ঝালকাঠিতে ভুমি দস্যু কর্তৃক নির্যাতিত সুমাইয়া আক্তার রিমির সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার রিমি
ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে রিমা তার
লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে দাবি করা হয় তার মামারা অর্থ সম্পদের মালিক এবং গ্রাম এলাকায়
থাকে না। মামারা ঢাকা সহ বিভিন্ন দায়িত্বশীল পদে কর্মরত রয়েছেন। মামা বাড়ির বিশাল সম্পত্তি
সুমাইয়া আক্তার রিমা ও তার পরিবার দেখাশুনা করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচাত মামা ওয়ালিউর
রহমান রুনু চৌধুরী মামা বাড়ীর প্রতিবেশী হওয়ায় তারা নানা ধরনের প্রতিহিংসামূলক সড়যন্ত্র পোষন
করে আসছে এবং এরই জের হিসেবে ২০১৪ সালে তাকে একটি মিথ্যা ফেন্সিডিল ও জাল টাকার মামলায়
ফাসিঁয়ে দেয়। ভুমি দস্যু হিসেবে পরিচিত রুনু চৌধুরীর হাতে সুমাইয়া আক্তার রিমি ও তার পরিবার
নানা ভাবে নির্যাতিত হয়ে আসছে। একপর্যায়ে মামা বাড়ীতে বাসবাসরত আবস্থায় তারা যে ঘরে
থাকতেন সেই ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং তাদের ভয় ভিতি ও হুমকির কারনে আত্মরক্ষার জন্য
সুমাইয়া আক্তার রিমি ও তার পরিবার নলছিটি উপজেলা শহরে বাসা ভাড়া করে বসবাস করছে। তার এক মামা
তাদের মাসিক ২৫০০ টাকা মাসহারা দিচ্ছে তারা এবং তার পরিবার স্বল্প আয়ের উপর জীবন যাপন করছে।
রুনু সুমাইয়া আক্তার রিমি সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং
ভুমিদস্যু চাচাত মামাদের হয়রানি ও নির্যাতন রোধ করার ব্যবস্থা করে নিজ বাড়ীতে ফেরৎ যাবার দৃষ্টি
আকর্ষনের জন্য এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *