ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটার নির্বাচন অনুষ্ঠিত

কামাল হাসান রনি:
“প্রকৃতির টানে,চলো কুয়াকাটা”স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু হয় সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের সহযোগী সংগঠন ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা( টোয়াক)।আজ সকালে কুয়াকাটা ক্লাব লিমিটেডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কুয়াকাটা(টোয়াক) এর পরিচালনা পরিষদের নির্বাচন।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান এবং নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাঈদুর রহমান সাঈদ।নির্বাচনে এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)এর প্রেসিডেন্ট নির্বাচিত হন রুমান ইমতিয়াজ তুষার,ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন মাকসুদ মাসুম এবং লুৎফুল হাসান রানা।
জেনারেল সেক্রেটারি আনোয়ার হোসেন আনু,নেছার উদ্দিন জয়েন্ট জেনাঃ সেক্রেটারি।আবুল হোসেন রাজু ডিরেক্টর অর্গানাইজার,ডিরেক্টর ফিনান্স আবু হানিফ,এইচ এম রাসেল ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ডিরেক্টর নির্বাচিত হন আবু হানিফ গাজী,তৈয়বুর রহমান,কে এম বাচ্চু।নবনির্বাচিত টোয়াক প্রেসিডেন্ট রোমান ইমতিয়াজ তুষার বলেন,সবার সহযোগিতা নিয়ে সাগরকন্যা কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র এবং আধুনিক পর্যটক বান্ধব কুয়াকাটা গড়ার সব রকম সহযোগিতায় টোয়াক পাশে থাকার কথা ব্যক্ত করেন।

পটুয়াখালীতে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদন্ড

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক,

 

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে পটুয়াখালী জেলার সদর উপজেলার ধরান্ধি বাজারে ধরান্ধি ডায়াগনষ্টিক সেন্টার এবং বাউফল উপজেলার কাশিপুর বাজারে কাশিপুর ডায়াগনষ্টিক সেন্টারে আভিযান পরিচালনা করেন।

 

এসময় অনুমোদন বিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, অপ্রতুল ও মানহীন চিকিৎসা সরঞ্জামাদি ব্যবহার, ডায়াগনস্টিক রিপোর্ট পূর্ব থেকেই প্রস্তত করে রাখাসহ বিভিন্ন ধরণের অনিয়ম

ও অব্যবস্থাপনার অভিযোগে ধরান্ধি ডায়াগনষ্টিক সেন্টারে’কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা এবং কাশিপুর ডায়াগনষ্টিক সেন্টারে’কে ৭০ হাজার টাকা অর্থদন্ড ধার্য করেন।

 

এসময় ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী জনাব মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কলাপাড়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার-২

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে (১৪) জোড়পূর্বক ধর্ষণে সহায়তার অভিযোগে পুলিশ আল আমিন (৩০) ও কবির (৩০) দুই যুবককে গ্রেপ্তার করেছে।

এ ঘটনার মূল হোতা ফরহাদ খাঁ (১৯) পালিয়ে গেছে। পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মহিপুর থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মাদ্রাসা ছাত্রীর পিতা। নির্যাতনের শিকার কিশোরী বর্তমানে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মুসুল্লিয়াবাদ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রায়ই উত্তক্ত্য ও প্রেমের প্রস্তাব দিতো ফরহাদ খাঁ।

মামা আল আমিন ও কবিরের বাসায় বেড়াতে আসা ফরহাদ বাঘেরহাট জেলার শরখোলা থানার রায়েনদা খাঁ বাড়ির মনির খাঁয়ের ছেলে ফরহাদ।

এতে কিশোরী রাজি না হওয়ায় গত ১৪ ডিসেম্বর রাত সাড়ে বারোটার পর বাসায় বাবা-মায়ের অনুপস্থিতে কিশোরী প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে বের হলে আগে থেকে ওৎপেতে থাকা ফরহাদ ও তার দুই সহযোগী আল আমিন ও কবিরের সহায়তায় ওড়না দিয়ে মুখ বেঁধে ঘরের পিছনে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে।

গভীর রাতে একই বিছানায় থাকা দাদী কমলা বেগম নাতিকে না দেখে ঘরের বাহিরে এসে তাঁকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে।

কিশোরীর স্বজনরা জানান, এ ঘটনা এলাকায় জানাজানি হলে পরদিন এলাকার একটি প্রভাবশালীমহল কিশোরীর পরিবারকে মামলা ও ডাক্তারের কাছে নিয়ে যেতে বাঁধা প্রদান করে এবং সালিশের আশ্বাস দিয়ে প্রধান অভিযুক্ত ফরহাদকে পালিয়ে যেতে সহায়তা করে।

কিন্তু কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৬ ডিসেম্বর কিশোরীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে পটুয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, নির্যাতনের শিকার কিশোরীর পিতা থানায় মামলা দায়েরের পরই দুই আসামীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামী ফরহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

কলাপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

কামাল হাসান রনি:
সকল শহীদের স্মরনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে শুরু হয় ৪৯তম মহান বিজয় দিবসের সকাল।পুষ্পস্তবক অর্পণ করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব,কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার  উদ্দিন  মাসুমসহ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ র ্যালি কলাপাড়া শহরের বিভিন্ন পথ পথ ঘুরে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাপ্ত হয়। কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশের  জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।১৯৭১ সালের নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।সাংসদ মহিব্বুর রহমান মহিব তার বক্তৃতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পিছনে যারা যুদ্ধ করেছেন সেসব মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একত্রিত হয়ে কাজ করার,যার যার জায়গা থেকে দেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। একাত্তরের যুদ্ধে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান,কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ,কলাপাড়া থানা ইনচার্জ মো মনিরুল ইসলাম মনির,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবিরঅনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

চর চাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

কামাল হাসান রনি:
কলাপাড়া উপজেলা চর চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।সকালে আনন্দ  র ্যালি ইউপি সড়ক,বাজার ঘুরে স্কুল মিলনায়তনে শেষ হয়।সকল শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি আজাহার খলিফা,প্রতিষ্ঠাকালীন সদস্য এস এম আহসান,ধুলাসার ইউপি চেয়ারম্যান আঃজলিল আকন,ধুলাসার ইউনিয়ন  আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোদ্দাসের হাওলাদারবিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী,শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ,বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার আহবান জানান।সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করার মধ্য দিয়া অনুষ্ঠান শেষ হয়।

সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ভীড়

কামাল হাসান রনি:
বঙ্গোসাগরের তীর ঘেঁষে অবস্থিত সাগরকন্যা খ্যাত কুয়াকাটা।যেখানে দাড়িয়ে সূর্যউদয় এবং সূর্যঅস্ত দেখা যায়।ভ্রমনার্থীদের পছন্দের শীর্ষে কুয়াকাটায় রয়েছে দর্শনীয় অনেক স্থান।মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির,লাল কাকড়ার চর,লেম্বুর চর,হাজার বছরের পুরনো নৌকা,সুন্দরবনের একাংশ,শীতের অতিথি পাখি,প্রকৃতির বরপুত্র গঙ্গামতি।গঙ্গামতির পরিছন্ন বিচ সহজেই পর্যটকদের মন কেড়ে নেয়।বিচের পাশে দীর্ঘ ঝাউবনের সারি সারি গাছ।কুয়াকাটাতে ফ্রেশ মাছের ফ্রাই,কাকড়া ফ্রাই পর্যটকদের জন্য বিশেষ আয়োজন।পর্যটকদের সকল সহযোগিতা করার জন্য কাজ করে যাচ্ছে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)।টোয়াকের প্রতিনিধি রুমান ইমতিয়াজ তুষার বলেন,দেশী বিদেশি পর্যটকদের সব রকম সহযোগিতায় পাশে রয়েছে টোয়াক।পর্যটকদের জন্য রয়েছে নিরাপত্তা ব্যবস্থা।কুয়াকাটা টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে দিনরাত।ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে পর্যটকদের চাপ।আজ বিকালে সূর্যঅস্ত দেখার জন্য সাগরপাড়ে ছিল হাজার হাজার পর্যটক।

পটুয়াখালীতে র‌্যাবের হাতে পলাতক আসামী গ্রেফতার

পটুয়াখালী॥
র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার,

সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সোয়েব আহমেদ খান এর নেতৃত্বে অদ্য ১২-১২-২০১৯ তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় বরগুনা জেলার আমতলী থানাধীন মহিষকাটা এলাকায় অভিযান পরিচালনা করে বিজ্ঞ দায়রা জজ আদালত বরগুনা,

এর দায়রা নং ৩৩৪/১৮, জিআর নং ১৪৬/১৩, এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ফিরোজ মিয়া(২৬), পিতাঃ মোঃ ইসমাইল হাওলাদার, সাং- কুকুয়া, থানা- আমতলী,

জেলা-বরগুনাকে গ্রেফতার করে। আটককৃত আসামীকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে নারী ফুটবল প্রতিযোগিতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ উপলক্ষ্যে নারীদের অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এ খেলায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় দল জয়লাভ করে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর আস্থা প্রকল্পের আয়োজনে ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের কারিগরি সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুর রহিম এসময় দুই বিদ্যালয়ের নারী খেলোয়ারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধি:
ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কৃষকরা। মঙ্গলবার দুপুর ১২ টায় কলাপাড়া পৌর শহওে বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কৃষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দিয়েছে।

ঘন্টা ব্যপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির। স্মারক লিপিতে কৃষকরা উল্লেখ করেছেন, আট বিঘা জমি চাষাবাদ করতে কীটনাশক, রোপন, সার প্রয়োগ, কাট ও মাড়াইসহ ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়।

এরপর এতে উৎপাদন হয় ৮০ থেকে ১০০ মন ধান। বর্তমানে ধানের মন বিক্রি হচ্ছে পাঁচ’শ থেকে ছয়’শ টাকায়। এতে করে ধান বিক্রি কওে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পায় কৃষকরা।

একারনে কৃষকরা দিনদিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই কৃষদের দাবি প্রতি মন ধানের দাম কমপক্ষে এক হাজার টাকা থাকা দরকার । এছাড়া সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকের কাছ থেকে নিয়ম-নীতি শিথিল করে ধান কেনার সুযোগ সুযোগ সৃষ্টি করার আবেদন জানায়।

দেশ ও জাতীর সুখ-শান্তি কামনা করলেন আবুল হাসানাত আবদুল্লাহ

পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ উপজেলার মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা(রঃ) এর মাজার জিয়ারত করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

আজ সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি কবর জিয়ারত করেন।

দেশ ও জাতীর সুখ-শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী পৌর-মেয়র মোঃ হারিচ চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।