা প্রেস ক্লাব সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী পরিবহনগুলো যখন পৌঁছে, তখন সৃষ্টি হয় তীব্র যানজট। প্রতিদিন সৈকতে যাওয়ার সড়কজুড়ে এসব পর্যটকবাহী বাস ও দূরপাল্লার পরিবহন এলোমেলোভাবে পার্কিং করা হচ্ছে। এতে কুয়াকাটার সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি পর্যটকসহ স্থানীয়দের চলাফেরায় সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।

কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, ৬ একর জমির উপর কুয়াকাটায় নির্মিত হচ্ছে আধুনিক মানের বাস টার্মিনাল। এতে প্রায় ৫০০ গাড়ি পার্কিং করা যাবে। ইতিমধ্যে বাস টার্মিনালের জন্য বালু-মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া যাত্রীদের জন্য যাত্রী ছাউনির ব্যবস্থা করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান ঘটবে।

কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কলাপাড়া আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু ও সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

বক্তারা আন্ধারমানিক, সোনাতলা, খাপড়াভাঙ্গা ও আড়পাঙ্গাশিয়াসহ দেশের নদীর দখল দূষন বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানান।

পায়রা বন্দর এলাকা ও আন্ধারমানিক নদী পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি

বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পায়রা বন্দর এলাকা ও আন্ধারমানিক নদী পরিদর্শন করেছেন।
বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) পটুয়াখালীর পায়রা বন্দর ও আন্ধারমানিক নদী পরিদর্শন করেছেন। পায়রা বন্দরে গিয়ে পৌছালে সেখানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন।
পরে সেখান থেকে  আন্দারমানিক নদী পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। নদী  ও তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী। এ-সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃফজলুর রশিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্তাবোধক প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃআরিফ হোসেন প্রমূখ।

পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্যদের দেয়া হলো মোটরসাইকেল ও রিক্সা মেরামত প্রশিক্ষণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের কর্মক্ষম করতে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া প্রশিক্ষণ কেন্দ্রে দুটি ব্যাচে ৫০ জন ক্ষতিগ্রস্থ্য সদস্যকে মোটরসাইকেল ও রিক্সা মেরামত বিষয়ক এক মাস ব্যাপি প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।
পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র(ডরপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ’র ডেপুটি টিম লিডার কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্স।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে পায়রা বন্দরের সহকারী পরিচালক মুহাঃ আশরাফ উজ্জামান (বাপ্পী) ও ডরপ এর প্রকল্প কর্মীবৃন্দ। এক মাস মেয়াদী এ প্রশিক্ষণে দুটি শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বলেন, গ্রামাঞ্চলের মানু্ষরে চলাচলের প্রধান বাহন এখন মোটরসাইকেল ও রিক্সা। তাই হাতে কলমে এ মেরামতের কাজ শিখতে পেরে নিজ এলাকায় গ্যারেজ খুলে নিজে যেমন কর্মক্ষেত্র তৈরি করতে পারবেন, তেমনি এখানে গ্রামের মানুষদেরও কাজের সুযোগ হবে। ইতিমধ্যে একাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষ হওয়ার আগে কাজ শুরু করেছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
২০১৯ সালে পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে উন্নয়ন সংস্থা ডরপ পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্থ্য চার হাজার দুইশ পরিবারের সদস্যদের ১২৬ টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তিন হাজার ২৪৯ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করে এখন স্বাবলম্বী। এই মোটরসাইকেল ও রিক্সা মেরামত প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ৫০ সদস্য আরো বেশী আয় করে নিজেদের সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারবে বলে আশা করছেন প্রশিক্ষণার্থীগন।
প্রধান অতিথি প্রশিক্ষণের সমাপনী ভাষণেরর পর প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন।
প্রধান অতিথির বক্তব্যে বন কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম বলেন বর্তমানে এই ট্রেডের সকল কে প্রশিক্ষণের লব্ধ জ্ঞান দিয়ে কাজ শুরু করতে হবে। এতে নিঃসন্দেহে তারা অনেক লাভবান হবেন। এত সুন্দর যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ ও ডরপ এর প্রশংসা করেন ও আন্তরিক ধন্যবাদ জানান।

কলাপাড়ায় সংরক্ষিত বনের জায়গা দখলকারী ২৫ পরিবার উচ্ছেদ। সাড়ে ১২ একর জমি উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর রেঞ্জের গঙ্গামতি ফরেষ্ট ক্যাম্পের সংরক্ষিত বনের ভিতরে অবৈধ বসবাসরত ২৫টি টিনসেট ঘর উচ্ছেদ করেছে বন বিভাগ। মঙ্গলবার দিনভর উপক’লীয় বন বিভাগের পটুয়াখালীর সহকারী বন কর্মকর্তা ও মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ৩৫-৪০ জন বন কর্মচারী এ অভিযানে অংশ নেয়। বন বিভাগ সূত্রে জানাযায়, সংরক্ষিত বনের প্রায় সাড়ে ১২ একর জমি জবর দখল করে ২৫টি টিনের ঘর করে ৩/৪ বছর ধরে বসবাস করে আসছিল। বারবার তাদের বনের জায়গা ছেড়ে দিতে বলা হলেও তারা বাড়ি-ঘর না সরিয়ে বসবাস করে আসছিল। মঙ্গলবার দিনভর অভিযানে অবৈধ দখলদার ২৫ পরিবারকে উচ্ছেদ করে সংরক্ষিত বনের সাড়ে ১২ একর জায়গা উদ্ধার করা হয়। মহিপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ফলে বন বিভাগের গঙ্গামতি সংরক্ষিত বনের সাড়ে ১২ একর জমি জবর দখল মুক্ত হয়েছে। তিনি আরও বলেন উদ্ধার কৃত বন ভ’মিতে চলতি মৌসুমে বাগান সৃজন করা হবে।

দুই কিশোরকে বাঁচালেন ট্যুরিস্ট পুলিশ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে সাঁতার কাটছিল মোস্তাফিজুর রহমান (১৩) ও বাইজিদ (১৭) নামে দুই কিশোর। হঠাৎ করে জোয়ারের স্রোত ভাসিয়ে নিয়ে যায় তাদের। তারা হাত উঁচু করে সাহায্য চায়, বাচাঁও বাচাঁও বলে চিৎকার করে।

বিষয়টি সৈকতে অবস্থানরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের কানে ভেসে আসে। এসময় কুয়াকাটা জিরো পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ এসআই জুয়েলসহ চার পুলিশ সদস্য ওয়াটার বাইক নিয়ে তাদের উদ্ধার করেন। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটায় এমন ঘটনা ঘটেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কিশোর মোস্তাফিজুর রহমানের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এছাড়া অপর কিশোর বাইজিদের (১৭)  বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। সোমবার সকালে তারা বন্ধুদের সাথে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।

 

কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট বলেন, ঝুঁকি নিয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এ কাজটি করেছে। ফলে দুই পর্যটক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এজন্য ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানাই।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। এছাড়া জোয়ার ভাটার সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যেকোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

বিরোধী দলের পক্ষ থেকে নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারে দাবী করা হচ্ছে এটা নিতান্তই তাদের মুর্খতা – শ ম রেজাউল করিম

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল এমপি বলেছেন, ‘ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছেন। দেশের যে প্রান্তেই ইলিশ বাড়ানো যায় কিংবা বাচ্চা দিতে পারে সকল বিষয়গুলোকে আমরা বিবেচনার ভিতরে রেখেছি। আমাদের টার্গেটটা হচ্ছে বাংলাদেশের কোন জলাশয় অব্যবহৃত থাকবেনা। যেখানে যে প্রকৃতির মাছ উৎপাদন করা যায় আমরা তার উৎপাদনে সকল সহায়তা করব। আন্ধারমানিক নদীসহ যেসব নদীতে আগে ইলিশ ছিল, এখন নেই, কেন নেই তা আমরা গবেষণা করছি। কোন কোন জায়গায় নদীর পরিবেশ নষ্ট হয়ে গেছে, গভীরতা কমে যাওয়া, সেসব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইলিশ যেখানে ডিম ছাড়ে সেই সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা, নানা প্রাকৃতিক পরিবেশের কারনে ইলিশ তার স্থান পরিবর্তন করে। যেখানে ইলিশ একসময় ছিল সেখানেই আবার যাতে ইলিশের উৎপাদন বাড়ানো যায় তার ব্যাপক পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আশা করি অতীতের মতো এই অঞ্চলে আবার ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এ সময় তিনি আরো বলেণ,বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থয় নির্বাচনে অংশ গ্রহণ করার অধিকার রয়েছে সকল নিবন্ধীত রাজনৈতিক দলের । দলের বাইরেও স¦তন্ত্র যদি কেউ নির্বাচন করেত চান তাইলে নির্বাচন করতে পারবেন। আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচন কমিশন । এটা কখনও সরকার করেনা। অনেকের ভুল ধারনা বলে সরকার নির্বাচন করবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন বাংলাদেশের সাংবিধানের আলোকে। বিরোধী দলের পক্ষ থেকে নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারে দাবী করা হচ্ছে। এটা নিতান্তই তাদের মুর্খতা। কারন সাংবিধানে এ জাতীয় কোন সরকার ব্যবস্থা নেই। অতীতে সংযুক্ত করা হলেও উচ্চ আদালত বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অনির্বাচিত কাউকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার কোন বিধান নেই। বিএনপি ও তার জোট যেটা দাবি করছেন, তা সংবিধান পরিপন্থী। সংবিধান পরিপন্থী কোন নির্বাচন বা কোন প্রক্রিয়া শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের মানুষও হতে দেবে না। তাদের যদি ক্ষমতায় যেতে হয় মানুষের জনমত যাচাইয়ের জন্য নির্বাচনে আসতে হবে। মানুষ ভোট দিবে, ভোটের মধ্য দিয়ে সরকার নির্বাচিত হবে।
অবরোধকালীন সময় ভারতীয় জেলেদের ইলিশ ধরে নেয়ার বিষয় এক প্রশ্নের উত্তরে মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমরা ভারতের যে প্রান্তের সঙ্গে বাংলাদেশ প্রান্তের সংযুক্ত রয়েছে। আমরা একই সময় যাতে মৎস্য আহরণ বন্ধ রাখা যায় সেই প্রক্রিয়া কার্যকর করা শুরু করেছি। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে এ বিষয় কথা হয়েছে। অদুর ভবিষ্যতে এ সমস্যা আর থাকছে না।’
সোমবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদী উপকেন্দ্র কলাপাড়ায় নবনির্মিত তিনতলা অফিস কাম গবেষণাগার ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেছেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, বিএফডিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, সচিব মুহাম্মদ হরুন-অর-রশীদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদার, বিএফডিসির পরিচালক (অর্থ) মঞ্জুর হাসান ভুইয়া, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ উপকূলে সী উইড চাষ এবং সী উইড জাত পণ্য উৎপাদন গবেষণা শীর্ষক প্রকল্পের আওতায় কলাপাড়ায় ইনস্টিটিউটের নদী উপকেন্দ্রে অফিস কাম গবেষণাগার ভবন নির্মান করা হয়েছে। এরপরে মন্ত্রী কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর মহিপুর এবং আলীপুরে বিএফডিসির নবনির্মিত মৎস্য অবতরন কেন্দ্র দু’টির উদ্বোধন করেন। মন্ত্রী সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জেলেদের আহরিত ইলিশসহ সকল মাছের গুনগত মান রক্ষা করে বিক্রি করতে পারবে তার জন্য অবতরন কেন্দ্রে সকল সুযোগ তৈরি করা হয়েছে।
মহিপুর এবং আলীপুরে মৎস্য অবতরন কেন্দ্র উদ্বোধনকে ঘিরে জেলে ও ট্রলার মালিকসহ সাধারণ মানুষের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ১৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় মহিপুরে এক একর ৯ শতক জমির ওপর এবং ১৫ কোটি টাকা ব্যয় আলীপুরে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দুটি অবতরন কেন্দ্রে রয়েছে ৪০ কক্ষের আড়ত ভবন। ১০ হাজার বর্গফুটের একটি করে অকশন শেড। দুই হাজার বর্গফুটের একটি করে প্যাকিং শেড। একটি করে পর্যবেক্ষণ কক্ষ। একটি করে বিদ্যুত উপকেন্দ্র। ১০টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন বরফকল। কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন। একটি করে পাম্প হাউস। দুইটি করে নিরাপত্তা কক্ষ। একটি করে গণ সৌচাগার। সাত হাজার বর্গফুট আয়তনের ট্রাক পার্কি এরিয়া। একটি করে গ্যাংওয়ে ও পন্টুন নির্মাণ করা হয়েছে। তবে আলীপুর অবতরণ কেন্দ্রে দুইটি অকশন শেড বেশি নির্মাণ করা হয়েছে। দু’টি অবতরন কেন্দ্রে দুইজন ব্যবস্থাপকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেয়া হয়েছে। রয়েছে চারজন বরফকল অপারেটর। এই দুটি মৎস্য অবতরণ কেন্দ্র চালু হওয়ায় জেলেরা আহরিত মাছের গুনগত মান পরীক্ষা করে বাজারজাত করতে পারবেন। এছাড়া মাছ বাছাইকরণ, গ্রেডিং করা, পাইকারি বিক্রির সুবিধা, প্যাকিং সুবিধা ছাড়াও ট্রাকে তুলে মাছ দেশের বিভিন্ন মোকামে বিক্রি করতে পারবেন। যানবাহন চলাচলের জন্য মহিপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয় ৮০০ মিটার আরসিসি সড়ক এবং আলীপুরে ৭৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয় ৪০০ মিটার সড়ক নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সুত্রে নিশ্চিত হওয়া গেছে। মৎস্য অবতরন কেন্দ্র দু’টির উদ্বোধনকে ঘিরে জেলেরা ছিল উৎফুল্ল।

কলাপাড়ায় দিনভর বৃষ্টি, প্লাবিত সাত গ্রাম। সাঁকো ভেঙ্গে যোগাযোগ বন্ধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় দিনভর ভারি বৃষ্টিতে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছো চাড়িপাড়া ভাঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন সহস্রাধিক পরিবার। রোববার ভারি বর্ষনের সাথে পূর্ণিমার জো’র প্রভাবে রাবনাবাদ নদীর উত্তাল ঢেউয়ের তোড়ে চাড়িপাড়া ভাঙ্গা বাঁধের অন্তত ৫০ মিটার বাঁধ নতুন করে ভেঙ্গেছে। এ বাঁধটি গত দশ বছরেরও বেশি সময় ধরে প্রায় সাত কিলোমিটার অংশ ভেঙ্গে সংস্কারের অভাবে পড়ে আছে বলে পানি উন্নয়ন বোর্ড জানালেও বাঁধ মেরামতে কোন উদ্যোগ নেয়নি।
রোববার সকাল থেকে রাবনাবাদ নদীর উত্তাল ঢেউ ও ঝড়ো বাতাসে ভেঙ্গে পড়েছে একাধিক গাছ পালা। লাল্য়ুার বুড়াজালিয়া অংশের এ ভাঙ্গা বাঁধের কারনে রোববারর সকালের জলোচ্ছাসে এক গ্রাম থেকে অন্যগ্রামে যাওয়ার বাশের সাঁকোটিও পানির স্রোতে ভেসে গেছো। এতে বন্ধ হয়ে গেছে সব ধরনের যোগাযোগ। সাঁকো ভেঙ্গে পড়ায় বেশি সমস্যায় পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। সকালের জোয়ারে সাঁকোটি ভালো থাকলেও দুপুরে তা ভেঙ্গে উল্টে গেছে। এ কারনে খাল, নালা পার করতে হয় ওই শিক্ষার্থীদের সাঁতার কেটে।
এদিকে ভাঙ্গা বাঁধ দিয়ে পানি প্রবেশ করায় বাঁধ সংলগ্ন কয়েকশ পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এসব পরিবার দুপুরে কোথ্য়া রান্না করবে এ নিয়ে চিন্তিত। তবে এসব দূর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসছে না কোন জনপ্রতিনিধি ও প্রশাসন।
স্থানীয়রা মো. ফিরোজ. আলমগীর হোসেন জানান, নদীতে পানি বাড়লেই তাদের ঘর বাড়ি তলিয়ে যায়। আর এখন তো শেষ সম্বল বাঁশের সাঁকোটি ভেঙ্গে যোগাযোগই বন্ধ। রাতের জোয়ারে কোথায় থাকবেন তা ঠিক নেই।
লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস জানান, এভাবে বছরের পর বছর ধরে হাজারো মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু ভাঙ্গা বাঁধ আর মেরামত হয় না।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, যখনই কোন সরকারি সহায়তা আসে লালুয়ার মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়। আর ভাঙ্গা বাঁধ নির্মানের বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে।

কলাপাড়ায় গৃহবধূ সুমাইয়াকে হত্যার অভিযোগে স্বামী শশুরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৫ সেপ্টেম্বর ।।
বিয়ের সাত মাস যেতেই যৌতুকের বলি হলো গৃহবধূ কলেজ ছাত্রী সুমাইয়া। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি পেচিয়ে ঘরের দোতলায় রুয়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। মোষ কেনা-বেচার ব্যবসার জন্য গহনা বিক্রি করে তিন লাখ টাকা না দেয়ায় এ নির্মম ঘটনাটি ঘটানো হয়েছে। এমনকি এ বিষয়টি যেন চেপে যাওয়া হয় এ জন্য পাঁচ লাখ টাকা দেয়ার প্রস্তাব দেয় সুমাইয়ার স্বামীর পরিবারের লোকজন। এসব অভিযোগ এনে অতি সম্প্রতি হত্যা মামলা দায়ের করেছেন নিহত সুমাইয়ার মা খাদিজা বেগম। কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন। বিজ্ঞ আদালত থানায় করা জিডির কাগজপত্র তলব করেছে। এমনকি থানায় হত্যার অভিযোগ না নেয়ার অভিযোগ করা হয়েছে। মামলায় সুমাইয়ার স্বামী মাসুদ চৌকিদারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শ^শুর, ননদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, কলেজ ছাত্রী থাকাকালে সাত মাস আগে লালুয়ার সুমাইয়ার সঙ্গে ধুলাসারের নয়াকাটা গ্রামের মাসুদ চৌকিদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের সময় প্রায় দুই লাখ টাকার মালামাল দুই ভড়ি স্বর্ণালঙ্কার দেয় সুমাইয়ার পরিবার। বিয়ের কিছু দিনের মধ্যেই মাসুদ তাঁকে দেয়া স্বর্ণের চেইন বন্ধক রাখে। এরপরে মোষ কেনাবেচার ব্যবসার জন্য সুমাইয়ার স্বর্ণালঙ্কার বিক্রি করে তিন লাখ টাকা দিতে চাপ দেয়। এনিয়ে প্রায় দিন সুমাইয়াকে গালিগালাজ করা হতো। এমনকি নিত্যদিনের বাজার পর্যন্ত বন্ধ করে দেয় বলে সুমাইয়ার মা মামলায় উল্লেখ করেছে। গত ২৭ আগষ্ট বেলা ১১ টার দিকে মহিপুর থানা পুলিশ ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের সুমাইয়ার স্বামীর ঘরের দোতলা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুমাইয়ার মা খাদিজা বেগম বলেন, ‘যেভাবে রশি গলায় বেধে আড়া ও রুয়ার সঙ্গে বেধে রাখা পাওয়া গেছে, তা কোন মেয়ে তো দুরের কথা কোন পুরুষ লোকের একার পক্ষে ওই ভাবে বাঁধা কোনভাবেই সম্ভব নয়।

লেবুখালীর ফেরিতে হকার পূণর্বাসন দাবিতে মানববন্ধন

দুমকি(পটুয়াখাল)প্রতিনিধি:
হকার পূণ:র্বাসন দাবিতে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক হকাররা। সোমবার সকালে লেবুখালী ফেরিঘাটে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে অর্ধশতাধিক হকার উপ¯িহত ছিলেন । হকারদের দলনেতা মোঃ আলাম ফরাজি তার বক্তব্যে বলেন, পায়রা নদীর ভাঙনে নিঃস্ব হওয়া দেড়শতাধিক পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র পেশা ফেরীঘাটে ক্ষুদ্র ও হকারি ব্যবসা। আমরা লেবুখালী ফেরীঘাটে চানাচুর, আমড়া, ঝালমুড়ি, কলা, ডিম, পান, পানি, মাছ, শরবতসহ নানা প্রকার খাদ্যদ্রব্য ফুটপাতে ও ফেরীতে বেচা-বিক্রি করে কোন মতে স্ত্রী-পরিজন নিয়ে বেঁচে আছি। হকাররা প্রত্যেককে বিভিন্ন ব্যাংক ও এনজিও ঋণের মূলধন নিয়ে ব্যবসা করতেছি এবং সবাইকে সপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হয়। ফেরীঘাট বন্ধের পর আমাদেরও কর্মসং¯হান থাকবে না। ব্যবসা বন্ধ হলে এসব হকার পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। ঋণের কিস্তির জালায় আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। তাই বর্তমান সরকার প্রধান, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অসহায় হকার পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসং¯হানের সুযোগ চান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিস শরীফ, আব্বাস হোসেন প্রমুখ। ¯হানীয় আ.লীগ নেতা আব্দুর রশিদ প্যাদা জানান, দীর্ঘ ২০ বছর যাবত এসব হকাররা লেবুখালী ফেরিঘাটে হকারি ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। এখন যদি প্রধানমন্ত্রী তাদের আর্থিক সহায়তার পাশাপাশি কোন বিকল্প কর্মসং¯হানের ব্যাব¯হা করে দেন তাহলে তাদের না খেয়ে মরতে হবে না।এ বিয়য়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতদ্রুত সম্ভব হকারদের তালিকা তৈরী করে আমরা আর্থিক সহায়তার পাশাপাশি বিকল্প কিছু করা যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।উল্লেখ্য, লেবুখালী ফেরীঘাটে দক্ষিনাঞ্চলবাসির স্বপ্নের পায়রা সেতু নির্মিত হয়েছে। আগামী অক্টোবর মাসে উদ্বোধনের কথা আছে। সেতুটি যানচলাচলের জন্য খুলে দেয়ার পর ফেরীঘাটটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এতে ফেরীঘাট কেন্দ্রিক দেড়শতাধিক হকার পরিবারগুলোর জীবন জীবিকাও থমকে দাড়ানোর আশঙ্কায় তারা (হকাররা) উদ্বিগ্ন হয়ে পড়েছেন।