নলছিটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

 

নলছিটি প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটিতে ষাইটপাকিয়া বাজারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ও বঙ্গবন্ধুর ভাস্কর্য গতকাল রাতে ভেঙ্গে চুরমার করে খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী জানায় , বীর মুক্তিযোদ্ধা মৃত মফিজ উদ্দিন হাওলাদার নিজ অর্থায়নে বরিশাল -ঝালকাঠি মহাসড়কের নলছিটির ষাইটপাকিয়া বাজার মোড়ে সড়কের উপর এই স্মৃতি সৌধটি নির্মাণ করেছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বরিশালের কোতোয়ালী রেঞ্জের ভারপ্রাপ্ত ডেপুটি কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। তার পুত্র মোঃ মাসুম হাওলাদার জানায়, রাত দশটার সময় বাজার থেকে বাড়িতে চলে যান। গভীর রাতে কে বা কারা এই অপকর্ম চালিয়েছে তিনি জানেন না। নলছিটি থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে অত্র বাজারে তিনজন পাহারাদার রয়েছেন তারা নিয়মিত পাহারা দিয়ে থাকেন। পাহারাদাররা জানিয়েছেন, তারা রাত্রে একটার সময় পাহারা দিতে এসেছিলেন। বাজার কমিটির সদস্যরা বলছেন, পাহারাদারদের ডিউটি রাত্রে দশটা থেকে শুরু হয়। সচেতন মহলের দাবি ঘটনাটির পূর্ণ তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *