বিজয় শোভাযাত্রা সফল করতে বিএমএসএফ’র সকল কমিটিকে প্রস্তুতি গ্রহনের আহবান

ঝালকাঠি ২৮ অক্টোবর ২০১৯: সারাদেশের সাংবাদিকদের অংশ গ্রহনে তৃতীয় বারের মত বিএমএসএফ বিজয় শোভাযাত্রার আয়োজন করবে। আগামি ১ ডিসেম্বরে রাজধানীতে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে সফল করার আহবান জানানো হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি কমিটির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ আহবান জানান।
বিএমএসএফ জেলা কার্যালয়ে আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় আইসিটি সম্পাদক গোলাম মাওলা শান্ত, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খান রতন, সহ-সভাপতি রুহুল আমিন রুবেল ও সাইদুল কবির রানা, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দফতর সম্পাদক ইব্রাহিম খান শাকিল, রাজাপুর থানা কমিটির সভাপতি আহসান হাবিব সোহাগ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উদ্দিন, ক্রীড়া সম্পাদক বাবুল মিনা, উপ-প্রচার সম্পাদক কামরুল হাসান মুরাদ, বশির আহমেদ খলিফা, আলী আহম্মদ প্রমুখ।
সভায় দু’জনকে সহযোগি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন অজানা খবরের ষ্টাফ রিপোর্টার জাহাঙ্গীর ফরাজী ও দৈনিক মাতৃজগতের প্রতিনিধি মাসুম।
এছাড়া নির্বাহী সদস্য শফিউল আজম টুটুলকে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংগঠনিক এ সভায় কেন্দ্র ঘোষিত কাঠালিয়া উপজেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামি ১০ নভেম্বরের মধ্যে কাউন্সিল সম্পন্ন ও নলছিটি থানা শাখাকে ৩ কার্যদিবসের মধ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।সভায় বিএমএসএফ এর ১৪ দফা দাবী বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।

ঝালকাঠিতে গানে গানে দর্শক মাতালেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান

ষ্টাফ রিপোর্টার ॥ রেববার অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি পুলিশিং ডে’। উদ্ভোধনী অনুষ্ঠান, র‌্যালী, আলোচনাসভা সহ দিনব্যাপি নানা আয়োজনের শেষে রাতে পুলিশ লাইনের ড্রিল সেডে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ব্যান্ড ও পুলিশ সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানের শেষের দিকে মঞ্চ থেকে ভেসে আসে ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানিনা’ এই গানটি। এ যেনো খালিদ হাসান মিলুর সেই কন্ঠস্বর। তবে এ কোনো পেশাদার শিল্পী নয় , তিনি হলেন ঝালকাঠি সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান (পিপিএম বার)। গানটির শুরুতেই আনন্দে মেতে উঠেন উপস্থিত দর্শক শ্রোতা। শিল্পীর সাথে গানের সুরে সুর মিলিয়ে নেচে উল্লাস করেন উপস্থিত দর্শকরা।

নলছিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে সেসিপের বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ

আরিফুর রহমান আরিফ:: নলছিটি উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ( স্কুল ও মাদ্রাসা) এর মধ্যে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর ) সকালে পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৈজ্ঞানিক সরঞ্জাম শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরঞ্জাম তুলে দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু।

জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহম্মদ শাহ আলম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না । সরকারের পক্ষ থেকে শিক্ষাকে আধুনিক করার সব রকম চেষ্টা করা হচ্ছে । শিক্ষকরা এ বিজ্ঞান সামগ্রী ব্যবহার করে আগামী দিনের কর্ণধার তৈরি করতে পারেন। শিক্ষানীতি প্রণয়ন করার সময় কেউ কেউ এর বিরোধিতা করে বলেছিল শিক্ষানীতি বাস্তবায়ন হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে। অথচ আজ আমরা দেখছি মাদ্রাসা শিক্ষা ব্যাপকতা লাভ করেছে । মাদ্রাসা শিক্ষার্থীরা আজ বিভিন্ন স্থানে সফলতার পরিচয় দিচ্ছে ।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে ভুমি দস্যু কর্তৃক নির্যাতিত সুমাইয়া আক্তার রিমির সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার রিমি
ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে রিমা তার
লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে দাবি করা হয় তার মামারা অর্থ সম্পদের মালিক এবং গ্রাম এলাকায়
থাকে না। মামারা ঢাকা সহ বিভিন্ন দায়িত্বশীল পদে কর্মরত রয়েছেন। মামা বাড়ির বিশাল সম্পত্তি
সুমাইয়া আক্তার রিমা ও তার পরিবার দেখাশুনা করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচাত মামা ওয়ালিউর
রহমান রুনু চৌধুরী মামা বাড়ীর প্রতিবেশী হওয়ায় তারা নানা ধরনের প্রতিহিংসামূলক সড়যন্ত্র পোষন
করে আসছে এবং এরই জের হিসেবে ২০১৪ সালে তাকে একটি মিথ্যা ফেন্সিডিল ও জাল টাকার মামলায়
ফাসিঁয়ে দেয়। ভুমি দস্যু হিসেবে পরিচিত রুনু চৌধুরীর হাতে সুমাইয়া আক্তার রিমি ও তার পরিবার
নানা ভাবে নির্যাতিত হয়ে আসছে। একপর্যায়ে মামা বাড়ীতে বাসবাসরত আবস্থায় তারা যে ঘরে
থাকতেন সেই ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং তাদের ভয় ভিতি ও হুমকির কারনে আত্মরক্ষার জন্য
সুমাইয়া আক্তার রিমি ও তার পরিবার নলছিটি উপজেলা শহরে বাসা ভাড়া করে বসবাস করছে। তার এক মামা
তাদের মাসিক ২৫০০ টাকা মাসহারা দিচ্ছে তারা এবং তার পরিবার স্বল্প আয়ের উপর জীবন যাপন করছে।
রুনু সুমাইয়া আক্তার রিমি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং
ভুমিদস্যু চাচাত মামাদের হয়রানি ও নির্যাতন রোধ করার ব্যবস্থা করে নিজ বাড়ীতে ফেরৎ যাবার দৃষ্টি
আকর্ষনের জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে বলে দাবি করেছেন।

ঝালকাঠিতে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ঝালকাঠি জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শনিবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন অনু। বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি এসএম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি মোহাম্মদ মানিক মৃধা, সাধারণ সম্পাদক মির্জা নাছির উদ্দিন, ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি, মাইনুল হাসান রিয়াদ, রমেশ ভট্টাচায্য, মো: রফিকুল ইসলাম, গোলাম কবির, মিজানুর রহমার, শহিদুল হক, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বাদশা তালুকদার। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির আলমগীর হোসেনকে সভাপতি এবং সড়ক ও জনপদ বিভাগের কম্পিউটর অপারেটর বাদশা তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের জেলা কমিটি ঘোষনা করা হয়।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার দুই যুবলীগ নেতার জামিন লাভ

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠিতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন যুবলীগের দুই নেতা । গত ২২ অক্টোবর ঠিকাদারি কাজে রাজাপুর থেকে ঝালকাঠি ফেরার সময় জেলা যুবলীগ নেতা কাজী মারুফুজ্জামান ইরান ও মোস্তাফিজুর রহমান রিংকুকে আটক করে ডিবি পুলিশ। আসন্ন যুবলীগের নতুন কমিটিকে ঘিরে একটি মহল দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। এর অংশ হিসেবে তাদেরকে গত ২২ অক্টোবর ঝালকাঠির সদর থানায় দায়ের করা একটি মাদক মামলায় জড়ানো হয়। তবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীরা ষড়যন্ত্রের বিষয়টি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পেশ করেন। পেশাগত ও সামাজিক অবস্থান বিবেচনা করে তাদের জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।

ঝালকাঠিতে জেলা পুলিশের আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালিত

আরিফুর রহমান আরিফ :: জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে আজ সকালে শহরের পেট্রল পাম্পে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান। সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবু তাহের। এছাড়া বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন । পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, যাত্রীসহ সকলের সচেতন হওয়ার আহ্বান জানান।

ঝালকাঠিতে সুমন তালুকদারের ব্যতিক্রমী উদ্দোগ

ঝালকাঠি প্রতিনিধি ॥ পৌর এলাকার শহীদ স্বঝালকাঠিতেরনী সড়কে ভিন্নধর্মী উদ্দোগ নিয়ে বেশ আলোচনায় এসেছেন ঝালকাঠি সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন তালুকদার। সড়কের পাশে পরিত্যাক্ত একটি সরকারী সীমানা প্রাচীর সংস্কার করে সেখানে একটি দেয়াল পত্রিকা বানিয়েছেন। প্রতিদিন সকালে এখানে জাতীয় এবং স্থানীয় একাধীক পত্রিকা আঠাদিয়ে লাগিয়ে দেয়া হয়। সড়কে চলাচলকৃত জনগন এই পত্রিকা পড়তে পেরে এ কাজের উদ্দোগতাকে সাধুবাদ জানান। রাস্তার পাশে দাড়িয়ে যারা পত্রিকা পরবেন তাদের সুবিধার্থে দেয়ালের উপরিঅংশে প্রাষ্টিকের চাল বসানো হয়েছে। যাতে রোদ বৃষ্টি উপেক্ষা করে পাঠকরা পত্রিকা পড়তে পারে। এখানে রয়েছে খাবার পানি পান করার সু-ব্যবস্থা। সময় দেখার জন্য রয়েছে দেয়াল ঘড়ি। আরো রয়েছে ইন্টারনেট ব্যাবহারের জন্য ফ্রি রিভর সুবিধা। পত্রিকা পাঠ এবং রিভর ব্যবহারকারীদের বসার জন্য পাকা বেঞ্চ বানানো হয়েছে। সম্পুর্ন নিজ খরচে এ কাজের উদ্দোগতা সুমন তালুকদার একান্ত সাক্ষাতকারে এ প্রতিনিধিকে কলেন, শুধু জনসেবার উদ্দ্যেশ্যেই তিনি আধুনিক এই দেয়াল পত্রিকা বানিয়েছেন। প্রতিদিন সকালে সুগস্থা নদীর দক্ষিণ প্রান্ত থেকে শত শত মানুষ খেয়া পাড় এই রাস্তাটি দিয়ে শহরে আসে। তারা এই দেয়াল পত্রিকা ও অন্যাণ্য সুবিধা পেয়ে এ কাজের উদ্দোগতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঝালকাঠিতে শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী পালিত

আরিফুর রহমান আরিফ ::যথাযথ কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুুুত্র শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর)সন্ধ্যায় টাউন হলে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স,ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

রাজাপুরে ইয়াবাসহ আটক তিন

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে ১৭ পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার পিংড়ী এলাকার আবুল হোসেন এর ছেলে মেহিদী হাসান (২২), ইন্দ্রপাশা গ্রামের ইদ্রিশ আলী হাওলাদার এর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও মঠবাড়ি এলাকার মানিক গাজীর ছেলে বাহাদুর গাজী (৩৫)।

পুলিশ জানায়, অভিযান চলাকালে উপজেলার ইন্দ্রপাশা এলাকার তিল্লারবাড়ি মোড় থেকে মেহেদী হাসান ও আশরাফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালালে মেহেদী হাসানের পড়নের পেন্টে থাকা ২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং বাহাদুর গাজীকে তার নিজ বাড়ী এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাজাপুর থানার এসআই মোঃ শাহজাদা (সেকেন্ড অফিসার) জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।