বাউফলে সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে একাধিক মামলার আসামী কাশিশুরী ইউনিয়ন ছাত্রলীগের (একাংশ) সাধারন সম্পাদক মো. নাইম হোসেন ওরফে অনন্ত সাজ্জ্বাল নাইমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলা কারিশুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার নাম আবদুল জলিল খোকন ওরফে খোকন সাজ্জ্বাল।

নাইম হোসেন বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন-সহ তিনটি মামলার ওয়ারেন্টীয় আসামী নাইম হোসেন। মামলা নং- ১৫/১৪.১.২০২০, ১৩/১২.০৩.২০২০, ২৬/১৩.০৬.২০১৭। থানা পুলিশ পরির্দশক (তদন্ত) আল-মামুন ও উপ-পরির্দশক মো. সাইদুর রহমান তাকে কালিশুরী এলাকা থেকে গ্রেপ্তার করে।

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানায়, ‘গ্রেপ্তারকৃত’কে আদালতের কাছে র্সোপদ করা হবে।

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা! মিছিল সমাবেশ করে এমপি মুহিবের লিফলেট বিতরন

পটুয়াখালী প্রতিনিধি:
মরনঘাতী নোভেল ১৯ করোনা ভাইরাসে বিশ্বের ১৫৩ টি দেশ আক্রান্ত হয়েছে। সারা পৃথিবীতে করোনা মহামারী আকারে ধারন করেছে। আজ পর্যন্ত এই ভাইরাস প্রান হারিয়েছেন ৮২৭০ জন, আক্রান্ত হয়েছেন ২ লাখের অধিক মানুষ। বিশ্বজুড়ে এই সংকটময় সময়ে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের সীমান্ত। বাংলাদেশ, ভারত, নেপাল অন এরাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার যাবতীয় পদক্ষেপ গ্রহন করার পাশাপাশি সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে সরকার। বাংলাদেশে এপর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। সরকার বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার চালু পাশাপাশি দেশের সকল বিমান ও স্হল বন্দরে বিশেষ সতর্কতা জারি করেছেন।

গনসচেতনতা সৃ‌ষ্টিতে মুজিব শতবর্ষের কর্মসূচি স্হগিত করে গনজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে, কোন প্রকার সভা সমাবেশ, মিছিল না করার জন্য অনুরোধ করার পাশাপাশি বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সর্বসাধারণকে জনসমাগ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। অপরদিকে করোনাভাইরাস ছড়ানো রোধে সভা-সমাবেশ ও ওয়াজ আয়োজন থেকে বিরত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তবে সরকারের এসব বিধিনিষেধের তোয়াক্কা না করে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে মিছিল সমাবেশ করে সাধারণ মানুষের মধ্যে আজ লিফলেট বিতরন করেছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বর রহমান মুহিব। আজ তিনি কলাপাড়া উপজেলা শহরের বিভিন্ন সড়ক ও কলাপাড়া বন্দরে হাটে আসা বিভিন্ন মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এসময় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ নাসির উদ্দীন, মহিলা আওয়ামী লীগের উপজেলার আহবায়ক এমপি মুহিবের সহধর্মিণী ফাতেমা পারভিন রেখা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন হাওলাদার, সহ সভাপতি মেহেদী হাসান দিপু, সাধারণ সম্পাদক ফয়জুল হক তালুকদার আশিক সহ যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারের গনজমায়েতে নিষেধাজ্ঞা থাকা সত্বেও এভাবে মিছিল সমাবেশ করে লিফলেট বিতরন সঠিক কিনা জানতে চেয়ে সাংসদ অধ্যক্ষ মুহিব্বুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী তরিকুল হাসান জানান স্যার এখন ব্যস্ত আছেন। তবে সচেতন সাধারণ মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে এর সমালোচনা করেছেন।

উল্লেখ্য নানান সময়ে বিতর্কিত কর্মকান্ড করে তীব্র সমালোচনার স্বিকার হয়েছেন নবীন এই সাংসদ। প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়া এমপি মুহিব্বুর রহমান, জমি দখল, স্হানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা অমান্য উপজেলা নির্বাচনে হেলিকপ্টার করে প্রচারনা, উপজেলা আওয়ামী লীগকে বাদ দিয়ে নিজের মত সম্মেলন করে পকেট কমিটি করা, বিএনপি জামায়াতের ক্যাডার লালন, নিজেকে নিজস্ব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করে কমিটি পাওয়ায় ব্যর্থ হওয়ায় বছর জুড়ে আলোচনায় ছিলেন।

বাউফলে মুজিববর্ষে ১০টাকায় চাল

বাউফল:
পটুয়াখালীর বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের প্রথমদিন “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদেশ” স্লোগন নিয়ে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজি মূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উজেলায় প্রায় ২০হাজার হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজি মূল্যে ৩০ কেজি চাল পাবেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা কালাইয়া ইউনিয়নে ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা।
এসময় চাল বিতরণ পরির্দশন কর্মতকা মো. আরিফ হোসেন, কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্র্তা বিশ্বজিৎ দাস, কালাইয়া ইউপি সদস্য মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

কালাইয়া ইউনিয়নের ১,২,৪,৮ (অংশ) নং ওয়ার্ডের ডিলার মহিউদ্দিন মল্লিক জানায়, ‘তাঁর আওতায় কার্ডধারী ৪’শ৯৫ জন হতদরিদ্র পরিবার ১০টাকা কেজি মূল্যে ৩০কেজি চাল পাবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্র্রীর খাদ্য বান্ধব কর্মসূচির চাল স্বচ্ছ ভাবে বিতরণ করবো।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বছরের পাঁচ মাস (সেপ্টেম্বর- নভেম্বর ও মার্চ-এপ্রিল) দেশের প্রান্তিক গরীব জনগোষ্ঠীর আয় কমে আসেছ। এই সময় সরকার তাদের জন্য দু’খ কষ্ট দূর করার জন্য বিশেষ এই কর্মসূচি চালু করেছে।
বাউফল উপজেলার পনের’টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮টি সরকারি নিয়োগকৃত ডিলারের মাধ্যমে চিহিৃত ১৯’হাজার ২১টি হতদরিদ্র পরিবারকে দশটাকা দরে ত্রিশ কেজি চাল বিতরণ করা হয়।

কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা জানায়, তাঁর ইউনিয়নে তিনজন ডিলারের মাধ্যমে হতদরিদ্র পরিবার গুলোকে চাল বিতরণ করা হয়। চাল বিতরণে কেউ যাতে কোন অনিয়ম না করে এব্যাপারে কঠোর হুশিয়ারী দিয়েও আছে।

বাউফল উপজেলা খাদ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো: লুৎফার রহমান বলেন, সরকার চল বিতরণে অনিয়ম রোধ করতে ত্রিশ কেজি চালের বস্তা দেওয়া হচ্ছে। এতে করে চালে ওজনে কম দেওয়ার কোন সুযোগ নেই।

বাউফলে মুজিববর্ষে বিদ্যুতায়ন

পটুয়াখালীর বাউফলে ‘মুজিব বর্ষে’ শতভাগ ঘরে ঘরে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ।
মঙ্গলবার (১৭মার্চ) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।

উপজেলার কালিশুরী, বগা, বাউফল, কেশাবপুর, ধুলিয়া আদাবাড়িয়া ও কাছিপাড়া ইউনিয়নের ১৫টি গ্রামে ৫কোটি ২১লাখ ৬৪হাজার ৮৫০টাকা ব্যয়ে ৩৩.২৪ মাইলেজ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়। এ থেকে ৯৬৬জন নতুন গ্রাহক বিদ্যুৎ সুবিধাভোগ করবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, মরিয়ম নিশু, কেন্দ্রীয় আ’লীগ নেতা রায়হান সাকিব ।
আরো উপস্থিত ছিলেন- ডিজিএম একেএম আজাদ, মো. ইব্রাহিম ফারুক, হারুন অর রশিদ খাঁন, ইয়্সমিন ফারুক।

বাউফলে মুজিব জন্মশত বার্ষিকী’তে শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীর বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী’তে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) সকাল সাড়ে ছয়টায় বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয় (জনতা ভবন) এ দলীয় পতাকা উত্তোলন, সাতটায় জনতা ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং সাড়ে সাতটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অপর্ণ করেন সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও উপজেলা মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আ.স.ম ফিরোজ (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান সামসুল আলম মিয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. ইব্রাহিম ফারুক প্রমূখ।
এর পরে সকাল আটটায় শ্রদ্ধা নিবেদন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, পটুয়াখালী জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (বাউফল সার্কেল) মো. ফারুক হোসেন, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান’সহ বাউফল থানায় কর্মরত পুলিশ অফিসার ও সদস্যগণ।
আরো শ্রদ্ধা নিবেদন করেন- বাউফল পল্লী বিদ্যুৎ সমিতি, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিবার কল্যাণ, স্বাধধীনতা চিকিৎসক পরিষদ, বাউফল সরকারি কলেজ, বাউফল মহিলা কলেজ, বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়।

পটুয়াখালীতে ৪ জন কোয়ারেন্টাইনে

পটুয়াখালীতে চারজন চীনা নাগরিককে করোনা ভাইরাস সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বরিশালের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন করোনা সন্দেহে এখন পর্যন্ত ৭ জন বরিশাল জেলায়, ৪ জন ঝালকাঠি জেলায় এবং বাকী ৪ জন পটুয়াখালী জেলায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর ৪ জন চীনা নাগরিক।

তারা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসলে তাদের সেখানেই কোয়ারেন্টাইনে রাখা হয়। এছাড়া বরিশালের ৭ জনের মধ্যে ৪ জন গৌরনদী, ২ জন হিজলা এবং ১ জন বাকেরগঞ্জে আছেন। গৌরনদীর ৪ জন ইতালি ফেরত, হিজলা একজন সৌদি আরব, অপরজন সিঙ্গাপুর এবং বাকেরগঞ্জের একজন মালয়েশিয়া ফেরত। ঝালকাঠির ৪ জনের মধ্যে নেদারল্যান্ডের একজন, সিঙ্গাপুরের একজন এবং সৌদি আরবের দুইজন রয়েছেন।

গলাচিপায় র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বাজারে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এর নেতৃত্বে গতকাল ৬ মার্চ শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে মো. আব্দুর রব হাওলাদারের ছেলে আতিকুর রহমান হেলাল ও মো. জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী নূপুর আক্তারকে ৩৮ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে আটককৃত ইয়াবা বিক্রেতা দুজনকে ইয়াবাসহ গলাচিপা থানায় হস্তান্তরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বলে জানায়।

বাউফলে ২০কি.মি বিদ্যুৎ লাইনের উদ্বোধন

বাউফল:
পটুয়াখালীর বাউফলের নাজিরপুরের রামনগর, ছয়হিস্য ও সুলতানাবাদ বগার কৌখালী ও কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে ১৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আ.স.ম ফিরোজ (এমপি)।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি আ.স.ম ফিরোজ বলেন- শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন। তিনি বলেছেন দেশের প্রতিটি মানুষের ঘর আলোকিত হবে। সারাদেশের মত মুজিববর্ষেই বাউফলের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাবে। ইতিমধ্যে ৯৭ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করছে।

বাউফল পল্লী বিদ্যু সমিতির ডিজিএম এ.কে.এম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস-চেয়ারম্যান মো. সামসুল আলম মিয়া, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইবাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য মো. হারুন অর রশিদ খাঁন প্রমূখ।
পল্লী বিদ্যুৎ অফিস জানায়, তিনটি ইউনিয়নের পাঁচটি গ্রামে ৩,০০,২০,৫০০ টাকা ব্যয়ে ২০.১৯ কিলোমিটার দি্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করা হয়েছে। এ থেকে ৮৫৬জন নতুন গ্রাহক বিদ্যুতের সেবা পাবে।

বাউফলে করোনা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি

বাউফল:
পটুয়াখালীর বাউফলে বিশ্বব্যাপী আলোচিত মরণব্যাধি নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর-কে নির্দেশ প্রদান করেন স্থানীয় সাংসদ ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি)।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে বাংলাদেশের অভন্তরে করোনা ভাইরাস ( পড়ারফ-১৯) প্রতিরোধের লক্ষ্যে উপজেলা পর্যায়ে করণীয় শীর্ষক আলোচনা ও প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্যাপক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি।
আ.স.ম ফিরোজ (এমপি) বলেন- ইতি মধ্যে ভাইরাসটি বিশ্বে মহামারি আকার ধারন করেছে। চীনের মত উন্নত দেশ ভাইরাস প্রতিরোধে হিমশিম খাচ্ছে। আমাদের দেশে এ ভাইরাস ছড়ালে ব্যাপক আকার ধারন করবে। যাতে ভাইরাসটি ছড়াতে না পারে তার জন্য আমাদের সচেতনতার বিকল্প নেই। আমাদের হতাশ হওয়ার কিছু নেই, তবে সাবধান থাকতে হবে।
তিনি সংশ্লিষ্ট দপ্তরকে অতিদদ্রুত জনসাধারনে করণীয় ও সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ফেস্টুন বিতরণ-সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের সমন্বয় সচেতনতা সভা এবং জুমার দিন মসজিদে মসজিদে ইমামগণকে সচেতনতামুলক বক্তব্য রাখার জন্য নির্দেশ দেন।

সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার শাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসেরফ হোসেন খাঁন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া প্রমূখ।
এছাড়াও সভায় বিভিন্ন মেডিকেল অফিসার, স্বাস্থ্য কর্মী ও রাজনীতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগামীকাল থেকে ১০ দিন থাকবে না বিদ্যুৎ

পটুয়াখালী ও বরগুনায় শুক্রবার থেকে টানা ১০ দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের তার পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৬ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

পটুয়াখালী ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. রবিউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ বলেন, পটুয়াখালীর সব উপজেলা, বরগুনার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলার গ্রাহকরা সাময়িক ভোগান্তিতে পড়বেন। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক সংযোগ স্বাভাবিক করা হবে।