যুবলীগের ৪ নেতার গনভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাসী কার্যকলাপ, চাদাঁবাজী ও ক্যাসিনোতে জুয়া, মাদক বিক্রি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ঢাকা দুই মহানগরের ৪ প্রভাবশালী নেতার গনভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের পাশ প্রত্যাহার করা হয়েছে। এই চার নেতা হলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মইনুল ইসলাম খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম। এর আগে ছাত্রলীগের বিদায়ী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পাশ প্রত্যাহার করা হয়।

বরিশাল ছাত্রলীগ কমিটি ঘীরে গুঞ্জন: কেন্দ্রীয় সভাপতিকে ঘিরে তৃণমূলে আশা

স্টাফ রির্পোটার:

শোভন – রব্বানীর কাঁধ থেকে বাংলাদেশ ছাত্রলীগের ভার নামিয়ে জয়-লেখকের কাঁধে তুলে দেবার খবর পুরনো হয়ে গেছে। ইতোমধ্যে সবাই জেনেও গেছে গত সোমবার পুরো বাংলাদেশের ছাত্রলীগকে নেতৃত্ব দেবার দায়িত্ব গ্রহণ করেছে বরিশালের আল নাহিয়ান খান জয় ও যশোরের লেখক ভট্টাচার্য। বলতে গেলে প্রায় এক যুগ পর কেন্দ্রীয় নেতৃত্বের সর্বোচ্চ পদে আসীন হলো বরিশাল জেলার কেউ। এ নিয়ে বরিশালের নেতাকর্মীদের আনন্দের শেষ নেই। তবে এই আনন্দকে ঘিরে দেখা দিয়েছে নানান প্রশ্নও। আর এসব প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি এবং সবার আগে যে প্রশ্নটি সামনে চলে এসেছে সেটি হচ্ছে, দীর্ঘদিন বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃত্বে যে অচলায়তন দেখা দিয়েছে তা কাটবে কি না।

এ ব্যাপারে জানতে চাইলে, বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, ” এখনি কোন শুভ সংবাদ আমি দিচ্ছি না তবে আমার মেয়াদকালে আমি অবশ্যই চেষ্টা করবো সম্মেলনের মাধ্যমে বরিশালের ছাত্রলীগের অচলায়তন কাটাতে। ” বাংলাদেশের সকল সাংগঠনিক ইউনিটগুলোতে সম্মেলন আয়োজন করার ব্যাপারে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার শক্ত নির্দেশনার কথা উল্লেখ করে জয় আরো বলেন, ” ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও ছাত্রবান্ধব করার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ আমাদের ওপরে আছে তা সর্বোচ্চ চেষ্টা দিয়ে পালন করা হবে। যেসব জায়গায় কমিটির মেয়াদ দুই বছর অতিক্রান্ত হয়েছে সেসব জায়গায় অতিসত্বর নতুন কমিটি দেয়া হবে।” তাই স্থানীয় নেতাকর্মীরা আশা করতেই পারে বর্তমান নেতৃত্বের আগামী দশ মাসের মেয়াদকালের যেকোনো মুহুর্তে আসতে পারে নতুন কমিটির ডাক।

সর্বশেষ ২০১১ সালে বরিশাল জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব দেয় বাংলাদেশ ছাত্রলীগ। এক বছর মেয়াদের কমিটি চলছে আজ আট বছরেরও বেশি সময় ধরে। এর মধ্যে জেলা কমিটি দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ হলেও মহানগরীর নেতারা গায় লাগাতে পারে নি কোনো পদবীর তকমা। তিন সদস্যের মহানগর কমিটির সাধারণ সম্পাদক বহিষ্কার আর সাংগঠনিক সম্পাদক রাজনীতির বাইরে৷নগর ছাত্রলীগের ব্যাপারে কাগজ কলমে একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী সভাপতি জসিম উদ্দিনও রাজনীতির মাঠে কোণঠাসা। সাংগঠনিক কোনো বিতর্ক কিংবা আওয়ামীলীগ বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত না থাকলেও অদৃশ্য কারণে সক্রিয় রাজনীতি তিনি করতে পারছেন না। জেলা কমিটির সভাপতি – সাধারণ সম্পাদক রাজনীতির মাঠে থাকলেও বয়সের ভারে ছাত্রলীগকে নেতৃত্ব দেবার মতো অবস্থায় তারা আর নেই।

