কলাপাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

কামাল হাসান রনি:
সকল শহীদের স্মরনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে শুরু হয় ৪৯তম মহান বিজয় দিবসের সকাল।পুষ্পস্তবক অর্পণ করেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব,কলাপাড়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কলাপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার  উদ্দিন  মাসুমসহ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ র ্যালি কলাপাড়া শহরের বিভিন্ন পথ পথ ঘুরে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাপ্ত হয়। কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশের  জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।১৯৭১ সালের নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।সাংসদ মহিব্বুর রহমান মহিব তার বক্তৃতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার পিছনে যারা যুদ্ধ করেছেন সেসব মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একত্রিত হয়ে কাজ করার,যার যার জায়গা থেকে দেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। একাত্তরের যুদ্ধে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।কলাপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান,কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ,কলাপাড়া থানা ইনচার্জ মো মনিরুল ইসলাম মনির,কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান,কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি হুমায়ুন কবিরঅনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীর মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *