ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধি:
ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কৃষকরা। মঙ্গলবার দুপুর ১২ টায় কলাপাড়া পৌর শহওে বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে কৃষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দিয়েছে।

ঘন্টা ব্যপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির। স্মারক লিপিতে কৃষকরা উল্লেখ করেছেন, আট বিঘা জমি চাষাবাদ করতে কীটনাশক, রোপন, সার প্রয়োগ, কাট ও মাড়াইসহ ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়।

এরপর এতে উৎপাদন হয় ৮০ থেকে ১০০ মন ধান। বর্তমানে ধানের মন বিক্রি হচ্ছে পাঁচ’শ থেকে ছয়’শ টাকায়। এতে করে ধান বিক্রি কওে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পায় কৃষকরা।

একারনে কৃষকরা দিনদিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই কৃষদের দাবি প্রতি মন ধানের দাম কমপক্ষে এক হাজার টাকা থাকা দরকার । এছাড়া সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকের কাছ থেকে নিয়ম-নীতি শিথিল করে ধান কেনার সুযোগ সুযোগ সৃষ্টি করার আবেদন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *