ঝালকাঠিতে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে তথ্যকেন্দ্রের উঠান বৈঠক

ঝালকাঠি প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ে ঝালকাঠিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের পালবাড়ি মনসা মন্দিরে এ বৈঠকের আয়োজন করে মহিলা ও শিশু মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় সদর তথ্যকেন্দ্র।

সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজ, পৌরসভার মহিলা কাউন্সিলর সীমা আক্তার।

তথ্যসেবা কর্মকর্তা আইরিন সুলতানা সভাপতিত্ব করেন। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, মহিলাদের ক্ষমতায়ন, সরকারি সেবা, সেবপ্রদানকারী অফিসের সাথে যোগাযোগ, ইন্টারনেটের মাধ্যমে তথ্যসেবা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ ‘তথ্য আপা’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সুবিধাবঞ্চিত ও কম সুবিধাপ্রাপ্ত ১৫০ জন মহিলা বৈঠকে উপস্থিত ছিলেন।

বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

আরিফুর রহমান আরিফ:: বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন । মঙ্গলবার (২৬ নভেম্বর ) রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সভাকক্ষে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে পুরস্কৃত করা হয়। ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম.পিপিএম) ফাতিহা ইয়াসমিনের হাতে পুরস্কার হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

এসময় জানানো হয়, আসামী গ্রেফতার, সাক্ষি হাজিরায়, মাদক উদ্ধার , সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধ, ট্রাফিক বিভাগের জরিমানা আদায়, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন পুলিশি সেবার কার্যক্রম বেগবান ও শক্তিশালী করতে ভূমিকা পালনের জন্য ফাতিহা ইয়াসমিনকে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচন করা হয়েছে।

এসময় রেঞ্জ পুলিশের কর্মকর্তারা ছাড়াও বিভাগের সকল জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধিঃ “নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী সোয়াইব, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস, টিটিসি অধ্যক্ষ সাদেকা সুলতানা, দেশ বাংলা ফাউন্ডেশন পরিচালক মিজানুর রহমান। মানববন্ধনের আয়োজন করেন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়া মানববন্ধনের একাত্মতা প্রকাশ করেন জাতীয় মহিলা সংস্থা, দেশবাংলা ফাউন্ডেশন, পল্টন ইন্টারন্যাশনাল, মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙ্গে ফেলায় প্রতিবাদ সভা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া বাসস্ট্যান্ডে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মুক্তিযোদ্ধাদের ম্যুরাল ভেঙ্গে ফেলায় প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ও ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেলে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটির ষাটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিয়ন আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ সভায় অংশ নেন। ভৈরবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মো. নাছির উদ্দিন আহম্মেদ, সাবেক চেয়ারম্যান আব্দুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, মুক্তিযুদ্ধ মঞ্চ ঝালকাঠি জেলা শাখার সভাপতি সাংবাদিক অলোক সাহা প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মুক্তিযোদ্ধাদের ম্যুরাল ভাংচুরের সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবী জনান। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি স্মরণীয় করে রাখতে নলছিটির ষাটপকিয়া মোড়ে নিজ উদ্যোগে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার মুক্তিযোদ্ধার ম্যুরাল রয়েছে। গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে পাশের একটি খালে ফেলে দেয়।

ঝালকাঠিতে তাঁত-বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করলেন আমু!

আরিফুর রহমান আরিফ :: ঝালকাঠিতে মাসব্যাপী তাঁত, বস্ত্র, হস্ত ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু ।

সোমবার (২৬ নভেম্বর )সুগন্ধা নদীর তীরে ডিসি পার্কে ফিতা কেটে, বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন আমির হোসেন আমু।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান)প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলায় অর্ধশত দোকান রয়েছে । এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানি, তাঁতের শাড়ি, কুটির শিল্প, ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোষাক ও প্রসাধনী ফুলের টব, ও হাতে তৈরি নানা খাদ্য সামগ্রী।

নলছিটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

 

নলছিটি প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটিতে ষাইটপাকিয়া বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ও বঙ্গবন্ধুর ভাস্কর্য গতকাল রাতে ভেঙ্গে চুরমার করে খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানায় , বীর মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার নিজ অর্থায়নে বরিশাল -ঝালকাঠি মহাসড়কের নলছিটির ষাইটপাকিয়া বাজার মোড়ে সড়কের উপর এই স্মৃতি সৌধটি নির্মাণ করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বরিশালের কোতোয়ালী রেঞ্জের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। তার পুত্র মোঃ মাসুম হাওলাদার জানায়, রাত দশটার সময় বাজার থেকে বাড়িতে চলে যান। গভীর রাতে কে বা কারা এই অপকর্ম চালিয়েছে তিনি জানেন না। নলছিটি থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে অত্র বাজারে তিনজন পাহারাদার রয়েছেন তারা নিয়মিত পাহারা দিয়ে থাকেন। পাহারাদাররা জানিয়েছেন, তারা রাত্রে একটার সময় পাহারা দিতে এসেছিলেন। বাজার কমিটির সদস্যরা বলছেন, পাহারাদারদের ডিউটি রাত্রে দশটা থেকে শুরু হয়। সচেতন মহলের দাবি ঘটনাটির পূর্ণ তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হোক।

ঝালকাঠিতে বিলুপ্তির পথে গরুর হাল!

আরিফুর রহমান আরিফ: 
কাঁধে লাঙ্গল-জোয়াল, হাতে জোড়া গরুর দড়ি- এই ছিল একসময় গ্রামবাংলার চিত্র। ভোর হলেই গ্রামাঞ্চলের কৃষক কাঁধে লাঙ্গল-জোয়াল নিয়ে জমিতে হাল চাষের জন্য বেরিয়ে পড়তেন। বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে কৃষকদের জীবনেও এসেছে নানা পরিবর্তন। বদলে গেছে তাদের জীবন-যাত্রার মান। আর এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে ঝালকাঠি  জেলায়। এখন আর কৃষকদের কাঁধে লাঙ্গল-জোয়াল ও হাতে জোড়া গরুর দড়ি দেখা যায় না।
ঝালকাঠিতে  বাণিজ্যিকভাবে কৃষকেরা গবাদিপশু পালন করতেন হাল চাষের জন্য। আবার কিছু মানুষ নিজের জমিজমা না থাকলেও পেশা হিসেবে গরু দিয়ে হালচাষ করতেন। বিঘাপ্রতি চুক্তি করে অন্যের জমি চাষাবাদ করে নিজের পরিবারের ভরণ-পোষণ করতেন তারা। কিন্তু বর্তমানে লাঙ্গলের হাল চাষ আর চোখে পড়ে না।
ননলছিটি  উপজেলার  কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের  কৃষক আইয়ুব আলী   বলেন, গরু দিয়ে জমি চাষ করাই আমার পেশা। তবে এখন আর গরুর হাল দিয়ে জমি চাষাবাদ বেশি  করেন না।
তবে নিজের জমি গরু দিয়েই চাষ করি  গরু দিয়ে হাল চাষের অনেক উপকারিতা ছিল। লাঙ্গলের ফলা মাটির অনেক গভীরে যায় তাই জমির মাটি ভালো আলগা ও নরম হয়, ধান চাষের জন্য কাদাও অনেক ভালো হয়। গরু দিয়ে হাল চাষ করলে জমিতে ঘাসও কম হয়। আর ফলনও ভালো হতো । কিন্তু প্রযুক্তির উন্নয়নের ফলে জমি চাষ করার পদ্ধতি এখন বদলে গেছে। নতুন নতুন মেশিনের সাহায্যে কৃষকরা কম সময়ে ও কম খরচে জমি চাষাবাদ করছেন। তাই কালের বিবর্তনে এখন হারিয়ে যেতে বসেছে গরু দিয়ে সেই হাল চাষ।
 ট্রাক্টর ও পাওয়ার টিলারসহ আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে জমি চাষাবাদের কাজ। সেই সঙ্গে কৃষকেরা এখন গবাদিপশু পালন না করে অন্য পেশায় ঝুঁকছেন। এতে আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য লাঙ্গল দিয়ে হালচাষ প্রায় বিলুপ্তির পথে।

নলছিটিতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি থানায় ডাকাতি মামলার এক পলাতক আসামিকে ৭ (সাত) বছর পর
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মো. ইউসুফ শিকদার ওরফে
ইউসুফ মেকার (৫০) নামের ওই আসামিকে গত শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার
করেন নলছিটি থানার এএসআই মো. জসিম উদ্দিন।

আজ শনিবার দুপুরে তাকে নলছিটি থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে। ইউসুফ
শিকদার উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের আব্দুল কাদের
শিকদারের ছেলে।

এএসআই মো. জসিম উদ্দিন জানান, ইউসুফ মেকার নলছিটি থানায় দায়েরকৃত ডাকাতি
মামলার (জিআর-৪০/১২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে গ্রেফতার করে
শনিবার আদালতে পাঠানো হয়েছে।

রাজাপুরে আ’লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে

ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাইপাস এলাকার উপজেলা আ’লীগের প্রধান কার্যালয়ের সামনে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বজলুল হক হারুনের নেতৃত্বে উপজেলার সকল ইউনিয়নের ও সকল ওয়ার্ড আ’লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে একই সময়ে উপজেলার ডাকবাংলো মোড়ের সড়কে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অ্যাড খায়রুল আলম সরফরাজের নেতৃত্বে রাজাপুর উপজেলা সম্মেলন প্রস্তুতি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২ দিন ধরে আ’লীগের উভয় পক্ষের সমাবেশের আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করেছিলো। উপজেলা শহরে সর্বত্র উৎকন্ঠা ও উত্তেজনা দেখা দেয়ায় বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়। বৃহস্পতিবার বিকেলে এমপির পক্ষ থেকে উপজেলা অডিটোরিয়ামে সমাবেশ করার ঘোষণা দিলেও পরবর্তীতে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদকের পক্ষ থেকে ওই দিন রাতে উপজেলা অডিটোরিয়ামে সমাবেশ করার অনুমতি চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে প্রশাসন কঠোর অবস্থানে গেলে শনিবার সকালে এমপির পক্ষ বাইসপাস এলাকায় এবং অপরপক্ষ ডাকবাংলো মোড় এলাকায় সমাবেশের প্রস্তুতি নিয়ে সমাবেশ করে।
বাইপাস এলাকায় এমপি বিএইচ হারুন বলেন, প্রয়োজনে তিনি কমিটির পদ থেকে সড়ে যাবেন কিন্তু আ’লীগের মধ্যে কোন বিভক্তি বা কোন্দল থাকতে দেয়া হবে না। সকলে মিলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান এমপি। সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন মৃধা, মোস্তফা কামাল সিকদার, সিদ্দিকুর রহমান, মজিবর মৃধা ও আব্দুল্লাহ আল হাসান বাপ্পি প্রমুখ। সভায় উপজেলার ৬ ইউনিয়নের কমিটি ঘোষণা করেন এমপি।
অপরদিকে ডাকবাংলো মোড় এলাকায় সমাবেশে উপজেলা আ’লীগের সহ সভাপতি তারেক শাহিন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অ্যাড খায়রুল আলম সরফরাজ। বক্তব্য রাখেন সঞ্জীব কুমার বিশ^াস, অধ্যক্ষ মনিরউজ্জামান, আব্দুল জলিল, আফরোজা আক্তার লাইজু, নজরুল ইসলাম স্বপন তালুকদার, শফিকুল ইসলাম ডেজলিং, নাসির মৃধা ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

কানে বড় বেশি চাপ,শব্দ দূষণ অভিশাপ”৭১ ‘র চেতনা, ঝালকাঠি শাখার পূর্বনির্ধারিত দিনব্যাপী শব্দ দূষণ বিরোধী কর্মসূচি।

আরিফুর রহমান আরিফ:: অযথা হর্ন বাজাবো না, শব্দ দূষণ করবো না,শব্দ দূষন একটি নীরব ঘাতক এই পতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে মুক্তির চিন্তার সামাজিক সেচ্ছাসেবী সেবামূলক সংগঠন ৭১’র চেতনার শব্দ দূষণ বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ (নভেম্বর)ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে মানববন্ধন দিয়ে শুরু হয়ে ঝালকাঠি শহরের চারটি পয়েন্ট ফায়ার সার্ভিসের মোড়, কলেজ মোড়, কুমারপট্টি চৌমাথা, চাঁদকাঠী চৌরাস্তায় প্লেকার্ড ঝুলায় ও লিফলেট বিতরণ করে। এছাড়া সাউন্ড মিটার এ্যাপের মাধ্যমে শব্দের মাত্রা পরিমাপ করা হয়েছে , মটর সাইকেলের হর্ণ ৮৫ DB। যা মারাত্মক ক্ষতিকর। জরিপে উঠে এসেছে শব্দের মাত্রা ৬০db হলে সাময়িক এবং ১০০db হলে স্থায়ী বধির হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় ৭১’র চেতনার সভাপতি গোপাল চন্দ্র দে, সহসভাপতি গোলাম সাঈদ খান, দিবস তালুকদার, মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দা মাহাফুজা মিষ্টি, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব নির্ঝর সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাত্রাতিরিক্ত শব্দের কারণে ইতোমধ্যে দেশের প্রায় ১২% মানুষ শ্রবণশক্তি হ্রাস পেয়েছে বলে পরিবেশ অধিদফতরের সাম্প্রতিক জরিপে উঠে আসে। সেইসঙ্গে যোগ হয়েছে উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ , ফুসফুসজনিত জটিলতা , মস্তিষ্ক বিকৃতি, স্মরণশক্তি হ্রাস, মানসিক চাপসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা।