দুই কিশোরকে বাঁচালেন ট্যুরিস্ট পুলিশ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে সাঁতার কাটছিল মোস্তাফিজুর রহমান (১৩) ও বাইজিদ (১৭) নামে দুই কিশোর। হঠাৎ করে জোয়ারের স্রোত ভাসিয়ে নিয়ে যায় তাদের। তারা হাত উঁচু করে সাহায্য চায়, বাচাঁও বাচাঁও বলে চিৎকার করে।

বিষয়টি সৈকতে অবস্থানরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের কানে ভেসে আসে। এসময় কুয়াকাটা জিরো পয়েন্টে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ এসআই জুয়েলসহ চার পুলিশ সদস্য ওয়াটার বাইক নিয়ে তাদের উদ্ধার করেন। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটায় এমন ঘটনা ঘটেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কিশোর মোস্তাফিজুর রহমানের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এছাড়া অপর কিশোর বাইজিদের (১৭)  বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। সোমবার সকালে তারা বন্ধুদের সাথে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।

 

কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এএম মিজানুর রহমান বুলেট বলেন, ঝুঁকি নিয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এ কাজটি করেছে। ফলে দুই পর্যটক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এজন্য ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানাই।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। এছাড়া জোয়ার ভাটার সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যেকোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *