বরিশালের দুই জেলায় সহস্রাধিক কৃষকের সর্বনাশ

মো:মিজানুর রহমান, বরগুনাঃ কৃষকের বীজ ধান নিয়ে প্রতারনা করা ও বিএডিসির সুনাম ক্ষুন্নকারী সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্যরা এখনও  প্রশাসনের  ধরা ছোয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে।  উপকূলীয় দু”জেলা বরগুনার তালতলী উপজেলায় ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এবং কুয়াকাটায় বীজ ধানের কৃত্রিম সঙ্কট তৈরি করে বিএডিসির দেয়া সঠিক বীজ না দিয়ে ভেজাল ও স্থানীয় বীজ প্যাকেট করে বরগুনা ও পটুয়াখালী দুই জেলার প্রায় সহশ্রাধিক কৃষকের সর্বনাশ করার ঘটনায় অভিযুক্ত ডিলার কচুপাত্রা বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আবু বাহিনীর প্রধান প্রতারক আবু মিয়া (৩৮) ও উক্ত সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সদস্য আবুর ভাই জয়নাল (৪২), ভাতিজা কাইয়ুম (২২), মামা চান মিয়া (৪৩), মামাতো ভাই ইব্রাহিম (২৫), আবুর স্ব- স্ত্রী (৩০), ও তার মামী চান মিয়ার স্ত্রী খাদিজা বেগম (৩৯), মামাতো ভাই ইব্রাহিম মৃধার স্ত্রী ফতেমা বেগম (২২) ও  এর সাথে জরিত অসাধু কর্মচারীসহ প্রতারক চক্রের সদস্যরা  এখনও প্রশাসনের ধরা ছোয়ার বাইরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

সরেজমিনে জানাগেছে, বরগুনার তালতলী উপজেলার  ৪নং শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা গ্রামের মৃতু সেকান্দার আলী হাং এর ছোট ছেলে আবু বাহিনীর প্রধান প্রতারক আবু মিয়া তার নিজের ক্ষেতে বিজ ধান শুকিয়ে পরিকল্পিত ভাবে গুদামে রেখে দিয়ে ও যশোর থেকে রাতের আধারে ট্রাক ভর্তি ধান এনে দোকানের পিছনে বসে আবুর স্ব-স্ত্রী ও তার মামী চান মিয়ার স্ত্রী দারা কুলা দিয়ে ঝেড়ে পরিস্কার করে প্যাকেট করে সরল মনা কৃষকদের মাঝে চরা মূল্যে বিক্রি করে এ ভাবে প্রতারনা করে বলে উপস্থিত স্থানীয়রা জানায়।

সরেজমিনে আরও জানাজায়, প্রতারক আবু মিয়া চলতি আমন মৌসুমে উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মচারীদের সহযোগীতায় ও বিএডিসির অসাধু কর্মচারীদের যোগসাযোসে বীজের বস্তা সেলাই করা মেশিনসহ ছিলমারা খালি বস্তা সংগ্রহ করে কচুপাত্রা বাজারে আবুল মার্কেট এর পিছনে ও দোতালায় বসে লোকাল ধান বস্তা ভরে মেশিন দিয়ে সেলাই করে প্যাকেট করে। কখনো কখনো আবার সুযোগ বুঝে কচুপাত্রা বটতলা সোনালী মসজিদের পাশে অবুর নিজ বাড়িতে বসে প্যাকেট করে এবং প্যাকেটের গায়ে ধানের জাতের নাম ওভার রাইটিং করে ব্রি ২৮ কেটে ব্রি ২৩ ধান লিখে, প্যাকিং এর তারিখ ২ অক্টোবর ২০১৬ কে ওভার রাইটিং করে ২ অক্টোবর ২০১৮ করে উপজেলার একমাত্র  ডিলার আবুল তার মামা চান মিয়ার টমটমে করে ও মামাতো ভাই ইব্রাহিম মৃধার অটোতে করে বহন করে তালতলী উপজেলার বিভিন্ন বাজারে ও পার্শবর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার বিভিন্ন স্থানে অন-অনুমোদিত খুচরা বীজ বিক্রেতা দ্বারা হাজারো কৃষকদের  মাঝে বিএডিসির সঠিক বীজ না দিয়ে আবু তার নিজের প্যাকেট করা বোর মৌসুমের স্থানীয় ও যশোরের খোলা বাজার থেকে আনা নিম্নমানের বীজ প্রতারোনার মাধ্যমে বিতরন করে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। যশোর থেকে আনা বীজগুলো যে সকল কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছিল অপরিপক্ক অবস্থায় সে সকল বীজে ফলন আসায় কৃষকদের মাঝে হৈচৈ শুরু হয়।

স্থানীয়রা  আরও জানান, বিএডিসির প্যাকেটজাত ধানের বীজের প্যাকেটে জাত পরিবর্তন করে, কাটা ছেড়া করে মেয়াদ উত্তীর্ণ, অন্যজাতের স্থানীয় বীজধান প্যাকেটে ভরে কৃষকের সর্বনাশ করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ চিহ্নিত হওয়া পরও প্রশাসন উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যাবস্থা না নিলে প্রকৃত কৃষকদের বিএডিসির প্রতি আস্থা কমে আসবে বলে অভিজ্ঞ মহলের ধারনা।

খোঁজ নিয়ে আরও জানাযায়, আবুর বিরুদ্ধে এলাকায় এধরনের অভিযোগের আর শেষ নেই। অন্যের অর্থ সম্পদ লুট-পাট, সরকারী জমি দখল, পাবলিক টয়লেট ভাংচুরসহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তালতলীতে আবু বাহিনী তান্ডব! শিরোনামে জাতীয় দৈনিক যুগান্তর সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে ইতি পূর্বে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। শুধু ভয়ে আবু বাহিনীর প্রধান আবু ও তার লোকদের বিরুদ্ধে স্থানীয় লোক মুখ খুলতে সাহস পায়না কারন উপকলীয় অঞ্চল জুড়ে এর রয়েছে বিশাল গ্যাং, যার ফলে এ চক্রের কাছে স্থানীয় লোক অসহায়।

তালতলীর স্থানীয় কচুপাত্রা বাজারে এভাবে একটি নকল বীজ কারখানার খবর সে সময় বীজ বহনকারী টমটম,অটো চালক ও কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের কাছ থেকে সর্ব প্রথম প্রকাশ পায়। ঘটনাটি তখন  লোকমুখে ব্যাপক জানাজানি হলে আবু বাজারে তার ঘর থেকে ধান সড়িয়ে তার বাড়ির পাশে মামাতো ভাই ইব্রাহিম মৃধার ঘরে লুকিয়ে রেখে সেখান থেকে বস্তা ভরে সেলাই করে প্যাকেট করে। ঐ সময়ে স্থানীয় কৃষি অফিসের লোকজন এসে বিষয়টির সত্যতা পেয়ে লাইসেন্স বাতিল করে দেওয়ার জন্য ব্যাপক  চাপ প্রয়োগ করে। তখন আপায় উপায় না পেয়ে মুচলেকার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তপক্ষের সাথে আবুর আপোশ হয়েছে বলে জানাগেলেও  সে সময় উদ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি জোড়ালে ভাবে আমলে নেয়নি, যার ফলে আজ হাজারো কৃষকের সর্বনাশ। কয়েক একর কৃষি জমি অনাবাদী থাকার আশংঙ্কা।

এ ব্যাপারে দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতির শিকার কৃষকের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। সরেজমিনে যানাযায়, কোন কোন কৃষকের  ১০ থেকে ১৫ বিঘা পর্যন্ত কারও তার চেয়েও বেশি জমির বীজ অপ্রাপ্ত অবস্থায় ফলে গেছে। এমতবস্থায় কৃষি অফিস বীজের চারা দিচ্ছে ১ বিঘা জমির শেষ সময়ে বীজের চরম সংকট থাকার কারনে অনেক কৃষি জমি অনাবাদী থাকার আশংঙ্কা।

এতে আগামী আমন মৌসুমে বরগুনা ও পার্শবর্তী পটুয়াখালী জেলা সহ তালতলী উপজেলার প্রায় কয়েক হাজার একর জমিতে আমন ফসল না পাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা তাদের ক্ষতি পোশনোর জন্য সরকারের সার্বিক সহযোগীতাসহ উক্ত সঙ্গবদ্ধ প্রতারক চক্রকে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে এর সঠিক বিচারের দাবী জানান।