এমন অবস্থায় বরিশালের ছাত্রলীগকে ঢেলে সাজানোর তাগিদ তৃণমূল থেকে দেওয়া হচ্ছিল বারবার। দীর্ঘদিন ধরে এক প্রকার শীর্ষ নেতৃত্ব শূন্য বরিশাল মহানগর ও জেলার নেতাকর্মীদের স্বপ্ন ছিল নতুন কমিটি।অবশেষে আল নাহিয়ান খান জয়ের ছাত্রলীগের নেতৃত্বে আসার সংবাদে হাজারো নেতাকর্মীর জিইয়ে রাখা স্বপ্ন বাস্তবে রূপ নেবার প্রহর গুণছে। আর নেতৃত্বের লড়াইয়ে এগিয়ে থাকা নেতাকর্মীরাও এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় নেতৃত্বে বরিশালের ছেলে জয়ের আসার ঘটনায়। বরিশালের মহানগর ও জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে আসতে পারে এমন কয়েকজনের সঙ্গে কথা বলেও এ ব্যাপারে সত্যতা পাওয়া গেছে।

শীর্ষ নেতৃত্বের বিজয় কেতন ওড়াবার লড়াইয়ে দীর্ঘদিন ধরে শক্ত অবস্থানে আছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ খান। নতুন কমিটির ব্যাপারে আশাবাদী রাজিব আহমেদ বলেন, ” বরিশালের ছাত্রলীগের রাজনীতির একটি সংকটময় মুহূর্তে বর্তমান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনায় আমি ছাত্রলীগকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করেছি। এ ব্যাপারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই অবগত আছেন। আমৃত্যু আওয়ামী রাজনীতির সঙ্গে থাকার যে ব্রত আমি নিয়েছি সেটা বিবেচনা করে আমাদের সবার অভিভাবক জননেতা আবুল হাসনাত আবদুল্লাহ এবং সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যে সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেবো “। স্থানীয় ছাত্রলীগের ব্যাপারে দক্ষিণ বঙ্গের আওয়ামী রাজনীতির অভিভাবক খ্যাত আবুল হাসনাত আব্দুল্লাহ এবং তাঁর সুযোগ্য পুত্র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাইরে যাবার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন আলোচনায় থাকা এই ছাত্রনেতা।

পদ প্রত্যাশীর তালিকায় থাকা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহাদ বলেন, ” স্কুল জীবন থেকে ছাত্রলীগের আদর্শ ধারণ করে এ পর্যন্ত ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কোনো কাজ কখনো আমার দ্বারা সংঘটিত হয় নি । বিরোধী আমল থেকে রাজনীতি করলেও আমি ছাত্ররাজনীতিকে টেন্ডার কিংবা চাঁদাবাজির ঢাল হিসেবে কখনো ব্যবহার করি না। বরিশালের রাজপথে আমার শ্রমের ব্যাপারে জননেতা আবুল হাসনাত আবদুল্লাহ এবং বর্তমান পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি সহ বরিশালের আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত সবাই জানেন। ” আল নাহিয়ান খান জয়ের কেন্দ্রীয় ছাত্রলীগের ভার পাওয়াকে নিজেদের জন্য আনন্দের দাবি করে মাহাদ আরো বলেন, ” আমাদের দীর্ঘদিনের আন্দোলন – সংগ্রাম, আনন্দ – হতাশার সাথে তিনি পরিচিত। আশারাখি তাঁর সহায়তায় আমরা বরিশালের ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ”

অন্যদিকে জেলা ছাত্রলীগের বর্তমান দুই সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত ও আতিকুল্লাহ মুনিমও আছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সাজ্জাদ সেরনিয়াবাত শীর্ষ পদ দখল করবেন এমনটাই আশা সাজ্জাদ পন্থী বিশাল কর্মী বাহিনীর। কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতির সঙ্গে তার বিশেষ সখ্যের খবর নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে পোস্টমর্টেম। সম্প্রতি বিএম কলেজ কর্মপরিষদ (বাকসু) এর নির্বাচনের রব উঠলে ভিপি পদে লড়াইয়ের জন্য আতিকুল্লাহ মুনিমের বেশ দৌড়ঝাঁপ লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু ছাত্রত্ব না থাকার বিষয়ে বিভিন্ন সংবাদ স্থানীয় গণমাধ্যম গুলোতে চাউর হওয়া শুরু হলে থেমে যায় সে দৌড়ঝাঁপ। তবে তার জেলা বা মহানগর ছাত্রলীগের শীর্ষ পদ লাভের সম্ভাব্যতা অন্য অনেকের চেয়ে বেশি এমনটাই গুঞ্জন চলছে। তারা দুজনই বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলয়ের বেশ দাপুটে ছাত্রনেতা হিসেবে পরিচিত।

তবে সবকিছুর উর্ধ্বে গিয়ে বিতর্ক ছাড়া কমিটি করা হবে এমনটা আশাবাদ ব্যাক্ত করেছেন ছাত্রলীগের দায়িত্বভারে থাকা বরিশালের ছেলে জয়। তিনি উদাত্ত ঘোষণা দেন, ” কোনো রকম বিতর্কিত কাউকে নিয়ে কমিটি হবে না। টেন্ডারবাজ- চাঁদাবাজ সহ যেকোনো ধরণের অপকর্মের সঙ্গে জড়িত মানুষেরা ছাত্রলীগের পদ পাবে না। ” সেক্ষেত্রে বর্তমান সভাপতির নিজ জেলায় কমিটি অনুমোদনে সর্বোচ্চ সতর্কতা থাকবে এ ব্যাপারে আগাম ধারণা করা যায়। সেই ধারণাকে আরো পোক্ত করে নেতৃবৃন্দের ব্যাপারে যেকোনো তথ্য মিডিয়া কর্মীরা যেন তাকে সরবরাহ করে এমন আহবানে। গত সোমবার ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এ আহবান জানান তিনি।

জয়কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায় দোয়া মোনাজাত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় আনন্দে ভাসছে বাবুগঞ্জসহ বরিশালের সর্বস্তরের আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে। উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় আনন্দ মিছিলে জনতার ঢল নেমেছে। সর্বত্র চলছে মিষ্টি বিতরণের ধুম। দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের যে দায়িত্ব দিয়েছেন তা সঠিক ভাবে নাহিয়ান খান জয় পালন করতে পারে তার জন্য এতিমখানায় দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে ধুমচর এতিমখানায় আছরবাদ এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও আল-নাহিয়ান খান জয় যে গুরু দায়িত্ব পেয়েছেন তা ঠিকমত পালন করতে পারে সেই লক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে অর্ধশতাধিক এতিম শিশু,উপজেলা আওয়ামীলীগ আল-নাহিয়ান খান জয়ের শুভাকাঙ্ক্ষী এস আরিফিন বাবু ও ইয়াসিন হোসাইন সহ বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মুবিন,সাকিব,সাইফুল,সোহাগ,রেজবি,সায়েম,দিপ্ত, মেহেদীসহ ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের অসংখ্য মানুষ অংশ নেয়।

এদিকে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আল-নাহিয়ান খানের জয়ের নাম ঘোষণার পর তাৎক্ষণিক দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। উল্লেখ্য, আল-নাহিয়ান খান জয় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীম খানের পুত্র ও মুক্তিযুদ্ধের সংগঠক মোশারেফ হোসেন খানের দৌহিত্র।

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিরাপদ ঘাঁটি হিসেবে জয়ের চাচা আবদুল হালিম খানের বাড়িতে বসেই মুক্তিযুদ্ধের নবম সেক্টরের অ্যাডজুটেন্ট ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক বিভিন্ন অপারেশন পরিচালনা করতেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আল-নাহিয়ান খান জয়কে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায়

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। এছাড়াও অভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ উপজেলার সর্বস্তরের মানুষ।

সন্ত্রাসী হামলায় আহত রেজার পাশে ছাত্রলীগ নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক : দুর্বৃত্তদের হামলায় জয়পুরহাটের জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ‌্যালয়ে তাকে দেখতে যান ছাত্রলীগের শীর্ষ এই নেতারা।

ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় আহত আবু বক্কর সিদ্দিকের শারীরিক অবস্থা এবং তার পরিবারের খোঁজ খবর নেন।

এ সময় আবু বক্করকে একটি লিখিত অভিযোগ দিতে বলেন এবং বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের চিত্রাপাড়া এলাকায় দুর্বৃত্তরা আবু বক্কর সিদ্দিকের ওপর হামলা করে। প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ‌্যালয়ে আনা হয়।

হামলা প্রসঙ্গে আবু বক্কর সিদ্দিক রেজা বলেন, ‘ছাত্রলীগের এক নেতাকে অন্যায়ভাবে পুলিশ মারপিট করে। পরে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল ওই নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে রিপোর্ট প্রকাশ করে। আমরা এ রিপোর্টের প্রতিবাদ করি। তারই জের ধরে এ হামলা চালানো হয়েছে।

ঢাবি সিনেট থেকে অব্যাহতির আবেদন শোভনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অব্যাহতিপত্র দেন তিনি।

তার পক্ষে অব্যাহতিপত্র জমা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব, ডাকসুর সদস্য রফিকুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ফেরদৌস আল মাহমুদ পলাশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, শোভনের অব্যাহতিপত্র পেয়েছি। সংশ্লিষ্ট সভায় বিধিমোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। এতে পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হন। বাকি তিনজন হলেন-ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী এবং সদস্য তিলোত্তমা শিকদার।

ভোলা বারের সাবেক সভাপতি শাজাহানের মৃত্যুতে আইনজীবি নেতা কামালের শোক 

স্টাফ রিপোর্টার:
ভোলা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা এ্যাডভোকেট ওবায়দুর রহমান সাজাহান(৬৫) রবিবার রাত ১০ঃ২৫ মিনিটে ঢাকার এ্যাপলো হসপিটালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজিবী নেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নে মনোনীত প্রার্থী এ্যাডভোকেট কামাল হোসেন।
এক শোক বার্তায় তিনি আইন ও বিচারাঙ্গনে মরহুমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন,মরহুম ওবায়দুর রহমান সাজাহান ছিলেন ভোলা বারের একাধিকবার নির্বাচিত,জনপ্রিয় ও সজ্জন ব্যক্তি। মানুষের সাথে তাঁর হৃদ্যতাপূর্ন সম্পর্ক,হাস্যজ্জল আচরণ বিনয়সুলভ ব্যবহার কোনদিন ভুলার নয়।
তিনি খুব মেধাবী আইনজিবী ছিলেন। নিপীড়িত, নির্যাতিত অসহায় মানুষের বন্ধু ছিলেন। আইনজিবী হিসেবে বহু অসহায় মানুষের পাশে তিনি বিনা ফিতে আইনী সহায়তা প্রদান করেন।বিএনপির নেতাকর্মীদের নামে বিগত দিনে দায়ের হওয়া অসংখ্য মিথ্যা মামলায় আইনী লড়াইয়ে পাশে দাঁড়ান। দলের এই দুঃসময়ে তাঁর চলে যাওয়ার শুন্যতা কোনদিন পূরন হওয়ার নয়। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

খালেদা জিয়ার মুক্তির লক্ষ্য নিয়ে ছাত্রদলের সাধারন সম্পাদক প্রার্থী জাকিরের নির্বাচনী ইশতেহার

ষ্টাফ রিপোর্টার:
-জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন ষষ্ঠ কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে থাকা মোঃ জাকিরুল ইসলাম (জাকির)নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তাঁর নির্বাচনী ইশতেহারকে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছে। তৃণমুল পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচিত ও ছাত্রদলের জন্য সময়োপযোগী এ নির্বাচনী ইশতেহার নিম্মে তুলে ধরা হলো।
প্রিয় সহযোদ্ধা,
আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন।আমি মোঃ জাকিরুল ইসলাম (জাকির) অপরাজেয় তারুণ্যের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল-২০১৯ এ  সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করছি।”
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম)  এর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যর অহংকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাওয়াই আমার প্রধান লক্ষ্য। আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হই তাহলে নিম্মোক্ত অঙ্গীকারগুলো পূরণে দৃঢ় প্রতিজ্ঞ হবো।
১. গনতন্ত্রের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্য পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য
২. তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বদেশ প্রত্যাবর্তনে অবৈধ সরকারের বাঁধা দুর করার জন্য ছাত্র সমাজ কে নিয়ে কাজ করা।
৩. ভবিষৎ রাস্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ এর অধীনস্থ সকল ইউনিট কমিটি যে কোন মূল্য নির্দিষ্ট সময়ের মধ্য সম্পন্ন করব।
৪.শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্য প্রত্যক শিক্ষাবর্ষে জাতীয়তাবাদী আদর্শের অনুসারী শিক্ষার্থীদের ছাত্রদলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
৫. জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুর্নাঙ্গ করার ক্ষেত্রে নির্দিষ্ট কোন ইউনিট বা অঞ্চলকে প্রাধান্য না দিয়ে সকল বিশ্ববিদ্যাল, কলেজ,মহানগর,এবং জেলা ইউনিটের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে পদ সমুহ বিকেন্দ্রীকরণ সহ সর্বোচ্চ সমন্বয় করা হবে।
৬. কেন্দ্রীয় সংসদের প্রতিটি পদ বিশেষ করে সম্পাদকীয় পদ সমূহকে সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় এনে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
৭.ধারাবাহিক কর্মপরিকল্পনার জন্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিয়মিত সাধারণ সভা ডাকা হবে।
৮. ছাত্র সমাজের সকল যৌক্তিক দাবির সাথে একাত্নতা প্রকাশ করে স্বৈরাচার সরকারের অগণতান্ত্রিক নীতির বিরুদ্ধে ছাত্র সমাজকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।
৯.কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত গ্রহণে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেয়া হবে।
১০.  সংগঠনের গতিশীলতা বাড়াতে প্রতি জেলায় গবেষণা ও হেল্পসেল গঠন করা হবে।
১১. তৃনমূলের নেতাকর্মীদের স্বৈরাচার সরকারের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে কেন্দ্র হতে কর্মসূচি দেয়া হবে।
১২. সর্বোপরি নেতৃত্বের মধ্য দলাদলি না করে আঞ্চলিকতা এবং তথাকথিত গ্রুপিংয়ের উদ্ধে উঠে পরস্পরের মধ্য ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
আপনার মূল্যবান ভোটের মাধ্যমে সময়ো পযোগী নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। সকলের ভোট ও দোয়া কামনা করছি।
আপনাদের ভালোবাসার
মোঃ জাকিরুল ইসলাম (জাকির) সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক(২০১৪-১৯)কেন্দ্রীয় সংসদ সাবেক সভাপতি(২০১১-১৬) সাবেক যুগ্ন আহবায়ক(২০০৮-২০১১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

ছাত্রদলের কমিটি গঠন নিয়ে অসন্তোষ, হামলায় আহত ছাত্রদল নেতা মামুন

বিশেষ প্রতিনিধি: বিএনপির ভ্যানগার্ডখ্যাত জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি নিয়ে সার্বিক পরিস্থিতি কঠিন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল গুলশানে সার্চ কমিটির সাথে বিক্ষুব্ধদের আলোচনা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বহিস্কার প্রত্যাহার ও আহবায়ক কমিটির দাবীতে এখনো অনড় বহিস্কৃত নেতারা। দলের পক্ষ হতে নানা আশ্বাস দিলেও তারা তা মানতে পারছেন না। এদিকে কাউন্সিল ঠেকাতে নানা অপতৎপরতায় লিপ্ত হচ্ছে বিক্ষুব্ধদের একাংশ। ঘটছে সংঘর্ষের ঘটনাও। গতকাল দলের সিদ্ধান্ত মেনে বিক্ষুব্ধদের বিপক্ষে অবস্থান নেয়ায় টিএসসিতে লাঞ্চিত করা হয় তেজঁগাও কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাকিব হোসেন সম্রাট কে। ছাত্রদলের সাবেক সহসভাপতি সদ্য বহিস্কৃত মামুন বিল্লাহর অনুসারীরা এ ঘটনার সাথে জড়িত বলে জানা যায়। এ ঘটনার জের ধরে রাত এগারটার দিকে ধানমন্ডিতে মামুন বিল্লাহর উপর হামলা চালানো হয় এতে ৬-৭ জন আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন বলে জানা যায়।ছাত্রদলের সংকট দিন দিন নিয়ন্ত্রনের বাহিরে যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত এ সংকট সমাধান করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকারে রুপ নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল।

ছাত্রদলের নেতৃত্বে সম্ভাব্য প্রার্থীরা আলোচনার শীর্ষে হাফিজুর রহমান

এম ইউ মাহিম,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন এবং বিএনপির ভ্যানগার্ডখ্যাত জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন সম্মেলনকে ঘিরে চাঙ্গা হতে চলেছে ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনের তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মীরা। ১/১১ পরবর্তী সময় হতে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে দেশের জনপ্রিয় দল বিএনপি। দীর্ঘবছর দলটি রাষ্ট্র ক্ষমতায় না থাকায় এবং  ছাত্রদলের নেতাকর্মীরা অব্যাহত মামলা হামলার শিকার হওয়ায়  ছাত্রদলের দলীয় কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে। মূল দলের বাইরে  অঙ্গসংগঠনগুলোতে বর্তমানে একই অবস্থা। তাই বিএনপির অন্যতম সহযোগী অঙ্গসংগঠন ছাত্রদলকে চাঙ্গা করতে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করে চমক দেখাতে চায় বিএনপি। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হোক, এমনটাই চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির হাইকমান্ড। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দৌড়ঝাপ শুরু হয়ে গেছে। প্রার্থী হওয়ার আচরণবিধি, ১৯৯৮ রেজিষ্ট্রেশনসহ সর্বোচ্চ ২০০০ সালে এসএসসি বা সমমান পাস, নির্ধারিত বয়স ও অবিবাহিত হওয়ার বাধ্যবাধকতা থাকায় স্বচ্ছ ইমেজের, মেধাবী ও চৌকশ নেতৃত্ব নির্বাচিত হওয়ার বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এক্ষেত্রে কেন্দ্রীয় সংসদের সভাপতি পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন আসাদুল টিটু, আল মেহেদী, হাফিজুর রহমান, তানভীর রেজা রুবেল, মিরাজ আজিম, কাজী রওনকুল শ্রাবণ, লিংকন আশরাফ, ফজলুল হক খোকন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন শাহ নাওয়াজ, আবু তাহের, সাইফ জুয়েল, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ খান প্রমুখ।
সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় থাকা আসাদুল টিটো সর্বশেষ কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক ছিল, তাঁর বিরুদ্ধে ১/১১ তে সংস্কারপন্থীদের যোগদান ও বিবাহের অভিযোগ আছে। আল মেহেদী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি, তাঁর বিরুদ্ধে বিবাহ, এসএসসি রেজিষ্ট্রেশন ১৯৯৭, ঢাকা বিশ্ববিদ্যালয় এর স্নাতক ডিগ্রি না থাকার অভিযোগ আছে ; এছাড়া তার বাড়ি নরসিংদী হওয়ার ছাত্রদলের নেতাকর্মীদের অনেকে   এ অঞ্চল থেকে আর নেতৃত্ব নির্বাচনের বিপক্ষে। হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন, ছাত্রলীগের হাতে হয়েছেন মারাত্মক রক্তাক্ত, বর্তমান সরকার বিরোধী আন্দোলনে ছিলেন। একাধিক মামলায় হয়রানি হয়ে কারাভোগ করেন। ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়ে মাথায় ২৪টি সেলাই নিয়ে বেচেঁ আছেন। দলের দুঃসময়ে দলের নীতি আদর্শ হতে পিছপা হন নি। শক্ত হাতেই দলকে নেতৃত্ব দিয়েছেন।তার বিরুদ্ধে নেতিবাচক আলোচনা কম থাকলেও এলাকার বলয়ে রাজনীতি করেন বলে অভিযোগ আছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এর ছাত্র হাফিজুর রহমান দর্শন বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করে এখন সমাজকল্যাণ ইনস্টিটিউটে মাস্টার্স করছেন। তানভীর রেজা রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি, পরিচিত মুখ এ ছাত্রনেতার বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ আছে।কাজী রওনকুল শ্রাবণ সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং পরিচিত মুখ তবে তাঁর বাবা বর্তমানে কেশবপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান। লিংকন আশরাফ সর্বশেষ কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক, একুশে হলের সাবেক এই ছাত্রনেতা পরিচিত মুখ হলেও তার বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ আছে।
সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় থাকা শাহ নাওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এর যুগ্ম সম্পাদক, পরিচিত মুখ হিসেবে তাঁর সুখ্যাতি আছে, তিনি বর্তমানে গভর্মেন্ট স্ট্যাডিসে মাস্টার্স করছেন। আবু তাহের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কারা নির্যাতিত তবে তার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ আছে। সাইফ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও স্লোগানিস্ট তবে তার বিরুদ্ধে ১/১১ তে সংস্কারপন্থীদের সাথে আঁতাত এর অভিযোগ আছে ও শুরুতে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ আছে। ইকবাল হোসেন শ্যামল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও পরিচিত মুখ  তবে নরসিংদীর সন্তান। রাশেদ খান ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি, তিনি বিবাহিত বলে অভিযোগ আছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে এ সংগঠনের নেতা-কর্মীরা এখন বেশ উৎসাহ ও উদ্দীপনাসহ নানামুখী ব্যস্ততা পার করছেন। সব কিছু মিলে আচরনবিধি, নেতৃত্বের যোগ্যতার শর্ত, দলে ত্যাগ,যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী এখন পর্যন্ত হাফিজুর রহমান সভাপতি পদে এগিয়ে রয়েছেন।তবে কে হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক তা জানার জন্য ১৫ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুন্ঠিত – মেজর হাফিজ

ভোলা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব মেজর অবঃ হাফিজ উদ্দীন আহম্মেদ বীরবিক্রম বলেছেন বাংলাদেশের পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আ’লীগের অঙ্গসংগঠনে পরিনত হয়েছে।২৫ শে মার্চ
জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্বাধীনতা দিবস উপলক্ষে  অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ কে উদ্দেশ্য করে বলেন জিয়া বাকশালের ফরম পুরন করেছে বলে আপনি যে বক্তব্য দিয়েছেন পারলে প্রমান দেখান,জিয়া বাকশালের ফরম ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছেন। আমি সেনা সদর দফতরে তার একান্ত সচিব হিসাব, তার কাছে বাকশালের ফরম একটি খামে আসলে তিনি সেটা খুলেও দেখেন নি।মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুন্ঠিত, আমি পাকিস্তানের অধীনেও সেনাবাহিনীতে কর্মরত থেকে নির্বাচনে দায়িত্ব পালন করেছিলাম,তখন আমাদের বলা হয়নি কাউকে জেতাতে হবে।তখন নির্বাচন অনেক সুষ্ঠু হত। আমি ছয়বার এমপি হয়েছি,গত সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি,আর এবার তো বাসা হতেই বের হতে পারিনি।পনের দিন পর্যন্ত বাসায় অবরুদ্ধ ছিলাম।সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে কারাগারে কোন চিকিৎসা দেয়া হচ্ছেনা বলে তিনি ক্ষোভ প্রকাশ করে  তার সুচিকিৎসার জন্য সরকারের
নিকট জোর দাবী জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার, আহসানুল্লাহ হাসান, সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, যুবদলের মামুন হাসান, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্রদলের এজমল হোসেন পাইলট প্রমুখ