বরগুনায় যৌতুকের দাবীতে অন্তঃসত্তা গৃহবধুকে মারধর

আমতলী প্রতিনিধিঃ যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় দুই মাসের অন্তঃসত্ত্বা এক সন্তানের জননী গৃহবধু কাজল বেগমকে (২৫) স্বামী বেল্লাল প্যাদা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধুকে মঙ্গলবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বেতমোড় গ্রামে মঙ্গলবার সন্ধ্যায়।
জানাগেছে, ২০১৪ সালে আমতলী উপজেলার বেতমোড় গ্রামের জালাল ফকিরের মেয়ে কাজল বেগমের সাথে একই গ্রামের শাহ আলম প্যাদার ছেলে বেল্লাল প্যাদা প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের বাবা জালাল ফকির জামাতাকে যৌতুক হিসেবে এক লক্ষ ৩৫ হাজার টাকায় একখানা মোটর সাইকেল ও স্বর্নালংকারসহ প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে দেয়। রাজমিস্ত্রি কাজের আড়ালে বেল্লাল মাদকসেবন ও ব্যবসায় জড়িয়ে পরেছে এমন অভিযোগ শ^শুর জালাল ফকিরের। নেশার টাকার প্রয়োজন হলেই বেল্লাল স্ত্রী কাজলকে মারধর করে বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে বলে। নিরুপায় হয়ে কাজল তার বাবার বাড়ী থেকে টাকা এনে দেয়। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে কয়েক দফায় সালিশ বৈঠক হয়েছে। গত কোরবানী ঈদে বেল্লাল শ্বশুর বাড়ীতে বেড়াতে গিয়ে ব্যবসা করবে বলে স্ত্রী কাজলকে তার বাবার কাছ থেকে দেড় লক্ষ টাকা এনে দিতে বলে। টাকা আনার জন্য সোমবার কাজলকে শ^শুর বাড়ীতে পাঠিয়ে দেয়। ওইদিন বিকেলে টাকা না আনায় কাজলকে কয়েক দফায় মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে। মঙ্গলবার সন্ধ্যায় দরজার শিক দিয়ে পুনরায় বেধড়ক মারধর করে টাকা এনে দিতে বাধ্য করে। মারধরের এক পর্যায় কাজল জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে বাবার বাড়ীর লোকজন কাজলকে উদ্ধার করে মঙ্গলবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে বেল্লাল প্যাদা কাজলকে বিয়ের দুই বছর পূর্বে পার্শ্ববর্তী গ্রামের হাওয়া নামের এক মেয়েকে প্রথম বিয়ে করে। ওই স্ত্রীকে বেল্লাল টাকার জন্য নির্যাতন করে তাড়িয়ে দেয়। এরপরে বেল্লাল প্রেমের ফাঁদে ফেলে কাজলকে দ্বিতীয় বিয়ে করে।
বুধবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাগেছে, দুই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু কাজল বেগম শরীরের বিষম যন্ত্রনায় কাতরাচ্ছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, অন্তঃসত্ত্বা গৃহবধু কাজল বেগমের মুখের বামপাশে ফোলা জখম, তলপেটে ব্যথা ও সারা শরীরে ফুলা জখম রয়েছে।
গৃহবধু কাজল বলেন, বিয়ের পর থেকে বেল্লাল আমাকে নির্যাতন করে আসছে। যখনই নেশার টাকার প্রয়োজন হয় তখনই আমাকে মারধর করে বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে বাধ্য করে। বিয়ের চার বছরে অর্ধশতাধিক বার মারধর করেছে। তিনি আরও বলেন গত কোরবানীর ঈদে আমার বাবার বাড়ীতে বেড়াতে গিয়ে দেড় লক্ষ টাকা ব্যবসা করবে বলে আমাকে এনে দিতে বলে। বাবা বাড়ী থেকে টাকা এনে দিতে না পারায় আমাকে মারধর করেছে।
গৃহবধুর বাবা জালাল ফকির বলেন, বিয়ের পর থেকে জামাতা বেল্লালকে দফায় দফায় টাকা দিয়েছি। যখনই টাকার প্রয়োজন হয় তখনই কাজলকে মারধরে করে আমার বাড়ীতে পাঠিয়ে দেয়। তিনি আরো বলেন, জামাতা বেল্লাল মাদকসেবনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসার টাকা না দেয়ায় আমার অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করেছে।
বেলাল প্যাদা মাদক ব্যবসার সাথে জড়িতের কথা অস্বীকার করে বলেন, বিয়ের আগে টাকা দেয়ার কথা ছিল। ওই টাকা আনতে সোমবার বাবার বাড়ীতে যায়। কিন্তু টাকা না আনায় কথা কাটাকাটির এক পর্যায় একটি থাপ্পর দিয়েছি মাত্র।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় ধারন ক্ষমতার চারগুন যাত্রী বহন

আমতলী প্রতিনিধিঃ ঈদে নাড়ীর টানে পরিবার পরিজনের কাছে আসা মানুষ ঈদ শেষে ঢাকায় যেতে শুরু করেছে। ঈদের ষষ্ট দিন সোমবার আমতলী লঞ্চঘাট থেকে এমভি সুন্দরবন-৬ লঞ্চ ধারন ক্ষমতার চেয়ে চারগুন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে প্রশাসনের হস্তক্ষেপে বেলা ১১.৫০ টায় ছেড়ে গেছে। এ রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করারও অভিযোগ রয়েছে। এছাড়া লঞ্চের যাত্রীদের অতিরিক্ত টাকা দিয়ে সিট কিনতে হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমতলী লঞ্চে অতিরিক্ত যাত্রী ও বেশী ভাড়া আদায় করার ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। লঞ্চের ষ্টাফ ও আনসাররা ডেকে বিছানা বিছিয়ে যাত্রীদের কাছ থেকে সিট প্রতি অতিরিক্ত ১৫০ থেকে ৫০০ টাকা আদায় করছে।
জানাগেছে, আমতলী – ঢাকা রুটে এমভি হাসান হোসেন, এমভি ইয়াদ ও এমভি সুন্দরবন – ৬ নামের তিন খানা লঞ্চ সার্ভিস রয়েছে। ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত কোন লঞ্চ দেয়নি মালিকপক্ষ। এ লঞ্চের মালিকরা বিআইডব্লিউটিএ ও প্রশাসনকে ম্যানেজ করে যাত্রী ধারন ক্ষমতার চেয়ে চার থেকে ছয়গুন বেশী যাত্রী পরিবহন করছে। এমভি ইয়াদ লঞ্চে যাত্রী ধারন ক্ষমতা ৩৯৬ জন, নেয়া হচ্ছে এক হাজার দু’শত থেকে এক হাজার পাচ’শ জন। প্রিন্স অব হাসান-হোসেন-১ লঞ্চে যাত্রী ধারন ক্ষমতা ৩৪২ জন, নেয়া হচ্ছে এক হাজার থেকে দু’হাজার জন। এমভি সুন্দরবন-৬ লঞ্চে যাত্রী ধারন ক্ষমতা ৬০৩ জন, নেয়া হচ্ছে এক হাজার পাচ’শ থেকে এক হাজার আট’শ জন। এছাড়া সরকারী নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। পূর্বে আমতলী – ঢাকা প্রথম শ্রেনীর যাত্রীদের ভাড়া ছিল এক হাজার টাকা এবং ডেকের যাত্রীদের ভাড়া ছিল ৩’শ টাকা। ঈদের আটদিন পূর্বে কোন কারন ছাড়াই এ ভাড়া বৃদ্ধি করে সিঙ্গেল কেবিন এক হাজার ২০০ টাকা, ডাবল কেবিন দুই হাজার ৪০০ টাকা এবং ডেকের ভাড়া তিনশ ৫০ টাকা আদায় করা হয়েছে। লঞ্চের ষ্টাফ ও আনসাররা ডেকে বিছানা বিছিয়ে যাত্রীদের কাছ থেকে সিট প্রতি অতিরিক্ত ১৫০ থেকে ৫০০ টাকা আদায় করছে। সোমবার লঞ্চে অতিরিক্ত যাত্র বোঝাই ,ভাড়া বেশী আদায় ও অতিরিক্ত টাকায় সিট বিক্রির খবর পেয়ে আমতলী সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ও ওসি মোঃ আলাউদ্দিন মিলন আমতলী লঞ্চঘাট পরিদর্শন করেন। ভ্রাম্যমাল আদালতের বিচারক লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই দেখে দ্রুত লঞ্চ ছেড়ে দেয়ার জন্য লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। ভ্রাম্যমান আদালতের বিচারকের নির্দেশে বেলা ১১ টা ৫০ মিনিটের সময় অতিরিক্ত যাত্রী বোঝাই করে সুন্দরবন-৬ লঞ্চটি ছেড়ে যায়।
সোমবার আমতলী লঞ্চঘাট ঘুরে দেখাগেছে এমভি সুন্দরবন-৬ লঞ্চ ধারন ক্ষমতার চেয়ে চারগুন যাত্রী বহন করে ঢাকার উদ্দেশ্যে লঞ্চঘাট ছেড়ে গেছে। এ লঞ্চটিতে তিল পরিমান জায়গা নেই। মানুষ ডেকে জায়গা না পেয়ে লঞ্চের ছাদে অবস্থান নিয়েছে। যাত্রীরা লঞ্চের তৃতীয় তলায় মেশিনের সাইলেন্সসার পাইপের কাছে আসন পেতে বসেছে। অনেক যাত্রীকে দাড়িয়ে থাকতে দেখা গেছে। লঞ্চের ষ্টাফ ও আনসার সদস্যরা ডেকে বিছানা বিছিয়ে যাত্রীদের কাছ থেকে সিট প্রতি অতিরিক্ত ১৫০ থেকে ৫০০ টাকা আদায় করছে।
তালতলী উপজেলার কড়াইবাড়িয়া গ্রামের মোঃ সুমন বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই সুন্দর বন-৬ লঞ্চে ঢাকায় যাচ্ছি। তিনি আরো বলেন, লঞ্চের মিরাজ নামক এক ষ্টাফের কাছ থেকে একটি সিট ২০০ টাকায় ক্রয় করেছি।
তালতলীর গাববাড়িয়া গ্রামের আবুল হোসেন বলেন, এক আনসার সদস্যের কাছ থেকে ছাদের ৫ টি সিট ১৫০ টাকা করে ৭৫০ টাকায় নিয়েছি। তিনি আরো বলেন অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় যেতে হচ্ছে। কি হয় আল্লায় জানে।
আমতলীর মহিষডাঙ্গা গ্রামের তাহমিনা বেগম বলেন, লঞ্চের ডেকে কোন সিট পাইনি। তাই ছাদে একটু জায়গা পেয়েছি। বৃষ্টি এলে কোথায় যাব বুঝতে পারছি না। তিনি আরো বলেন, একটি ডেকের সিট ২০০ টাকায় নিয়েছি।
আমতলীর বৈঠাকাটা গ্রামের রায়হান বলেন, লঞ্চের ষ্টাফ মিরাজের কাছ থেকে ডেকের ৫ জনের একটি সিট ১ হাজার টাকা দিয়ে নিয়েছি।
ধানখালী গ্রামের জামাল অভিযোগ করে বলেন, একেতো লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই, তারপর ভাড়াও বেশী আদায় করছে।
সুন্দরবন-৬ লঞ্চের সুপার ভাইজার অপু মিয়া অতিরিক্ত যাত্রী নেয়া ও বেশী ভাড়া আদায়ের কথা অস্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বেশী। তাই সময়ের চার ঘন্টা পূর্বে আমতলী ঘাটলঞ্চ থেকে লঞ্চ ছেড়ে দিয়েছি।
বরগুনা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মামুনুর রশিদ অতিরিক্ত ভাড়া আদায় ও ধারন ক্ষমতার চেয়ে বেশী যাত্রী বহনের বিষয়টি স্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে লঞ্চে যাত্রী একটু বেশীই নিচ্ছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চের কোন দূর্ঘটনা ঘটনা এর দায় আপনী নিবেন কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। তিনি আরো বলেন, লঞ্চের দায়িত্ব শুধু আমার একার নয়, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনেরও দায়িত্ব রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত যাত্রী বোঝায়ের খবর পেয়ে দ্রুত লঞ্চ ছেড়ে দেয়ার ব্যবস্থা করেছি।

বরগুনায় ভিজিএফ’র চাল বিতরন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী পৌরসভায় ঈদুল আজহার বিশেষ খাদ্য সহায়তার ভিজিএফ’র চাল সোমবার বিতরন করা হয়েছে। এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
আমতলী বন্দর মাদরাসা প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে চাল বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, প্যানেল মেয়র জিএম মুছা ও কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ। উল্লেখ পৌরসভার ৪ হাজার ৬শ’২১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়।

বরগুনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে রবিবার বিকেলে কবির মল্লিকের ছয় বছরের শিশু কন্যা সাফিয়া পানিতে ডুবে মারা গেছে।
জানাগেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কবির মল্লিকের ছয় বছরের শিশু কন্যা ঘরের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে তাকে পায়নি। দু’ঘন্টা পরে শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখে। পরে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজড়া বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূবেই মারা গেছে।

আমতলীতে বেতনের দাবীতে শিক্ষকদের ক্লাশ বর্জন

আমতলী প্রতিনিধিঃ আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর জটিলতার কারনে দীর্ঘ আট মাস ধরে বেতন বন্ধ থাকায় সোমবার সকাল থেকে বেতনের দাবীতে শিক্ষরা (একাংশ) ক্লাশ বর্জন কর্মসূচী শুরু করে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে ২০ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী রয়েছে। সাবেক প্রধান শিক্ষক শাহআলম কবিরকে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা পরিষদ তাকে ২০১২ সালের ২৬ নভেম্বর বরখাস্ত করেন এবং তার বরখাস্তের পর সকহারী শিক্ষক মো: দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করেন। বরখাস্ত হওয়া সাবেক প্রধান শিক্ষক শাহআলম কবির তার বরখাস্তের আদেশ বাতিলের দাবীতে ২০১৩ সালের ১৫ মে ইচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন। ওই রিট পিটিশনের শুনানি শেষে ২০১৭ সালের ২৪ অক্টোবর বিচারপতি মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মো: সোহরাওয়ার্দীর বেঞ্চ তাকে প্রধান শিক্ষক পদে বহালের আদেশ প্রদান করেন। একদিকে আদালতের আদেশ অন্যদিকে বিদ্যালয় পরিচালনা পরিষদের নিয়োগ প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। কে এখন বেতন শিটে স্বাক্ষর করবে এই নিয়ে জটিলতার কারনে ২০১৭ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাস ধরে শিক্ষকরা বেতন ্এবং দুটি ঈদ বোনাস পাচ্ছে না। বেতন বোনাস না পেয়ে শিক্ষকদের এখন পথে বসার মত অবস্থা হয়েছে। অনেকেই তাদের ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছে বলে জানান কয়েকজন শিক্ষক। দীর্ঘ ৮ মাস ধরে বেতন না পেয়ে বিদ্যালয়ের ৮জন শিক্ষক সোমবার সকাল থেকে ক্লাশ বর্জন শুরু করেছে। কারিগড়ি শাখার ক্লাশ বর্জন কারী শিক্ষক হোসেনেয়ার বেগম জানান, তারা বেতন বোনাস না পাওয়া পর্যন্ত ক্লাশে ফিরে যাবে না । গনিত বিষয়ের শিক্ষক শাহনাজ বেগম জানান, দীর্ঘ ৮ মাস ধরে বেতন না পেয়ে আমরা খুব খারাপ অবস্থায় আছি। সোমবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায় শিক্ষকরা ক্লাশ বর্জন করায় ৩টি ক্লাশ ছাড়া বাকি ক্লাশের শিক্ষার্থীরা ক্লাশে বসে গল্প করে সময় পার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের স্যারেরা বেতন পায় না তাই বেতনের দাবীতে তারা ক্লাশ বর্জন করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেনের জানান, স্কুলের কাজে আমি ঢাকায় অবস্থান করছি। তবে তিনি আংশিক শিক্ষকদের ক্লাশ বর্জনের বিষয়টি স্বীকার করে বলেন, তাদের বেতন বোনাস দেওয়ার জন্য চেষ্টা করছি। । বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাকিয়া এলিচ বলেন, শিক্ষকরা যাতে বেতন বোনাস পায় সে বিষয়ে আমি চেষ্টা করছি। আসা করি শিঘ্রই তারা বেতন বোনাস পাবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন বলেন, কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সুরহার চেষ্টা করা হবে।

মামলা তুলে না নিলে এসিড মেরে হত্যার হুমকি

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার বায়বালা গ্রামের স্বামী কাওসার সিকদারের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের দাবীতে মারধর করে গর্ভজাত সন্তান নষ্ট করার অভিযোগ এনে মামলা করে বিপাকে স্ত্রী রিনা বেগম ও তার পরিবার। মামলা তুলে না নিলে এসিড মেরে হত্যার হুমকি দিয়েছে স্বামী কাওসার সিকদার ও তার সহযোগীরা। সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রিনা ও তার স্বজনরা। পুলিশকে জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। উল্টো এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাদব চন্দ্র দে আসামীদের সাথে সখ্যতা করে তাদের সহযোগীতা করছে। আসামীরা প্রকাশ্যে এলাকায় সাথে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ রিনার পরিবারের। রবিবার আমতলী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে লিখিত অভিযোগ করেছেন রিনা বেগম ও তার পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাদব চন্দ্র দে বাদীর পরিবারের কাছ থেকে ১২ হাজার টাকা উৎকোচ গ্রহন করেও তাদের কোন সহযোগীতা ও আসামী গ্রেফতার করছে না বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন রিনা বেগম।
স্থানীয় ও মামলা সুত্রে জানাগেছে, ২০১৭ সালের মার্চ মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের জব্বার হাওলাদারের মেয়ে রিনা বেগমকে আমতলী উপজেলার রায়বালা গ্রামের সোনা মিয়া সিকদারের ছেলে কাওসার সিকদারের সাথে বিয়ে দেয়। বিয়ের সময় নগদ এক লক্ষ টাকা স্বর্নালংকারসহ প্রয়োজনীয় আসবাবপত্র দেয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই স্বামী কাওসার স্ত্রীকে তার বাবার বাড়ী থেকে মোটর সাইকেল ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা যৌতুক দাবী করেন। এ টাকা দিতে অস্বীকার করে স্ত্রী রিনার বাবা জব্বার হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী কাওসার সিকদার স্ত্রী রিনাকে প্রায়ই মারধর করে। গত ২২ জুলাই বিকেলে স্বামী কাওসার সিকদার স্ত্রী রিনাকে বাবার বাড়ী থেকে মোটর সাইকেল ক্রয় করার পুনরায় দুই লক্ষ টাকা এনে দিতে বলে। এ টাকা এনে দিতে অস্বীকার করে রিনা। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার সিকদার ও তার পরিবারের লোকজন রিনাকে বেধড়ক মারধর করে। এক পর্যায় স্বামী রিনার পেটে লাথি দিলে তার রক্তক্ষরণ হয় এবং চার মাসের গর্ভজাত সন্তান নষ্ট হয়ে যায়। পরে রিনাকে চিকিৎসা না করে ঘরের মধ্যে আটকে রাখে। স্বজনরা খবর পেয়ে ওই দিন গভীর রাতে পুলিশের সহযোগীতায় রিনাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুই দিন চিকিৎসা শেষে রিনার শারীরিক অবস্থান অবনতি হলে চিকিৎসক সঙ্কটজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনায় রিনা বাদী হয়ে আমতলী থানায় স্বামী কাওসারকে প্রধান আসামী করে ৭ জনের নামে নারী নির্যাতন দমন ও যৌতুকের দাবীতে মারধর করে,গর্ভজাত সন্তান নষ্ট করার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে কাওসার ও তার সহযোগীরা রিনা ও তার পরিবারকে মামলা তুলে নিতে অব্যাহতভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। মামলা তুলে না নিলে এসিড মেরে হত্যার হুমকি দেয় তারা। সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন রিনা ও তার স্বজনরা। পুলিশকে জানালেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। উল্টো পুলিশ এ মামলার আসামীদের সাথে সখ্যতা করে তাদের সহযোগীতা করেছে। আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ রিনার পরিবারের। রবিবার আমতলী রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে লিখিত এ অভিযোগ করেছেন রিনা বেগম ও তার পরিবার। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাদব চন্দ্র দে বাদীর পরিবারের কাছ থেকে ১২ হাজার টাকা উৎকোচ গ্রহন করেও তাদের কোন সহযোগীতা ও আসামী গ্রেফতার করছে না বলে লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন রিনা বেগম। এ সময় আরো উপস্থিতি ছিলেন বাবা আবদুল জব্বার হাওলাদার, মা শাহিদা বেগম, ভাই ইলিয়াস, মামা আবদুস সোবাহান মুন্সি ও ভগ্নিপতি মোঃ জাকির হোসেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন, রিনাকে রাতে রক্তক্ষরণাবস্থায় ভর্তি করা হয়। তিনি আরো বলেন, রিনাকে মারধরে গর্ভজাত সন্তান নষ্ট হয়ে গেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাদবচন্দ্র দে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি আসামী গ্রেফতারের চেষ্টা করছি।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বিপিএম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। বাদী আমার নিকট আসলে মামলার বিষয়ে সর্বোত্তক সহযোগীতা করা হবে।

 

বরগুনায় অপবাদ সইতে না পেরে গৃহবধুর আত্মহত্যা!

আমতলী প্রতিনিধিঃ শ্বশুরের সাথে পরকিয়ার অপবাদ সইতে না পেরে লাইজু আক্তার নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার শুক্রবার রাতে আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। পুলিশ শ্বশুর শানু হাওলাদার ও শ্বাশুড়ী আকলিমা বেগমকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার বরগুনার আমতলী উপজেলা পশ্চিম সোনাখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের মধু আকনের কন্যা লাইজু আক্তারকে এই গ্রামের শানু হাওলাদারের পুত্র মামুনের সাথে গত বছর ডিসেম্বর মাসে বিয়ে দেয়। বিয়ের পর স্বামী মামুন স্ত্রী লাইজুকে বাবা-মায়ের কাছে রেখে ঢাকায় কাঁচামালের ব্যবসা করছে। স্বামী মামুনের অনুপস্থিতিতে শ্বাশুড়ী আকলিমা বেগম ও শ্বশুর শানু হাওলাদার পুত্রবধু লাইজুকে বিভিন্ন অযুহাতে নির্যাতন করে আসছে। গত দুই মাস পূর্বে শ্বশুড়ী আকলিমা বেগম পুত্র বধুকে শ্বশুর শানু হাওলাদারের সাথে পরকিয়ার অপবাদ দেয়। এ নিয়ে প্রায়ই শ্বাশুড়ীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। শুক্রবার দুপুরে শ্বশুড়ী পুত্রবধুকে তার শ্বশুরের সাথে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে অপবাদ দিয়ে গালাগাল করে। শ্বাশুড়ীর এ অপবাদের কথা পুত্রবধু লাইজু মোবাইল ফোনে স্বামী মামুনকে জানায়। স্বামী মামুন এতে ক্ষিপ্ত হয়ে উল্টো মায়ের কথার সাথে একমত পোষন করে অপবাদ দিয়ে গালাগাল করতে থাকে। এ অপবাদ সইতে না পেরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এদিকে এ ঘটনায় শুক্রবার রাতে মেয়ের মা গোলেনুর বেগম বাদী হয়ে জামাতা মামুনকে প্রধান আসামী করে ৩ জনের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন। পুলিশ ওই রাতেই শ্বশুর শানু হাওলাদার ও শ্বশুড়ী আকলিমা বেগমকে গ্রেফতার করেছে। শনিবার পুলিশ আসামী শ্বশুর শানু হাওলাদার ও শ্বশাড়ী আকলিমা বেগমকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
গৃহবধু লাইজু বেগমের মা গোলেনুর বেগম বলেন, বিয়ের পর জামাই মামুন আমার কন্যা লাইজুকে ওর বাবা-মায়ের কাছে রেখে ঢাকায় কাচামালের ব্যবসা করছে। আমার মেয়েকে বিভিন্ন অযুহাতে শ্বশুর শানু হাওলাদার ও শ্বশুড়ী আকলিমা নির্যাতন করে আসছে। গত দু’মাস পূর্বে আমার মেয়েকে ওর শ্বাশুড়ী আকলিমা বেগম ওর শ্বশুরের সাথে পরকিয়া সম্পর্ক রয়েছে বলে অপবাদ দেয়। আমার মেয়ে আমাকে এ সকল বিষয় জানায়। এ বিষয় নিয়ে আমার সাথে ওর শ্বশুড়ীর ঝগড়াও হয়েছে। তিনি আরো বলেন, শুক্রবার আমার মেয়ে আমাকে ফোন দিয়ে ওর স্বামী মামুন ও শ্বশুড়ী আকলিাম ওকে অপবাদ দিয়ে গালাগাল করেছে বলে জানায়। আমার মেয়ে শ্বশুড়ী ও জামাতার অপবাদ সইতে না পেরে আত্মহত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমানুল ইসলাম ইমন বলেন, প্রাথমিক তদন্তে প্রতিয়মান হয়েছে লাইজু আত্মহত্যা করেছে।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা হয়েছে। মামলার আসামী শ্বশুর ও শ্বাশুড়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছি।

বরগুনায় ১০ জুয়ারির কাড়াদন্ড

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ১০ জুয়ারিকে আটকের পর তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাড়াদন্ডের পর শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাপর ওসি ও এসআই শহিদুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় অভিযান চালিয়ে আমতলীর চৌরাস্তা বাসস্টান্ড এলাকা থেকে ১০ জুয়ারিকে আটক করে। এরা বাস কাউন্টারের একটি পরিত্যাক্ত ঘড়ে বসে মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত জুয়া খেলে আসছিল। ( মোবাইল ফোনে জুয়ার কোর্ট ডাউন লোড করে নেয়)। আটকরা হল নাচনাপাড়া গ্রামের মোতালেব গাজীর ছেলে আব্দুল জলিল (২২), পৌরসভা ৯নং ওয়ার্ডের চানমিয়ার ছেলে মো: রফিক (২৯), পৌরসভার ৩ নং ওয়ার্ডের জয়নাল গাজীর ছেলে মো: বশার (৩৪), পৌরসভার ৭ নং ওয়ার্ডের চেরাগ আলীর ছেলে মো: শিপন (৩৫), ছোটনীলগঞ্জ গ্রামের মনোরঞ্জন হাওলাদারের ছেলে বিপুল চন্দ্র (২৫), শারিকখালী গ্রামের আব্দুল শরীফ এর ছেলে মো: পলাশ হোসেন (৩০), পৌরসভার ৭নং ওয়ার্ডের হায়দার গাজীর ছেলে মো: জহিরুল গাজী (২৮), পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইউসুব হাওলাদারের ছেলে মো: আল আমিন (৩০) পৌরসভার ৭নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে মো: সাইদুর রহমান (৩০) ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোক্তার আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪০)। ওই দিন রাতেই আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার প্রত্যেকে ১ মাসের বিনাশ্রম কাড়াদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন মিলন জানান, আটককৃতদের শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়।

 

বরগুনায় মাদরাসা ছাত্রীকে মারধর

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী মিম আক্তার ও শিমু আক্তার নামের দুই সহপাঠি ক্লাসে বসে পড়ার বিষয়ে কথা বলার অপরাধে সহকারী মৌলভী মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান দুই সহপাঠির মাথা স্বজোড়ে আঘাত করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের মারধরে মিম আক্তার জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়ভাবে চিকিৎসার তিন ঘন্টা পরে জ্ঞান ফিরে মিমের। এতে মিমের মুখমন্ডল ও মাথা ফুলে উঠে। উন্নত চিকিৎসার জন্য আহত মিমকে বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এ ঘটনার পরপর সহকারী মৌলভী মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান গা-ঢাকা দিয়েছেন। ঘটনা ঘটেছে বুধবার বেলা ১১ টার দিকে।
জানাগেছে, উপজেলার বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী মিম ও শিমু আক্তার বুধবার বেলা ১১ টায় ক্লাসে বসে পড়া নিয়ে কথা বলছিল। এ সময় সহকারী মৌলভি মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ক্লাস নিতে আসেন। তিনি এসে দু’সহপাঠিকে কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়। এক পর্যায় দু’সহপাঠির মাথা ধরে স্বজোড়ে ৭/৮ টি আঘাত করে। এতে মিম আক্তার গুরুতর আহত হয়। শিক্ষকের আঘাতে ছাত্রী মিম আক্তার জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়ভাবে চিকিৎসার তিন ঘন্টা পরে মিম আক্তারের জ্ঞান ফিরে আসে। বুধবার দিবাগত রাতে বাড়ীতে মিম আক্তারের মুখমন্ডল ও মাথা ফুলে উঠে। তার শরীরের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।
আহত ছাত্রী মিম আক্তার জানান, আমরা দুই সহপাঠি পড়ার বিষয় নিয়ে কথা বলতেছিলাম। এ মুহুর্তে হুজুরে এসে আমাদের দু’সহপাঠির মাথা ধরে স্বজোড়ে ৭/৮ টি আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে তিন ঘন্টা পরে জ্ঞান ফিরে পেয়েছি।
মেয়ের বাবা জাহাঙ্গির হাওলাদার বলেন, একজন শিক্ষক হয়ে শিক্ষক সুলভ আচরন করেনি। আমার মেয়ের মুখমন্ডল ও মাথা ফুলে উঠেছে। ঠিকমত কথা বলতে পারেনা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সহকারী মৌলভী মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ঘটনার কথা স্বীকার করে বলেন, আমি ইচ্ছা করে করিনি। অনাকাংখিতভাবে ঘটনাটি ঘটেছে।
মাদরাসার সুপার মাওলানা মোঃ দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষককে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়। আগামী কাল (শুক্রবার) ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়েছে। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ওই ছাত্রীর চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। চিকিৎসার যাবতীয় খরচ মাদরাসা কর্তৃপক্ষ বহন করবে।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন বলেন, বিষয়টি নেহায়েত অন্যায়। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।